শিলং তীর হিট নাম্বার, শিলং নাইট তীর ফেসবুক

শিলং তীর হিট নাম্বার

শিলং তীর ভারতের একটি বিখ্যাত তীর খেলার নাম। মূলত এটি কৌশলগত একটি খেলা। খুবই অল্প সময়ে মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি বিরাট ফান্ড। এই জুয়ার আসর থেকে সাধারণত মানুষেরা যাতে মুখ ফিরিয়ে না নেয় সেজন্য প্রতি তিন থেকে চার দিনের মাথায় একজনকে বিজেতা বা বিজয়ী ঘোষণা করা হয়।

প্রাপ্ত টাকার অংক কম হলেও সাথে সাথেই পরিশোধ করা হয়। আজকে আমরা শিলং তীর হিট নাম্বার, শিলং তীর কি, শিলং তীর ফেসবুক নাম্বার সহ বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।

আরো পড়ুন – নিজেকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি

শিলং তীর কি?

১৯৯০ সালের সিলেটে সীমান্তবর্তী এলাকা ভারতের গোহাটি থেকে চালু হয় তীর খেলাটি। গত ২৮ বছরে এই খেলাটির নাম এখন স্থানীয় ভাষায় তীর শিলং রাখা হয়। শুরুর দিকে এই খেলার প্রচলন ছিল কেবল ভারতের কোলঘাশা সিলেটের সীমান্তবর্তী কয়েকটি এলাকার মানুষের মধ্যে। তখন সরাসরি সীমান্তে বসেই টাকার বিনিময়ে খেলায় অংশ নিতেন কিছু মানুষ।

দেশি এজেন্টের মাধ্যমে বর্তমানে ১ থেকে ৯৯ পর্যন্ত নম্বর বিক্রি করা হয়। যে কোন টাকায় যত মূল্যে বিক্রি হবে তার ৭0 গুণ লাভ দেয়া হবে বিজয়ী শিলং তীর হিট নাম্বার গ্রাহককে অর্থাৎ এক টাকায় পাওয়া যাবে ৭০ টাকা। ১৯৯০ সালের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলা সীমান্তবর্তী জাফলং এলাকায় খেলাটি প্রচলন হয়। স্থানীয় ভাষায় টোকা খেলা, নম্বর খেলা, ভাগ্য পরীক্ষার খেলা ডিজিটাল নম্বর খেলা ইত্যাদি নামে পরিচিত।

আরো পড়ুন – [৫০+] কাশফুল নিয়ে ফেসবুক ক্যাপশন, উক্তি, কবিতা, ছন্দ

শিলং তীর খেলার সময়

শিলং এর তীর খেলাটি সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে। দুপুর সাড়ে বারোটার মধ্যে নম্বর কিনে আসতে হয়। সপ্তাহে ছয় দিন খেলাটি পরিচালিত হয়। ফলাফল ঘোষণা করা হয় প্রতিদিন বিকাল পাঁচটায়। ভারতের ছুটির দিন রবিবারে খেলাটি হয় না।

শিলং খেলার নিয়ম

তিন স্তরের লোকদের মাধ্যমেই সাধারণত তীর শিলং খেলাটি সংঘটিত হয়। দিনে দুইবার ড্র হয়। একবার বিকাল সাড়ে চারটায় দ্বিতীয় ড্র হয় সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে শিলং তীর হিট নাম্বার প্রকাশ করা হয়। নির্দিষ্ট ওয়েবসাইটে প্রতিদিন শুরুতে অনেকগুলো কমন নম্বর দেয়া হয়। এই নম্বরগুলোকে কেন্দ্র করেই সারাদিন ছুটে বেড়ায় খেলতে আগ্রহীরা।

নির্দিষ্ট এজেন্টরা মুহুরির মাধ্যমে গ্রাহক সংগ্রহ করে। মুহুরীর থ্রো ছাড়া কোন ব্যক্তি সরাসরি তীর শিলংয়ে অংশ নিতে পারে না। যেহেতু গ্রাহকের সরাসরি ওয়েব সাইটে গিয়ে খেলার সুযোগ কম। সেহেতু প্রথম নির্দিষ্ট সংখ্যার বিপরীতে গ্রাহককে টোকেন বিনিময়ে খেলায় অংশ নিতে হয়। এই টোকেন কেনার মধ্যে একটি ফাঁক রয়েছে।

এজেন্টরা ওয়েবসাইট নির্দিষ্ট কতগুলো সংখ্যার উপর বাজি ধরে। সেই বাজীর উপর ভিত্তি করে যে সংখ্যাগুলোর উপর বাজি আসে ভারতের শিলংয়ে যোগাযোগ করে পেমেন্ট করে রেজাল্ট আনানো হয় অন্য নম্বরে। যাদের বাজির দর কম সে গ্রাহকদের বিজয়ী ঘোষনা করা হয়।

ভারতে শিলং বৈধ খেলা

ভারতের মেঘালয়ের শিলং এর তীর খেলা বা বাজিধরা বৈধ। প্রতিদিন বিকেলের শিলং এর পোলোগ্রাউন্ডে ৫০ জন তীরন্দাজ একটি লক্ষে তীর ছড়েন মাত্র ৫ মিনিটে তারা ন্যূনতম ৬০০ ও সর্বোচ্চ এক হাজার তীর ছোড়ে। এরপর পাঁচজন কর্মকর্তা লক্ষ্যে আঘাত করা তীর গুলো গুনে দেখেন আঘাত করা তীরে সংখ্যার শেষ দুটি অংক শিলং তীর হিট নাম্বার হিসাবে গণ্য করা হয়।

শিলং তীর হিট নাম্বার আয়

অর্থাৎ প্রথম রাউন্ডে যদি ৭৪৮ টি তীর লক্ষ্যে আঘাত করে তাহলে জয়ি সংখ্যা হবে ৪৮। এর ফলের উপরেই বাজি ধরা হয়। মেঘালয় বাজির দর ৮০/১ অর্থাৎ এক টাকায় ৮০ টাকা। তীরোন্দাজরা প্রতিদিন গ্রামীণ এলাকা থেকে আসেন সারাদিন এর জন্য তাদের ৩00 থেকে ৫00 রুপি পারিশ্রমিক দেওয়া হয়। শুরুর দিকে শিলং এর মাঠে উপস্থিত হয়ে লোকজন বাজি ধরত পরে তা ভারতে ও আশেপাশে এলাকায় ছড়িয়ে যায়।

এর ফলে একাধিক ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। বর্তমানে সবাই অনলাইনে এই জুয়ার তীর খেলে থাকে। বাজির সর্বোচ্চ দরের কথা এখনো জানা যায়নি তবে অনেক সময় কোটি ছাড়িয়েও যায় বলে ধারণা করা হয়।

অনলাইনে শিলং তীর খেলার শর্তাবলী

*শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য

১। আপনার রিয়েল নেম এক কপি ছবি পরিচয় পত্রের ছবি জন্ম নিবন্ধন এর ছবি হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্সে দিতে হবে। বিধি লঙ্ঘন না করলে এসব তথ্য গোপন থাকবে।

২। রেজাল্ট এর পরে আপনার পেমেন্ট পাওনা থাকলে অফিশিয়াল ওয়েবসাইট Shillong Teer khiladi online board থেকে নিজ দায়িত্বে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং তাদের পাওনা থাকলে তাদেরকে পাঠিয়ে দিতে হয়।

৩। শুধুমাত্র সৎ ব্যক্তিরা এই খেলার সাথে এক্টিভ থাকতে হবে।

৪। শুক্রবার সাড়ে চারটা থেকে শনিবার সাড়ে পাঁচটার মধ্যে পাঠাতে হবে। ৩০০ টাকার উপরে হিট নাম্বার ৪ টা ২০ থেকে ৫ টা ২০ এর মধ্যে।

৫। তাদের সাথে দেখা করার ইচ্ছা থাকলে ইনবক্সে জেনে নিতে পারেন কিভাবে কোথায় দেখা করতে হয়।

