স্কুল কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

বর্তমান সময় স্কুল কলেজে শিক্ষার্থীরা বিনা বেতনের জন্য আবেদন পত্র শিক্ষার জন্য অনলাইনে সার্চ করে থাকে। মূলত আবেদন পত্র লিখার কিছু নিয়ম কানুন রয়েছে। সেসব নিয়ম মেনে দরখাস্ত বা আবেদন পত্র লিখলে সেসব দরখাস্ত বা আবেদন পত্র গ্রহণ করা হয়। অনেকেই স্কুল কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন লিখার নিয়ম জানতে চান।

বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম

এই পর্যায়ে আমরা কিভাবে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন লিখতে হয় তার নমুনা নিচে তুলে ধরবো –

তারিখঃ————

বরাবর,

প্রধান শিক্ষক/অধ্যক্ষ

———————-(নিজ বিদ্যালয় এর নাম)।

————-(ঠিকানা)

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের/কলেজের ——-(শ্রেণি)শ্রেণীর একজন নিয়মিত ছাত্র/ ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী। আমরা ——(যতজন) ভাই বোনের প্রত্যেকেই স্কুল,কলেজে পড়ছি। বর্তমানে আর্থিক শূন্যতার বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই শেষ হয়ে যাবে।

অতএব,

মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী

নাম————

শ্রেনি———–

বিভাগ———-

রোল————

বিনা বেতনের অধ্যয়নের আবেদন পত্র নমুনা

আপনাদের বোঝার সুবিধার্থে এবং বিনা বেতনে অধ্যয়নের আবেদন পত্র লেখার সুবিধার্থে নিচে একটি নমুনা পত্র লিখে দেওয়া হল-

(১)

তারিখঃ ২৮.১০.২০২৩

বরাবর,

প্রধান শিক্ষক/অধ্যক্ষ

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ

মতিঝিল,ঢাকা

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একাদশ শ্রেনির একজন নিয়মিত  ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী। আমরা ৫ ভাই বোনের প্রত্যেকেই স্কুল,কলেজে পড়ছি। বর্তমানে আর্থিক শূন্যতার বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই শেষ হয়ে যাবে।

অতএব,

মহোদয় এর নিকট সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্রী

নাম- নাবিলা জাহান

শ্রেনি- একাদশ

বিভাগ- মানবিক

রোল- ২২০

(২)

তারিখঃ ২৮.১০.২০২৩

বরাবর,

প্রধান শিক্ষক

ঘোড়াশাল বহুমুখী উচ্চ বিদ্যালয়

মুরাদ নগর,কুমিল্লা

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী। আমরা ৪ ভাই বোনের প্রত্যেকেই স্কুল,কলেজে পড়ছি। বর্তমানে আর্থিক শূন্যতার বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই শেষ হয়ে যাবে।

অতএব,

মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্র

নাম- নাহিদ হাসান

শ্রেনি- দশম

বিভাগ- বিজ্ঞান

রোল- ৪

(৩)

তারিখঃ ২৯.১০.২০২৩

বরাবর,

প্রধান অধ্যক্ষ সাহেব

মিরপুর উচ্চ বিদ্যালয়

মিরপুর, লক্ষ্মীপুর

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবী। আমরা ছয় ভাই বোনের প্রত্যেকেই স্কুল,কলেজে পড়ছি। বর্তমানে আর্থিক শূন্যতার বাজারে সংসার চালিয়ে আমাদের পড়াশোনার খরচ চালানো আমার পিতার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আপনার সহযোগিতা না পেলে আমার পড়াশুনা এখানেই শেষ হয়ে যাবে।

অতএব,

মহোদয় সমীপে বিনীত আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যায়নের সুযোগ করে দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার একান্ত অনুগত ছাত্রী

নাম- আফিফা আক্তার

শ্রেনি- নবম

বিভাগ- মানবিক

রোল- ১০

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

আবেদন পত্রে যা যা থাকতে হবে

সঠিকভাবে আবেদন পত্র বা দরখাস্ত না দেখার জন্য বেশিরভাগ সময় দরখাস্ত গ্রহণযোগ্য হয় না নিচে আবেদনপত্র যা যা থাকতে হবে তা উল্লেখ করা হলো-

  • আবেদনের তারিখ
  • আবেদন পত্র গ্রহণকারী ব্যক্তির পদবী
  • আবেদনের বিষয়
  • সম্মান সূচক শব্দ
  • আবেদনের কারণ বিস্তারিত তথ্য
  • শেষ কথা
  • আবেদনকারীর নাম
  • শ্রেণী
  • রোল নাম্বার
  • বিভাগ

মন্তব্য

আজকে আমরা স্কুল কলেজে বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় এবং বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply