অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে প্রবাসীরা সবচেয়ে বেশি কাজ করতে যান সৌদি আরব তার মধ্যে অন্যতম। প্রতিবছর শতশত বাংলাদেশি ভাগ্য পরিবর্তনের আশায় উদ্যোগ আছে এই তেলসমৃদ্ধ দেশে পাড়ি জমান। বাংলাদেশ থেকে ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়ার পর সৌদি ভিসা লাগছে কিনা তা চেক করতে হয়। অনেকসময় দালালরা ভিসা স্টাম্পিং লাগছে বল থেকে টাকা নিয়ে নেয়। কিন্তু এখন আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক করতে পারবেন।
কেননা ভিসায় স্টাম্প লেগে গেলে সৌদি আরব যেতে আপনার আর কোনো বাধা থাকবে না। তাই দালালদের টাকা দেয়ার আগে অবশ্যই অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক করে নিন। অন্যথায় আপনার টাকা মেরে দিতে পারে
ভিসা স্ট্যাম্পিং কি
সাধারণত মধ্যপ্রাচ্যের কোন দেশে কাজের জন্য ভিসা আবেদনের সময় পাসপোর্ট জমা দিতে হয়। পাসপোর্ট অফিস এবং ভিসা এম্বাসি গুলো আপনার প্রয়োজনীয় সব কাগজপত্র চেক করবেন। যদি আপনার সব ডকুমেন্টস অরিজিনাল থাকে সে ক্ষেত্রে প্রাথমিকভাবে তারা আপনার ভিসা উপরে একটি স্টাম্প লাগিয়ে দেয়। এর মানে হল আপনার পাসপোর্ট টি ভিসার জন্য গৃহীত হয়েছে। সাধারণত ভিসায় এক্সটেম্পরে লেগে গেলে ধরে নেয়া হয় আপনার ভিসা লেগে গেছে এবং আপনি এখন বিদেশ যেতে পারবেন।
বিশেষ করে দালালরা অনেক সময় দিয়েছি লেগেছে বলে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাই কোন দালাল বাজার এজেন্সিকে টাকা দেয়ার পূর্বে অবশ্যই অনলাইনে চেক করে নিন আপনার বিষয়ে স্টাম্প লেগেছে কিনা। অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম নিয়ে আজকের আলোচনা
সৌদি ভিসা স্টাম্পিং চেক কেন করবেন
অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক কেন করতে হবে। উত্তর হচ্ছে সৌদি আরব যাওয়ার জন্য আপনি যে বস্তুটি জমা দিয়েছেন প্রাকৃত হয়েছে কিনা বা অনুমোদন পেয়েছে কিনা তা যাচাই করার প্রথম উপায় হচ্ছে অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক করা। অনলাইনে নিজের পাসপোর্ট নাম্বার এবং কিছু তথ্য দিয়ে খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন আপনার বিষয়টি অনুমোদন পেয়েছে কিনা।
কারণ আপনি যদি অনলাইনে চেক করেন নাই সে ক্ষেত্রে ধরনের সুযোগ নেয়। দালালরা অনেক সময় ভিসা হয়েছে বলে প্রবাসীদের কাছ থেকে টাকা খেয়ে নেয়। তাই আপনি কি দালালের খপ্পর থেকে বাঁচতে চান অবশ্যই অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম জানতে হবে।
সৌদি ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
সাধারনত https://enjazit.com.sa/ এই ওয়েবসাইট থেকে সৌদি ভিসা লেগেছে কি না তা চেক করা যায়। ওয়েবসাইটে ঢুকে সহজ কিছু স্টেপ ফলো করে নিজেই যাছাই করতে পারবেন আপনার সৌদি ভিসায় স্ট্যাম্প লেগেছে কি না। নিচে আমরা সহজ কয়েকটি ধাপের মাধ্যমে তা ব্যাখ্যা করার চেষ্টা করছি।
- প্রথমে এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করুন। কোন কারনে ওয়েবসাইটে ঢুকতে না পারলে ভিপিএন ব্যবহার করুন।
- Current Nationality এই স্থানে Bangladesh সিলেক্ট করুন।
- Visa Type এই স্থানে Action সিলেক্ট করুন আর যদি Action এই অপশনটি খুজে না পান সেক্ষেত্রে Work সিলেক্ট করুন। অথব আপনি যদি কাজের ভিসায় না গিয়ে ওমরা ভিসা, ভিজিট ভিসা অথবা অন্য কোন ভিসা চেক করতে চান সেক্ষেত্রে সেটি সিলেক্ট করুন।
- Destination এই অপশনে Dhaka সিলেক্ট করুন।
- Image Icon এই ফিল্ডে বা পাশের ছবিতে দেখানো কোড গুলো ডানপার্শে বসান।
- এবার ওকে বাটনে ক্লিক করুন এবং আপনার ভিসায় স্ট্যাম্প লেগেছে কি না তা দেখতে পাবেন বিস্তারিত।
অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক করার জন্য সবগুলো তথ্য সঠিকভাবে দিতে হবে। যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে তথ্যগুলো ফিলাপ করেছি।
প্রথমে এই লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করুন। Current Nationality এই স্থানে Bangladesh সিলেক্ট করুন। Visa Type এই স্থানে Action সিলেক্ট করুন আর যদি Action এই অপশনটি খুজে না পান সেক্ষেত্রে Work সিলেক্ট করুন। অথব আপনি যদি কাজের ভিসায় না গিয়ে ওমরা ভিসা, ভিজিট ভিসা অথবা অন্য কোন ভিসা চেক করতে চান সেক্ষেত্রে সেটি সিলেক্ট করুন। Destination এই অপশনে Dhaka সিলেক্ট করুন। Image Icon এই ফিল্ডে বা পাশের ছবিতে দেখানো কোড গুলো ডানপার্শে বসান। এবার ওকে বাটনে ক্লিক করুন এবং আপনার ভিসায় স্ট্যাম্প লেগেছে কি না তা দেখতে পাবেন বিস্তারিত।
উপরের সব তথ্য সঠিকভাবে পূরণ করলে আপনার পূরন করলে ভিসায় স্ট্যাম্প লেগেছে কিনা তা সহজেই দেখতে পারবেন। যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির পাসপোর্ট হারিয়ে গেছে তাই Order Number এবং Order Id দেখা যাচ্ছে ছবির উপরে। আপনারা যদি অর্ডার নাম্বার এবং অর্ডার আইডি দেখা যায় তাহলে বুঝে নিবেন আপনার পাসপোর্টটি গৃহীত হয়েছে এবং আপনার সৌদি ভিসা লেগেছে।
সৌদি আরব কোম্পানি ভিসা
সাধারনত আমাদের দেশ থেকে প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন কোম্পানি ভিসা নিয়ে কাজ করতে যায়। যদি আপনিও সৌদি আরব কোম্পানি ভিসা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে এই পোষ্টটি পড়তে পারেন। এছাড়াও খাদেম ভিসা, আবাসিক হোটেল ভিসা, রেস্টুরেন্ট ভিসা এই ভিসা গুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। আমাদের ওয়েবসাইটে অলরেডি আমরা এইসব ব্যাপারে লিখে রেখেছি।
অনলাইনে গামকা মেডিকে রিপোর্ট চেক করার নিয়ম জানতে এই লিংকে ক্লিক করুন। গালফ কান্ট্রি অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে যাওয়ার ক্ষেত্রে গামকা মেডিকেল রিপোর্ট খুবই গুরুত্বপূর্ন একটি অংশ।
সৌদি ভিসা লেগেছে কি না চেক করুন
উপরে আমরা অনলাইনে সৌদি ভিসা স্টাম্পিং চেক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি সব তথ্য সঠিকভাবে দিলে খুব সহজেই আপনি অনলাইনে সৌদি ভিসা স্ট্যাম্পিং চেক করতে পারবেন। কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে দিতে পারেন। আমরা নিয়মইত প্রবাস জীবন নিয়ে আর্টিকেল দিয়ে থাকি। ভালো লাগলে অন্যান্য পোষ্টগুলো পড়ুন