কোন বিশ্ববিদ্যালয়ে কত খরচ?
বাংলাদেশে অনার্স লেভেলে পড়ার জন্য মূলত চার ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে।
- সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়
- বেসরকারি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়
- জাতীয় বা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পড়ালেখার মান ও খরচ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আলাদা। আজকে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে কত খরচ এই ব্যাপারে পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করব। এতে করে যারা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে আগ্রহী তারা কিছুটা ধারণা পাবেন।
পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার খরচ
পাবলিক বিশ্ববিদ্যালয় মূলত সম্পূর্ণরূপে সরকারি অর্থায়নে পরিচালিত হয় তাই অন্যান্য বিশ্ববিদ্যালয় তুলনায় খরচ অনেক কম। নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম।
যদিও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ বিভিন্ন সাবজেক্ট ও অনুষদের উপর নির্ভর করে। এর পরেও পাঠকদের সুবিধার জন্য আমরা সার্বিক ভাবে একটা ধারণা দেয়ার চেষ্টা করব।
- বিজ্ঞান অনুষদ ( সাইন্স ফ্যাকাল্টি ) – পাবলিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ ভর্তির ক্ষেত্রে ৮ হাজার – ১২ হাজার টাকা লাগতে পারে।
- ইঞ্জিনিয়ারিং অনুষদ ( ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ) – পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুসারে ভর্তির ক্ষেত্রে ১৫ হাজার – ১৮ হাজার টাকা লাগতে পারে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ২০ হাজারের উপরে লাগতে পারে। যেমন যশোর বিজ্ঞান প্রযুক্তি।
- ব্যবসা শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি ) হ্যালো – পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা অনুসারে ভর্তির ক্ষেত্রে ১০ হাজার টাকা লাগতে পারে।
- মানবিক অনুসন্ধান (আর্টস ফ্যাকাল্টি )
পাবলিক বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্ট ফি
বর্তমানে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই চারটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ গতি পরীক্ষার মাধ্যমে নেয়া হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয় এডমিশন টেস্ট ফি ৭০০ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েট বা কুয়েটের মত বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ কিছুটা কম বেশি হতে পারে।
পাবলিক বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফি
পাবলিক বিশ্ববিদ্যালয় সাধারণত বছরে দুটি সেমিস্টার হয়ে থাকে। সেমিস্টার নির্ভর করে সাধারণত ক্রেডিটের উপরে। এছাড়া ল্যাব ক্রেডিটের উপরে নির্ভর করেও খরচ কিছু টাকা। সাধারণত সেমিস্টারে ৪ হাজার টাকা – ৫ হাজার টাকার মতো লাগতে পারে।
তবে যেমনটা আমরা ইতপূর্বে বলেছি বিশ্ববিদ্যালয় ও ডিপার্টমেন্টের উপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে। আমরা শুধুমাত্র ধারণা দেয়ার চেষ্টা করেছি।
কিছু কিছু বিশ্ববিদ্যালয় এখনো ইয়ারলি সিস্টেম রয়েছে। অর্থাৎ বছরে একটি মাত্র পরীক্ষা হয়। সেক্ষেত্রে প্রতি বছর ফাইনাল এক্সামে ৬-৭ হাজার টাকা খরচ হতে পারে।
পাবলিক বিশ্ববিদ্যালয় হলের ভাড়া কত?
পাবলিক বিশ্ববিদ্যালয় হলে থাকা শিক্ষার্থীদের নিকট নামমাত্র ভাড়া নেয়া হয় যা একপ্রকার ফ্রি বললেই চলে। উদাহরণস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান হল ভাড়া মাত্র ২০০ টাকা যা বর্তমানে সময়ের তুলনায় অতি নগণ্য। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও হল ভাড়া ২০০-৫০০ টাকার মধ্যে হয়ে থাকে।
তবে সাধারণত ভর্তি হওয়ার পরেই হলে সিট পাওয়া যায় না। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সাথে সাথেই তার জন্য একটি সেট বরাদ্দ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে সিট পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে খাবার খরচ
পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিটি হলে ছাত্রদের জন্য খাবার ক্যান্টিনের ব্যবস্থা থাকে যেখানে বাইরের হোটেলের তুলনায় খাবারের দাম তুলনামূলক অনেক কম থাকে। হলের ক্যান্টিনগুলোতে সাধারণত দুপুরের খাবার ৩০-৩৫ টাকা এবং রাতের খাবার ২৫-৩০ টাকার মধ্যে হয়ে থাকে। অর্থাৎ দৈনিক ৭০/ ৮০ টাকার মত খাবার খরচ হতে পারে।
তবে কেউ যদি বাইরে খায় সে ক্ষেত্রে খরচ অবশ্যই কিছুটা বেশি হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় খাবারের জন্য ক্যান্টিন, ক্যাফেটেরিয়া ও ডায়নিং এর ব্যবস্থা রয়েছে। যার যেমন ইচ্ছা খাবার গ্রহন করতে পারে।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় খরচ কেমন?
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের খরচ কিছুটা কাছাকাছি ছিল কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচের কম্পেয়ার করা কিছুটা অসম্ভব। কেননা বিশ্ববিদ্যালয়ের রেংক ও পড়াশোনার কোয়ালিটি অনুযায়ী খরচ অনেক কম বেশি হতে পারে।
সবচেয়ে ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে গেলে ৪ বছরে সর্বমোট ১০-১২ লক্ষ টাকা খরচ হতে পারে। সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় বলতে আমরা ব্র্যাল ইউনিভার্সিটি বা নর্থ সাউথ ইউনিভার্সিটিকে বুঝাচ্ছি। তবে এমন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে চার বছরে সর্বমোট টিউশন ফ্রি ৩/৪ লক্ষ টাকার মধ্যেই হয়ে যায়। তাই আপনার বাজেট অনুযায়ী বেস্ট অপশন কোনটা হবে তা খুঁজে নিতে হবে।
সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তালিকা দেখতে এই আর্টিকেলটি দেখুন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি ফি কত
গুলোর ভর্তি ফি সাধারণত বিশ্ববিদ্যালয় এবং ছাত্র-ছাত্রীদের ডিপার্টমেন্ট অনুসারে নির্ধারণ করা হয়। তবে বেশিরভাগ৭০,০০০ থেকে ১ লাখ ভর্তি ফি নির্ধারণ করা হয়।
- বিজ্ঞান অনুষদ- ৪০ থেকে ৬০ হাজার টাকা
- ইঞ্জিনিয়ারিং অনুষদ- ৫০ থেকে ৭০ হাজার টাকা
- ব্যবসা শিক্ষা অনুষদ- ৪০ হাজার টাকা
- মানবিক অনুষদ- ৪০ থেকে ৭০ হাজার টাকা
- আইবিএ- ৮০ থেকে ১ লাখ
- এমবিএ- ১ থেকে ২ লাখ টাকা
বেসরকারি বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফি
সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয় সেমিস্টার ফি ৩০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে হয়ে থাকে। বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বছরে তিনটি সেমিস্টার হয়ে থাকে। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা ছাত্রদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট এর উপর স্কলারশিপ দিয়ে থাকে সে ক্ষেত্রে সেমিস্টার ফি কিছুটা ছাড় পাওয়া যায়।
প্রথম প্রথম শাড়ির বিশ্ববিদ্যালয় যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি কিংবা ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি ৭০-৯০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে সেমিস্টার ফি বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে ডিপার্টমেন্টের উপর ও নির্ভর করে।
জাতীয় বিশ্ববিদ্যালয় খরচ কত?
খরচের দিক থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় কাছাকাছি। কেননা বাংলাদেশের সকল অনার্স ভিত্তিক কলেজ মূলত ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আওতাধীন। ন্যাশনাল ইউনিভার্সিটি মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুরোধ কাঠামো অনুসরণ করে চলে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিস্টেম নেই অর্থাৎ বছরে একটি মাত্র পরীক্ষা হয়। তাই ছাত্রদের বছরে একবার মাত্র টাকা পরিশোধ করতে হয়। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুযায়ী বছরে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পরিশোধ করতে হয় যা বর্তমানে সময়ের তুলনায় অনেক কম।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় সবগুলো ডিপার্টমেন্টের ভর্তি ফি কাছাকাছি পরিমান হয়ে থাকে। নিচে কিছু ডিপার্টমেন্টের ভর্তি উল্লেখ করা হলো-
- বিজ্ঞান অনুষদ- ৫ থেকে ৬ হাজার টাকা
- ব্যবসা শিক্ষা অনুষদ- ৪ থেকে ৫ হাজার টাকা
- মানবিক অনুষদ- ৪ থেকে ৫ হাজার টাকা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খরচ কত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোর্সে ভর্তির খরচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে কিছুটা বেশি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় চেয়ে কম। উদাহরণস্বরূপ
- বিবিএ ও এমবিএ প্রোগ্রামে পড়াশোনা করার জন্য খরচ হবে ৪০,০০০ টাকা
- দুই বছর মেয়াদী এসএসসি এক্সাম দিতে খরচ হবে ২,৭৫০ টাকা
- এইচ এস সি এক্সাম দিতে খরচ হবে ৩,৯০০ টাকা
- বিএ ও বিএসএস প্রোগ্রাম ফি ১০,০০০ টাকা
- বিবিএস করতে খরচ হবে ১০,৮০০ টাকা
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খরচ সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন।
যারা বিভিন্ন কারণে সঠিক সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করতে পারেননি। অথবা অনার্স শেষ করার আগেই কোন কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছেন এবং পরবর্তীতে আবার ডিগ্রি নিতে আগ্রহী হয়েছেন তাদের জন্য উন্নত বিশ্ববিদ্যালয় ভালো একটি পছন্দ হতে পারে।
মন্তব্য
উপরে আমরা কোন বিশ্ববিদ্যালয়ে কত খরচ এই ব্যাপারে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করেছি। পুরো আর্টিকেলে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে খরচের তালিকা প্রকাশ করেছি। যেমনটা আমরা বারবার উল্লেখ করেছি বিশ্ববিদ্যালয় ও ডিপার্টমেন্টের উপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে। আমরা শুধুমাত্র ধারণা দেয়ার চেষ্টা করেছি।
আরো পড়ুন –
- প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা ঢাকা, কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো
- ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা ও খরচ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা লাগে