দোয়া কুনুত ছবি, দোয়া কুনুত বাংলা উচ্চারণ

দোয়া কুনুত ছবি

নামাজে দোয়া কুনুতের গুরুত্ব অপরিসীম। দৈনন্দিন জীবনে আমরা যে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সূরা কেরাত দরুদ তাশাহুদ দোয়ায়ে মাসুরা সহ বিভিন্ন দোয়া পড়ে থাকি সেরকমই দোয়া হলো দোয়া কুনুত। দোয়া কুনুতের গুরুত্ব এবং ফজিলত গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। আজকে আমরা দোয়া কুনুত ছবি দোয়া কুনুতের বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – মনের ইচ্ছা পূরণের দোয়া আমল, নামাজ ও তাসবিহ

দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত ছবি

 

দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত ছবি

দোয়া কুনুত কি?

দোয়া কুনুত হলো নামাজের পাঠ করা হয় এমন একটি বিশেষ দোয়া যা বিতরের নামাজের তৃতীয় রাকাতে পড়া হয়ে থাকে। হানাফী মাযহাবের মতে বেতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। তবে দোয়া কুনুত না পড়তে পারলে অন্য যেকোনো দোয়া সংবলিত দোয়া নামাজে পড়তে হবে। নতুবা নামায আদায় হবেনা।

দোয়া কুনুত পড়ার কারণ

দোয়া কুনুতকে মূল্যবান দোয়া গুলার মধ্যে থেকে অন্যতম মনে করা হয়। এটি ভিতর নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতেহার সঙ্গে সুরা মিলানোর পর পাঠ করতে হয়। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আবেদন তুলে ধরা হয়। দোয়া কুনুত রাসূল সাল্লাহু সাল্লাম মাঝে মাঝে পাঠ করতেন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাই সালাম এর নিকট ছিলাম। তিনি শয্যা ত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন এরপর উঠে বিতর পড়লেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলা পাঠ করলেন এরপর রুকু সিজদা করলেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা কাফিরুন পাঠ করলেন এবং রুকু সিজদা করলেন তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করলেন এরপর রুকুর আগে দোয়া কুনুত পড়লেন। (কিতাবুল হুুজ্জা ১/ ২০১)

সেজন্যই আমাদের ও বেতরের নামাযে দোয়া কুনুত পড়তে হয়।

দোয়া কুনুত আরবি

ererere

দোয়া কুনুত এর বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা ইন্না নাসতািনুকা ওয়া নাসতাগফিরুকা ওয়ানু মিনুবিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। ওয়ানুসনি আলাইকাল খায়ের। ওয়া নাশকুরুকা ওয়ালা নাগফুরুকা ওয়া নাখলাও ওয়া নাথরুকু মাইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা নাআবুদু ওয়া লাকা নুসল্লী ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। ওয়া নাহফিদু ওয়ানারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা বিল কুফফারি মুলহিক্ব।

দোয়া কুনুতের অর্থ

হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই তোমার নিকট ক্ষমা চাই, তোমারি প্রতি ঈমান রাখি এবং তোমার উপর ভরসা করে এবং সকল মঙ্গল তোমার দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমার জন্য নামাজ পড়ে এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমার এদিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারি রহমত আশা করি এবং তোমার আজাবকে ভয় করি। আর তোমার আজব তো কাফেরদের জন্যই নির্ধারিত।

দোয়ায়ে কুনুত পড়ার নিয়ম

রমজান মাস ছাড়া যেকোনো সময় বেতরের নামাজ একা একা এবং নিঃশব্দ করে আদায় করতে হবে। রমজান মাসে নামাজ জামাতের সাথে আদায় করা মুস্তাহাব। রমজান মাসে তারাবি নামাজ শেষ হবার পর ইমাম সাহেব  সজোরে কেরাত পাঠ করবে এবং তৃতীয় রাকাত ইমাম সাহেবকে রাত শেষ করে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাইয়া দিবেন এবং মুক্তাদীগণ শুধু ইমামের অনুকরণ করবে এবং মনে মনে সবাই দোয়ায়ে কুনুত পাঠ করবে।

এছাড়া দোয়ায়ে কুনুত পাঠ করতে হয় এশার নামাজের পর বিতরের নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর যে কোন সূরা মিলানোর পরবর্তীতেই দোয়া কুনুত পাঠ করতে হয় । রুকুতে যাবার আগে পাঠ করতে হয়।

দোয়া কুনুত এর বিকল্প দোয়া

দোয়ায়ে কুনুত এর কোন বিকল্প দোয়া নেই তবে এই দোয়াগুলো পড়লে তো আপন হতে মতই কাজ হবে। যদি কেউ দোয়া কোন মুখস্ত না পারে শিখে নিতে হবে। তার বিকল্প দোয়া গুলো বর্ণনা করা হলো-

১। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতুল হাসানাতাও ও কিনা আযাবান নার।

২। আল্লাহুম্মাগফিরলি তিনবার পড়তে হবে।

৩। ইয়া রব তিনবার পড়তে হবে।

৪। কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়া।

বিতরের নামাজে দোয়া কুনুত না পারলে করণীয়

দোয়া কুনুত একটু বড় বলে অনেকেই দোয়া কুনুত মুখস্ত পারে না। এ পর্যায়ে বেতরের তৃতীয় রাকাতে দোয়া কুনুতের সময় কি করবে তা নিয়ে অনেকেই সন্দেহে ভুগতে থাকে। বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। এটি তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা মিলিয়ে তাকবীর বলে হাত বেধে পড়তে হয়। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব দোয়া কুনুত মুখস্ত করে নিতে হবে। আর দোয়া কোন মুখস্ত করার আগ পর্যন্ত নিচের দোয়াটি পড়তে হবে-

১। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অখিল আখিরাতি হাসানাতাও অকিনা আজাবান্নার

২। অথবা কয়েকবার আল্লাহুম্মাগ ফিরলি বা আস্তাগফিরুল্লাহ পড়া যেতে পারে।(ফাতাওয়া হিন্দিয়া ১/১৭০,আলমুহিতুল বুরহানি ২/২৭০, ফাতাওয়া তাতার খানিয়া ২/৩৪৪, আলবাহরুর রায়েক ২/৪২-৪৩, রদ্দুল মুহতার ২/৭)

দোয়া কুনুতের ফজিলত

তো আপনি কি ফজিলত এবং তাৎপর্য গভীর। নিচে দেওয়া সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হলো-

  • আবু দাউদ এর বর্ণনা থেকে জানা যায় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু এই দোয়াটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সালামের কাছ থেকে শিখেছিলেন। তিনি আরো বলেছেন যখন মুসলমানদের উপর কোন বিপদ অথবা বিপর্যয় আসতো তখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন।

 

  • আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আমি এক রাতে নবী করীম সাঃ এর নিকটে ছিলাম। তিনি শয্যা ত্যাগ করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন এরপর উঠে বিতর পড়লেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা আলা পাঠ করলেন। এরপর রুকু, সেজদা করলেন । ২য় রাকাতে ফাতিহা এবং কাফিরুন পাঠ করলেন এবং রুকু সিজদা করলেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠ করলেন এরপর রূকুর আগে দোয়া কুনুত পাঠ করলেন।

 

  • আবু ইসহাক থেকে বর্ণিত মাসরুর রহমাতুল্লাহ আলাইহি আসওয়াদ রাহমাতুল্লাহি ওয়া ইবনে মাসুদ রাহমাতুল্লাহি এর অন্য সাগ্রিকগণ বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু দোয়া কুনুত পর কোন পড়ার সময় তাকবীর দিতেন।

 

দোয়া কুনুতের বাংলা উচ্চারণ সহ পিডিএফ

দোয়া কুনুত ছবি পাশাপাশি বাংলা উচ্চারন সহ পিডিএফ ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। 

দোয়া কুনুত পিডিএফ ডাউনলোড

দোয়া কুনুত ফরজ না ওয়াজিব

অনেকের মনে সন্দেহ জাগে দোয়া কুনুত ফরজ না ওয়াজিব। অনেকেই না জেনে দোয়ায়ে কুনুতকে ফরজ হিসেবে পালন করলেও মূলত দোয়া কুনুত হানাফিদের মতানুসারে দোয়া কুনুত বেতরের নামাজে পাঠ করা ওয়াজিব ফরজ নয়। তাছাড়া বিভিন্ন হাদিস দ্বারাও প্রমাণিত যে দোয়ায়ে কুনুত নামাজে পড়া ওয়াজিব।

দোয়ায়ে কুনুত সম্পর্কে কিছু জিজ্ঞাসা

১। দোয়ায়ে কুনুত এর পরিবর্তে তিনবার সূরা ইখলাস পড়া যাবে কি?

উত্তর- বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজির। দোয়া কুনুত এর পরিবর্তে সূরা ইখলাস তিনবার পড়া গ্রহণযোগ্য নয়। কেননা সূরা ইখলাস কুনুত বা দোয়া সম্বলিত সূরা নয়। কুনুতের উদ্দেশ্য হচ্ছে দোয়া করা এক্ষেত্রে নির্দিষ্ট দোয়া ব্যতীত অন্য যেকোনো দোয়া পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে। এবং নামাজ সহিহ হয়ে যাবে হাদিসে বর্ণিত দোয়া যেমন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এটি পড়া সুন্নত। তাছাড়া যে কোনো দোয়া পড়লে দ্বারা নামায হয়ে যাবে।

এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক কুরআনের আয়াত পড়লেও কুনুতের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। তবে হাদিসে যে দোয়া এসেছে সেটি পড়াই উত্তম। কেউ যদি এক্ষেত্রে কোন দোয়াই না পড়ে তাহলে পুনরায় নামাজ আদায় করতে হবে। (আর মহিদুল বোরহানি ২/২৭০)

২। দোয়া কুনুত কি কোন সূরার অংশ?

উত্তর- অনেকেই প্রশ্ন করে থাকেন দোয়া কুনুত কোন সূরার অংশ কিনা। তাদের প্রশ্নের উত্তর হল এটি কোন সুরার অংশ নয় বরং এটি একটি বিশেষ দোয়া যার ভেতরে নামাজের দ্বিতীয় রাকাতে নবী করীম সাল্লাল্লাহু সালাম পড়েছেন বিধায় আমাদেরও পড়তে হয়।

৩। বিতরের নামাজে দোয়া কুনুত না পড়লে বা কোন কারনে বিতরের নামাজে দোয়া কুনুত পড়তে ভুলে গেলে করণীয় কি? এতে কি নামাজ আদায় হবে?

উত্তর- হানাফী মাযহাবের মতে ভিতরে নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। কোন কারণে ভিতরে নামাজে দোয়া কুনুত পড়া না হলে সাহু সিজদা দিতে হবে। অন্যথায় নামাজে ওয়াজিব বাদ দেওয়ার কারণে নামাজ ভঙ্গ হবে।

দোয়া কুনুত ছবি

দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত ছবি
দোয়া কুনুত ছবি

মন্তব্য

আজকে আমরা দোয়া কুনুত ছবি দোয়া কুনুত বাংলা উচ্চারণ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লে দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply