ভারতে ডাক্তারি পড়ার খরচ
ভারতে মেডিকেলে পড়ার খরচ বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ গুলোর থেকে অনেকাংশেই কম। ভারতের মেডিকেলে পড়ার পরিবেশ এবং পড়ার মান অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। এবং পার্শ্ববর্তী দেশ হয় বাংলাদেশ থেকে যে কেউ খুব সহজে কম খরচে ভারতে ডাক্তারি পড়তে পারে। আজকে আমরা ভারতে ডাক্তারি পড়ার খরচ সেরা মেডিকেল কলেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
তাই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পড়ুন।
আরো পড়ুন – চীনে মেডিকেলে পড়ার খরচ ২০২৩
ভারতে মেডিকেল পড়াশোনা
ভারতে এমবিবিএস বা মেডিকেল রিলেটেড পড়াশোনা খুবই উন্নত। অনেকগুলো আন্তর্জাতিক পরীক্ষার প্রথম কয়েকটি অংশ আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকেও দেওয়া যায়। যেমন – এমআরসিপি, এমআরসিএস এর প্রথম দুটি অংশই কলকাতা থেকে দেওয়া যায়। এছাড়া মেডিকেলের প্রথম অংশ বাংলাদেশ দ্বিতীয় অংশ কলকাতায় দেওয়া যায়। ভারত থেকে ডাক্তারি পড়ার ডিগ্রী নিয়ে যে কোন দেশে ডাক্তারি করতে পারে।
ভারতে মেডিকেল পড়ার খরচ
ভারতের বেসরকারি বা সরকারি কলেজে বছরে অন্তত ১৭ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়া যায়। হোস্টেল বা লাইব্রেরি খরচ ছাড়াও কলেজে এ পরিমাণ অর্থ দিতে হবে। কলেজের মান অনুযায়ী সাধারণত মেডিকেলে পড়ার খরচ নির্ধারণ করা হয়। তবে সবগুলো মেডিকেল কলেজেরই পড়াশোনার খরচ কাছাকাছি হয়ে থাকে।
থাকা খাওয়ার খরচ সহ চার বছরে প্রায় ৩০ লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তবে সরকারি মেডিকেল কলেজ গুলোর ছাত্রাবাসের খরচ খুবই কম। এছাড়াও মেধাবীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপের এবং ফি ছাড়ের ব্যবস্থা রয়েছে।
ভারতে মেডিকেল পড়ার যোগ্যতা
- এইচএসসি বা এলেবেলে উত্তীর্ণ যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে
- এসএসসি এবং এইচএসসিতে সবগুলো বিজ্ঞানভিত্তিক সাবজেক্ট পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টে ৬০% মার্কস থাকতে হবে।
- ইংলিশে সবগুলো ক্ষেত্রে ৫০% মার্কস থাকতে হবে
- এছাড়া পিএইচডি করার জন্যেও আবেদন করা যাবে
পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজ
বর্তমান সময় পশ্চিমবঙ্গে ২০ টি মেডিকেল কলেজ রয়েছে। তাদের মধ্যে দুটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। সর্বমোট ৩২০০ টি মেডিকেলে আসন রয়েছে তাদের মধ্যে ৮৫% পশ্চিমবঙ্গে নিজস্ব ছাত্রদের জন্য সংরক্ষিত এবং ১৫% ভারতীয় এবং অন্নান্য ছাত্রদের জন্য সংরক্ষিত। মেডিকেল কলেজের নাম গুলো হল-
- And na and nicobar island institute of medical science ,port blair
- A.C. sunba reddy government medical college ,Nellor
- All india institute of medical college ,Vijayawada
- Andhara medical college,visakhapatnam
- Government medical college, anantapur
- Government medical college, srikakulam
- Sri padmavath college for women,Tirupati
- Tomo diba institute of health and medical science,Naharlagun
- Assam medical college, Dhubri
- All india institute of medical science, Guahati,establish 2020
- Dr.B srimanta sankaradeva university of health science, Guahati,establish 1974
- Aryabhatta knowledge university, Gaya,establish 1969
- Al- karim university, katihar,establish 1987
- Indian council of medical university, patna,establish 1963
- Lalit narayan mithila university, Darbhanga,establish 1946
- Government medical college and hospital, chandigarh, established 1991
- Government medical college,jagdalpur,established 2006
- Army college of medical science, Delhi,ansari nagar east,established 1956
- Lady Harding medical college, delhi establish 1916
- All india institute of medical science, Gujrat,Rajkot. Established 2020
- ESIC medical college ,Haryana,faridabad,established 2015
- Regional cancer centre,thiruvalla,establish 2002
ভারতের বেসরকারি মেডিকেল কলেজ তালিকা
- Apollo institute of medical science and research, chottor,established 2016
- Fathima institute of medical science, kadapa,establish 2010
- Gayathri vidya parishad institute of health care and medical technology, visakhapatnam,establish 2016
- Jaruri medical college, guntur,establish 2002
- Nri academy of medicine science,visakhapatnam,establish 2001
- Katihar medical college and hospital, katihar,establish 1987
- Narayan medical college and hospital, sasaram,establish 2008
- Rajpur institute of medical science, Rajpur,establish 2016
- Banas medical college and research and institute, palanpur,establish 2018
পশ্চিমবঙ্গের বেসরকারি মেডিকেল কলেজ তালিকা
- বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতাল,bankura
- বারাসাত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বারাসাত
- বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বর্ধমান
- কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা
- কলেজ অফ মেডিসিন এন্ড জেএমএম হসপিটাল, কল্যাণী
- কলেজ অফ মেডিসিন এন্ড সাগর দত্ত হসপিটাল, কলকাতা
- গৌর দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড হসপিটাল, দুর্গাপুর
- ই এস আই সি মেডিকেল কলেজ, জলপাইগুড়ি
- গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল, জলপাইগুড়ি
- ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঝাড়গ্রাম
- মালদা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, মালদা
- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, শিলিগুড়ি
- রায়গঞ্জ গভারমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, রায়গঞ্জ
ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি মেডিকেল কলেজ
কেপিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, যাদবপুর
- ভর্তি ফি এবং প্রশিক্ষণ খরচ – বছরে তিন লক্ষ টাকা
- মোট সিট – ১৫০
জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড হসপিটাল, কলকাতা
- পড়ার মোট খরচ – ১৯ লক্ষ টাকা
- মোট আসন – ১৫০ টি
শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড সনাকা হসপিটাল, দুর্গাপুর
- মোট আসন- ১৫০ টি এবং
- পড়ার খরচ- ১৮ লাখ টাকা
আই কিউ সিটি মেডিকেল কলেজ এন্ড নারায়ণ মাল্টিস্পেশালিটি হসপিটাল, দুর্গাপুর
- পড়ার খরচ- ৮ লাখ টাকা এবং
- মোট আসন সংখ্যা- ১৫০ টি
হাইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড রিসার্চ এন্ড ডক্টর বিধান চন্দ্র রায় হসপিটাল, হলদিয়া
- খরচ- ১৫ লাখ টাকা
- মোট আসন সংখ্যা- ৬১
গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এন্ড হসপিটাল, দুর্গাপুর
- মোট খরচ- ১৬/১৭ লক্ষ থেকে ৬৪ লাখ পর্যন্ত
- এবং মোট আসন সংখ্যা- ১৫০ টি
ভারতে ডাক্তারি পড়ার খরচ – কলকাতা
কলকাতা মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের খরচ প্রায় কিছুটা একই রকম। শুধু AIIMS kalyani, Esic Hospital joka খরচ কিছুটা কম বেশি হতে পারে। কারণ এই দুটি মেডিকেল কলেজ কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। পশ্চিমবঙ্গএ যেকোনো মেডিকেল কলেজে ভর্তি হতে হলে খরচ-
- ভর্তি ফি- ১০০০ টাকা
- সতর্কতা টাকা- ১ হাজার
- রেজিস্ট্রেশন ফ্রি- ২০০০ টাকা
- সেমিস্টার ফি- ৪৫০*৯ = 40 হাজার 500
- হোস্টেল ফি- প্রতি মাসে ১২ টাকা করে ৫৪ মাস সাড়ে চার বছর ৭২০ টাকা
- মোট বই- দশ হাজার টাকা
- বইসহ মোট খরচ- ৫৫ হাজার ২২০ টাকা
- বই ছাড়া- ৪৫ হাজার টাকা
ভারতে থাকা খাওয়ার খরচ
সাধারণত বাংলাদেশের তুলনায় ভারতে খুব একটা থাকা খাওয়ার খরচ বেশি হয় না। দুই দেশের খাবারের সিমিলারিটি থাকায় থাকা খাওয়ার খরচ যে কারো জন্য খুবই কম হয়ে থাকে। ভারতের পর পড়াশোনার জন্য গেলে থাকা খাওয়ার জন্য প্রতি মাসে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা লাগতে পারে। এছাড়াও শহর ভেদে থাকা খাওয়ার খরচ আলাদা হতে পারে।
তবে স্কলারশিপ পেলে অথবা সরকারি মেডিকেলগুলোতে ছাত্রাবাসে উঠলে থাকা এবং খাওয়ার খরচ খুবই কম হয়ে থাকে।
ভারতের স্কলারশিপ আবেদন
ভারতে স্কলারশিপ নিয়েও উচ্চ শিক্ষার বিভিন্ন বিভাগের পড়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে প্রায় বিভিন্ন ইউনিভার্সিটি এবং সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়ে থাকে। জার্মান একাডেমিক এক্সচেঞ্জ বর্তমানে বাংলাদেশের জন্য স্কলারশিপের সুযোগ করে দিয়েছে। এসব স্কলারশিপ এর মধ্য দিয়ে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং স্নাতকোত্তর বিভিন্ন পর্যায়ে এবং ডক্টরের পর্যায়ে পড়াশোনা করা যায়।
ঢাকায় ভারতীয় কমিশন বাংলাদেশি স্টুডেন্টদের দেশটির উচ্চ শিক্ষার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তাই সঠিক পরামর্শ পেতে ভারতীয় কমিশন ভবনে যেতে হবে। যোগাযোগের ঠিকানা- ইন্ডিয়ান হাইকমিশন, ঢাকা : বাড়ি ২, রোড ১৪২, গুলশান-১।
মন্তব্য
আজকে আমরা ভারতে ডাক্তারি পড়ার খরচ, সেরা মেডিকেল কলেজ তালিকা 2023 সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং বিভিন্ন মেডিকেল কলেজ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
এবং আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব
আরো পড়ুন –
আমার সন্তানকে ভারতে ডাক্তারী পড়াতে বিস্তারিত জানাবেন প্লিজ।