ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা ও খরচ

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা

বাংলাদেশ ইউজিসি 16 ডিসেম্বর 1972 সালে স্থাপিত হয়। এটিই বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। বাংলাদেশ ইউজিসি উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলোর শিক্ষার মান, সমন্বয় এবং সর্বোপরি নিয়ন্ত্রণ এবং বিকাশ ঘটানো। বাংলাদেশের প্রায় সকল অনুমোদিত প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউজিসি থেকে অনুমোদন নিতে হয়।

এই পর্যায়ে আমরা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ইউজিসি অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা(সরকারি) গুলো হচ্ছে

  1. University of Dhaka
  2. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  3. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  4. Jahangirnagar University
  5. ইসলামী বিশ্ববিদ্যালয়
  6. খুলনা বিশ্ববিদ্যালয়
  7. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  8. কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  9. National poet Kazi Nazrul Islam University
  10. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  11. বাংলাদেশ ইউনিভাসিটি অব প্রফেশানালস
  12. বরিশাল বিশ্ববিদ্যালয়
  13. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  14. Sheikh Hasina University
  15. Bangabandhu Sheikh Mujibur Rahman University, Kishoreganj
  16. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
  17. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
  18. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
  19. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
  20. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
  21. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)
  22. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)
  23. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
  24. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  25. Chittagong Veterinary and Animal Sciences University
  26. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
  27. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
  28. ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় নাটোর
  29. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
  30. বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  31. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  32. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  33. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  34. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  35. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  36. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  37. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  38. Bangabandhu Sheikh Mujibur Rahman University of Science and Technology
  39. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  40. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়
  41. Bangmata Sheikh Fazilatunnessa Mujib University of Science and Technology
  42. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  43. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়
  44. Bangabandhu Sheikh Mujibur Rahman Aviation and Aerospace University
  45. জাতীয় বিশ্ববিদ্যালয়
  46. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  47. ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
  48. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
  49. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
  50. University of Dhaka
  51. সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা (বেসরকারি) গুলো হচ্ছে

  1. বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর
  2. অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ
  3. পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  4. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম
  5. ব্র্যাক ইউনিভার্সিটি
  6. প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
  7. International University of Business Agriculture and Technology
  8. ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
  9. Stamford University, Bangladesh
  10. গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  11. ইবাইস ইউনিভার্সিটি
  12. ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  13. কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  14. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  15. University of Science and Technology Chittagong
  16. ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  17. সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি
  18. রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
  19. আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  20. বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম
  21. এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  22. কুইন্স বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ)
  23. ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  24. গণ বিশ্ববিদ্যালয়
  25. দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  26. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  27. খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়
  28. মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  29. বাংলাদেশ ইউনিভার্সিটি
  30. লিডিং ইউনিভার্সিটি
  31. University of Development Alternative
  32. সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  33. সাউথ ইস্ট ইউনিভার্সিটি
  34. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  35. স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  36. সিটি ইউনিভার্সিটি
  37. শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়
  38. প্রাইম বিশ্ববিদ্যালয়
  39. নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
  40. সাউর্দান বিশ্ববিদ্যালয়
  41. পুন্ডু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি
  42. রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাটোর
  43. ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
  44. সোনারগাঁও বিশ্ববিদ্যালয়
  45. Shanta-Mariam University of Creative Technology
  46. দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি
  47. ইস্টার্ন ইউনিভার্সিটি
  48. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
  49. মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট
  50. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  51. ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  52. Uttara University
  53. ইউনির্ভাসিটি অব সাউথ এশিয়া
  54. University of Information Technology and Sciences
  55. প্রাইমএশিয়া ইউনিভার্সিটি
  56. রয়াল ইউনিভার্সিটি অব ঢাকা
  57. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
  58. অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  59. ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ
  60. ফেনী বিশ্ববিদ্যালয়
  61. বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
  62. নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি
  63. Northern University of Business and Technology Khulna
  64. দি ইউনিভার্সিটি অব কুমিল্লা
  65. ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ

এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় আনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা নূন্যতম চার বছরের স্নাতক কোর্স শেষ করে যেকোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা যায়। অর্থাৎ ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যোগ্যতা অথবা যে কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চাইলে অবশ্যই চার বছরের স্নাতক কোর্স সম্পন্ন করতে হবে।

এরমধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকদের জন্য স্নাতকে জিপিএ 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে 3.5 থাকতে হবে। সে ক্ষেত্রে স্থাপত্য বিভাগের শিক্ষকদের জন্য স্নাতক জিপি একটু কমলেও চলবে।

তবে বর্তমানে শুধু অনার্স করে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া কিছুটা কষ্টকর। অনার্স এর পাশাপাশি মাস্টার্স ও পিএইচডি করা লাগতে পারে।

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে খরচ

খরচ নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের মানের উপর। অর্থাৎ যেহেতু ইউজিসি সরকারি ও বেসরকারি উভয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়ে থাকে তাই সরকারি বিশ্ববিদ্যালয় খরচ কিছুটা কম হবে সে তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় খরচ কিছুটা বেশি হবে। আমরা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ বিস্তারিত আলোচনা করছি

ইউজিসি অনুমোদিত সরকারী বিশ্ববিদ্যালয়ের খরচ

ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত Public University নামে পরিচিত। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি বাবদ 10-15 হাজার টাকা এককালীন খরচ হবে।

এছাড়াও পাবলিক ভার্সিটি গুলো যেহেতু চার বছরে অনার্স কোর্স সম্পন্ন করে এবং এক বছরে দুইটি করে সেমিস্টার শেষ করে থাকে। প্রতি সেমিস্টারে 5000 টাকা করে মোট এক বছরে 10,000 টাকা খরচ হতে পারে। তাহলে হিসাব করলে দেখা যাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ মোটামুটি 40,000 মধ্যেই সম্পূর্ন অনার্স শেষ করা যায়।

এর বাইরে পাব্লিক বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত তেমন কোন খরচ নেই।

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা

ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় খরচ

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা গুলোর মধ্যে Private University গুলোতে খরচ মোটামুটি Government university গুলোর থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। কেননা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের যাবতীয় খরচ নিজেদেরকেই বহন করতে হয়। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা

গুলোর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ তুলনামূলক কি রকম হতে পারে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব।

সাধারণত private university গুলোর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম খরচ হয়ে থাকে। তবে আমরা আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন private university খরচ কি রকম হতে পারে। সাধারণত private university ভর্তি ফি বাবদ 30 থেকে 50 হাজার টাকার মতো লাগতে পারে।

যেহেতু private university গুলোর semester দশটি কোন কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আটটি সেমিস্টার ও হয়ে থাকে।  প্রতি সেমিস্টারে 30 থেকে 35 হাজার টাকা খরচ হতে পারে। তাহলে হিসাব করলে দেখা যাবে মোটামুটি  সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকার মতো খরচ হতে পারে। আবার অনেক বিশ্ববিদ্যালয় আছে 8 থেকে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

BSc in Civil Engineering course এর জন্য খরচ হতে পারে 4 লাখ 24 হাজার 560 টাকা। BSc in Computer Engineering এর জন্য খরচ হতে পারে 4 লাখ 24 হাজার 560 টাকা। Bsc in Textile এর জন্য খরচ হতে পারে 4 লাখ 16 হাজার 675 টাকা এবং ব্যাচেলর অফ আর্টস এর জন্য খরচ হতে পারে 3 লাখ 94 হাজার 460 টাকা।

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় তালিকা

আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের তালিকা গুলো নিয়ে ।যেখানে ইউজিসি অনুমোদিত সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি ।সাথে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় শিক্ষকের যোগ্যতা কি রকম হবে এবং খরচ কি রকম হতে পারে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু অথবা প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আর আজকের এই আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন –

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply