ঢাকার আবাসিক কলেজের তালিকা

ঢাকার আবাসিক কলেজের তালিকা

একজন মাধ্যমিক পাসকৃত শিক্ষার্থীর স্বপ্ন থাকে ঢাকার সেরা কোন কলেজে ভর্তি হওয়ার। যদি সে শিক্ষার্থী ঢাকার বাইরের হয়ে থাকে তাহলে তাকে সর্ব প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হচ্ছে আবাসনের সমস্যা। তাই সে চায় ঢাকার যে কলেজ গুলোতে আবাসন ব্যবস্থা আছে সেই কলেজে ভর্তি হতে। অথবা অনেক শিক্ষার্থী আছে তারা তাদের পছন্দের কলেজটিতে ভর্তির সুযোগ পেয়ে সর্বপ্রথম কলেজে আবাসিক ব্যবস্থা আছে কিনা সেটা নিয়ে কৌতুহল হয়ে পড়ে।

আজকের আর্টিকেলটিতে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঢাকার আবাসিক কলেজের তালিকা গুলো নিয়ে। যাতে করে আপনারা খুব সহজে ঢাকার আবাসিক কলেজের তালিকা থেকে আপনার পছন্দের কলেজটি আবাসন ব্যবস্থা আছে কিনা তা যাচাই করে নিতে পারেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ঢাকার আবাসিক কলেজের তালিকা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ অন্যতম।এই কলেজে শুধুমাত্র ছাত্ররা এ ভর্তি হতে পারে ছাত্রীদের জন্য কোনো সুযোগ নেই। এখানে চারটি শাখায় পড়াশোনা করানো হয় বিজ্ঞান (ইংরেজি) মাধ্যম, বিজ্ঞান (বাংলা) মাধ্যম, বাণিজ্য ও মানবিক শাখা।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তি হতে চাইলে যে সব যোগ্যতা লাগবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজ্ঞান (ইংরেজি) মাধ্যমের জন্য আবেদন যোগ্যতা জিপিএ 5.00 পেতে হবে এবং বিজ্ঞান (বাংলা) মাধ্যমের জন্য আবেদনের যোগ্যতা জিপিএ 5.00 পেতে হবে। বাণিজ্য বিভাগের জন্য জিপিএ 4.00 এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 4.00 পেতে হবে।

আবাসন ব্যবস্থাঃএখানে আবাসিক এবং অনাবাসিক উভয় ব্যবস্থা আছে। আবাসিকের জন্য খরচ তুলনামূলক একটু বেশি অনাবাসিক এর জন্য খরচ কম। আবাসনের জন্য সর্বমোট মাসিক খরচ 6553 টাকার মতো আসে এবং অনাবাসিক এর জন্য মাসিক খরচ 1553 টাকার মতো।

ঢাকা কলেজ

ঢাকার আবাসিক কলেজের তালিকা ঢাকা কলেজ অন্যতম।এখানে তিনটি শাখায় পড়াশোনা করানো হয় বিজ্ঞান বিভাগ,বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগ।

ঢাকা কলেজে ভর্তি হতে চাইলে যে সব যোগ্যতা লাগবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য আবেদন যোগ্যতা জিপিএ 5.00 পেতে হবে ।বাণিজ্য বিভাগের জন্য জিপিএ 4.75 এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 4.50 পেতে হবে।

আবাসন ব্যবস্থাঃ ঢাকা কলেজে বর্তমানে আটটি আবাসন ব্যবস্থা আছে। সেগুলো হচ্ছে

উত্তর ছাত্রাবাস, দক্ষিণ ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আখতারুজ্জামান ইলিয়াস হল, শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাস, দক্ষিণায়ণ ছাত্রাবাস, শেখ কামাল ছাত্রাবাস অন্যতম।

আরো পড়ুন – ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা ২০২২

আইডিয়াল স্কুল এন্ড কলেজ

ঢাকার আবাসিক কলেজের তালিকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ অন্যতম।ঢাকার সেরা কলেজের তালিকা গুলোর মধ্যে আইডিয়াল স্কুল এন্ড কলেজ অন্যতম সেরা কলেজ গুলোর মধ্যে একটি। আইডিয়াল স্কুল এন্ড কলেজ অবস্থিত মতিঝিল এলাকায়।

অবস্থানঃ মতিঝিল, ঢাকা।

যোগ্যতাঃ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির যোগ্যতা সম্পন্ন হতে চাইলে অর্থাৎ আবেদন করতে চাইলে নূন্যতম যোগ্যতা লাগবে বিজ্ঞান ইংরেজি বিভাগের জন্য জিপিএ 4.50। বহিরাগত শিক্ষার্থীদের জন্য জিপিএ 5.00 লাগবে। বিজ্ঞান বাংলা বিভাগের জন্য জিপিএ 4.50 বহিরাগত শিক্ষার্থীদের জন্য 5.00। বাণিজ্য বিভাগের জন্য জিপিএ 4.00 বহিরাগত শিক্ষার্থীদের জন্য 4.50 এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 3.00 বহিরাগত শিক্ষার্থীদের জন্য 3.00 পেতে হবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা 1185 টি। যার মধ্যে

বিজ্ঞান (বাংলা) ভার্সনের জন্য-650 টি।
বিজ্ঞান (ইংরেজি) দিবা প্রভাতী শাখা মিলে-85 টি
বাণিজ্য (বাংলা)ভার্সনের জন্য-250 টি
মানবিক (বাংলা) ভার্সনের জন্য-200 টি।

আবাসন ব্যবস্থাঃ এখানে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা আছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুধু মাত্র ছেলেদের জন্য একটি আবাসন ব্যবস্থা আছে। হলে সিট পেতে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয়। আসন ফাঁকা থাকলে আবাসন ব্যবস্থার সুযোগ থাকে। তবে গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা করে দেওয়া হয়। আবাসন খরচ থাকা খাওয়া সহ 1500 থেকে 2000 টাকার মতো।

তবে সময়ের সাথে সাথে আবাসন ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে তাই অবশ্যই আপনাকে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হতে হবে।

খিলগাঁও মডেল কলেজ

ঢাকার আবাসিক কলেজের তালিকা খিলগাঁও মডেল কলেজ অন্যতম।ঢাকার সেরা কলেজের তালিকা গুলোর মধ্যে খিলগাঁও মডেল কলেজ সেরা। খিলগাঁও মডেল কলেজ অবস্থিত  খিলগাঁও চৌরাস্তা ঢাকাতে।

অবস্থানঃ খিলগাঁও, ঢাকা।

যোগ্যতাঃ খিলগাঁও মডেল কলেজ এ ভর্তির যোগ্যতা সম্পন্ন হতে চাইলে অর্থাৎ আবেদন করতে চাইলে নূন্যতম যোগ্যতা লাগবে বিজ্ঞান  বিভাগের জন্য জিপিএ 4.00।বাণিজ্য বিভাগের জন্য জিপিএ 3.25 এবং মানবিক বিভাগের জন্য জিপিএ 2.50 পেতে হবে।

আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা 825 টি। যার মধ্যে

বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা-150 টি।
ব্যবসায় শিক্ষার জন্য আসন সংখ্যা-175 টি।
মানবিক বিভাগের জন্য আসন সংখ্যা-500 টি।
আবাসন ব্যবস্থাঃ খিলগাঁও মডেল কলেজে আবাসন ব্যবস্থা আছে। এখানে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থা থাকায় যারা দূরবর্তী শিক্ষার্থী তারা আবাসিক ব্যবস্থার সুযোগ পেয়ে থাকে।

রাজউক উত্তরা মডেল কলেজ

ঢাকার আবাসিক কলেজের তালিকা রাজউক উত্তরা মডেল কলেজ অন্যতম।খানে তিনটি শাখায় পড়াশোনা করানো হয় বিজ্ঞান (ইংরেজি ও বাংলা) মাধ্যম, বাণিজ্য (ইংরেজি ও বাংলা) মাধ্যম ও মানবিক শাখা।

রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি হতে চাইলে বিজ্ঞান (ইংরেজি ও বাংলা) মাধ্যম এর জন্য শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ 5.00 থাকতে হবে। বাণিজ্য (ইংরেজি ও বাংলা) মাধ্যম এর শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.00 এবং  মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য জিপি 3.75 পেতে হবে। উপরোক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা অথবা আবেদন করতে পারবে।

আবাসন ব্যবস্থাঃএখানে আবাসিক এবং অনাবাসিক উভয় ব্যবস্থা আছে। আবাসিকের জন্য খরচ তুলনামূলক একটু বেশি মাসিক খরচ 8000 টাকার মতো। অনাবাসিক এর জন্য খরচ কম।

ঢাকা কমার্স কলেজ

ঢাকা কমার্স কলেজ যে তিনটি বিষয়ের উপর পড়ানো হয় বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান, বাণিজ্য  ও মানবিক শাখা।

ঢাকা কমার্স কলেজ ভর্তির আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ হ্যাঁ 5.00 বাণিজ্য বিভাগে জিপিএ 4.50 এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য জিপিএ 4.00 পেতে হবে।

আবাসিক ব্যবস্থাঃ ঢাকা কমার্স কলেজের ছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা আছে। তবে এখানে আবাসিক-অনাবাসিক উভয়ই ব্যবস্থা আছে। এখানে মূলত যারা ঢাকার বাইরে থেকে পড়াশোনা করার জন্য আসে এবং গরীব মেধাবী ছাত্রীদের আবাসন সুব্যবস্থা আছে।

সরকারি বিজ্ঞান কলেজ

ঢাকার আবাসিক কলেজের তালিকা সরকারি বিজ্ঞান কলেজ অন্যতম।সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা জেলায় অবস্থিত। এখানে তিনটি বিষয়ের উপর পড়াশোনা করানো হয়। বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখা।

সরকারি বিজ্ঞান কলেজ ভর্তির আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ হ্যাঁ 4.00 বাণিজ্য বিভাগে জিপিএ 3.50 এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য জিপিএ 3.00 পেতে হবে।

আবাসিক ব্যবস্থা: সরকারি বিজ্ঞান কলেজ এ দুইটি আবাসনের ব্যবস্থা আছে। আবাসিক সু-ব্যবস্থা পেতে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হয়। বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা করে দেওয়া হয় এছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা থাকে।

ঢাকার আবাসিক কলেজের তালিকা

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ঢাকার আবাসিক কলেজের তালিকা গুলো সম্পর্কে। তালিকা গুলোর মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ অন্যতম। এছাড়া ঢাকা কলেজ ,আইডিয়াল স্কুল এন্ড কলেজ,  রাজউক উত্তরা মডেল কলেজ ,ঢাকা কমার্স কলেজ এবং সরকারি বিজ্ঞান কলেজ কলেজ গুলোতে আবাসন ব্যবস্থা আছে।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

আরো পড়ুন – ঢাকার সেরা বেসরকারি কলেজের তালিকা ২০২২

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply