নামাজে পড়ার জন্য সহজ সূরা – নামাজের জন্য ছোট ২০ টি সুরা

নামাজে পড়ার জন্য সহজ সূরা

একজন মুসলিম হিসেবে প্রতিদিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয়। পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ ছাড়াও সুন্নত এবং নকল নামাজ পড়ে থাকি। কিন্তু খেয়াল করে দেখবেন আপনার নির্দিষ্ট কয়েকটি টি সূরা দিয়ে এই সব নামাজ পড়ছেন। অথচ পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরার নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং রয়েছে একটু সচেতনতার অভাবে আমরা সূরা গুলো পড়ি না। অনেক সময় মুখস্থ না থাকায় চাইলেও ভিন্ন সূরা পড়া আমাদের পক্ষে সম্ভব হয় না অথচ কুরআন শরীফ এমন অনেক সুরা আছে সেগুলো ছোট এবং মুখস্থ করা অনেক সহজ

নামাজে পড়ার জন্য সহজ সূরা
ছবি – নামাজে পড়ার জন্য সহজ সূরা

 

আজকে আমরা নামাজে পড়ার জন্য সহজ সূরা নিয়ে আলোচনা করবো। প্রত্যেক টি সূরা বাংলা উচ্চারণ এবং অর্থ সাথে দেয়ার চেষ্টা করব যাতে মুখস্থ করতে সহজ হয়। এছাড়াও অডিও শোনার জন্য সরাসরি লিংক দিয়ে দেবো। তাই আজকের পোস্টটি সকলের জন্য না উপকারই হবে আশা করি চলুন তাহলে শুরু করি।

নামাজের জন্য ছোট ২০ টি সুরা

প্রথমেই আমরা ২০ টি সূরা তালিকা আকারে দিয়ে দিচ্ছি যেন আপনি এক নজরে সূরা গুলো দেখে নিতে পারেন। এরপর এই সূরা গুলোর আরবী, বাংলা উচ্চারন ও বাংলা অনুবাদ দেয়া থাকবে নিচে। এছাড়াও প্রত্যেকটি সুরার সাথে অডিও লিংক ও দেয়া থাকবে যা চাইলে আপনি শুনতে পারেন। চলুন তাহলে নামাজে পড়ার জন্য সহজ সূরা র তালিকা দেখে নেয়া যাক।

  1. সূরা ফাতিহা
  2. সূরা নাস
  3. সূরা ফালাক
  4. সুরা এখলাস
  5. সূরা লাহাব
  6. সূরা নছর
  7. সূরা কাফিরুন
  8. সূরা কাউসার
  9. সূরা মাউন
  10. সূরা কোরাইশ
  11. সূরা ফিল
  12. সূরা হুমাজা
  13. সূরা আসর
  14. সূরা তাকাসুর
  15. সূরা কারিয়া
  16. সুরা আদিয়াত
  17. সূরা জিলজাল
  18. সূরা কদর
  19. সূরা আল লায়ল
  20. সুরা ত্বীন

নামাজে পড়ার জন্য ছোট সুরার তালিকা

এতক্ষন আমরা নামাজে পড়ার জন্য সহজ সূরা তালিকা দেখেছি এখন আমরা এই সূরা গুলো নিয়ে কিছুটা বিস্তারিত জানবো। চলুন তাহলে নামাজের জন্য ছোট ২০ টি সুরা নিয়ে বিস্তারিত জানা যাক।

সূরা ফাতিহা

  • এটি কুরান শরীফের ১ম সূরা
  • আয়াত সংখ্যা – ৭
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী
  • ফজিলত – এই সূরাকে সুরাতুস শেফা বা উপশমের সূরা বলা হয়। এছাড়াও এটিকে উম্মুল কুরান নামে অভিহিত করা হয়। প্রত্যেক রাকাতে এই সূরা পড়া আবশ্যল। এই সূরাও অনেক অনেক ফজিলত ও গুরুত্ব রয়েছে।

সূরাটি পড়তে এই লিংকে ক্লিক করুন। এখানে আপনি বাংলা ইংরেজী এবং আরবি অর্থ ও উচ্চারন সহ পেয়ে যাবেন।

সূরা নাস

  • এটি কুরান শরীফের ১১৪ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৬
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাদানী

এই সূরা টি ছোট হওয়ার আমরা সকলেই কম বেশি এটি বিভিন্ন নামাজে পড়ে থাকি। এছাড়াও এই সূরার বেশি কিছু ফজিলত ও বিশেষত্ব রয়েছে।

সূরা নাস বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা ফালাক

  • এটি কুরান শরীফের ১১৩ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৫
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাদানী

এই সূরা টি ছোট হওয়ার আমরা সকলেই কম বেশি এটি বিভিন্ন নামাজে পড়ে থাকি। এছাড়াও এই সূরার বেশি কিছু ফজিলত ও বিশেষত্ব রয়েছে।

সূরা ফালাক  বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা এখলাস

  • এটি কুরান শরীফের ১১৩ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৫
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাদানী

সূরা এখলাস কুরান শরীফের একটি গুত্বপুর্ন সুরা। এই সূরা নামাজে পড়া ছাড়াও জীবনের অনেক সমস্যার সমাধান হিসেবে আমরা প্রতিদিন পড়ে থাকি। এছাড়াও এই সুরাটির উপর নবীজি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

সূরা এখলাস বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা লাহাব

  • এটি কুরান শরীফের ১১১ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৫
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্ক

সূরা লাহাব বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা নাছর

  • এটি কুরান শরীফের ১১০ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৩
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা নাছর এর আরেক নাম তাওদী যার বাংলা অর্থ বিদায়। মহানবী (সঃ) এর বিদায় ঘনিয়ে আসছে এর ইশারা স্বরূপ এই সূরা টি নাজিল করা হয়েছে। তাই এই সূরা বরাবর ই স্পেশাল। এছাড়া সূরাটি ছোট হওয়ার খুব সহজেই নামাজে পাঠ করা যায়।

সূরা নাছর বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

আরো পড়ুন – নামাজের নিষিদ্ধ সময় | যে ৩ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

সূরা কাফিরুন

  • এটি কুরান শরীফের ১০৯ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৬
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা কাফিরুনবাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা কাউসার

  • এটি কুরান শরীফের ১০৮ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৩
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা কাউসার  বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা মাউন

  • এটি কুরান শরীফের ১০৭ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৭
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা মাউন বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা কোরাইশ

  • এটি কুরান শরীফের ১০৬ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৪
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা কোরাইশ বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা ফিল

  • এটি কুরান শরীফের ১০৫ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৫
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা ফিল বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা ফিল

  • এটি কুরান শরীফের ১০৫ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৫
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা ফিল বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা হুমাজা

  • এটি কুরান শরীফের ১০৪ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৯
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা হুমাজা বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা আছর

  • এটি কুরান শরীফের ১০৩ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৩
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা আছর বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা তাকাসুর

  • এটি কুরান শরীফের ১০২ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৮
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা তাকাসুর বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা কারিয়া

  • এটি কুরান শরীফের ১০১ তম সূরা
  • আয়াত সংখ্যা – ১১
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা কারিয়া বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা আদিয়াত

  • এটি কুরান শরীফের ১০০ তম সূরা
  • আয়াত সংখ্যা – ১১
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা আদিয়াত বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা জিলজাল

  • এটি কুরান শরীফের ৯৯ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৮
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা জিলজাল বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা কদর

  • এটি কুরান শরীফের ৯৭ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৫
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা কদর বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা আল লায়ল

  • এটি কুরান শরীফের ৯২ তম সূরা
  • আয়াত সংখ্যা – ২১
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা আল লায়ল বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন। 

সূরা আল ত্বীন

  • এটি কুরান শরীফের ৯৫ তম সূরা
  • আয়াত সংখ্যা – ৮
  • রুকু সংখ্যা – ১
  • সূরার ধরন – মাক্কী

সূরা ত্বীন বাংলা, ইংরেজী ও আরবিতে অর্থ সহ পড়তে এখানে ক্লিক করুন।

নামাজের সূরা পড়ার সিরিয়াল

ফরজ নামাজে সূরা পড়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা নিয়ম ফলো করতে হয়। এই পর্যায়ে আমরা নামাজে সূরা পড়ার সিরিয়াল নিয়ে আলোচনা করবো।

  1. সূরা ফাতিহা
  2. সূরা ফীল
  3. সূরা কোরাইশ
  4. সূরা মাউন
  5. সূরা কাওসার
  6. সূরা কাফিরুন
  7. সূরা নাসর
  8. সূরা লাহাব
  9. সূরা ইখলাছ
  10. সূরা ফালাক
  11. সূরা নাস

 

নামাজে পড়ার জন্য সহজ সূরা

উপরে আমরা চেষ্টা করেছি নামাজে পড়ার জন্য সহজ সূরা – নামাজের জন্য ছোট ২০ টি সুরা নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আশা করছি নামাজে পড়ার জন্য সহজ সূরা ব্লগটি আপনাদের ভালো লেগেছে। নামাজ আমাদের জীবনে গুরুত্বপূর্ন একটি অংশ তাই এই ব্যাপারে কোন অবহেলা না করে সচেতন হওয়া উচিত। আশা করছি আমাদের আজকের ব্লগের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবে। ভালো লাগলে ব্লগটি শেয়ার করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোষ্ট টি পড়তে পারেন। ধন্যবাদ

আরো পড়ুন – স্থায়ীভাবে মোটা হওয়ার ইসলামিক উপায় | মোটা হওয়ার প্রাকৃতিক ও কার্যকরি খাবার

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply