কোন দেশে স্বর্ণের দাম কম
বিশ্বের অনেক মূল্যবান ধাতুদের মধ্যে স্বর্ণ অন্যতম। নারীদের সৌন্দর্যের জন্য সোনার গহনা প্রাচীনকাল থেকে এখনো অনেক প্রচলিত। তাই স্বর্ণের চাহিদা এবং স্বর্ণের দাম উভয়ে দিনদিন বেড়ে চলছে। বিভিন্ন দেশের স্বর্ণের মূল্য বিধি বিভিন্ন রেটের হয়ে থাকে। আজকে আমরা কোন দেশে স্বর্ণের দাম কম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
স্বর্ণের দাম কেন বাড়ে
অনেকের মধ্যেই প্রশ্ন জাগে স্বর্ণের দাম কেন বাড়ে। মূলত স্বর্ণের চাহিদা বিশ্ববাজারে বাড়লে দাম ও বাড়তে থাকে।এছাড়াও ডলারের দাম কমলেও স্বর্ণের দাম তুলনামূলক হারে বাড়ে। তখন ডলারের পরিবর্তে ব্যাংকগুলো গোল্ড বার জমা রাখে এসব কারণে গোল্ডের দাম বেড়ে যায়।
এছাড়াও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিকভাবে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে স্বর্ণের দাম পূর্বের তুলনায় অনেক গুণ বেড়েছে।
কোন কোন দেশে স্বর্ণের দাম কম
বিশ্বের বিভিন্ন দেশে সোনার দাম বিভিন্ন হয়। মূলত যেখানে সোনার খনি রয়েছে অথবা সোনা আমদানি খরচ কম সেসব দেশগুলোতে সোনার দাম তুলনামূলক হারে কম। বর্তমানে সোনার দামের হার বিবেচনা করলে হংকং এবং ভারতের কেরালাতে সোনার দাম কম। তবে হংকং ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সস্তায় স্বর্ণ কিনা যায়।
- আরব আমিরাত
- সৌদি আরব
- ওমান
- কুয়েত
- ভারতের দক্ষিণ প্রদেশ সমূহ
- কাতার
গোল্ডেন হিসাব কিভাবে করবেন?
অনেকেই গোল্ড কিভাবে কিনতে হয় সেই হিসাব জানেনা। সহজেই আমরা গোল্ডের হিসাব বুঝিয়ে দিচ্ছি।
এক ভরি = ১১.৬৬৪ গ্রাম
ষোল আনা = এক ভরি
এক ভরি = ৯৬ রুত্তি
এক ভরি = ৯৬০পয়েন্ট
একা আনা = ৬ রত্তি
একরতি = ১০ পয়েন্ট
বিভিন্ন দেশে স্বর্ণের দাম
স্বর্ণ অনেক দেশের জন্যই অনেক মূল্যবান একটি খনি। স্বর্ণ আমদানি এবং রপ্তানির মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয় হয়। তবে ডলারের ঊর্ধ্বগত এবং নিম্নগতির ফলে বিভিন্ন দেশে স্বর্ণের দাম কম বেশি হয়ে থাকে। বিভিন্ন দেশে আজকে স্বর্ণের বর্তমান বাজারদর হলো-
১। যুক্তরাষ্ট্রে আজ এক আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৫৮ ডলার এবং রুপার দাম ১৮ ডলার।
২। সংযুক্ত আরব আমিরাতে এক আউন্স স্বর্ণের দাম ৫৭২৪ দিরহাম। রুপার বর্তমান বাজার দাম ৬৬ দেরহাম।
৩। বাংলাদেশের বর্তমানে এক আউন্স স্বর্ণের দাম ২ লাখ ৭০ হাজার টাকা।
৪। মালেশিয়ার আজকের সোনার বাজারের দাম এক আউন্স ৬ হাজার ৩৭৬ রিঙ্গি। রুপা বিক্রি হচ্ছে ৭৪ রিঙ্গি।
৫। ভারতে আজ এক আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ ত্রিশ হাজার ৩৮৭ রুপি। এবং রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ২৯৩ রুপি।
৬। সৌদি আরবে প্রতি আউন্স বাংলাদেশি ২ লাখ টাকা
৭। কাতারে প্রতি আউন্স প্রায়.২ ্লাখ ১০ হাজার টাকা।
বাংলাদেশে বর্তমানে স্বর্ণের দাম
বাংলাদেশে বর্তমানে কয়েকদিন পরপরই স্বর্ণের বাজার দর পরিবর্তন হচ্ছে। তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে বর্তমানে সোনার দাম অনেক বেড়েছে। বাংলাদেশ স্বর্ণ-সমিতি কর্তৃক নির্ধারিত বর্তমান সোনার দাম-
- ২২ ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য ৯৪ হাজার ৪৭৬ টাকা।
- ২১ ক্যারেট সোনার মূল্য ৯২ হাজার টাকা।
- ১৮ ক্যারেট সোনার মূল্য ৮৯ হাজার টাকা।
রেগুলার ব্যবহারের জন্য কোন ধরনের স্বর্ণ ভালো
সাধারণত বাজারে বিভিন্ন সোনার ক্যারেটের জিনিস পাওয়া যায়। অথবা অনেকে বিভিন্ন ক্যারেট দিয়ে জিনিস তৈরি করেন। তবে কোন ধরনের স্বর্ণ রেগুলার ব্যবহারের জন্য ভালো তা অনেকেই জানেন না। সাধারণত ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট গোল্ড এ গালার পরিমাণ কম থাকে যার ফলে ভেঙ্গে যায় বা ক্ষয় হয়ে যায়। এবং বাঁকা হয়ে যায় বেশি। সেক্ষেত্রে একুশ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনা রেগুলার ব্যবহারের জন্য ভালো।
স্বর্ণ কেনার সময় সাবধানতা
দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জুয়েলারির দোকানে বিভিন্ন রেঞ্জের গোল্ড বিক্রি হয়। অনেকেই সলিড গোল্ড দিতে চায়না। তাই গোল্ড কিনার সময় অবশই গোল্ড সার্টিফিকেট সাথে নিতে হবে। এতে করে লোক ঠকানো সহজ হয়না। তবে অলিগলিতে খাত মেশানো গোল্ড কেনার চাইতে ভালো দোকান থেকে গোল্ডের জিনিস কেনা উচিত। এতে হলমার্ক করা সার্টিফিকেট পাওয়া যায়।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় গোল্ডের দাম ভিন্ন হবার কারন
বাংলাদেশের বিভিন্ন এলাকায় গোল্ডের দাম সাধারণত বিভিন্ন হয়ে থাকে। একেক এলাকায় মানুষের গোল্ডের ব্যবহারের চাহিদা একেক রকম। কোন কোন এলাকায় সনাতন গোল্ডকেও ক্যারেটের গোল্ড হিসেবে চালিয়ে দেওয়া হয়। এতে কমদামি গোল্ড কে অনেক দামে বিক্রি করা হয়। তবে অনেক ক্ষেত্রে ছোট দোকানগুলো কম লাভে গোল্ড বিক্রি করে থাকে।
মন্তব্য
আজকে আমরা কোন দেশে স্বর্ণের দাম কম সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে একটি আর্টিকেল শেয়ার করেছি। আশা করছি এটি দৈনন্দিন জীবনে সবার অনেক কাজে লাগবে। কোন দেশে স্বর্ণের দাম কম এই সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –
- মেয়েদের তৈলাক্ত ত্বকের জন্য ভালো ডে ক্রিম কোনটি
- কপালে ছোট ব্রণ দূর করার উপায় ও ক্রিম এর নাম
- মেয়েদের মুখের লোম দূর করার ক্রিম