অবশেষে শুরু হলো অনলাইনে ট্রেনের টিকেট কাটার নতুন ওয়েবসাইট. যারা ইতোপূর্বে অনলাইনে ট্রেনের টিকেট কাটতেন তারা হয়তো জানেন যে মার্চের ২০ তারিখের পর অনলাইনে ট্রেনের টিকেট বিক্রয় সাময়িক বন্ধ ছিলো। কারণ ইতোপূর্বে অনলাইনে ট্রেনের টিকেট বিক্রয় “সিএনএস সিস্টেমস লিমিটেড” পরিচালনা করতো কিন্তু গত ২০ মার্চ ২০২২ তারিখের পর বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এই দায়িত্বটি “সহজ লিমিটেড” এর কাছে হস্তান্তর কর। সাত দিন অনলাইনে অনলাইনে টিকেট বিক্রয় বন্ধ থাকার পর অবশেষে আজ ২৭ মার্চ ২০২২ তারিখে বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকেট এর নতুন ওয়েবসাইটটি চালু হয়েছে। আপনারা নিচের দেয়া লিঙ্ক লিংকটি ভিজিট করার মাধ্যমে খুব সহজেই পূর্বের ন্যায় আবার অনলাইনে ট্রেনের টিকেট কাটতে পারবেন।
নতুন ওয়েব সাইট লিংকঃ https://eticket.railway.gov.bd/
নতুন ওয়েব সাইট থেকে টিকেট ক্রয় করতে হলে প্রথমে আপনাকে রেজিট্রেশন করতে হবে।
রেজিট্রশনের পর লগিন পেইজ থেকে লগিন করলেই আপনি টিকেট ক্রয়ের জন্য প্রস্তুত।
লগিন করার পর আপনি পূর্বের ন্যায় হোম পেইজে চলে যাবেন আর আপনার যাত্রা স্টেশিন ও গন্তব্য সিলেক্ট করে খুব সহজেই টিকেট কেটে নিতে পারেন।