জেন সিমের নাম্বার কিভাবে দেখে, Zain number check code

জেন সিমের নাম্বার কিভাবে দেখে

হ্যালো বন্ধুরা। যারা প্রথমবার সৌদি আরব যাচ্ছেন অথবা সৌদি আরব বসবাস করেন তারা খুব ভালো করেই জানেন যে সিন হচ্ছে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় সেই গুলোর মধ্যে একটি। অনেক সময় আমরা নিজের নাম্বার মুখস্ত রাখতে পারি না। আজকে আমরা জানবো যে সিমের নাম্বার কিভাবে দেখে। অর্থাৎ বেচেন সিমে নিজের নাম্বার দেখার কোড কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

জেন সিমের নাম্বার কিভাবে দেখে
ছবি – জেন সিমের নাম্বার কিভাবে দেখে

Zain number check code

জেন সিমের নাম্বার মূলত দুই ভাবে চেক করা যায়। নিচে আমরা দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব

প্রথম পদ্ধতি

  • প্রথমে এই কোডটি ডায়াল করুন *273#
  • এরপর দুইটি অপশন দেখতে পাবেন। 1. Know your number 2. Change language 
  • 1 নাম্বার অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর এমন একটি ম্যাসেজ শো করবে। Thank you for being in Zain family. You number is 078******06

দ্বিতীয় পদ্ধতি

ডায়াল *273# এই কোডটি ডায়াল করলে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার নিজের যে নাম্বারটি দেখতে পাবেন।

জেন নাম্বারে রিচার্জ করার নিয়ম

উপরে আমরা জেন সিমের নাম্বার কিভাবে দেখে এ নিয়ে আলোচনা করেছিলাম এই পর্যায়ে আমরা জেন সিমে রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানবো।

আপনারা যারা জিম মেশিন ব্যবহার করেন তারা খুব ভাল করেই জানেন যে সিমে রিচার্জ করার জন্য এক ধরনের রিচার্জ কার্ড কিনতে পাওয়া যায়। অনেকেই কিভাবে রিচার্জ কার্ড দিয়ে সিম রিচার্জ করতে হয়। এই পর্যায়ে আমরা যে নাম্বারে রিচার্জ করার নিয়ম আলোচনা করব।

*141*Recharge coupon number#

প্রথমে *141* ডায়াল করুন তারপর রিচার্জ কার্ডে দেয়া গোপন নাম্বারটি দিন এবং সর্বশেষ # চিহ্ন ডায়াল করুন। এই কোড ব্যবহার করে খুব সহজেই নিজের জেন সিমে রিচার্জ করতে পারবেন।

জেন নাম্বার দেখতে কেমন হয়

অনেকেই জানেন না জেন সিমের নাম্বার দেখতে কেমন হয় অর্থাৎ জেন নাম্বার কি দিয়ে শুরু হয়। সকল সিমের নাম্বার 058 এবং 059 দিয়ে শুরু হবে। অর্থাৎ এই দুটি সংখ্যা দিয়ে যে নাম্বারগুলো শুরু হবে সেটাই জেন সিম এর নাম্বার। আপনার কাছে যদি কোন অপরিচিত নাম্বার থেকে ফোন আসে আর ফোন নাম্বারটি 058, 059 দিয়ে শুরু হয় তাহলে বুঝতে পারবেন এটি জেন সিমের নাম্বার।

নিচের প্রেম সিম এর নাম্বার এর উদাহরণ দেয়া হল –

058 XXX XXXX , 059 XXX XXXX

জেন সিম কাস্টমার কেয়ার সৌদি আরব

আপনারা হয়তো অনেকেই জানেন জেন সিমের কাস্টমার সার্ভিস অনেক ভালো। যেকোন সমস্যায় আপনি খুব সহজেই জেম সিমের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। কাস্টমার কেয়ারে ফোন দিলে খুব অল্প সময়ের মধ্যেই ফোন রিসিভ করে আপনার সমস্যার সমাধান করে দিবে।

জেন সিম কাস্টমার কেয়ার নাম্বার সৌদি আরব – 959

এই নাম্বারে কল দিলে প্রথমেই আপনাকে ভাষা পছন্দ করতে বলবে। আরবি, ইংরেজি ও হিন্দি এই ৩ টি ভাষায় আপনি জেন সিমের কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন।

কাস্টমার কেয়ারে শুধু অভিযোগ জানানোর জন্য নয় বরং ব্যালেন্স চেক করা থেকে শুরু করে যেকোন সমস্যায় কল দিতে পারেন।

জেন সিমের নাম্বার কিভাবে দেখে
ছবি – জেন সিমে নিজের নাম্বার দেখার কোড

জেন সিমের ব্যালেন্স চেক কোড

অনেক সময় ব্যালেন্সে কত টাকা আছে তা চেক করতে হয়। সাধারনত মোবাইল এপের মাধ্যমে ব্যালেন্স চেক করা যায় কিন্তু মোবাইলে ডাটা না থাকলে মোবাইলে এপে লগিন করা যায় না। কোন কারনে মোবাইল এপে লগিন করতে না পারলে খুব সহজে কোড ডায়াল করে জেন সিমের ব্যালেন্স করে নিতে পারেন।

জেন সিম ব্যালেন্স চেক কোড – *142# এই কোড ডায়াল করে খুব সহজেই জেমস সিমের ব্যালেন্স চেক করে নিতে পারেন। এই একটিমাত্র কোড ডায়াল করে সিমে কত টাকা আছে, কত মিনিট আছে তা সহজে চেক করে নিতে পারেন।

এছাড়াও আপনি সরাসরি কাস্টমার কেয়ারে অর্থাৎ 959 এই নাম্বারে ডায়াল করে ব্যালেন্স চেক করতে পারেন।

জেন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম

এই পর্যায়ে আমরা জেন সিমের এমবি চেক করার নিয়ম দেখব। জেন সিমের ইন্টারনেট ব্যালেন্স মূলত দুই ভাবে চেক করা যায়।

  1. *405# এই কোড ডায়াল করে খুব সহজেই জেন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারেন।
  2. অথবা মেসেজ অপশনে BC লিখে সেন্ড করুন  700212 এই নাম্বারে। ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যালেন্স জানিয়ে দেয়া হবে।

জেন সিমের অফার দেখার নিয়ম

যারা যারা জেন সিম ব্যবহার করেন তারা খুব ভাল করেই জানেন এই সিমটি অফার দেয়ার জন্য জনপ্রিয়। খুবই কম দামে ইন্টারনেট প্যাকেজ সহ কম দামে কল রেট অফার দিয়ে থাকে এই সিমটি। নিত্য নতুন অফার সম্পর্কে আপডেট পেতে চাইলে জেন সিমের মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।

এছাড়া জেন সিমের অফিশিয়াল ওয়েবসাইট https://sa.zain.com/en/zain-offers ভিজিট করে নতুন নতুন অফার সম্বন্ধে আপডেট তথ্য পেতে পারেন।

জেন সিমের অফিসের ওয়েবসাইট ব্রাউজ করতে এখানে ক্লিক করুন।প্লে স্টোর

জেন সিমের নাম্বার কিভাবে দেখে

উপরে আমরা জেন সিমের নাম্বার কিভাবে দেখে, জেন সিমের নাম্বার দেখার নিয়ম, জেন সিমের এমবি চেক কোড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কিছুটা হলেও এই ব্লগ পোস্ট টি উপকারে এসেছে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদেরও সাথে শেয়ার করতে পারেন।

আমরা নিয়মিত এই ধরনের টিপস ও ট্রিকস নিয়ে পোষ্ট করে থাকি। ভালো লাগলে ওয়েবসাইটের অন্যান্য আর্টিকেলগুলো পড়ে দেখতে পারেন। ধন্যবাদ

আরো পড়ুন – জেন সিমের এমবি চেক করার নিয়ম, জেন সিমের অফার চেক

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply