ভারতে ক্যান্সারের ফ্রি চিকিৎসা

Table of Contents show

ভারতে ক্যান্সারের ফ্রি চিকিৎসা

ভারতের বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রোগীদের ক্যান্সার চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে গরিব রোগীদের ক্যান্সার এর জন্য অনেকাংশে ছাড় প্রদান করে থাকে। এছাড়াও সারা বিশ্বে কম খরচে ক্যান্সার চিকিৎসার জন্য ভারত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। প্রতিবছর বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ভারতে অনেক মানুষ ক্যান্সারের চিকিৎসা করতে আসে।

আজকে আমরা ভারতে ক্যান্সারের ফ্রি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসার খরচ

টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বাই

টাটা মেমোরিয়াল হাসপাতালটি টিএমএইচ নামেও ভারতে পরিচিত। এটি ভারতের সবচেয়ে প্রাচীনতম ক্যান্সার চিকিৎসার হসপিটাল এবং ক্যান্সার চিকিৎসা সবচেয়ে বেশি ব্যয়বহুল হওয়ায় এখানে প্রায় ৭০% রোগীদের বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালটি আধুনিক যন্ত্রপাতি দ্বারা কেমোথেরাপি রেডিওথেরাপি রেডিওলজি দেওয়া হয়ে থাকে।

এছাড়াও একাধিক ক্লিনিক্যাল গবেষণা করে থাকে। বছরে প্রায় ৮ হাজার অপারেশন করা হয় এর  মধ্যে অনেক চিকিৎসা ছাড়ে করা হয়ে থাকে।

রিজিওনাল ক্যান্সার সেন্টার কেরালা

ঠিকানা- প্লট নাম্বার ২৫ সেক্টর নাম্বার ২২ তুলসী হাইটস গ্রান্ডফোর খাদেশ্বর রেলওয়ে স্টেশন ভিলেজ, মহারাষ্ট্র ৪১০২০১৯।

এই হাসপাতালটি কেরালায়  ক্যান্সার হাসপাতাল গুলোর মধ্যে খুবই বিখ্যাত। এই হাসপাতালে ফ্রি ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এই হাসপাতালে ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা এবং টেস্ট বিনামূল্যে অথবা কম খরচে করা সম্ভব হয়ে থাকে।

ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি অফ মুম্বাই

এখানে বিভিন্ন ধরনের ক্যান্সার নির্ণয় এবং ক্যান্সারের টেস্ট ফ্রিতে করা হয়ে থাকে। এছাড়াও ক্যান্সার সোসাইটি নিবেদিত মানুষদের জন্য ক্যান্সার চিকিৎসা বিনামূল্যে অফারে প্রদান করা থাকে এবং কম খরচে ক্যান্সার রোগীদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে ক্যান্সারের সব আধুনিক ট্রিটোমেন্ট করা হয়।

শ্রী শংকরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার

ঠিকানা- ফার্স্ট ক্রস সংকারা মাঠ প্রেমিসেস শাঙ্কারা পুরাণ, বেঙ্গালুরু ৫৬০০৭৯

হাসপাতালে লাভের জন্য ক্যান্সার ট্রিটমেন্ট প্রদান করা হয় না। এখানে ক্যান্সার চিকিৎসা প্রায় বেশিরভাগই বিনামূল্যে করা হয়ে থাকে এছাড়াও নার্সিং কেয়ার থেকে শুরু করে ঔষধ সরবরাহ করে থাকে। এই হাস্পাতালটি বেঙ্গালুরোর মধ্য শহরে অবস্থিত।

প্রশান্তি ক্যান্সার কেয়ার মিশন

এখানে দুই ধরনের ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়ে থাকে যা পাবলিকের জন্য কম খরচ এবং বিনামূল্যে এবং প্রাইভেটের জন্য আলাদা চেরিটেবল ট্রাস্ট ফান্ড রয়েছে। এখানে চিকিৎসা করতে হলে হাসপাতালের রোগীর ঠিকানা এবং ক্যান্সারের সমস্যার কথা উল্লেখ করে আবেদন করতে হয়। এ ক্ষেত্রে রোগীকে বিনামূল্যে অথবা কম খরচে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

কেন্ডাই মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অনোকোলজি ব্যাঙ্গালোর

মেমোরিয়াল ইনস্টিটিউট অফ অনোকোলজি ব্যাঙ্গালোর সহ ভারতের এবং আন্তর্জাতিক রোগীদের জন্য আর্থিকভাবে পিছিয়ে থাকার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। তবে এটিতে খুব কম হারে ক্যান্সার চিকিৎসার ওষুধ সরবরাহ করা হয়ে থাকে এবং ক্যান্সার রোগের জন্য বিভিন্ন অর্থের যোগান দিয়ে থাকে।

এসব সেবা তাদেরকে প্রদান করা হয় যারা চিকিৎসার খরচ পরিচালনা করতে পারে না। প্রতিবছর এখানে ক্যান্সার মুক্ত চিকিৎসার জন্য প্রায় ১৭ হাজার রোগের নিবন্ধন করে থাকে। প্রতিষ্ঠানটি দরিদ্র নিবেদিত এবং কম মূল্যে চিকিৎসা প্রদান করে থাকে।

দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট নতুন দিল্লি

দিল্লি স্টেট ক্যান্সার ইনস্টিটিউট ভারতের শীর্ষস্থানীয় ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলোর মধ্যে একটি। এখানে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদান করা হয়। এখানে অধিক হারে উন্নত ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সীমান প্রদান করে এবং কিছু রোগী বিনামূল্যে চিকিৎসাও পায়। হাসপাতালটি রোগীদের স্বল্পমূল্যে ক্যান্সারের ঔষধ সরবরাহ করে এবং প্রতিদিন প্রায় ঘরে এক হাজার রোগের সেবা করে থাকে।

তাই সুপার স্পেশালিটি হাসপাতালটি নিম্ন আয়ের গোষ্ঠীদের লোকেদের জন্য এবং যারা হাসপাতালে ক্যান্সার চিকিৎসা নেওয়ার জন্য সক্ষমতা নেই তাদের জন্য সহায়তা প্রদান করে থাকে।

আরো পড়ুন – ভারতে চোখের ছানি অপারেশন খরচ ও যাতায়াতের নিয়ম

টাটা মেমোরিয়াল সরকারি হাসপাতাল কলকাতা

কলকাতা অবস্থিত টাটা মেমোরিয়াল হাসপাতাল ক্যান্সারের চিকিৎসা ঔষধের খরচ কমাতে অবদান রাখছে। এটি সমাজের দরিদ্রতম সদস্যদের সাহায্য করার জন্য নিবেদিত। যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে  তারা টাটা মেমোরিয়াল হাসপাতাল কলকাতা আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা এবং অন্যদের ছাড়ের যত্ন ও সরবরাহ করে থাকে।

ধর্ম শিলা হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার নয়া দিল্লি

এই হাসপাতালটি উত্তর ভারতে সাশ্রয় মূল্যের এবং সহজলভ্য ক্যান্সারের চিকিৎসা পাওয়ার জন্য খুবই জনপ্রিয় একটি হাস্পাতাল। নতুন দিল্লিতে অবস্থিত একটি ৩৫0 শয্যার হাসপাতাল। এখানে ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসা প্রদানের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। বিশেষ করে ভারতে বসবাসকারী লোকেরা এই সুবিধায় বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার জন্য এখানে চলে আসে।

এটি ছিল দেশের প্রথম ক্যান্সার হাসপাতাল যা এনবিএইচ দারা স্বীকৃত। ভারতে বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদানের পাশাপাশি ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য হাসপাতাল বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে।

আরো পড়ুন – ভারতে ডাক্তারি পড়ার খরচ ও ভর্তির যোগ্যতা ২০২৩

গুজরাট ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আহমেদাবাদ

এ হাসপাতালটি ভারতের আহমেদাবাদে অবস্থিত। এটি ভারত সরকার দ্বারা একটি আঞ্চলিক ক্যান্সার হাস্পাতাল হিসেবে পরিচিত। এই হাসপাতাল গুজরা্ট ক্যান্সার সোসাইটি এবং গুজরাট সরকারের কাছ থেকে বিভিন্ন তহবিল গ্রহণ করে এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের কম খরচে চিকিৎসা প্রদান করে। ক্যান্সারের চিকিৎসা চালাতে অক্ষম ব্যক্তির চিকিৎসায় বিভিন্ন ধরনের ছাড় প্রদান করা হয়।

এটি দেশের অন্যতম বৃহত্তম ক্যান্সার কেয়ার সেন্টার যেখানে ক্যান্সার চিকিৎসার জন্য আধুনিক সেবা রয়েছে।

আদিয়ার ক্যান্সার ইনস্টিটিউট চেন্নাই

চেন্নাই এর আদিয়ার ক্যান্সার ইনস্টিটিউট ভারতে ভর্তুকিযুক্ত এবং বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা পাওয়ার জন্য একটি প্রধান চিকিৎসা কেন্দ্র। এটি কে সেন্টার অফ এক্সিলেন্স এর মর্যাদা দেওয়া হয়েছিল। এখানে ৫৩৫ টি শয্যা রয়েছে যার মধ্যে ৪০% পেমেন্ট শয্যা এবং বাকিগুলোর সাধারণ সজ্জা। এখানে রোগীদের বিনামূল্যে থাকতে দেয়া হয়।

ক্যান্সার কেন্দ্র তিরুবনন্তপুরম

এই ক্যান্সার কেন্দ্রটি ক্যান্সার চিকিৎসায় উন্নত ক্লিনিক্যাল গবেষণার জন্য অনেক বিখ্যাত। এটি ভারতের বিভিন্ন সীমিত আয়ের লোকদের বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা প্রদানের জন্য সুপরিচিত। এখানে কেমোথেরাপি, সিটি স্ক্যানিং সহ ক্যান্সারের বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ছাড় এবং রোগীদের বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে থাকে।

হাসপাতালে ৬০% রোগীকে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় এবং ২৯% রোগীকে সর্বনিম্ন হারে চিকিৎসা দেয়া হয়ে থাকে। বছরে প্রায় এগার হাজার ক্যান্সারের রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।

ডাক্তার বিআরএ ইন্সটিটিউট রোটারি ক্যান্সার হাসপাতাল নিউ দিল্লি

বর্তমানে এই হাসপাতালটিতে ২০০ সজ্জা রয়েছে। এটি দেশের প্রাচীনতম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র। এখানে সুবিধাবঞ্চিত এবং নিন্ম আয়ের মানুষদের জন্য চিকিৎসা সেবার ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। ভারতে ক্যান্সারের ফ্রি চিকিৎসা এর জন্য এই হাসপাতাল বিখ্যাত।

রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার দিল্লি

রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট ৬০০ সিটের হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য কম খরচে এই হাসপাতালে রোগীরা চিকিৎসার জন্য ভিড় জমায়। এটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে টিউমার ফুসফুস কিডনির মত চলমান অঙ্গ গুলোকে ক্যান্সার থেকে রক্ষা করে এবং পাশাপাশি স্বাভাবিক ট্যিস্যু গুলোকে শুক্ষভাবে রক্ষা করে। চিকিৎসা ক্ষেত্রে রোগীদের অনেক ছাড় প্রদান করে থাকে।

আরো পড়ুন – ভারতে চিকিৎসা খরচ কেমন ২০২৩

কোকিলাবেন ধীরু ভাই আম্বানি হাসপাতাল

ভারতের ক্যান্সার চিকিৎসা এবং বিনামূল্যে ক্যান্সার চিকিৎসার জন্য কোকিলাবাদ ধীরুভাই আম্বানি হাসপাতাল খুবই পরিচিত। এখানে আর্থিকভাবে দুর্বল রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ক্যান্সার চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ছাড় দেয়া হয়ে থাকে।

ভারতের আরোও কিছু সেরা ক্যান্সার হাসপাতাল

  • মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট গুরগাঁও
  • ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল নিউ দিল্লি
  • সর্বোচ্চ সুপার স্প্যানিশ হাসপাতাল গুরগাও
  • আর টি মিস হাসপাতাল গুরগাও
  • বি এল কে সুপার স্প্যানিশ হাসপাতাল নিউ দিল্লি
  • এমজিএম হেলথ কেয়ার চেন্নাই
  • মনিপাল হাসপাতাল দারোকা দিল্লি
  • মেডিটেশন মেডিসিটি গুরগাও
  • ফটিস এসকর্ট হার্ট ইনস্টিটিউট নিউ দিল্লি
  • মনিপাল হাসপাতাল ওল্ড এয়ারপোর্ট রোড বেঙ্গালুরু

ভারত যেসব ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত

  • স্তন ক্যান্সার
  • গ্যাস্ট্রো ইন টেস্টানাই ক্যান্সার
  • মাথা ও ঘাড়ের ক্যান্সার
  • জরায়ুর ক্যান্সার
  • হেমাটোলজি
  • অনকোলজি
  • গাইনোকোলজি ও ইউরোলজিক ক্যান্সার
  • থোরাসিক ক্যান্সার

ভারতে ক্যান্সারের ফ্রি চিকিৎসা

মন্তব্য

আজকে আমরা ভারতে ক্যান্সারের ফ্রি চিকিৎসা সহ বিস্তারিত ক্যান্সার চিকিৎসা সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ভারতে ক্যান্সার চিকিৎসা সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি দ্রুতই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

আরো পড়ুন – ভারতে হার্টে রিং পরানোর খরচ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply