ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ

ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ

বর্তমানে ব্রেন টিউমার একটি মারাত্নক রোগ। সঠিক সময় চিকিৎসা না করলে এটি মরণব্যাধি রোগ হতে পারে। টিউমার অপারেশন খুবই ব্যয়বহুল হয়ে থাকে। বিভিন্ন দেশে ব্রেন টিউমার চিকিৎসা করার খরচ বিভিন্ন রকম হয়ে থাকে। আজকে আমরা ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ কত এবং ব্রেন টিউমারের কারণ, লক্ষণসহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

আরো পড়ুন – ভারতে হার্টে রিং পরানোর খরচ

ব্রেন টিউমার কি?

ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ সম্পর্কে জানার আগে ব্রেন টিউমার কি এই ব্যাপারে বিস্তারিত ধারনা থাকা প্রয়োজন।

ব্রেন টিউমার মূলত মস্তিষ্কে কোষের সংগ্রহ বা বস্তু। যখন কোষের বৃদ্ধি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন ব্রেনে টিউমার সৃষ্টি হয়। ব্রেন টিউমার বৃদ্ধি পেলে মস্তিষ্কের ভেতর চাপ বাড়িয়ে তোলে। এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি হয়। মস্তিষ্কে মাংসের অথবা কোষের অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াকে ব্রেন টিউমার বলা হয়ে থাকে।

রেন টিউমারের ধরন

ব্রেন টিউমার প্রধানত দুই ধরনের হয়ে থাকে।

  1. বেনাইন টিউমার যা ক্যান্সার নয় এবং
  2. মাল্টিগমেন্ট টিউমার বা ক্যান্সার জাতীয় টিউমার

মাল্টিগন্যান্ট বা ক্যানসার টিউমার আবার দুই ধরনের। যেমন-

  1. প্রাথমিক মাল্টিগনেন্ট যা মস্তিষ্কের মধ্য থেকে উৎপত্তি হয়ে থাকে
  2. স্ট্যাটিক যার শরীরের অন্য জায়গায় উৎপন্ন হয়ে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে

ব্রেন টিউমারের লক্ষণ

  • মাথাব্যথা
  • নার্ভের ঠিকভাবে কাজ না করা
  • মাথা ঘোরা
  • বমি বমি ভাব
  • কারন ছাড়া বমি হওয়া
  • শরীরের ক্লান্তি অনুভব করা
  • হাঁটাচলা অসুবিধা
  • চোখের সমস্যা
  • অতিরিক্ত ঘুম পাওয়া
  • ব্যবহারে কিছু অস্বাভাবিক পরিবর্তন
  • ভুলে যাওয়ার রোগ
  • কথা বলার সমস্যা
  • যে পাশে টিউমার হয় তার উল্টো পাশে প্যারালাইসিস হয়ে যায়
  • রোগী হাঁটতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলে
  • ঠিকমতো কানে শুনতে পায় না
  • টিউমার বড় হয়ে গেলে রোগীর হঠাৎ মৃত্যু হতে পারে

ব্রেন টিউমার কেন হয়?

  • মানব শরীরে কিছু জিন আছে যা টিউমার হওয়ার প্রক্রিয়াকে প্রতিরোধ করে। এদের বলে টিউমার সাপ্রেশ্বর জেল। কোন কারণে এই মাছ সাপ্রেসারিং যদি যথাযথ কাজ না করে তাহলে ব্রেন টিউমার হয়ে থাকে।
  • পরিবারের অতীতে কারো ব্রেন টিউমার থাকলেও ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে
  • রেডিয়েশনের সংস্পর্শে আসলে
  • দুর্বল রোগ প্রতির ক্ষমতা থাকলে
  • পর্যবেক্ষণ অনুযায়ী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্রেন টিউমার হবার সম্ভাবনা বৃদ্ধি পায়
  • শরীরে অতিরিক্ত মেদ থাকলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে

ব্রেন টিউমারের চিকিৎসা

সাধারণত ব্রেন টিউমারের চিকিৎসা ব্রেনের ধরনের উপর বা রোগের ধরণের উপর নির্ভর করে এবং টিউমারটি কোন স্টেজে আছে তার উপর নির্ভর করে তবে। ব্রেন টিউমারের চিকিৎসা গুলো হল-

  • সার্জারি
  • অস্ত্র পাচার
  • বিকিরণ থেরাপি
  • কেমোথেরাপি
  • ড্রাগ থেরাপি
  • রেডিও সার্জারি

ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ তালিকা

  • নয়া দিল্লি- ২ লাখ টাকা থেকে শুরু করে চার লাখ টাকা
  • মুম্বাই- ২ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ২৫ হাজার
  • চেন্নাই- ২ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ২৫ হাজার
  • বেঙ্গালুরু- ২ লাখ ৫০ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার
  • হায়দ্রাবাদ- ২ লক্ষ ৭৫ হাজার থেকে ৪ লাখ ৭৫ হাজার
  • আহমেদাবাদ- সর্বনিময় ২ লাখ ৫0000 থেকে ৪ লাখ ৫0000
  • মাধবপুরে- ২ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ টাকা
  • পুনে- ২ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ২৫ হাজার রুপি
  • গুরুগ্রাম- ২ লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে
  • কলকাতা- ২ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ ৭৫ হাজার
  • চন্ডিগড়- ২ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার
  • জয়পুর- ২৫ হাজার থেকে ৪ লাখ ২৫ হাজার
  • নয়ডা- দুই লাখ রুপি থেকে শুরু করে সর্বোচ্চ ৪ লাখ রুপি পর্যন্ত
  • কেরালা- ২ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ ২৫ হাজার
  • গোয়া- সর্বনিম্ন ২ লাখ ৫0000 থেকে শুরু হয় সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে

বাংলাদেশে ব্রেন টিউমার অপারেশন খরচ

বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো যেমন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে খুবই কম খরচে ব্রেন টিউমারের সার্জারি করা হয়ে থাকে। এক্ষেত্রে মাত্র ৩০ হাজার টাকা খরচ হয়ে থাকে এবং বাংলাদেশের অন্য বেসরকারি হাসপাতালে ব্রেন টিউমার সার্জারি খরচ প্রয়োজন হয় দুই লাখ থেকে ৩ লাখ টাকা।

ভারতের সেরা ব্রেন টিউমার ডাক্তার তালিকা

  • ডাক্তার বিপিন স্বর্ণ ওয়ারিয়া
  • ডাক্তার অরুণ সারহা
  • ডঃ সন্দীপ বৈশ্য
  • ডক্টর আদিত্য গুপ্তা
  • ডক্টর দীপু ব্যানার্জি
  • ডক্টর করনজিৎ সিং নারং
  • ডক্টর পরেশ দোষী
  • ডক্টর রানা পুতির
  • ডক্টর এ কে শ্রীধ
  • ডক্টর রোহান সিনহা
  • ডক্টর অলোক গুপ্তা
  • ডঃ চাঁদন জ্ঞান মধু
  • ডক্টর ভি এস মেহতা
  • ডক্টর জশুদের দেবন
  • ডক্টর অমিত শ্রীবাস্তব
  • ডক্টর স্বরূপ গোপাল
  • ডক্টর সুধীর ত্যাগী
  • ডক্টর অভয়া গুপ্তা
  • ডক্টর প্রকাশ সিং
  • ডক্টর মেথিও আব্রাহাম
  • ডাক্তার অরুণ গর্গ
  • ডক্টর ভিপি সিং
  • ডক্টর রাজেন্দ্র প্রসাদ
  • ডাক্তার এস এন সিং

ভারতের ব্রেন টিউমার সার্জারির জন্য সেরা হাসপাতাল

  • ফোরটিশ হাসপাতাল- মুম্বাই, নতুন দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর ভারত
  • আর্টমিস হাসপাতাল- নিউ দিল্লি
  • গ্লোবাল হাসপাতাল- মুম্বাই ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ, বোম্বে মুম্বাই
  • ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল- নিউ দিল্লি
  • ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল- নিউ দিল্লি
  • সালবি হাসপাতাল- আহমেদাবাদ
  • হাসপাতাল গুরুগাঁও
  • আর্টিমিস হাসপাতাল প্রাইমাস সুপার স্পেশালিম হাসপাতাল- নিউ দিল্লি
  • মনিপাল হাসপাতাল দ্বারকা- দিল্লি
  • সাইফি হাসপাতাল- মুম্বাই ইন্ডিয়া
  • ওকহার্ট হাসপাতাল- মুম্বাই
  • ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট- গুরগাঁও
  • জেপি হাসপাতাল- নিউ দিল্লি ভারত
  • বি এল কে সুপার স্পেশালিটি হাসপাতাল- নিউ দিল্লি
  • পারস হাসপাতাল- নিউ দিল্লি
  • রক ল্যান্ড হাসপাতাল- নিউ দিল্লি
  • কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল- মুম্বাই
  • বেদান্ত দা মেরি সিটি হাসপাতাল- গুরগাঁও
  • অ্যাপোলো গ্লেনিকেল হাসপাতাল- কলকাতা
  • স্টার নেট সিটি

ব্রেন টিউমার সার্জারির পরবর্তী বিভিন্ন সমস্যা

  • দুর্বলতা এবং মাথা ঘোরা
  • তন্দ্রা ভাব
  • দুর্বল ভারসাম্য বা সমন্বয়ের অভাব
  • হৃদরোগের আক্রমন
  • কথাবার্তায় অস্বাভাবিকতা
  • আচরণগত পরিবর্তন

ব্রেন টিউমার প্রতিরোধ করার উপায়

  • ব্রেন টিউমার প্রতিরোধ করার সুনির্দিষ্ট কোন উপায় নেই। তবে কিছু কারন রয়েছে। যেমন-
  • ধূমপান থেকে বিরত থাকতে হবে
  • অ্যালকোহল থেকে মুক্ত থাকতে হবে
  • তেজস্ক্রিয় বিকিরণ যথাসম্ভব পরিহার করতে হবে
  • মুঠোফোন ব্যবহার কমাতে হবে
  • খাদ্যে ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে
  • নিয়মিত প্রচুর পরিমাণে ফলমূল খেতে হবে
  • সবুজ শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খেতে হবে
  • পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে

ভারতের ব্রেন টিউমার সার্জারির সুবিধা

  • পশ্চিমা দেশে এই সার্জারির গড় খরচ খুব বেশি হয়
  • ভারতের ব্রেন টিউমার সার্জারির মূল্য অন্য দেশের তুলনায় অনেক কম
  • পশ্চিমা দেশে ব্রেন টিউমার সার্জারি খরচ খুব বেশি
  • ভারতে মস্তিষ্কে টিউমারের সার্জারি সফলতার হার খুব বেশি
  • ভারতের বেশ কিছু সেরা স্নায়ু ও স্বাস্থ্য সেবা সুবিধা রয়েছে
  • সবচেয়ে সাশ্রয়ে মূল্যের খরচ গুলিতে তারা রোগীদের সেবা দিয়ে থাকে
  • ভারতে নিউরসুনজন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ
  • ভারতের সেরা মস্তিষ্ক সার্জারি হাসপাতালগুলো সর্বশেষ প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত
  • বিদেশে রোগীরা ভারতে কম খরচে মস্তিষ্কের টিউমার সার্জারি আওতায় তাদের পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারে
  • ভারতে ভিসা পাওয়া খুবই সহজ
  • কম খরছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে
  • কাছাকাছি দেশ হওয়াতে যাতায়াতে সুবিধা হয়

ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ

মন্তব্য

আজকে আমরা ভারতে ব্রেন টিউমার অপারেশন খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের ব্রেন টিউমারের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তার ও হাসপাতালের তালিকা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply