ফার্মগেট আবাসিক হোটেল তালিকা

ফার্মগেট আবাসিক হোটেল তালিকা

ফার্মগেট হলো ঢাকার ব্যস্ততম একটি জায়গা। যেখানে কয়েক লক্ষ মানুষ বসবাস করে। যাদের বেশিরভাগই চাকরিজীবী অথবা স্টুডেন্ট। তাই অনেকে কম খরচে ফার্মগেট আবাসিক হোটেল খুঁজে থাকেন। আজকে আমরা ফার্মগেট আবাসিক হোটেল তালিকা ও ফার্মগেটসহ আশেপাশের এলাকার আবাসিক হোটেলের নাম ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আরো পড়ুন – ঢাকায় কম দামে আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম, ঠিকানা ও খরচ

ফার্মগেট আবাসিক হোটেল তালিকা সমূহ

ফার্মগেট আবাসিক হোটেল তালিকা

নিচে ফার্মগেট আবাসিক হোটেলের তালিকা উল্লেখ করা হল-

হোটেল মেঘলা আবাসিক

ঠিকানা- 103/2,opposite ananda chanda cinema hall,Green road,Dhaka 1215

মোবাইল নাম্বার- ০১৭৩০৯৬৪৩০০৩

সুবিধা সমূহ

  • ২৪ ঘন্টা বিদ্যুৎ ফ্রি
  • ইন্টারনেট ওয়াইফাই
  • সার্বক্ষণিক রুম সার্ভিস
  • প্রজেক্ট নিরাপত্তা ব্যবস্থা
  • আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোটেল
  • শব্দ দূষণমুক্ত
  • নিরিবিলি পরিবেশ
  • সেমি ডাবল এবং ডিলাক্স রুম
  • 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস

হোটেল ফার্মগেট

Address: 82,west Tejturi bazar ,Green road,dhaka 1215

মোবাইল নাম্বার- ০১৭১০ ২৮৪৮৩৯৪

হোটেলের ধরন- হোটেল এবং রিসোর্ট

হোটেলের সুবিধা সমূহ

  • ২৪ ঘন্টার রুম সার্ভিস অ্যাভেলেবেল
  • সকালে ব্রেকফাস্ট ফ্রি
  • ফ্রিতে ওয়াইফাই
  • পারকিং সুবিধা
  • বাতাস অনুকূল
  • একটি এশিয়ান রেস্তোরা রয়েছে
  • শিশুদের জন্য উপযুক্ত স্থান
  • এয়ারকন্ডিশনযুক্ত রুম
  • ব্যক্তিগত সুযোগ সুবিধা
  • স্যাটেলাইট টিভি

হোটেল লাব্বাইক আবাসিক

Address: 48 farmgate,Tejturi bazar road, Dhaka 1205

মোবাইল নাম্বার- ০১৮১৮৪৮৩৩৫৯

Email: [email protected]

সুযোগ-সুবিধা সমূহ

  • এটি একটি আভিজাত হোটেল
  • সুন্দর মনোরম পরিবেশ রয়েছে
  • এসি ননেসি রুম পাওয়া যায়
  • সকালের নাস্তা ফ্রি
  • মোবাইল ইন্টারনেট ওয়াইফাই ফ্রি
  • ২৪ ঘন্টা রুম সার্ভিস সেবা প্রদান
  • পার্কিং সুবিধা
  • পেট রাখার জায়গা নেই

Hotel suktara pvt. Ltd.

Address: holding 21/1,holding 20/A,indiar road,farm gate,Dhaka 1215

Phone: 01840440090

Email: [email protected] and [email protected]

সুযোগ সুবিধা

  • গাড়ি পার্কিং ফ্রি
  • ব্রেকফাস্ট ফ্রি
  • মোবাইল নেটওয়ার্ক বা ওয়াইফাই ফ্রি
  • এবং সম্পূর্ণ হোটেল এয়ারকন্ডিশন যুক্ত
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • ফুল সার্ভিস লন্ড্রি
  • রুম সার্ভিস অ্যাভেলেবেল
  • বাচ্চাদের জন্য উপযুক্ত স্থান

হোটেলের চেকিং এর সময় ১ টা এবং হোটেল চেক আউট টাইম ১২ টা

হোটেল মুঘল আবাসিক

এড্রেস- গ্রীন রোড, ঢাকা ১২১৫

মোবাইল নাম্বার- 01749603600

সুবিধা সমূহ

  • ২৪ ঘন্টা বিদ্যুৎ ফ্রি
  • ইন্টারনেট ওয়াইফাই
  • সার্বক্ষণিক রুম সার্ভিস
  • প্রজেক্ট নিরাপত্তা ব্যবস্থা
  • আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত
  • হোটেল শব্দ দূষণমুক্ত
  • নিরিবিলি পরিবেশ
  • সেমি ডাবল এবং ডিলাক্স রুম
  • 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • পুল রয়েছে
  • রেস্তোরাঁ রয়েছে

Hotel la vinci

Address: 54 kawran bazar road,dhaka 1215

Phone: 02-9119352

হোটেলের সুযোগ সুবিধা

  • ফ্রি পারকিং
  • স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সচেতন
  • ফিজিক্যাল ডিসটেন্সিং
  • স্বাস্থ্যকর খাবার
  • রুম সার্ভিস এভেলেবল
  • ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • লন্ড্রি সার্ভিস
  • ব্রেকফাস্ট বাফেট রয়েছে
  • চাইল্ড ফ্রেন্ডলি
  • এয়ারকন্ডিশন যুক্ত রয়েছে
  • ফিটনেস সেন্টার রয়েছে
  • পেট ফ্রেন্ডলি

Dreamy hotel

Address:  67,1/A Green road,farmgate,dhaka 1205

Phone: 0186082859

Facebook: https://www.facebook.com.dreamy hotel

Gmail: [email protected]

হোটেলের সুযোগ সুবিধা

  • 24 ঘন্টা বিদ্যুৎ ফ্রি
  • ইন্টারনেট ওয়াইফাই
  • সার্বক্ষণিক রুম সার্ভিস
  • প্রজেক্ট নিরাপত্তা ব্যবস্থা
  • আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত হোটেল
  • শব্দ দূষণমুক্ত
  • নিরিবিলি পরিবেশ
  • সেমি ডাবল এবং ডিলাক্স রুম
  • 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক সার্ভিস
  • এয়ারকন্ডিশন ব্যবস্থা রয়েছে

ফার্মগেট এর আশেপাশের কিছু আবাসিক হোটেল

ফার্মগেট আবাসিক হোটেল তালিকা

  1. কল্পনা বোর্ডিং ও হোটেল- কোতোয়ালি শাখারী বাজার
  2. টাইম স্টার হোটেল আবাসিক- সূত্রাপুর হাটারি বাজার
  3. বিউটি বোর্ডিং- কোতোয়ালি জনসন রোড
  4. বেস্ট ওয়েস্টার্ন লাভ ইঞ্চি হোটেল- তেজগাঁও কাওরান বাজার
  5. রূপসী বাংলা হোটেল- শাহবাগ মিন্টু রোড
  6. সুন্দরবন হোটেল- শেরেবাংলা নগর পান্থপথ
  7. সুন্দরবন হোটেল আবাসিক- শাহবাগ
  8. আল হাবিব আবাসিক- সুত্রাপুর কাপ্তান বাজার
  9. হোটেল অলিও ইন্টারন্যাশনাল- কলাবাগান পান্থপথ
  10. হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল- সুত্রাপুর, সুত্রাপুর
  11. হোটেল কর্ণফুলী আবাসিক- শাহবাগ তোপখানা
  12. হোটেল ক্যাটালিনা ইন- আদাবর হোটেল
  13. গোল্ডেন পিক- কোতোয়ালি ওয়াইজঘাট
  14. হোটেল নিউ ইয়ার আবাসিক- শাহবাগ খানা
  15. হোটেল ফার্মগেট- শেরেবাংলা নগর ফার্মগেট
  16. হোটেল রাজমনি শাখা- পল্টন কাকরাইল
  17. সম্রাট আবাসিক- শাহবাগ থানা

আবাসিক হোটেলের ভাড়া

ঢাকায় অবস্থিত বিভিন্ন টাইপের আবাসিক হোটেলের ক্যাটাগরি অনুযায়ী হোটেলের রুমের দাম নির্ধারণ করা হয়। তবে ঢাকায় তুলনামূলক অন্যান্য দেশের থেকে স্বল্প মূল্যে আরামদায়কভাবে রাতে যাপন করা যায়। এসব হোটেল গুলো আন্তর্জাতিকভাবে মানসম্মত পরিবেশবান্ধব এবং নিরাপদে পরিবারসহ রাত্রি যাপন করা যায়। আবাসিক হোটেলের ভাড়া হোটেলের বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া হয়ে থাকে।

এক্ষেত্রে পার নাইট ৩৫০ থেকে বর্তমানে শুরু হয়। তবে জায়গা হিসেবে অনেক ক্ষেত্রে 350 এর কমেও পাওয়া যায়। তবে মোটামুটি একটু ভালো মানের আবাসিক হোটেল ডাবল বেডের এক রুম ভাড়া করতে গেলে প্রতিটা রুম ৩০০ থেকে ৩৫০ করে ভাড়া আসতে পারে।

আবাসিক হোটেল ভাড়া করার নিয়ম

ঢাকায় আবাসিক হোটেলে উঠার জন্য প্রথমে যে বিষয়টি মাথায় আসবে তা হলো হোটেল ভাড়া করার নিয়ম। একেক হোটেলের ভাড়া করার সিস্টেম একেক রকম। সাধারণত হোটেলগুলো আটটা থেকে আটটা রুম ভাড়া দিয়ে থাকে অর্থাৎ রাত আটটা থেকে সকাল আটটা বা সকাল আটটা থেকে রাত আটটা। এক্ষেত্রে রাত দশটায় এসে রুম ভাড়া করলেও পরের দিন সকাল আটটার মধ্যে রুম খালি করতে হবে।

তবে কিছু কিছু হোটেল আছে দশটা থেকে দশটা কিংবা বারোটা থেকে বারোটা হিসেব করা হয়ে থাকে। ক্ষেত্রে রুমে ভাড়া করা পূর্বে সঠিক তথ্য আলোচনা করে নেওয়া উচিত অন্যথায় হোটেল মালিকরা অতিরিক্ত টাকা নেওয়ার চেষ্টা করতে পারে।

অনলাইনে আবাসিক হোটেল বুকিং

বর্তমানে আধুনিক যুগের বেশিরভাগ কাজই অনলাইনে ঘরে বসে করা যায়। আবাসিক হোটেলের সিট বুকিং আগের মত একদমই ঝামেলার কাজ নয় এখন বিভিন্ন ওয়েবসাইট প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে ঢাকায় অনলাইনে আবাসিক হোটেল বুকিং করা যায়। হোটেলগুলোর বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রেটিংসহ বিস্তারিত তথ্য জেনে হোটেলে সিট বুকিং করা যায়।

ফার্মগেট আবাসিক হোটেল

মন্তব্য

আজকে আমরা ফার্মগেট আবাসিক হোটেল তালিকা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি খুব সহজভাবে কিভাবে আবাসিক হোটেল বুকিং করতে হয় এবং ফার্মগেট আবাসিক হোটেল তালিকা সহ আশেপাশের হোটেলের তালিকা দিতে পেরেছি। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা কর।

এবং আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply