সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের নিয়ম 2023

সোনালী ব্যাংক স্কলারশিপ ২০২৩

বাংলাদেশের অন্যতম একটি সরকারি ব্যাংক হল সোনালী ব্যাংক। প্রতিবছর সোনালী ব্যাংকের পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয়। তবে সোনালী ব্যাংক স্কলারশিপ সম্পর্কে অনেকেরই অনেক তথ্য জানা নেই। সঠিক তথ্য না জানলে সোনালী ব্যাংক স্কলারশিপের জন্য আবেদন করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন।

আজকে আমরা সোনালী ব্যাংক স্কলারশিপ ২০২৩ এবং সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

আরো পড়ুন – একাদশ শ্রেণির উপবৃত্তির আবেদন ফরম ডাউনলোড

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি বিস্তারিত

গরিব শিক্ষার্থীরা সাধারণত অর্থের অভাবে নিজের মেধা কে কাজে লাগাতে পারে না তাদের জন্য সোনালী ব্যাংক  বৃত্তি প্রদান করে থাকে। যার ফলে শিক্ষার্থীকে পড়াশুনার প্রতি আরো আগ্রহী করে তোলে এই সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি।

সোনালী ব্যাংক স্কলারশিপ ২০২৩ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যে সকল দরিদ্র মেধাবী শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই অনলাইনে মাধ্যমে দ্রুত শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে।

আরো পড়ুন – প্রধানমন্ত্রীর গবেষণা ও উচ্চ শিক্ষা সহায়তা তহবিল পিএইচডি বৃত্তি আবেদন

সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের যোগ্যতা

এসএসসি – ২০২১ বা ২০২২ সালে এসএসসিতে অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এসএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে।

এইচএসসি –  ২০২১ অথবা ২০২২ সালে এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সম্মান পর্যায়ে অধ্যায়নরত সব শিক্ষার্থীরা ও আবেদন করতে পারবে।

শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল শিক্ষার্থী, মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং যাদের বাবার মাসিক হয় সর্বোচ্চ ১৫ হাজার টাকার কম তারা আবেদন করতে পারবে

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে

এসএসসি বৃত্তি ২০২১ সাধারণ শিক্ষার্থীকে জিপিএ ৫ এবং শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৩.৫০ পেয়ে পাশ করতে হবে।

এইচএসসি বৃত্তি ২০২৩ সাধারণ স্টুডেন্টের জন্য জিপিএ ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য জিপিএ ৩.৫০ পেয়ে পাশ করতে হবে।

স্নাতক পড়াশোনা করছে এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদের জন্য ৩.৫০ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ২.৭৫ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ২.০ পেয়ে পাশ করতে হবে

স্নাতকোত্তর অধ্যায়নরত ক্ষেত্রে স্নাতক পরীক্ষার সাধারণ দরিদ্র শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জিপিএ ২.৭৫ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীর জিপি ২.৫ পেয়ে পাশ করতে হবে।

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের তারিখ

২০২৩ সালে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনের সময় সীমা ২৭-০২-২০২৩ তারিখ থেকে ১৮-০৩- ২০২৩ তারিখের মধ্যে। অর্থাৎ ফেব্রুয়ারি ২৭ তারিখ থেকে শুরু করে মার্চের ১৮ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উপরে আমরা ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে আবেদন করতে হয়।

আশা করছি নির্দিষ্ট নিয়ম ফলো করে আবেদন করলে অবশ্যই বৃত্তির জন্য সিলেক্টেড হবেন। তবে আবেদনের সময় তথ্য প্রদানে ভুল করলে বৃত্তি না পাওয়া সম্ভব না বেড়ে যায়।

আরো পড়ুন – অনার্স উপবৃত্তির জন্য আবেদন নিয়ম ২০২৩

আবেদনের নিয়ম

সোনালী ব্যাংক স্কলারশিপ ২০২৩ এর জন্য সরাসরি অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার জন্য প্রথমেই ভিজিট করতে হবে www.Sonalibank.com.bd/csr  ওয়েবসাইটে। এরপর স্টুডেন্টদের সামনে একটি আবেদন ফরম চলে আসবে এখানে প্রয়োজনীয় তথ্যাবলী দিয়ে আবেদন ফরম ফিলাপ করতে হবে।

  • নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • তারপর সোনালী ব্যাংক স্কলারশিপ ২০২৩ এর আবেদনে ক্লিক করতে হবে
  • এরপর একটি আবেদন ফরম সামনে আসবে
  • সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে
  • স্টুডেন্টের সাম্প্রতিক একটি ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে
  • সমস্ত তথ্য ভালোভাবে চেক করে নিয়ে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে
  • আবেদন সম্পন্ন হলে আবেদনের ফর্মটির কপি সংগ্রহ করে রাখতে হবে

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ আবেদনের জন্য আবেদন ফরমটি ফিলাপ করতে কিছু প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন রয়েছে। যেমন-

  • অ্যাডমিট কার্ড
  • আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন দুই কপি ছবি
  • সোনালী ব্যাংক কর্তৃক ফরম
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি
  • আবেদনকারী নাগরিকত্বের সনদপত্র
  • বর্তমানে শিক্ষার্থী যেখানে ভর্তি রয়েছে সেখানে প্রধান শিক্ষক বা বিভাগীয় প্রধান কর্তৃক অধ্যয়ন পত্র
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র
  • জন্ম নিবন্ধন এর ফটোকপি বা আইডি কার্ডের ফটোকপি
  • ইউপি চেয়ারম্যান বা র্সিটি কর্পোরেশন কর্তৃক মাতা পিতার সনদপত্র
  • মুক্তিযোদ্ধা সন্তান হলে ইউপি চেয়ারম্যান বা কর্পোরেশন কর্তৃক মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি
  • প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর বা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্রের ফটোকপি

সোনালী ব্যাংক স্কলারশিপ ফলাফল ২০২৩

২০২৩ সালে যেসব শিক্ষার্থীর সোনালী ব্যাংক কর্তৃক স্কলারশিপের আবেদন করেছে তারা ফলাফলের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা-

  • www.Sonalibank.com.bd ওয়েবসাইটে যেতে হবে।
  • ওয়েবসাইটে গিয়ে শিক্ষাবৃত্তি বিষয়ক অপশনে ক্লিক করতে হবে
  • ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
  • রোল নাম্বার মিলিয়ে নিয়ে ফলাফল চেক করতে হবে

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি কত টাকা দেয়?

সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীরা উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাবৃত্তি পেয়ে থাকে। এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সময়সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে। এই দুই বছরে শিক্ষার্থীরা প্রতি মাসে প্রায় ২৫০০ টাকা করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার্থীদের এককালীন দশ হাজার টাকা দেয়া হয়।

মন্তব্য

আজকে আমরা সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি এটাই ছাত্র-ছাত্রীদের জন্য অনেক কাজে লাগবে। এছাড়াও বিভিন্ন স্কলারশিপ নিয়ে পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন। আর্টিকেলগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারেন।

সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের নিয়ম ২০২৩ সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।

সোনালী ব্যাংক স্কলারশিপ আবেদনের নিয়ম

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply