জেন সিমের এমবি চেক করার নিয়ম
আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা ইতোমধ্যে সৌদি আরব আছেন অথবা যারা সামনে প্রথমবারের মতো সৌদিআরব যাবেন তারা সবচেয়ে বেশি যে সমস্যায় পড়ে থাকেন তা হচ্ছে সৌদি আরবে কোন সিম সবচেয়ে ভালো তা বুঝতে পারেন না। এবং সিম কিনার পরে সিমের অফার কিভাবে চেক করতে হয় এবং কমদামে কিভাবে ভাল প্যাকেজ কিনতে হয় তা বুঝতে পারেন না। আজকে আমরা জেন সিমের এমবি চেক করার নিয়ম ও জেন সিমের অফার চেক করার নিয়ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করুন।
সৌদি আরবে কোন সিমটি ভালো হবে, জেমস সিমে কম দামে ইন্টারনেট বান্ডেল অফার, জেমস এর এমবি চেক করার নিয়ম ও জেমস আনলিমিটেড ইন্টারনেট অফার সকল প্রশ্নের উত্তর বিস্তারিত থাকবে আজকের আর্টিকেলে। আশা করছি আজকের লেখা টি আপনাদের অনেক ভালো লাগবে।
সৌদি আরবে কোন সিম ভালো
বর্তমানে সৌদি আরবে বেশ কয়েকটি সিম কোম্পানি রয়েছে। যারা প্রথমবার সৌদি আরব যায় তারা বুঝতে পারে না কোন সিম কার্ড টি তাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করবো সবগুলো সিম কার্ড নিয়ে কিছুটা ধারনা দিতে যাতে করে আপনি ভালো একটি আইডিয়া পেয়ে যান কোন সিম আপনার জন্য ভালো হবে। বর্তমানে সৌদি আরবে সর্বমোট ৫ টি জনপ্রিয় সিম কার্ড কোম্পানি রয়েছে।
- STC
- Mobile
- Zain
- Friendly
- Virgin
এর মধ্যে STC এবং Mobile একটি মোবাইল কোম্পানির অনেক পুরাতন এবং ইন্টারনেট চালানোর জন্য খুবই জনপ্রিয়। তবে সম্প্রতি Zain বা জেন এই মোবাইল কোম্পানি কম দামে ভালো ভালো সার্ভিস দেয়ার জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে যেসব প্রবাসী ভাইয়েরা ইন্টারনেট কিনে দেশের বাড়িতে কথা বলেন তাদের কাছে এই সিমটি ব্যাপক জনপ্রিয়।
আজকে আমরা মূলত জেন সিমের এমবি চেক করার নিয়ম আলোচনা করব এখন দেখব কিভাবে জেন সিমে কম দামে ইন্টারনেট কিনার নিয়ম আছে।
জেন সিম কিনার নিয়ম
জেন সিমের এমবি চেক করার নিয়ম নিয়ে আলোচনার পূর্বে জেন সিম কিনার নিয়ম নিয়ে আলোচনা করা যাক।
বাংলাদেশ আমরা যেমন ভোটার আইডি কার্ড দিয়ে খুব সহজেই সিম কার্ড কিনতে পারি ঠিক একইভাবে পাসপোর্ট দিয়ে সহজে জেন সিম কিনতে পারবেন। আপনার পাসপোর্ট এর নাম্বার দিয়ে খুব সহজেই সৌদি এয়ারপোর্ট এর নামার পর পরেই জেন সিম কিনতে পারবেন অথবা আপনার নিকটস্থ জেন সিমের কাস্টমার কেয়ারে গিয়েও সিমটি কালেক্ট করতে পারবেন।
বর্তমানে যে কয়টি সিম সৌদি আরবে বেশ জনপ্রিয় তার মধ্যে জেন অন্যতম এবং যেটিসি পরে জেন সিম কে ধরা হয় সৌদি আরবে জনপ্রিয় সিম। বিশেষ করে আপনি যদি কম দামে ইন্টারনেট ক্রয় করে দেশে কথা বলতে চান সেক্ষেত্রে এই সিমটি আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারে।
আরো পড়ুন – সৌদি জিয়ারা ভিসা মেয়াদ বাড়ানোর নিয়ম, জিয়ারা ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানোর নিয়ম
জেন সিমের দাম কত
যারা জিনসিন ক্রয় করতে চান তাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসে তা হচ্ছে জেন সিম কিনতে কত টাকা লাগে জেন সিমের দাম কত।
বর্তমানে জেন সিম কিনতে ৩৫ সৌদি রিয়াল খরচ করতে হবে। এবং সিম কেনার পরে সাথে আপনি ব্যালেন্সে ১০ সিরিয়াল বোনাস পাবেন। অর্থাৎ আপনার সর্বমোট খরচ হবে ১৫ রিয়াল। এছাড়াও নতুন সিম কেনার পর সাথে বিভিন্ন অফার ইন্টারনেট ফ্রীতে পাবেন।
জেন সিম নিয়ে বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট https://sa.zain.com/en ভিজিট করতে পারেন। জেন সিম এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন।
এছাড়াও আপনি চাইলে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। ই-সিম অর্ডার করতে চাইলে এখানে ক্লিক করুন।
জেন সিমের নাম্বার চেক করার নিয়ম – zain sim number check
অনেক সময় আমারা নিজের নাম্বার মুখস্থা রাখতে পারি না বা নতুন সিম কিনলে নিজের নাম্বার দেখা লাগতে পারে। এই পর্যায়ে আমরা দেখবো জেন সিমে নিজের নাম্বার চেক করার কোড।
- প্রথমে *273# এই কোডটি ডায়াল করুন।