৬। বিস্তারিত তথ্য জানতে  Shillong Teer khiladi online board যোগাযোগ করতে পারেন।

শিলং নাইট টিয়ার ফলাফল

F/R(11:00PM)

**

S/R(12:00AM)

**

শিলং মর্নিং টিয়ার ফলাফল ১৪ জুন ২0২৩

F/R-10:30AM

56

S/R-11:30 AM

75

শিলং টিয়ার

F/R-4:15 PM

82

S/R-5:15 PM

**

প্রতি সপ্তাহের দিন লটারি প্রথম রাউন্ড বিকাল চারটা এবং দ্বিতীয় রাউন্ড ৪ঃ৫০ অনুষ্ঠিত হয়।

শিলং টিয়ার রেজাল্ট চেক করার নিয়ম

যদি শিলং তীরের রেজাল্ট লটারির ফলাফল কেউ চেক করতে চায় তাহলে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে।

১। প্রথমে শিলং তীরের অফিসিয়াল ওয়েবসাইট teertoday.com যেতে হবে।

২। তারপর নেভিগেশন মেনুতে যান

৩। এবং শিলং তীর লটারির ফলাফল অনুসন্ধান করুন

৪। এখন ফলাফল এ ক্লিক করুন

৫। তারপর আপনি সব ফলাফল চোখের সামনে দেখতে পাবেন

৬। পিডিএফ এ ক্লিক করুন এবং এই ফলাফলটি ডাউনলোড করুন

শিলং তীর কমন নাম্বার

১৪ জুন ২০২৩ এর নাম্বার হল- ৪১/৪৮/৮৪/৪৬/৬৪/ ৯১/১৯/৯৮/৮৯/ ৯৬/৯২/২১/১২/ ১৮/৮২/৬২/৮৬/ ১৮/৪৯/৯৪ /৯২/২৯

শিলং তীর সম্পর্কে কিছু প্রশ্ন

শিলং তীর খেলা কিভাবে খেলে?

উত্তর- খেলার দিন বিকাল ৩:৩০ জাস্ট খেলা শুরু জন্য আটচারাই মাঠে চড়া হয়। এ প্রতিযোগিতা অংশগ্রহণকারী তীরন্দাজদের দৈনিক ৩০০ টাকা প্রদান করা হয়। মোট সংখ্যা ৩০ এবং তারা প্রত্যেকেই তাদের থেকে অবস্থিত ৩০০ মিটার দূরে অবস্থিত লক্ষ বস্তুতে পঞ্চাশটি তীর নিক্ষেপ করে। ফলাফল গুলি লক্ষে আঘাত করার সংখ্যার শেষ ২ সংখ্যা যোগ করে শিলং তীর হিট নাম্বার গণনা করা হয়।

শিলং তীরের ফলাফল কবে প্রকাশিত হবে?

উত্তর- শিলং তীরের প্রথম রাউন্ডের ফলাফল বিকাল সাড়ে চারটায় এবং দ্বিতীয় রাউন্ডে ফলাফল বিকাল পাঁচটায় প্রকাশিত হয়।

শিলং টিয়ার ফলাফল কিভাবে পরীক্ষা করবেন?

উত্তর- অফিসিয়াল ওয়েবসাইট teertoday.com থেকে চেক করা যায়।

শিলং তীরের টিকিটের মূল্য কত?

উত্তর- শিলং তীর টিকিটের মূল্য এক টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত পরিবর্তিত হয়।

শিলং রাতে টার্গেট কত?

উত্তর- আপনি যদি শিলং তীরের লটারি খেলতে চান তাহলে আপনাকে শুধুমাত্র অনুমোদিত কাউন্টার থেকে শিলং টিয়ার লটারির টিকিট কিনতে হবে। অনুমান করা হয় যে শিলং টিয়ার লটারির জন্য পুরস্কার অর্থ হবে আট হাজার টাকা এবং শিলং টিয়ার টিকিটের মূল্য হবে ৩০০ টাকা।

শিলং তীর হিট নাম্বার

মন্তব্য

আজকে আমরা শিলং তীর হিট নাম্বার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে আমাদের ওয়েবসাইট বুক মার্ক করে রাখতে পারেন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply