বাংলাদেশে থ্যালাসেমিয়ার চিকিৎসা
বর্তমান বিশ্বে প্রতি ১০০০০ মধ্যে ৪ থেকে ৫ জনের থ্যালাসেমিয়া রোগ হয়ে থাকে। সময় মত সঠিক চিকিৎসা না করালে থ্যালাসেমিয়া রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। বাংলাদেশ থ্যালাসেমিয়া রোগের জন্য ঝুঁকিপূর্ণ একটি দেশ। থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা খুব একটা সহজ নয় এবং এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল হয়ে থাকে। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল।
আজকে আমরা বাংলাদেশে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
থ্যালাসেমিয়া কি?
থ্যালাসেমিয়া এমন একটি রোগ যার রক্তে হিমোগ্লোবিন উৎপাদন কমিয়ে দেয়। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন চলাচলের সহায়তা করে। রক্ত যখন সহজে অক্সিজেন সরবরাহ করতে পারে না তখন এটি অনেক অস্বাভাবিকতা সৃষ্টি করে।
আরো পড়ুন – ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ও ঠিকানা ২০২৩
থ্যালাসেমিয়া রোগের লক্ষণ
- ক্লান্তি
- দুর্বলতা
- ফ্যাকাসে বা হলুদ ত্বক
- মুখের হাড়ের বিকৃতি
- শরীর বৃদ্ধির ধীরগতি
- পেট ফুলে যাওয়া
- গারো প্রস্রাব
- হৃদরোগের সমস্যা
থ্যালাসেমিয়ার কারণ
- থ্যালাসেমিয়া রোগের প্রধান কারণ হলো ডিএনএ কোষের মিউটেশন
- এছাড়াও যদি বাবা-মায়ের মধ্যে থ্যালাসেমিয়া রোগ থাকে তাহলে সন্তানের মধ্যেও হতে পারে
- যদি বাবা-মা দুজনেরই থ্যালাসেমিয়া থাকে তাহলে শিশুর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে
বাংলাদেশের থ্যালাসেমিয়া রোগের পরিস্থিতি
থ্যালাসেমিয়া বাংলাদেশের খুবই অবহেলিত একটি রোগ মাত্র কয়েক বছর ধরেই রোগটি নিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মানের গবেষণা শুরু হয়েছে। সাম্প্রতিককালে প্রকাশিত গবেষণা অনুযায়ী বাংলাদেশের ১0 থেকে ১২ শতাংশ মানুষ এই রোগের বাহক অর্থাৎ ২ কোটি মানুষ নিজের অজান্তেই থ্যালাসেমিয়া রোগের বাহক এবং ৬০ থেকে ৭০ হাজার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কিশোর রয়েছে।
শুধুমাত্র সচেতনতার কারণে সহজে প্রতিরোধ যোগ্য এই রোগটি নিয়ে বছরে প্রায় ৭ থেকে ১০ হাজার শিশু জন্মগ্রহণ করছে।
বাংলাদেশের থ্যালাসেমিয়া রোগের খরচ
প্রায় ৪২ শতাংশ মানুষ বর্তমানে বাংলাদেশে দারিদ্র সীমা নিচে বসবাস করে এবং থ্যালাসেমিয়া রোগের জন্য নিয়মিত মাসে এক থেকে চার ব্যাগ রক্ত জোগাড় করতে হয় এবং পাশাপাশি চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ২৫ থেকে ৪০ হাজার টাকা খরচ করতে হয়। যা বেশিরভাগ পরিবারের সাধ্যের বাইরে।
পার্শ্ববর্তী দেশ ভারতে এ রোগের চিকিৎসা নিতে একজন রোগীর প্রায় ৪0 লাখ টাকা ব্যয় হয় এবং অন্যান্য দেশের ৪০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগের চিকিৎসা সর্বোচ্চ ১০ লাখ টাকায় সম্ভব।
থ্যালাসেমিয়ার জন্য বাংলাদেশের সেরা হাসপাতাল
বাংলাদেশের বড় বড় হাসপাতালে বর্তমানে থ্যালাসেমিয়া রোগের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং থ্যালাসেমিয়া রোগের বিশেষজ্ঞ বিভিন্ন ডাক্তার বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে এসে দেশে চিকিৎসা করে যাচ্ছে। নিজে থ্যালাসেমিয়ার জন্য বাংলাদেশের সেরা হাসপাতালগুলোর বর্ণনা তুলে ধরা হলো-
1. ঢাকা মেডিকেল কলেজ
Address: সেক্রেটারিয়েড রোড ঢাকা বাংলাদেশ
Web: www.dmc.gov.bd/Www.dmc.edu.bd
হেমাটোলজি বিভাগ
- ডাক্তার উখিল রঞ্জন বিশ্বাস- [email protected]
- ডাক্তার তাসনিমারা- [email protected]
- ডাক্তার মোঃ মনিরুল ইসলাম- [email protected]
- ডঃ মোঃ নুরুল ফরহাদ- [email protected]
- ডাক্তার মাfরুহা আক্তার- [email protected]
- ডাক্তার হুমায়রা নাজনীন- [email protected]
- ডাক্তার মোহাম্মদ ওয়াসিম- [email protected]
2.বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল
Address: 25/A,25B,Green road,dhaka,bangladesh
Phone: 01882541519
Mail: [email protected]
Web: thalaasemiabd.or
3. ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতাল
ঠিকানা- হাউজ নং ৬৮, রোড নাম্বার ১৫, ধানমন্ডি, ঢাকা ১২০৫
ফোন- ০১৮২৩০৩৯৮০০
ওয়েব- [email protected]
৪। পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা
ঠিকানা- বাড়ি নাম্বার 21, রোড নাম্বার ৭, সেক্টর নাম্বার ৪, উত্তরা
হট লাইন নাম্বার- ০৯৬৬৭৮৭৮০৫, ০৯৬১ ৩৭৮৭৮০৫
ওয়েব- [email protected]
থ্যালাসেমিয়া রোগের বিশেষজ্ঞ ডাক্তার
অধ্যাপক রাফিকুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস, শিশুর রক্তের রোগ এবং ক্যান্সার বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি
চেম্বার ১
ল্যাবএইড ডায়াগনস্টিক গুলশান।
ঠিকানা- বাড়ি ১৩/এ, রোড ৩৫, গুলশান ২, ঢাকা
সময়- সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা
বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৭৬৬২৫২৫
চেম্বার ২
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার
ঠিকানা- 26 গ্রীন রোড, ঢাকা
সময়- দুপুর একটা থেকে তিনটা
শনি সোম মঙ্গল ও বৃহস্পতি
সিরিয়াল- ০৯৬৬৭১০ ০০১
অধ্যাপক ডাক্তার আলমগীর কবির
এমবিবিএস, এফসিপিএস হেমাটোলজই, এম এ সি এইচ ইউএসএ
রক্তের রোগ ব্লাড ক্যান্সার অথবা থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার ১
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি
ঠিকানা- বাড়ি নাম্বার ১৬, রোড নাম্বার 2, ধানমন্ডি, ঢাকা ১২০৫
বিকাল ৪ টা থেকে সন্ধ্যা সাতটা
শুক্রবার বন্ধ
সিরিয়াল ০৯৬১৩৭৮৭৮০১
চেম্বার ২
মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, ধানমন্ডি
ঠিকানা- বাড়ি ৭১/ এ, রোড নাম্বার ৫/এ, ধানমন্ডি
সময়- সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ৯ টা পর্যন্ত
বন্ধ শুক্রবার
যোগাযোগ নম্বর- ১০৬৫৮
অধ্যাপক ডাক্তার এম এ খান
এমবিবিএস, এফ সি পি এস (হেমাটোলজি)
হেমাটোলজিস্ট এবং বোনমেরও ট্রান্সপ্লান্ট
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার
ঠিকানা- ২৬ গ্রিন রোড ঢাকা
সময়- সকাল ১১ টা থেকে দুপুর 2 টা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা
রোগী দেখার সময়- রবি মঙ্গল ও বৃহস্পতিবার
সিরিয়াল- ০৯৬৬৭১০১০০১
ডাক্তার তাসনিম আরা
এমবিবিএস, এমফিল, এফসিপিএস হেমাটোলজি
অ্যাডভান্স হেমাটোলজি এবং বোন মারো ট্রান্সপ্লান্ট, রক্তের রোগ ব্লাড ক্যান্সার এবং বোন মারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার
ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি
ঠিকানা- বাড়ি ৪৮, রোড ৯/ ৮, ধানমন্ডি
সময়- রাত আটটা থেকে নয়টা
রোগী দেখার দিন- শনি সোমবার
সিরিয়াল- ০৯৬১০০১০০৬১৫
ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস
এম বি বিএস, এফসিপিএস, হেমাটোলজি
রক্তের রোগ ব্লাড ক্যান্সার ও বোনমেরো ট্রান্সপ্লান্ট
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার ১
বি আর বি হাসপাতাল ঢাকা
ঠিকানা- ৭৭/এ, পূর্ব রাজারবাগ, পশ্চিম পান্থপথ, ঢাকা
সময়- রাত আটটা থেকে রাত দশটা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৭৭৭৬৬৮০০
চেম্বার ২
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার
ঠিকানা- ২৬ গ্রীন রোড, ঢাকা
সময়- সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা
রোগী দেখার দিন- রবি মঙ্গল বৃহস্পতি
সিরিয়াল- ০৯৬৬ ৭১০০১
ডাক্তার আবু জাফর মুহাম্মদ সালেহ
এমবিবিএস, এফসিপিএস হেমাটোলজি
হেমাটোলজি, রক্তের রোগ, ব্লাড ক্যান্সার, সেল ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
এভার কেইয়ার হাসপাতাল, ঢাকা
চেম্বার
এয়ার হাসপাতাল ঢাকা
ঠিকানা- প্লট নাম্বার ৮১, ব্লক ই, বসুন্ধরা
সময়- সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ১০৬৭৮
ডাক্তার মোঃ মনিরুল ইসলাম
এমবিবিএস, এফসিপিএস হেমাটোলজি
রক্তের রোগ, ব্লাড ক্যান্সার, ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা- 27/12 কল্যাণপুর, ঢাকা
সময়- সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ১০-৬৭৮
ডাক্তার মোঃ মনির
এমবিবিএস, এফসিপিএস, হেমাটোলজি
রক্তের রোগ, ব্লাড ক্যান্সার ও বোন মারা ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার ১
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা- ২৭/ই, কল্যাণপুর, ঢাকা
সময়- সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৭০৩৭২৫৫৯০
চেম্বার ২
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল
ঠিকানা- 955 ও 109 শহীদ নজরুল ইসলাম
সময়- সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা
সিরিয়াল- ০৯৬১৩৭৮৭৮১৯
চেম্বার ৩
বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল
ঠিকানা- ২১, মিরপুর রোড, শ্যামলী- ঢাকা 1207, bangladesh
সময়- জানতে কল করতে হবে
সিরিয়াল- ০৯৬৬ ৭০০১০০
অধ্যাপক ডাক্তার মঞ্জুর মোর্শেদ
এমবিবিএস, এফসিপিএস, এমআরসিপিইউকে
ক্লিনিক্যাল হেমাটোলজিস্ট
আজগর আলী হাসপাতাল ঢাকা
চেম্বার
আজগর আলী হাসপাতাল, ঢাকা
ঠিকানা- ১১১/১/১২ রোড, গেন্ডারিয়া
সময়- জানতে কল করতে হবে
সিরিয়াল- ০১৭৮৭৬৮৩৩৩
অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুজ্জামান
এমবিবিএস, ডিসিপি, এফ সি পি এস হেমাটোলজি
রক্তের রোগ, ব্লাড ক্যান্সার এবং বিএমটি বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
চেম্বার
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা
ঠিকানা- বাড়ি নাম্বার 21, রোড নাম্বার ৭, সেক্টর নাম্বার ৪, উত্তরা
সময়- বিকাল পাঁচটা থেকে রাত আটটা
রোগী দেখার দিন- শনি মঙ্গল বৃহস্পতি এবং
রাত আটটা থেকে রাত ৯ টা রবি বৃহস্পতি
সিরিয়াল- ০৯৬১৩ ৭৮৭৮০৫
ডাক্তার গুলজার হোসেন
এমবিবিএস, এমডি হেমাটোলজি
রক্তের রোগ, রক্তের ক্যান্সার ও হেমাটোলজি অনুকোলজি বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল
চেম্বার ১
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাড্ডা
ঠিকানা- ৬৯০/ ২ উত্তর বাড্ডা, প্রগতি সরণি
সময়- বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা
বন্ধ- শুক্রবার
সিরিয়াল- ০১৮৪১১২২১৫
চেম্বার ২
ফরাজী ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল, নতুন বাজার
ঠিকানা- ১২০৪ মাদানী এভিনিউ, ১০০ ফুট
সময়- দুইটা থেকে বিকাল তিনটা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৬৩৫৯৯ ৪৪৪৪৪৪
কর্ণেল অধ্যাপক মোঃ মোসলেউদ্দিন
এমবিবিএস, এমসিপিএস এফসিপিএস হেমাটোলজি
ক্লিনিক্যাল ফেলো হেমাটনোকোলজি বিশেষজ্ঞ
ব্লাড ক্যান্সার ও বোন মারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
এবার কেয়ার হাসপাতাল, ঢাকা
চেম্বার
ইসলামী ব্যাংক হাসপাতাল, মিরপুর
ঠিকানা- প্লট ৩১ ব্লক ডি সেকশন ১১ মিরপুর, ঢাকা ১২১৬
সময়- বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৯৯২৩৪৬৬৩২
অধ্যাপক ডাক্তার কামরুল হাসান
এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এমডি হেমাটোলজি ট্রান্সপ্লান্ট ফেলোশিপ
রক্তের রোগ ব্লাড ক্যান্সার ও বোন মারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ
চেম্বার ১
পপুলার ডায়াগনস্টিক সেন্টার
ঠিকানা- ১৬৭/বি, গ্রীন রোড, ধানমন্ডি
সময়- বিকাল পাঁচটা থেকে রাত আটটা
সিরিয়াল- ০১৭৩১৯৫৬০৩৩
চেম্বার ২
মুন হাসপাতাল, কুমিল্লা
ঠিকানা- শহিদ খাজা নিজাম উদ্দিন রোড, ঝাউটোলা কুমিল্লা
সময়- সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
সিরিয়াল- ০১৬৩২৭৬৬৩৮৯
অধ্যাপক ডাক্তার চৌধুরী ইয়াকুব জামাল
এমবিবিএস, এমবি পিডিয়েটরিক হেমাটোলজি
শিশুর রক্ত রোগ বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল
চেম্বার
ল্যাবএইড ডায়াগনস্টিক, উত্তরা
ঠিকানা- বাড়ির নাম্বার ১৫, রোড নাম্বার 12, সেক্টর ৬, উত্তরা, ঢাকা
সময়- সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত
সিরিয়াল- ০১৭৬৬৬২৬০৬
অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান
রক্তের রোগ, ব্লাড ক্যান্সার ও বোন মারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
চেম্বার
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি
ঠিকানা- বাড়ি নাম্বার ১৬ নাম্বার ২ ধানমন্ডি ঢাকা ১২০৫
সময়- বিকাল পাঁচটা থেকে রাত ৮ঃ০০
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০৯৬১৩৭৮৭৮০১
ডা আর জুবায়ের খান
এমবিবিএস,ডিএমসি, এফসি পিএস হেমাটোলজি
রক্তের রোগ, ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেন্স সেন্টার
চেম্বার
আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল
ঠিকানা- প্লট নাম্বার ৩ বাঁধ ড্রাইভ সেক্টর দশ উত্তরা, ঢাকা
সময়- বিকাল ৪ঃ০০ টা থেকে রাত আটটা
শনি রবি মঙ্গল ও বুধ
সিরিয়াল- ১০৬-১৭
ডাক্তার কর্নেল মির আজিম
এমবিবিএস, ডিসিপি, এমসিপিএস
এফসিপিএস হেমাটোলজি, হেমাটোলজি বিশেষজ্ঞ
সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা
চেম্বার
ল্যাবএইড বিশেষায়িত হাসপাতাল, ধানমন্ডি
ঠিকানা- বাড়ি নাম্বার ৬ রোড নাম্বার ৪ ধানমন্ডি ঢাকা
সময়- জানতে কল করতে হবে
সিরিয়াল- ১০-৬০৬
ডাক্তার আশরাফুল হক চৌধুরী
এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস
হেমাটোলজি বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল
চেম্বার
ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
ঠিকানা- ২৭/১/২০ কল্যাণপুর, ঢাকা
সময়- বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৭০৩৭২৫৯০
সরকারি অধ্যাপক ডাক্তার মোঃ ফখরুদ্দিন ভূঁইয়া
এম বিবিএস, এফসিপিএস, ক্লিনিক্যাল প্যাথলজি
এফ সি পি এস হেমাটোলজি, ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ এবং হেমাটোলজিস্ট
স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল
চেম্বার
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল
ঠিকানা- ২৪/২ আউটার সার্কুলার রোড, শাহবাগ
সময়- সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা
শুক্রবার বন্ধ
সিরিয়াল- ০১৭২৭৬৭৪১
ডঃ মোহাম্মদ আলী
এমবিবিএস, এফসিপিএস হেমাটোলজি
রক্তের রোগ অস্থিমজ্জা প্রতি স্থাপন এবং হেমাটোলজিস্ট বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ
চেম্বার
ফরাজী হাসপাতাল, বনশ্রী
ঠিকানা- বাড়ি নাম্বার ১৫ ব্লক ই
সময়- বিকাল তিনটা থেকে চারটা
সিরিয়াল- 018 2088 14
থ্যালাসেমিয়া রোগ কি ভালো হয়?
থ্যালাসেমিয়া রোগের একমাত্র স্থায়ী চিকিৎসা হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বেশিরভাগ রোগীর পক্ষেই এই চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না। তবে ডাক্তারের যথাযথ পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তদান করার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীকে অনেকদিন বাঁচিয়ে রাখা যায়।
সত্যিকার অর্থে থ্যালাসেমিয়া সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব নয়। তবে ইনিশিয়াল স্টেজে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করলে অনেকাংশেই সুস্থ থাকা সম্ভব।
বাংলাদেশে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ
সাধারনত থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল। তবে বাংলাদেশের বেশ কয়েকটি হসপিটাল এবং সংস্থা রয়েছে যেখানে কম খরচে উন্নতমানের থ্যালাসেমিয়া চিকিৎসা পাওয়া যায়।
- ঢাকা মেডিকেল কলেজ
- সম্মিলিত সামরিক হাসপাতাল
- বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন
উপরের যে তিনটি মেডিকেল এর নাম উল্লেখ করা হয়েছে তার প্রত্যেকটিতে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা তুলনামূলক খরচ কম এবং অল্প খরচে উন্নতমানের চিকিৎসা পাওয়া যায়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসার জন্য এখানে ক্লিক করুন।
মন্তব্য
আজকে আমরা বাংলাদেশে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। সঠিক চিকিৎসা করলে থ্যালাসেমিয়া রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতিশীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আর্টিকেলটি ভালো লাগবে আপনার ফ্যামিলির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করতে পারেন।
আরো পড়ুন –
- ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ও ঠিকানা ২০২৩
- ব্লাড ক্যান্সারের ওষুধ ও চিকিৎসা । ব্লাড ক্যান্সার থেকে মুক্তির উপায়