ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ও ঠিকানা ২০২৩

ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা 

বর্তমান বিশ্বে প্রতি ১০০০০ মধ্যে ৪ থেকে ৫ জনের থ্যালাসেমিয়া রোগ হয়ে থাকে। সময় মত সঠিক চিকিৎসা না করালে থ্যালাসেমিয়া রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে। থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা খুব একটা সহজ নয় এবং এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল হয়ে থাকে। তবে ভারতে কম মূল্যে সেরা থ্যালাসেমিয়া চিকিৎসা পাওয়া যায়। আজকে আমরা ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ও ঠিকানা ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

থ্যালাসেমিয়া কি?

থ্যালাসেমিয়া এমন একটি রোগ যার রক্তে হিমোগ্লোবিন উৎপাদন কমিয়ে দেয়। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন চলাচলের সহায়তা করে। রক্ত যখন সহজে অক্সিজেন সরবরাহ করতে পারে না তখন এটি অনেক অস্বাভাবিকতা সৃষ্টি করে।

এ রোগের লক্ষণ

  • ক্লান্তি
  • দুর্বলতা
  • ফ্যাকাসে বা হলুদ ত্বক
  • মুখের হাড়ের বিকৃতি
  • শরীর বৃদ্ধির ধীরগতি
  • পেট ফুলে যাওয়া
  • গারো প্রস্রাব
  • হৃদরোগের সমস্যা

থ্যালাসেমিয়ার কারণ

  • থ্যালাসেমিয়া রোগের প্রধান কারণ হলো ডিএনএ কোষের মিউটেশন
  • এছাড়াও যদি বাবা-মায়ের মধ্যে থ্যালাসেমিয়া রোগ থাকে তাহলে সন্তানের মধ্যেও হতে পারে
  • যদি বাবা-মা দুজনেরই থ্যালাসেমিয়া থাকে তাহলে শিশুর থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে

আরো পড়ুন – জরায়ু টিউমার অপারেশন খরচ ও হোমিও চিকিৎসা

ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা সেরা হাসপাতাল

১। কোকিলা বেন ধীরু ভাই আম্বানি হাসপাতাল,মুম্বাই – এটি ভারতের সবচেয়ে উন্নত থ্যালাসেমিয়ার চিকিৎসার হাসপাতাল গুলির মধ্যে একটি। তারা বোনমেরও ট্রান্সপ্লান্টে দক্ষতা রাখে। ভারতের কয়েকটি জে সি আইnabh,cap প্রত্যয়িত হাসপাতালগুলো নিয়ন্ত্রণ করে।

২। নানাবতি ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল, মুম্বাই- এটি ভারতের বৃহত্তম বেসরকারি হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম। এদের অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য একটি উৎসর্গে কৃত সুবিধা রয়েছে। NABH o Nabl দ্বারা সত্যায়িত হাসপাতাল এবং স্বীকৃত।

৩। AIIMS , দিল্লি- এটি লক্ষ্য ভারতের শাস্র‍্যয়ি মূল্য বিশ্বমানের থ্যালাসেমিয়ার রোগের চিকিৎসা প্রদান করা। ভারতের সেরা থ্যালাসেমিয়া চিকিৎসার ডাক্তাররা এই হাসপাতালে এসে অনুশীলন করে এবং এটি NABH o Nabl  দারা স্বীকৃত।

৪। হোয়াট ইস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট, দিল্লি- এটি 55টিরও বেশি বিশেষ কারণ সহ ভারতের বৃহত্তম মাল্টি স্পেশালিটি হাসপাতাল গুলোর মধ্যে একটি। ভারতের শীর্ষস্থানীয় থ্যালাসেমিয়া চিকিৎসা বিশেষজ্ঞরা এখানে চিকিৎসার জন্য অনুশীলন করে। তারাও NABH o Nabl  দারা স্বীকৃতি পেয়েছে।

৫। অ্যাপোলো ড্রিমস রোড, চেন্নাই- এই হাসপাতালটি ১৯৮৩ সাল থেকে থ্যালাসেমিয়া রোগের জন্য চমৎকার সেবা প্রদান করে আসছে। এটি প্রথম ভারতীয় হাসপাতাল যা আইএসও ৯০০০১ এবং আইএসও ১৪০০০১ সার্টিফিকেশন পেয়েছে। এটি ভারত সরকার কর্তৃক সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে সম্মানিত।

৬। ফর্টিস মালার হাসপাতাল,চেন্নাই- এটি ভারতের সবচেয়ে উন্নত মাল্টি স্পেশালিটি হাসপাতালে মধ্যে একটি। এরা শিশুর রোগীদের থ্যালাসেমিয়া চিকিৎসায় বেশি অভিজ্ঞ। এটি একটি এ বি এইচ এবং এর প্রত্যইয়িত হাসপাতাল।

৭। মনিপাল হাসপাতাল, বাঙ্গালোর- এটি ভারতের অন্যতম সেরা থ্যালাসেমী চিকিৎসা হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম। এই হাসপাতালকে ভারতের সবচেয়ে যত্নশীল হাসপাতাল নামকরণ করা হয়েছিল। তারা গোল্ডেন পিকক ন্যাশনাল কোয়ালিটি আওয়ার্ড জিতেছে।

৮।  হাসপাতাল fortis, ব্যাঙ্গালোর- এটি কে MTQUA দ্বারা ভারতে মেডিকেল ট্যুরিজমের জন্য এক নং হাসপাতাল নামে ডাকা হয়। ভারতের থ্যালাসেমী চিকিৎসার জন্য সেরা ডাক্তাররা এখানে অনুশীলন করে থাকে। তারা থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য সর্বাধুনিক যন্ত্রপাতি এবং সুবিধা তৈরি করেছে।

৯। অ্যাপোলো গ্লেনি গ্লেস হাসপাতাল, কলকাতা- এটি ভারতের অন্যতম সেরা মাল্টিস্পেশালিটি সম্পন্ন হাসপাতাল। তারা শিশু রোগীদের থ্যালাসেমিয়া চিকিৎসায় ও অভিজ্ঞ। ভারতের কয়েকটি হাসপাতাল আছে যা BSIUK, দ্বারা প্রত্যৈত তারা তাদের মধ্যে অন্যতম।

১০। রুবি জেনারেল হাসপাতাল, কলকাতা- রুবি ভারতের অন্যতম সেরা থ্যালাসেমিয়া চিকিৎসা হাসপাতাল নামে পরিচিত। এই হাসপাতাল হেলথ কেয়ার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছে। ২৪/৭ দ্রুত জরুরী পরিষেবা প্রদানের জন্য তাদের একটি নিবেদিত দল রয়েছে।

ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা সেরা ডাক্তার

১। ডাক্তার শুভ প্রকাশ sanal, মুম্বাই- তিনি ফোর্টিস হাসপাতালের একজন সিনিয়র হেমাটোলজিস্ট। তিনি বোন মারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ এবং শিশু রোগীদের নিয়ে চিকিৎসায় বিশেষজ্ঞ।

২। ডাক্তার সুরেশ আদবানী, মুম্বাই- তিনি এ্যাপলো হাসপাতাল এবং নানাবতী হাসপাতালে অনকোলজির পরিচালক। তার চিকিৎসা জীবনের ৪৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি হেমাটোলজি অনকোলজি এবং বোনেরা ট্রান্সপ্লান্টে বিচ্ছেদ্য বিশেষজ্ঞ।

৩। ডঃ Gourob khora  , দিল্লি- তিনি আর টি মিস হাসপাতালের পেরিয়ার ট্রিক ইমিউনোলজি এবং বোনেরা ট্রান্সপ্লান্টেজ সিনিয়র কনসালটেন্ট এবং প্রধান। তিনি পেরিয়াট্রিক থ্যালাসেমিয়া চিকিৎসায় বিশেষজ্ঞ।

৪। ডাক্তার রাহুল ভারগোব, দিল্লি- ফর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের হেমাটোলজি এবং স্টেম সেল ট্রান্সপ্লান্ট এর পরিচালক। তিনি ১০০০ টিরও বেশি সফল প্রতিস্থাপনে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমেরিকান সোসাইটি অফ পিডিয়াট্রিক হেমাটো অন্ন কলেজে এবং ট্রান্সপ্লান্ট এর একজন বিখ্যাত ডাক্তার।

৫। ডক্টর শ্রীকান্ত এম, চেন্নাই- তিনি আপলো হাসপাতালের একজন সিনিয়র হেমাটোলজিস্ট নিযুক্ত। রাজ্যের রয়েল মাস্ট দেন হাসপাতাল থেকে তার পেনশীপ পেয়েছেন। তিনি আমেরিকান সোসাইটি অফ হেমলোজি এবং ইউরোপীয় সোসাইটি অফ হেমাটোলজির সদস্য।

৬। আশীষ দীক্ষিত ডাক্তার, চেন্নাই- তিনি মনিপাল হাসপাতালের একজন সিনিয়র হেমাটোলজিস্ট। তিনি অস্থিমজ্জা প্রতিস্থাপন এবং রক্ত সঞ্চালনে বিশেষজ্ঞ এবং এআইএমএস এ হেমাটোলজি ফরম্যাট ডিএম সম্পন্ন করেছেন।

৭। ডঃ মহেশ রাজা শেখারাইয়া, ব্যাঙ্গালোর- তিনি স্পর্শ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান। ডাক্তার যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ ফিজিশিয়ান থেকে পেলোশিপ পেয়েছিলেন এবং ব্রিটিশ কলম্বিয়া ক্যান্সার এজেন্সি দ্বারা প্রোগ্রাম এ পুরস্কৃত হন।

৮। ডক্টর মল্লিক সার্জজন কালশিটটি, ব্যাঙ্গালোর- মনিপাল হাসপাতালের একজন সিনিয়র হেমাটোলজি তিনি এবং ক্লিনিক্যাল হিমান্ত নদীতে স্বর্ণপদক পেয়েছেন। তিনি কানাডার জেনারেল হাসপাতাল থেকে বোনমেরো ট্রান্সপোর্ট এর প্রশিক্ষণ নিয়েছেন।

৯। প্রান্ত চক্রবর্তী ডাক্তার, কলকাতা- তিনি এএমআরআই হাসপাতাল এবং হাসপাতালের একজন সিনিয়র হেমাটোলজিস্ট। লন্ডনের কিংস কলেজ থেকে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাদোলজি এন্ড ব্লাড ট্রান্সক্রিপশন একজন পরিচিত সদস্য।

১০। জয়দীপ চক্রবর্তী, কলকাতা- তিনি এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের হেমাটো অনোকোলজি বিভাগে প্রধান। বোনমেরো ট্রান্সপ্লান্টে তার অনেক দক্ষতা রয়েছে। যুক্তরাজ্যের রয়েল কলেজ অফ প্যাথলজি ফেলো তিনি।

আরো পড়ুন – ব্রেস্ট টিউমার কী, ব্রেস্ট টিউমারের লক্ষণ, চেনার উপায় ও করনীয়

ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ

ভারতের থ্যালাসেমিয়া চিকিৎসার খরচ অন্যান্য দেশের তুলনায় খুবই কম। সাধারণত ভারতে থ্যালাসেমিয়া চিকিৎসার গড় খরচ প্রায় বিশ হাজার ডলার। তবে চিকিৎসার উপর নির্ভর করে ভারতে থ্যালাসেমিয়ার খরচ ২০০০ ইউএস ডলার থেকে ২৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে তবে। তবে কিছু বিষয়ের উপর নির্ভর করে চিকিৎসা খরচ আরো বাড়তে পারে।

রোগে রোগের তীব্রতা এবং চিকিৎসার পদ্ধতি চিকিৎসার দৈর্ঘ্য চিকিৎসা ব্যবহৃত ওষুধের খরচ এবং প্রতিরোধ থেরাপি এবং যত্নের জন্য প্রয়োজনে পরীক্ষা পদ্ধতির খরচ সব হিসেব করে চিকিৎসার খরচ আরো বাড়তে পারে বা কমতে পারে।

থ্যালাসেমিয়া রোগ কি ভালো হয়?

থ্যালাসেমিয়া রোগের একমাত্র স্থায়ী চিকিৎসা হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বেশিরভাগ রোগীর পক্ষেই এই চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না। তবে ডাক্তারের যথাযথ পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তদান করার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীকে অনেকদিন বাঁচিয়ে রাখা যায়।

সত্যিকার অর্থে থ্যালাসেমিয়া সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব নয়। তবে ইনিশিয়াল স্টেজে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করলে অনেকাংশেই সুস্থ থাকা সম্ভব।

ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা

মন্তব্য

আজকে আমরা ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ, ঠিকানা ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য দেশের তুলনায় ভারতে এই রোগের চিকিৎসা খরচ খুবই কম। তাই নিশ্চিন্তে যে কেউই ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারে। আর্টিকেলটা সম্পর্কে আপনাদের কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – ভারতে চোখের ছানি অপারেশন খরচ ও যাতায়াতের নিয়ম

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

This Post Has 2 Comments

  1. কামাল

    অগ্রীম ধন্যবাদ।
    ৩ বছরের ছেলে শিশুর থ্যালাসেমিয়া চিকিৎসা ভারতে কোথায় ভালো হবে বা খরচ কত লাগতে পারে?

    1. Easy Teching

      আসসালামু আলাইকুম কামাল। আমরা বিভিন্ন সুত্র থেকে তথ্য কালেক্ট করে শুধুমাত্র আর্টিকেল পাবলিশ করে থাকি। এর বাইরে আর কোন রকম সাজেশন দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের আর্টিকেলে যেসকল তথ্য দেয়া আছে তা ১০০% সঠিক। এই তথ্য গুলো অনুসরন করে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন। ধন্যবাদ

Leave a Reply