অনলাইনে নতুন নিয়মে ট্রেনের টিকেট ক্রয়ের নিয়ন। Buy online train ticket new system

অবশেষে শুরু হলো অনলাইনে ট্রেনের টিকেট কাটার নতুন  ওয়েবসাইট. যারা ইতোপূর্বে অনলাইনে ট্রেনের টিকেট কাটতেন তারা হয়তো জানেন যে মার্চের ২০ তারিখের পর অনলাইনে ট্রেনের টিকেট বিক্রয় সাময়িক বন্ধ ছিলো। কারণ ইতোপূর্বে অনলাইনে ট্রেনের টিকেট বিক্রয় “সিএনএস সিস্টেমস লিমিটেড” পরিচালনা করতো কিন্তু গত ২০ মার্চ ২০২২ তারিখের পর বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এই দায়িত্বটি “সহজ লিমিটেড” এর কাছে হস্তান্তর কর। সাত দিন অনলাইনে অনলাইনে টিকেট বিক্রয় বন্ধ থাকার পর অবশেষে আজ ২৭ মার্চ ২০২২ তারিখে বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকেট এর নতুন ওয়েবসাইটটি চালু হয়েছে। আপনারা নিচের দেয়া লিঙ্ক লিংকটি ভিজিট করার মাধ্যমে খুব সহজেই পূর্বের ন্যায় আবার অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারবেন।

নতুন ওয়েব সাইট লিংকঃ https://eticket.railway.gov.bd/

 

নতুন ওয়েব সাইট থেকে টিকেট ক্রয় করতে হলে প্রথমে আপনাকে রেজিট্রেশন করতে হবে।

Registration

 

রেজিট্রশনের পর লগিন পেইজ থেকে লগিন করলেই আপনি টিকেট ক্রয়ের জন্য প্রস্তুত।

login

 

লগিন করার পর আপনি পূর্বের ন্যায় হোম পেইজে চলে যাবেন আর আপনার যাত্রা স্টেশিন ও গন্তব্য সিলেক্ট করে খুব সহজেই টিকেট কেটে নিতে পারেন।

buy ticket

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply