কিভাবে শুরু করবেন?
প্রথমে আমাদের একজন টিম মেম্বার অনলাইন মিটিং এর মাধ্যমে কনটেন্ট রাইটিং এর বেসিক জিনিসগুলো শিখিয়ে দেবেন এবং আমাদের ওয়েবসাইটে কিভাবে লিখতে হবে তা বুঝিয়ে বলবেন। যেহেতু আমরা কোন কোর্স করাচ্ছি না তাই মূল জিনিসগুলো শিখিয়ে দেয়ার পর কাজ করতে করতে বাকিটা শিখতে হবে।
অর্থাৎ কনটেন্ট রাইটিং এর বেসিক নিয়মাবলী আমরা শিখিয়ে দেব এরপর রাইটার হিসেবে আপনি নিয়মিত কনটেন্ট দেয়া শুরু করলে হাতে কলমে ভুলগুলো ধরিয়ে দেয়া হবে। এভাবে আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে উঠবেন।
আমরা কোন বিষয় লিখি?
আমাদের ওয়েবসাইট একটি মাল্টি নিশ অর্থাৎ বিভিন্ন টপিকের উপর আর্টিকেল দেয়া লাগতে পারে। তবে নির্দিষ্ট কয়েকটি ক্যাটাগরিতে আমরা বেশি আর্টিকেল দিয়ে থাকি। যেমন –
- টেকনোলজি ( উদাহরন দেখুন )
- ইলেকট্রনিক্স (উদাহরন দেখুন )
- শিক্ষা (উদাহরন দেখুন )
- টিপস ( উদাহরন দেখুন )
- স্বাস্থ্য (উদাহরন দেখুন )
পেমেন্ট সিস্টেম
শুরুতে প্রতি পোষ্টের জন্য ৫০ টাকা করে দেয়া হবে এবং ৫ টা কন্টেন্ট লিখা হলে একসাথে বিকাশ/ নগদে অটোমেটিক পেমেন্ট চলে যাবে। সময়ের সাথে সাথে পেমেন্ট এর পরিমান বাড়তে থাকবে।
যেহতু আমরা নতুনদের শিখেয়ে কাজ করাবো তাই শুরুতে পেমেন্ট কিছুটা কম হবে। কাজের কোয়ালিটি বৃদ্ধির সাথে সাথে পেমেন্ট ও বাড়তে থাকবে এবং কোয়ালিটির উপর নির্ভর করে পরবর্তীতে প্রতি পোষ্টের জন্য সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত দেয়া হবে।
রাইটারের পোষ্টের পরিমান ও পেমেন্ট সিস্টেম গুগল শীটের মাধ্যমে হিসাব রাখা হবে যা অনলাইনে মিটিং এর সময় বুঝিয়ে দেয়া হবে। একজন রাইটার চাইলে দিনে একাধিক পোষ্ট দিতে পারবেন।
বিঃ দ্রঃ আমাদের সাথে কাজ করার পাশাপাশি চাইলে নিজের ব্লগিং ওয়েবসাইটে লেখালেখি করতে পারেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোন বাধা আসবে না। বরং কোন সমস্যা হলে আমাদের টিম এর পক্ষ থেকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।