কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসার খরচ
ভারত কম খরচে ভালো ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত। বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি ভারতের বিভিন্ন ধরনের ক্যান্সার চিকিৎসা হয়ে থাকে। ভারতের ক্যান্সার হাসপাতাল গুলোর মধ্যে কলকাতা এবং মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। আজকে আমরা কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসার খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুন – বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল তালিকা
কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসার খরচ
মুম্বাই এবং কলকাতা টাটা ক্যান্সার হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকায়। এখানে কম খরচে বিশ্বমানের অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চ ডিগ্রী সম্পন্ন ডাক্তাররা ক্যান্সার রোগীদের উচ্চ মানের সেবা দিয়ে থাকেন। অত্যাধুনিক যন্ত্র এবং গবেষণা ও থেরাপির মাধ্যমে রোগীদের সুস্থ হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করা হয়। সেজন্যই ভারতে ডাটা ক্যান্সারে হাসপাতালগুলো খুবই বিখ্যাত ক্যান্সারে চিকিৎসার জন্য।
অ্যাপোলো ক্যান্সার হাসপাতালের খরচ
কলকাতা এবং মুম্বাইয়ের টাটা হাসপাতালে যে ক্যান্সার চিকিৎসা হয় ৫ লক্ষ টাকায় সেখানে অ্যাপোলো তে ৮ লক্ষ টাকা প্রয়োজন হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এখানে হাই-টেক কেমোথেরাপির জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হয় ওভারি কোলন ক্যান্সারে যার সাহায্যে অস্ত্র পাচারে পড়ে কেমোথেরাপি হয়।
তাই এই চিকিৎসা আট লক্ষ টাকার কমে সম্ভব নয়। তবে হাসপাতালের কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থার অবনতি হলে খরচ আরো বাড়তে পারে।
আরো পড়ুন – জরায়ু ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ঢাকা
ভারতে ক্যান্সার চিকিৎসার খরচ
ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল এবং জটিল হওয়ার কারণে সব দেশে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি চালু হয়নি। বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ ক্যান্সার চিকিৎসা করে থাকে। এদের মধ্যে ভারতে কম খরচে ক্যান্সারের উচ্চমানের চিকিৎসা পাওয়া যায়। ক্যান্সার চিকিৎসার খরচ সাধারণত নির্ভর করে ডাক্তার বা সার্জারি অভিজ্ঞতা এবং যোগ্যতার উপর।
তবে ভারতে ক্যান্সার চিকিৎসার জন্য ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত এবং ওষুধের উপর নির্ভর করে কম বেশি খরচ হতে পারে। তবে কোন ক্যান্সার হয়েছে এবং কোন হসপিটালে চিকিৎসা করানো হচ্ছে তা না জেনে ক্যান্সারের চিকিৎসা সঠিক খরচের পরিমাণ তুলে ধরা কঠিন।
টাটা মেমোরিয়াল হাসপাতাল কলকাতা ভালো নাকি মুম্বাই?
অনেকেই জানতে চান ক্যান্সার চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে কলকাতার শাখা ভালো নাকি মুম্বাই শাখা ভালো। প্রথমত এই প্রতিষ্ঠানটি টাটা দের মালিকানা ছিল। তবে বর্তমানে হাসপাতালটি ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এটি একটি কেন্দ্রইয় সরকারি হাসপাতাল। মুম্বাইয়ের হসপিটালটির নাম টাটা মেমোরিয়াল হসপিটাল হলেও কলকাতাটির নাম টাটা মেডিকেল সেন্টার।
ক্যান্সারে চিকিৎসা করানোর পুর্বে অবশ্যই খেয়াল রাখা উচিত ফ্যাসিলিটি ফ্যাকাল্টি চিকিৎসার সময় অর্থ বল ওয়েটিং লিস্ট হাসপাতাল সময় ছাড়া অন্য সময় যোগাযোগের সুবিধা লোকও বলে এসব বিবেচনা করে ক্যান্সারের চিকিৎসায় এগোনো উচিত। এসবের ক্ষেত্রে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল মোটামুটি সরকারি চিকিৎসা দিয়ে থাকে এছাড়াও প্রাইভেট চিকিৎসা করাতে হলে খরচ কিছুটা বেশি হয়ে থাকে তবে।
কলকাতায় থাকা খাওয়ার খরচ যেমন কম তেমনি চিকিৎসা সেবা মানব খরচের তুলনায় অনেক ভালো। তবে চিকিৎসা খরচ কম হওয়াতে কলকাতার টাটা হাসপাতালে সবসময় ভীড় থাকে। বেড সংখ্যা কম হওয়ায় এখানে সিরিয়াল সহজে পাওয়া যায়না এবং একবারে ভর্তি হওয়া যায় না। ইমারজেন্সি থেকে ছাড়ার জন্য মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে যাওয়া উচিত।
কলকাতা তে রেডিও থেরাপি সহ বিভিন্ন থেরাপি দিতে অনেক সময়ের প্রয়োজন হয়। কেননা রেডিয়েশনের জন্য অন্তত মাস দুয়েক অপেক্ষা করতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট পেতে অপেক্ষা করতে হয় সপ্তাহখানেক। এখানে বেডের সংখ্যা কম এবং বেডের অভাবে প্রতিদিন প্রায় ১০ জন রোগী ফেরত যেতে হয়।
কলকাতার ক্যান্সার হাসপাতালের তালিকা
চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট
ঠিকানা- ৩৭ এস পি মুখার্জি রোড রোড কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০০২৬, ভারত
ফোন- +৯১ ৩৩২৪ ৭৫৯৩১৩
নেতাজী সুভাষচন্দ্র বসু ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট
ঠিকানা- ১৬ এ পার্ট প্লেন পার্ক স্ট্রিট থানার পুলিশ বাহিনী কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০১৬, ভারত
ফোন ক্লাস- +৯১৩৩ ২২২৭৬৩৮৮
বেঙ্গল অনকোলজি সেন্টার
ঠিকানা- ১৭২ দেশপ্রিয় পার্ক বাস স্প্রিয়া সিনেমা পেছনে মতিলাল নেহেরু আরডি কলকাতা, পশ্চিমবঙ্গ ৭০০২৯, ভারত
ফোন- +৯১ ৩৩২৪৬৫৪৫৭৬
অ্যাপোলো গ্লেনাগঞ্জ হাসপাতাল কলকাতা
চিকিৎসা
- বিকিরণ মেডিকেল ও সার্জিক্যাল অনোকোলজির পরিষেবা
- রেডিও সার্জারি
- মস্তিষ্কের রিপ্লেস সার্জারি
- ফোকাস্ট কেয়ার ইউনিট
- বোন মারো ট্রান্সপ্লান্ট ইউনিট
- লিওকে নিয়া ইউনিট
- পেডিয়াট্রিক ক্যান্সার ইউনিট
- মহিলাদের ক্যান্সার ইউনিট
- আই এম আর পি থেরাপি
এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার, কলকাতা
- স্পেশাল চিকিৎসা
- স্তন ক্যান্সার
- মূত্রথলির ক্যান্সার
- মুখের ক্যান্সার
- ফুসফুস ক্যান্সার
- রেডিয়েশন
- অনোকোলজি
- সার্জিক ট্রান্সপ্লান্ট
- মেডিকেল অনোকোলজি
রুবি জেনারেল হাসপাতাল, কলকাতা ভারত
প্রতিষ্ঠিত- ১৯৯৫ সাল
বি এম বাইপাস প্রথম
ঠিকানা- সেক্টর কসবা গোলপার্ক কলকাতা ৭০০১০৭, ভারত
কলকাতা মেডিকেলের রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা
ঠিকানা- সেভেন বাই ২ ডায়মন্ড হারবার রোড, কলকাতা ৭০০২৭, ভারত
এমএআরআই হাসপাতাল কলকাতা
স্পেশাল চিকিৎসা- এএমআরআই
ঠিকানা- স্কিন এল এক্স এন্ড এন্ড এক্স, গোরিয়াত রোড, কলকাতা ৭০০২৯, ভারত
ফোর্টিস হাসপাতাল আনন্দপুর
ঠিকানা- ৭৩০ স্টার মেট্রোপলিটন বাইপাস আনন্দপুর, পূর্ব কলকাতা টিভি, কলকাতা ৭০০১০৭, ভারত
কলকাতায় ক্যান্সারের সেরা চিকিৎসক
ডাক্তার রাহুল চৌধুরী
এইচ সি জি, কলকাতা
ডাক্তার সুব্রত সাহা
অনোকোলজিস্ট চিকিৎসক
এমবিবিএস, এমডি কলকাতা ভারত
২৪ বছরের অভিজ্ঞতা রয়েছে
ডাক্তার সুবীর গঙ্গোপাধ্যায়
রেডিও অনোকোলজিস্ট
ডিপ্লোমা ফেলোশিপ
এমবিবিএস এমডি কলকাতা ভারত
৩৪ বছরের অভিজ্ঞতা রয়েছে
অ্যাপোলো গেমস হাসপাতাল কলকাতা
অরুন্ধতী চক্রবর্তী ডাক্তার
রেডিয়েশন অনকোলজিস্ট
প্রিন্সিপাল কনসালটেন্ট
এমবিবিএসএমডি কলকাতা ভারত
২৬ বছর অভিজ্ঞতা রয়েছে
অ্যাপোলো গ্লেনিকেলস হাসপাতাল কলকাতা
শান্তনু আচার্য ডাক্তার
রেডিও অনোকোলজি
চিকিৎসা ক্যাম বিবিএস এমডি কলকাতা ভারত
দীর্ঘ বছরের অভিজ্ঞতা রয়েছে
এবং তিনি বসেন অ্যাপোলো গ্লেনিকেল হাসপাতাল কলকাতা
ডাক্তার বিনোদ রায়না
মেডিকেল অনকোলজিস্ট
পরিচালক এমবি বিএস, এম ডি
এফ আর সি পি গুরগাঁও ভারত
তার ৩৭ বছরের অভিজ্ঞতা রয়েছে
পিএম মহাপাত্র ডাক্তার
মেডিকেল অনোকোলজিস্ট কলকাতা ভারত
পরামর্শদাতা
২৫ বছরের অভিজ্ঞতা
এ্যাপোলো হাসপাতাল কলকাতা
ডাক্তার ইন্দ্রানী ঘোষ
মেডিকেল অনকোলজিস্ট কলকাতা ভারত
পরামর্শদাতা
১৫ বছরের অভিজ্ঞতা
এ্যাপোলো হাসপাতাল কলকাতা
ডাক্তার তৃপ্তি সেন
সার্জিক্যাল অনকোলজি কলকাতা ভারত
পরামর্শদাতা
৩১ বছরের অভিজ্ঞতা
এ এম আর আই হাসপাতাল কলকাতা, মুকুন্দপুর
ডাক্তার জয়েস কুমার ঝা প্রফেসর
সার্জিক্যাল অনকোলজিস্ট কলকাতা ভারত
পরামর্শদাতা
১৬ বছরের অভিজ্ঞতা
রোগী জেনারেল হাসপাতাল কলকাতা
ডাক্তার চঞ্চল গোস্বামী
মেডিকেল অনকোলজিস্ট কলকাতা ভারত
সিনিয়র পরামর্শদাতা
১৮ বছরের অভিজ্ঞতা
রোগী জেনারেল হাসপাতাল কলকাতা
ডাক্তার রমেশ
অস্ত্রপাচার অনকোলজিস্ট
নিউ দিল্লি ভারত
ইন্দ্রপ্রস্থা অ্যাপোলো হাসপাতাল নিউ দিল্লি
কলকাতায় স্বাস্থ্য সেবা ব্যবস্থা
কলকাতা স্বাস্থ্যসেবা ব্যবস্থা অন্য যে কোন ভারতীয় মহানগরের তুলনায় বেশি বিস্তৃত বলে জানা গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের অধীনে ৪৮ টি সরকারি হাসপাতাল এবং ৩৬৬টিরও বেশি বেসরকারি চিকিৎসা সংস্থা রয়েছে। কলকাতা স্বাস্থ্যের অবস্থা অন্যান্য অনেক ভারতীয় শহরের তুলনায় অনেক ভালো।
পরিসংখ্যানে দেখা যায় যে শহরের ২৭ হাজার ৬৮৭ হাসপাতালে সজ্জা যেকোনো জরুরি অবস্থা পরিচালনা বা নিয়ন্ত্রণ করতে সক্ষম।
কলকাতায় বিদেশি রোগীর জন্য পরিষেবা
কলকাতা আন্তর্জাতিক রোগীদের দেওয়া কিছু পরিষেবার মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে পিকআপ পরিষেবা। আন্তর্জাতিক রোগীর পরিচর্যা দল বিমানবন্দ থেকে হাসপাতাল বা হোটেলে পরিবহন সরবরাহ করে দূর এবং দর্শনীয় স্থান দেখার ব্যবস্থা করে। কর্মীরা দর্ষণীয় স্থান ভ্রমণের পরিকল্পনায় সহায়তা করে ক্লায়েন্টের চাহিদা নির্ধারণ করে। এছাড়াও দোভাষী সেবা প্রদান করা হয়।
নগদ, ক্রেডিট কার্ড এবং ট্রান্সফার সহ সকল প্রকার অর্থ প্রদান গ্রহণ করা হয়। হাসপাতাল একজন বন্ধুকে রোগীর সাথে যেতে দেবে এবং খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়। হাসপাতালে একটি বিনামূল্যে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়।
মন্তব্য
আজকে আমরা কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে চিকিৎসার খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং কলকাতার চিকিৎসা ব্যবস্থা সহ কিছু তথ্য শেয়ার করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা শীঘ্রই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –
- ভারতে চিকিৎসা খরচ কেমন ২০২৩
- ভারতে থ্যালাসেমিয়ার চিকিৎসা খরচ ও ঠিকানা ২০২৩
- গলার ক্যান্সারের চিকিৎসা খরচ