শর্ট সিলেবাস ২০২২
করোনা মহামারির কারনে ২০২২ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় সাব্জেক্ট কমানো হয়েছে এবং একই সাথে সিলেবাস ও শর্ট করা হয়েছে। অর্থাৎ পূর্বের ন্যায় এখন একজন শিক্ষার্থীকে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না এবং যেসব সাব্জেক্টে পরীক্ষা হবে তার জন্য ও সিলেবাস সংক্ষিপ্ত ও সহজ করে দেয়া হয়েছে।
এখন মনে প্রশ্ন জাগতে পারে কেনো শিক্ষামন্ত্রনালয় এমন টা করলেন? ২০১৮ সালে হঠাৎ ই বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব এর কারনে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এর প্রভাব পড়ে। বিশেষ করে লম্বা সময় স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে। শিক্ষাব্যবস্থায় এই অচলাবস্থা কাটাতেই শিক্ষামন্ত্রনাল্য এইচএসসি শর্ট সিলেবাস ২০২২ প্রকাশ করেন যেহেতে লম্বা একটা সময় ক্লাস বন্ধ ছিলো।
আজকেত ব্লগে আমরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগের সকল সাব্জেক্ট এর শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করবো। একইসাথে এইচএসসি শর্ট সিলেবাস ২০২২ এর সকল সাব্জেক্ট এর শর্ট সিলেবাস পিডিএফ খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার সময়: এইচএসসি শর্ট সিলেবাস ২০২২
আমরা ইতমধ্যেই জেনে গেছি ২০২২ সালে এইচএসসি পরীক্ষা নতুন নিয়মে হবে এটা আমরা ইতমধ্যেই সবাই জেনেছি। এক্ষন আমরা জানবো এইচএসসি শর্ট সিলেবাস ২০২২ এর মানবন্টন কেমন হবে। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২২ সালে এইচএসসি পরীক্ষা হবে ২ ঘন্টা ব্যাপী। এরমধ্যে নৈব্যত্তিক ২০ মিনিট ও রচনামূলক প্রশ্ন ১ ঘন্টা ৪০ মিনিট।
মানবন্টন: এইচএসসি শর্ট সিলেবাস ২০২২
যেসব সাব্জেক্ট এর ব্যবহারিক অংশ আছে সেসকল সাব্জেক্ট এর পরীক্ষা হবে ৪৫ নম্বরের। রচনামূলক প্রশ্ন ৩০ + নৈব্যত্তিক প্রশ্ন ১৫ নম্বর =৪৫ নম্বর। আর যেসকল সাব্জক্ট এর ব্যবহারিক অংশ নেই সেসকল সাব্জেক্ট এর পরীক্ষা হবে ৫৫ নম্বরের। রচনামূলক প্রশ্ন ৪০ + নৈব্যত্তিক প্রশ্ন ১৫ নম্বর =৫৫ নম্বর।
শিক্ষামন্ত্রনালয় বিজ্ঞপ্তি
ডাউনলোড শর্ট সিলেবাস: সকল বিভাগ
- ডাউনলোড বাংলা ১ম পত্র
- ডাউনলোড বাংলা ২য় পত্র
- ডাউনলোড ইংরেজী ১ম পত্র
- ডাউনলোড ইংরেজী ২য় পত্র
- ডাউনলোড আইসিটি ICT
ডাউনলোড শর্ট সিলেবাস: বিজ্ঞান বিভাগ
- রসায়ন ১ম পত্র
- রসায়ন ২য় পত্র
- পসার্থ বিজ্ঞান ১ম পত্র
- পদার্থ বিজ্ঞান ২য় পত্র
- জীববিজ্ঞান ১ম পত্র
- জীববিজ্ঞান ২য় পত্র
- উচ্চতর গনিত ১ম পত্র
- উচ্চতর গনিত ২য় পত্র
- পরিসংখ্যান ১ম পত্র
- পরিসংখ্যান ২য় পত্র
ডাউনলোড শর্ট সিলেবাস: বিজ্ঞান বিভাগ
- হিসাব বিজ্ঞান ১ম পত্র
- হিসাব বিজ্ঞান ২য় পত্র
- ব্যবসোয় সংগঠন ও ব্যবস্থোপনো ১ম পত্র
- ব্যবসোয় সংগঠন ও ব্যবস্থোপনো ২য় পত্র
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্র
- ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ১ম পত্র
- ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ২য় পত্র
আমাদের শেষ কথা
আজকের ব্লগে আমরা এইচএসসি শর্ট সিলেবাস ২০২২ সিম্পর্কে বিস্তারিত জানলাম। তাছাড়া এইচএসসি শর্ট সিলেবাস ২০২২ এর মান বন্টন ও পরীক্ষার সময় সূচী সম্পর্কে জানলাম। এছাড়াও ভবিষ্যতে যেকোন আপডেট আমাদের ওয়েব সাইটের মাধ্যমে আপনাদের জানানো ট্রাই করবো।
আরো পড়ুন
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য 2022
- দেখে নিন পড়ালেখা মনে রাখার সহজ কয়েকটি উপায়
- এইচএসসি শর্ট সিলেবাস ২০২২