- এরপর দুইটি অপশন দেখতে পাবেন। 1. Know your number 2. Change language
- 1 নাম্বার অপশনটি সিলেক্ট করুন।
- এরপর এমন একটি ম্যাসেজ শো করবে। Thank you for being in Zain family. You number is 078******06
জেন সিমের এমবি চেক করার নিয়ম
এই পর্যায়ে আমরা Zain data blance check code নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই কোডের মাধ্যমে ইন্টারনেট ব্যালন্স চেক করতে পারবেন এবং একই সাথে নতুন ডাটা প্যাক ক্রয় করতে পারবেন।
জেন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার মূলত দুইটি নিয়ম রয়েছ
- মেসেজ এর মাধ্যমে
- কোড ডায়াল এর মাধ্যমে
- ম্যাসেজের মাধ্যমে জেন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে প্রথমে মেসেজ অপশনে গিয়ে BC লিখুন এবং পাঠিয়ে দিন 959 নাম্বারে। Type BC and send it to 959
- অথবা *142# এই কোডটি ডায়াল করলে ও জেন সিম ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন।
তবে অনেকে দাবি করছেন বর্তমানে এই কোডটি ডায়াল করে শুধুমাত্র মেইন ব্যালেন্স দেখা যায় ইন্টারনেট ব্যালেন্স বর্তমানে দেখা যাচ্ছে না। তাই জেন সিমের এমবি চেক করার জন্য মেসেজ অপশন টি ব্যবহার করতে পারেন। জেন সিম এম্বি চেক কোড Type BC and send it to 959
আরো পড়ুন – মোফা কি? সৌদি মোফা চেক করার নিয়ম, মোফা কখন করতে হয়
জেম সিমের ব্যালেন্স চেক করার নিয়ম
উপরে আমরা জেন সিমের এমবি চেক করার নিয়ম নিয়ে আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা জেন সিমের ব্যালেন্স চেক করার নিয়ম দেখবো।
জেন সিমের ব্যালেন্স চেক কোড *142#
*142# এই অনলাইনের মাধ্যমে খুব সহজেই সিমের ব্যালেন্স দেখে নিতে পারবেন। ইতোপূর্বে এই কোডটি ডায়াল করলে মূল ব্যালেন্স এবং ইন্টারনেট ব্যালেন্স একসাথে দেখা যেত তবে বর্তমানে জেন সিম ইন্টার্নেট ব্যালেন্স চেক করতে হলে Type BC and send it to 959 এই ম্যাসেজ টি পাঠাতে হবে।
সৌদি আরবে কোন সিমটি ভালো
যারা প্রথমবারের মতো সৌদি আরব যাচ্ছেন অথবা এমন একটি সিম খুঁজছেন যেটাতে কম দামে ইন্টারনেট প্যাকেজ কিনে যাবে এবং বাংলাদেশ কম খরচে কথা বলতে পারবেন। সৌদি আরবে মূলত পাঁচটি নামকরা সিমের কোম্পানি রয়েছে।
- STC
- Mobile
- Zain
- Friendly
- Virgin
এরমধ্যে জেন সিম Zain কম দামে ইন্টারনেট ও মিনিট দেয়ার জন্য খুবই জনপ্রিয়। STC তবে সৌদি আরবে বেশ জনপ্রিয় একটি সিম। তাই আপনি যদি মোটামুটি কম দামের মধ্যে ভালো একটি সিম কিনতে চান তাহলে এই দুটি সিমের মধ্যে যেকোনো একটি পছন্দ করতে পারেন।
জেন সিমের অফার চেক
উপরে আমরা জেন সিমের এমবি চেক করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা চেষ্টা করেছি। এখন আমরা জেন সিমের অফার চেক করার নিয়ম দেখবো।
সৌদি আরবে অন্যান্য কোম্পানি গুলোর তুলনায় জেন সিমের ইন্টারনেট প্যাকেজ এবং কল রেট অনেক কম। এ পর্যায়ে জেন সিমের অফার চেক করার নিয়ম এবং নিজের সিমের অফার চেক কোড নিয়ে বিস্তারিত আলোচনা করব।
জেন সিমের অফার চেক করার জন্য ডায়াল করুন *059# ডায়াল করার পরে ফিরতি এসএমএসে আপনার জন্য সবচেয়ে ভালো অফারটি দেখানো হবে।
*059# এই নাম্বারে ডায়াল করলে আপনার বর্তমান অফার টি মেসেজ আকারে আপনার ফোনে চলে আসবে। যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন।
এছাড়া জেন সিম এর অফিশিয়াল ওয়েবসাইটে নতুন নতুন অফার সম্বন্ধে জানতে পারবেন। জেন সিমের অফার চেক করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
জেন সিমের অফার চেক লিংক – https://sa.zain.com/en/zain-offers
জেন সিমের এমবি চেক করার নিয়ম
উপরে আমরা জেন সিমের এমবি চেক করার নিয়ম, জেন সিমের অফার চেক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। ব্লগ ভালো লাগে আপনার বন্ধু ও প্রিয়জনদেরও সাথে শেয়ার করতে পারেন। এছাড়া আমরা নিয়মিত এই ধরনের শিক্ষনীয় পোস্ট করে থাকি।
ভালো লাগছে ওয়েবসাইটের অন্যান্য ব্লগ পড়ে দেখতে পারেন। ধন্যবাদ
আরো পড়ুন – অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক, সৌদি ভিসা লেগেছে কি না চেক করুন