নবজাতকের নাভিতে পুজ কেন হয়

নবজাতকের নাভিতে পুজ কেন হয়

নবজাতকের নাভি সম্পর্কে অনেকেই অসচেতন হয়ে পড়ে। যার ফলে নবজাতকের নাভিতে সংক্রমণ হয়। এতে নাভি দিয়ে পুজ রক্ত নাভি ফুলে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। আজকে আমরা নবজাতকের নাভিতে পুজ কেন হয় সে সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

নাভিতে পুজ হওয়ার কারণ

নবজাতকের নাভিতে বিভিন্ন কারণে পুজ হতে পারে। তবে জন্মের পরবর্তী সময়ে সংক্রমণ না হওয়ার জন্য ডাক্তার পাউডার দিয়ে থাকেন। এরপরে ও নবজাতকের নাভিতে বিভিন্ন রোগের কারণেও পুজ হতে পারে।

  • নবজাতকের নাভি অপরিষ্কার রাখলে
  • নবজাতকের নাভিতে বারবার হাত দিলে
  • ছোঁয়াচে রোগ আছে এমন ব্যক্তির সংস্পর্শে নিলে
  • বাচ্চাকে কোলে নেওয়ার পূর্বে হাত পরিষ্কার না রাখলে
  • বাচ্চার ব্যবহারের জিনিসপত্র পরিষ্কার না রাখলে
  • বাচ্চার নাভিতে অপ্রয়োজনে কোন জিনিস ব্যবহার করলে
  • নাভিতে অপ্রয়োজনে পানি লাগালে
  • সংক্রমণ হলে সাথে সাথে ডাক্তারের কাছে না নিলে
  • ফুসফুসের বিভিন্ন সমস্যার কারণে ও নাভিতে পুঁজ হতে পারে

নবজাতকের নাভিতে পুজ হওয়ার লক্ষণ

নাভিতে প্রথমে পুজ জমে না। নাভিতে সংক্রমণ হওয়ার ফলে সাথে সাথে চিকিৎসা গ্রহণ না করার ফলে ধীরে ধীরে নাভিতে পুজ দেখা দিয়ে। নবজাতকের নাভিতে পুঁজ হওয়ার লক্ষণ হল-

  • প্রথমে নাভির চারপাশ ফুলে যাওয়া
  • নাভি অস্বাভাবিক লাল হয়ে যাওয়া
  • নাভি নাভির চারপাশ ফুলে যাওয়া
  • নাভি দিয়ে রক্ত পানি বুঝ বের হওয়া
  • বাচ্চার অস্বাভাবিক কান্নাকাটি করা

নবজাতকের নাভিতে পুঁজ হলে করণীয়

নবজাতকের নাভিতে পুজ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেননা নাভির সাথে শরীরের অনেকগুলো অঙ্গ জড়িয়ে আছে। যার ফলে নাভির সংক্রমণ অন্যান্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে। নাভিতে ইনফেকশন হলে খুব সহজেই কিডনি এবং ফুসফুস আক্রান্ত হয়ে যেতে পারে। তাই নবজাতকের নাভিতে পুজ হলে যত শীঘ্রই সম্ভব ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে।

নাভিতে পুজ সারানোর পাউডার

বাচ্চার নাভির সংক্রমণের অবস্থার উপর নির্ভর করে ডাক্তাররা বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে থাকেন। তবে বাচ্চাদের নাভির বিভিন্ন সংক্রমণের জন্য বাজারে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়। তার মধ্যে নেবানল পাউডার অন্যতম। এটি বাচ্চাদের নাভির বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে। তবে নাভিতে পুজ হলে অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক ও দিতে পারে।

বাচ্চার নাভির না শুকানোর কারণ

বিভিন্ন কারণেই নবজাতক বাচার নাভি শুকায় না। অনেক সময় এটি বাচ্চার শারীরিক কোন রোগের কারণেও হতে পারে। তবে বেশিরভাগ সময় নিজেদের অসাবধানতার কারণে নবজাতকের নাভি শুকাতে দেরি হয়। বাচ্চার নাভি শুকানোর পাউডার ব্যবহারের পূর্বে বাচ্চার নাভি না শুকানোর কারণগুলো জানা প্রয়োজন।

  • জন্মের পরবর্তী সময়ে নাভি ঢেকে রাখা
  • নবজাতকের নখ না কাটা
  • পড়ানোর সময় নাভির উপরে পড়ানো
  • নাভি পরিষ্কার না রাখা
  • নবজাতক বাচ্চাকে রোদের আলোয় না নেওয়া
  • নাভিতে আলো বাতাস না লাগানো
  • নাভিতে বারবার হাত লাগানো
  • বাচ্চাকে ধরার পূর্বে হাত ভালোভাবে না ধোয়া
  • বাচ্চার জন্মগত ত্রুটি

নবজাতকের নাভি শুকানোর উপায়

শীতের সময় নবজাতকের নাভির যত্ন নিতে হয়। কারণ শীতে নাভির ঘা শুকাতে বেশি সময় লেগে যায়। জন্মের পরপরই চিকিৎসকরা নবজাতকের নাভিতে ক্লিপের মতো প্লাস্টিক বা মেটালের কর্ড ক্যাম্প বা টেপ লাগিয়ে দেন। এতে নাভিতে রক্ত প্রবাহ দ্রুত বন্ধ হয়ে যায় এবং নাভিতে ইনফেকশন হওয়ার আশঙ্কা কমে যায়।

  • নবজাতকের নাভিতে অযথা হাত লাগানো উচিত হয় নয়
  • নাভিতে কাপড় দিয়ে না ঢেকে খোলা রাখতে হবে
  • খেয়াল রাখতে হবে নাভি যেন পরিষ্কার এবং শুকনা থাকে
  • নাভি ঝরে না যাওয়া পর্যন্ত শিশুকে সরাসরি গায়ে পানি ঢেলে গোসল করানো উচিত নয়
  • জন্মের পর প্রথম তিন সপ্তাহ স্পঞ্জ এর সাহায্যে শিশুর শরীর আস্তে আস্তে মুছে মুছে পরিষ্কার করা উচিত
  • ডায়াপার পড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন নাভিতে কোন অবস্থায় ঢেকে না রাখে
  • নাভিতে সবসময় আলো বাতাস লাগতে দিতে হবে
  • শিশুকে অবশ্যই এসময়ে রোদের মধ্যে কিছুক্ষণ করে প্রতিদিন দিতে হবে

নবজাতকের নাভিতে ইনফেকশন হলে করণীয়

সাধারণত জন্মের পর পরই নাভির যত্ন নিলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নাভিতে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে না। তবে ইনফেকশন হলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়।

  • নাভির জায়গায় বেটারিন দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে
  • এক্ষেত্রে ইসপিরিট ব্যবহার না করাই উত্তম
  • সেইসঙ্গে ডাক্তারে পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক পাউডার ব্যবহার করতে হবে
  • প্রয়োজনে এন্টিবায়োটিক বা ইনজেকশন চিকিৎসকের পরামর্শ মত দেওয়ার ব্যবস্থা করতে হবে
  • নাভির ঘাতে ঘাসের রস হলুদ বা ঘরোয়া কোন ধরনের টোটকা ওষুধ ব্যবহার করা যাবে না

নবজাতকের নাভি পড়ে যাওয়ার পর করণীয়

সাধারণত জন্মের পর থেকে তিন সপ্তাহের মধ্যেই নাভি শুকিয়ে ঝরে পড়ে। স্বাভাবিকভাবে ঝরে পড়লে শিশুর দেহে খুবই সামান্য খতর সৃষ্টি করে। যা অল্প সময়ের মাঝেই ভালো হয়ে যায়। এসময় শিশুর নাভিতে হালকা নারিকেল তেল অথবা সরিষার তেল লাগিয়ে প্রতিদিন কিছুক্ষণ রোদে শুয়ে রাখলে ধীরে ধীরে শুকিয়ে যায়। নাভি শুকানোর পর অবশ্যই নাভি পরিষ্কার করতে হবে।

আরো পড়ুন – বাচ্চার নাভি শুকানোর পাউডার

কি কারণে বাচ্চার নাভি থেকে রক্ত পড়ে

সাধারণত দুই ধরনের কারণেই নবজাতক বাচ্চার নাভি থেকে রক্ত পড়তে পারে। সেগুলো হলো-

১। সংক্রমণ অর্থাৎ নবজাতক বাচ্চার নাভিতে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে নাভি থেকে রক্ত পড়তে পারে।

২। পোর্টাল- পোর্টাল হাইপ্রেশনের কারণে নবজাতক বাচ্চার নাভি থেকে রক্ত পড়তে পারে।

নাভি সম্পর্কে কুসংস্কার

বাচ্চার নাভি শুকানো সম্পর্কে অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। যা বর্তমান সময়ে মানা একদমই উচিত নয়। এতে শুধুমাত্র বাচ্চার ক্ষতি হয় না। পুরো পরিবারকে হতে ভোগান্তির শিকার হতে পারে। এসব সম্পর্কে অবশ্যই সচেতন থাকা উচিত। ডাক্তারের পরামর্শ ব্যতীত বাচ্চার নাভিতে কোন কিছুই ব্যবহার করা উচিত নয়।

  • রসুন পোড়া ব্যবহার করা
  • বারবার গরম তেল দেওয়া
  • নাভিতে গরম শেক দেওয়া
  • নাভিতে মায়ের সিঁদুর লাগানো
  • নবজাতকের নাভিতে মায়ের বুকের দুধ লাগানো
  • কোন কোন অঞ্চলে পাতা বাটার রস

ডাক্তারের পরামর্শ

নবজাতকের যেকোনো সমস্যা হলে সাথে সাথেই ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। কেননা নবজাতকদের প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। এতে শরীরে কোন সংক্রমনের চিহ্ন দেখা গেলে তা শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে যেতে পারে। তাই বাচ্চার সুস্থতার জন্য যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। নবজাতকের পুজ কেন হয় সে সম্পর্কে চিকিৎসক পরামর্শ দিবেন।

নবজাতকের নাভিতে পুজ কেন হয়

মন্তব্য

আজকে আমরা নবজাতকের নাভিতে পুজ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি নবজাতকের মায়েদের জন্য এটি অনেক উপকারে আসবে। নবজাতকের পুজ কেন হয় সে সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply