bmet check – অনলাইনে বিএমইটি চেক করার উপায়

bmet check

বি এম ই টি রেজিস্ট্রেশন আজকাল খুব সহজে ঘরে বসেই করা যায় এবং অনলাইনে bmet check করার সহজ উপায় অনেকেরই জানা নেই। বাংলাদেশ সরকার জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ পূরণের মাধ্যমে যে সকল বিদেশগামী প্রবাসী আছেন তাদের এই ধরনের বি এম টি কার্ড প্রদান করে থাকেন। যার কারণে বিদেশগামী প্রবাসীরা বিভিন্ন দালালের হাতে প্রতারণার হাত থেকে রক্ষা পায়। আজকে আমরা bmet check অনলাইনে bmet check করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – BDTGame App Download and Earn ৳300000 Monthly

বি এম ই টি কি?

বিএমইটি যার পুরো অর্থ হলো Bureau of manpower employment and Training। এই প্রতিষ্ঠানটি মূল লক্ষ্য হলো প্রবাসীদের কল্যাণ করা। প্রবাসীদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়া বাংলাদেশ থেকে কোন ব্যক্তি বৈধভাবে বিদেশ যেতে চায় তখন সে ব্যক্তিকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতি পত্র নিতে হয়।

যার ফলে বিদেশগামী সেই প্রবাসী ব্যক্তিরা বিদেশে বিভিন্ন ধরনের সুবিধা গ্রহণ করে। আর যখন কোন একজন ব্যক্তি সে অনুমতি পত্র সংগ্রহ করতে পারে তখন তাকে বিএমইটি স্মার্ট কার্ড প্রদান করা হয়।

bmet স্মার্টকার্ড রেজিস্ট্রেশন করার নিয়ম

bmet check করার আগে কিভাবে bmet রেজিস্ট্রেশন করতে হয় তা জানতে হবে। bmet স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। bmet  স্মার্ট কার্ড পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন আশা করছি সহজেই করতে পারবেন।

১। প্রথমে আপনাকে “আমি প্রবাসী” এই অ্যাপসটি ইন্সটল করতে হবে এই লিংক থেকে।

২। এরপরে পরবর্তী অপশনে ক্লিক করুন।

৩। পরবর্তীতে ক্লিক করার পর আপনি যে ইন্টারফেস দেখতে পাবেন এতে আপনার মোবাইল নাম্বার চাওয়া হবে। আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল এড্রেস দিন এরপর পরবর্তীতে আবার ক্লিক করুন।

৪। পরবর্তীতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে চার ডিজিটের একটা কোড আসবে। সেই কোডটি কোডের ঘরে ফিলাপ করুন।

৫। এবার আপনি কোন দেশে যেতে আগ্রহী সেই দেশ সিলেক্ট করুন এবং পরবর্তী অপশনে ক্লিক করুন।

৬। এরপর আরেকটি পেজ ওপেন হবে সেখানে থাকবে কোন কোন বিষয়ে আপনার দক্ষতা আছে সেটি সিলেক্ট করতে বলা হবে। এরপর সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করুন।

৭। এরপর আরেকটি পেজ আপনি ছেলে না মেয়ে এবং আপনার বয়স এবং শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এছাড়া আপনি কোথায় আছেন বিদেশে হলে বিদেশ এবং দেশে হলে দেশে দিন।

৮। কমার্ক কার্ড থাকলে দিন।

৯। এরপর “সম্পূর্ণ” লেখাতে ক্লিক করুন।

আরো পড়ুন – বাজি লাইভ লগইন – অনলাইনে ক্রিকেট ও ক্যাসিনো লাইভ বাজি

আমি প্রবাসী অ্যাপ দিয়ে bmet রেজিস্ট্রেশন করার নিয়ম

১। প্রথমে আমি প্রবাসী অ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যান অথবা গুগলের সার্চ করুন আমি প্রবাসী অ্যাপ।

২। তারপর অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন।

৩। অ্যাপটি ওপেন করলে যে ইন্টারফেস আসবে সেটা তো এখন যে দেশে আছেন সে দেশটি সিলেক্ট করুন।

৪। ফোন নাম্বারে কান্ট্রি কোডের জন্য তারপর যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি ক্লিক করুন।

৫। নাম্বারটি দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করুন।

৬। যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটিতে একটি কোড যাবে দ্রুত সেই কোড বসিয়ে দিন এবং কনফার্ম এ ক্লিক করুন।

৭। এবার পাসওয়ার্ড দেওয়ার জন্য বক্স চলে আসবে সামনে। শক্তিশালী বা মনে রাখার মত যে কোন একটি পাসওয়ার্ড দিন।

৮। নিচের ঘরে একই পাসওয়ার্ডটি পুনরায় লিখুন।

৯।। সামনে চলে আসবে অনেক গুলো দেশের তালিকা আপনি যে দেশগুলোতে যেতে ইচ্ছুক এরকম কমপক্ষে তিনটি দেশের নাম সিলেক্ট করতে হবে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।

.১০। এবার পরবর্তী অপশনে ক্লিক করতে হবে এবং স্ক্রিনে আসবে ঠিক আছে নামে একটি বাটন সেটাতে ক্লিক করুন।

১১। এরপর নিজের দক্ষতা নির্বাচন করতে হবে অর্থাৎ কারিগারি দক্ষতার তালিকা সামনে এসে যাবে। বেছে বেছে আপনার দক্ষতা গুলো সিলেক্ট করুন।

১২। সিলেক্ট করা হয়ে গেলে সম্পন্ন বাটনে ক্লিক করুন এবং পরবর্তী অপশনে ক্লিক করুন।

১৩। সবার শেষে আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। আপনি পুরুষ নাকি মহিলা বয়স শিক্ষাগত যোগ্যতা চাকরির অবস্থায় এবং আপনি এখন বিদেশে কর্মরত আছেন কিনা বিএমইডি স্মার্ট কার্ড আছে কিনা সবগুলো বক্স সঠিক তথ্য দিয়ে পূরণ করে সম্পন্ন বাটনে ক্লিক করুন।

আরো পড়ুন – অনলাইনে আয় করার উপায় 

অনলাইনে bmet রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

অনলাইনে bmet check করার নিয়ম সম্পর্কে অনেকেই জানতে চায়। নিচে সহজে বিএমইটি রেজিস্ট্রেশন চেক করার নিয়ম তুলে ধরা হলো-

bmet registration চেক করার জন্য দুইটি নিয়ম রয়েছে।

১। bmet পুরাতন ওয়েবসাইট থেকে

২। আমি প্রবাসী ওয়েবসাইট থেকে

bmet ওয়েবসাইট থেকে bmet রেজিস্ট্রেশন চেক করার নিয়ম

bmet official ওয়েবসাইট থেকে বিএমইটি রেজিস্ট্রেশন চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে-

১। সবার প্রথমে বিএমইটি এর পুরাতন ওয়েবসাইটে যেতে হবে। আপনি চাইলে গুগলের সার্চ বাটনে বিএমইটি এর পুরাতন ওয়েবসাইটের লিংক লিখে সার্চ করতে পারেন।

২। এরপর আপনি ওয়েবসাইটে প্রবেশ করবেন।

৩। ওয়েবসাইটে প্রবেশ করার পর ওয়েবসাইটটি হোম পেজ লোড হতে কিছুটা সময় লাগতে পারে তাই সম্পূর্ণ লোড নেওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করুন।

৪। তারপর আপনাকে ডাটাবেজ সার্চিং নামের অপশন থেকে পাসপোর্ট আইডি এই অপশনটি টিক মার্ক দিতে হবে।

৫। টিক মার দেওয়ার পরে ডান পাশের ফাঁকা স্থানে আপনার পাসপোর্ট এর নম্বর প্রদান করবেন।

৬। সবশেষে নিচে থাকা ফাইন্ড নামক বাটন এর মধ্যে ক্লিক করতে হবে।

যদি আপনার বিএনইটি রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে আপনি ফাইন্ড নামক বাটন এর মধ্যে ক্লিক করার পর আপনার bmet এর যাবতীয় তথ্যগুলো আপনার হোম পেজ এ শো করবে। কিন্তু যদি আপনার পাসপোর্ট নম্বরে ভুল থাকে কিংবা বিএমইটি রেজিস্ট্রেশন করা না হয় তাহলে আপনার এখান থেকে কোন তথ্য জানা যাবে না।

আমি প্রবাসী ওয়েবসাইট থেকে bmet রেজিস্ট্রেশন চেক করার উপায়

পুরাতন অফিসিয়াল বি এম ই টি এর ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন চেক করতে সমস্যা হলে আপনি আমি প্রবাসী ওয়েবসাইট থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন।

১। প্রথমে আমি প্রবাসী ওয়েবসাইট এর লিংকে প্রবেশ করে একটি হোমপেজ আসবে।’

২। তারপর আপনাকে পাসপোর্ট নাম্বারের ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি প্রদান করতে হবে।

৩। এবং নিচে থাকা ক্যাপচা করতে পূরণ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন।

৪। তাহলে আপনি আপনার বিএমইটি রেজিস্ট্রেশন চেক করতে পারবেন।

বিএমইটি কার্ড কেন প্রয়োজন

১। বিভিন্ন দেশের ভিসা যেমন মালয়েশিয়া বাহারাইন কাতার কুয়েত সিঙ্গাপুর ইত্যাদি অনলাইনে চেক করা যায়।

২। প্রবাস ফেরত বা প্রবাসে যেতে ইচ্ছুক কোন ব্যক্তি যদি কোন দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয় তাহলে এই দপ্তরে অভিযোগ করতে পারে।

৩। প্রবাস দাবি কর্মীদের তথ্য ও বিভিন্ন সেবা প্রদান করে শ্রমবাজারের তথ্য সংগ্রহ করে এবং প্রচার করে যাতে সাধারণ জনগণের রাস্তায় স্থাপন করতে পারে।

৪। প্রবাসী শ্রমিকদের সকল তথ্য কম্পিউটার ডেটাবেজ নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ করে/।

৫। প্রবাসী মৃত্যুবরণ কারী কোন শ্রমিকের লাশ দেশে আনয়ন এবং যথাযথ সৎকারের ব্যবস্থা করে।

৬। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে।

৭। স্থায়ীভাবে প্রবাস ফেরত ব্যক্তিদের দেশে কর্মস্থানের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় যাতে এতদিনের কষ্টে উপার্জিত অর্থের কার্যকর ব্যবহার করতে পারে।

৮। নিরাপদ অভিবাসন জনসচেতনতা বৃদ্ধি করাই এটার কাজ।

৯। অটো জেনারেটেড বিমানে আরোহণের অনুমতি প্রমাণ প্রদান করে।

১০। প্রবাস গমনের সময় প্রবাসীরা সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পায়।

১১। এই কার্ড থাকলে প্রবাসী ইমিগ্রেশন তুলনামূলক অন্যদের চেয়ে বেশি সুবিধা পাবে।

১২। এই কার্ড অবলম্বনকারী কোন ব্যক্তি যদি প্রবাসে কোন ধরনের সমস্যায় পারে তাহলে সে দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তার সমস্যার কথা জানাতে পারে এবং দূতাবাস তার দায়িত্ব নিয়ে থাকে।

bmet রেজিস্ট্রেশ না থাকলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

বিএমইটি ওয়েবসাইট থেকে আপনি শুধুমাত্র আপনার জেলা এবং উপজেলা সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার বের করতে পারবেন। তবে এজন্য আপনাকে আগে থেকেই বিএমইটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। বিএমইটি তে রেজিস্ট্রেশন না থাকলে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট এর তথ্য জানার জন্য আপনাকে প্রথমে পাসপোর্ট অফিসে যেতে হবে।

সেখানে পাসপোর্ট অফিসের যে কোন অফিসারের সাথে আপনার সমস্যা কথা বলে পাসপোর্ট এর বিস্তারিত তথ্য জানার জন্য অনুরোধ করতে পারেন। আশা করি এতে তারা আপনাকে বিভিন্নভাবে সহায়তা করবে। যদি এতে কোন কাজ না হয় তাহলে আপনি পাসপোর্ট অফিসে একটি লিখিত আবেদন করতে পারেন।

Bmet স্মার্ট কার্ড ডাউনলোড

বিএমইডি স্মার্ট কার্ড ডাউনলোড করার জন্য নিচের উপায় গুলো অনুসরণ করুন।

১। প্রথমেই আপনাকে এই bmet এর অফিসিয়াল ওয়েবসাইটে লিংকে প্রবেশ করতে হবে।

২। এরপর আপনার রেজিস্ট্রেশন আইডি নাম্বার এবং পাসপোর্ট আইডি নাম্বার দিতে হবে।

৩। এরপর ফাইন্ড বাটনে ক্লিক করুন অথবা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ট্র্যাকিং নাম্বার প্রদান করুন।

৪। এরপর ডাউনলোডে ক্লিক করে বিএমইটি স্মার্টকার্ড ডাউনলোড করুন।

bmet রেজিস্ট্রেশন ফি কত

bmet তে সফল নিবন্ধনের জন্য সরকারি ফি ২০০ টাকা দিতে হয় এবং অতিরিক্ত হিসেবে আমি প্রবাসী এ্যাপে সার্চ করসহ ১০০ টাকা প্রদান করতে হয়। এবং বি এম ই টি এর মত রেজিস্ট্রেশন ফি মাত্র ৩০০ টাকা করে রাখা হয়।

bmet check

মন্তব্য

আজকে আমরা bmet check বা অনলাইনে bmet check করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন  –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply