মশা মারার লিকুইড এর নাম ও দাম কত

মশা মারার লিকুইড

বর্তমান সময়ে মশার মাধ্যমে ডেঙ্গু সহ নানা ধরনের রোগ ছড়াচ্ছে। তাই অনেকে মশা থেকে মুক্তি পেতে কোয়েল, মশা তাড়ানোর ইলেকট্রিক মেশিন সহ অনেক কিছু ব্যবহার করছেন। তারপরেও সঠিকভাবে মশা তাড়াতে পারছেন না। বর্তমান বাজারে মশা তাড়ানোর জন্য সব থেকে কার্যকরী এবং কম দামে কিছু লিকুইড পাওয়া যায় যা খুব সহজে মশা তাড়াতে সাহায্য করে।

তুলনামূলক ভাবে এই  লিকুইড এগুলোর দাম অনেক কম হলেও মশা তাড়ানোর জন্য খুবই কার্যকরী। আজকে আমরা মশা মারার লিকুইড নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এবং সেই সাথে এ আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবেন লিকুইড এর ব্যবহার, দাম , ও নিয়মগুলো সম্পর্কে।

মশা মারার লিকুইড এর নাম

বাজারে অনেক ভালমানের  লিকুইড পাওয়া যায়। তার মধ্যে সব থেকে ভালো কয়েকটি লিকুইড এর নাম নিচে দেওয়া হল

  • Good night power active
  • Good night Led
  • Good night Xpress
  • Mortein Mosquito Repellent Refill
  • Good knight advance

এ ছাড়াও বাজারে অনেক ধরনের লিকুইড পাওয়া যায়। যেগুলো আপনারা অনলাইন থেকে সরাসরি অর্ডার করে ক্রয় করতে পারবেন। অথবা সরাসরি বাজারে গিয়ে দেখে ভালো মানের কিনে নিতে পারেন।

মশা মারার লিকুইড এর দাম কত

মশা মারার লিকুইড এর দাম কোয়ালিটি ভেবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাজারের সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত লিকুইড পাওয়া যায়। মূলত লিকুইড এর কার্যকরিতা রুপোর দাম নির্ধারণ করে থাকে। চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের লিকুইড এর কি রকম দাম সেই সম্পর্কে

  • Good night power active এই লিকুইড এর বাজার মূল্য-165 টাকা।
  • Good night Xpress এই লিকুইড এর বাজার মূল্য-150 টাকা।
  • Mortein Mosquito Repellent Refill এই লিকুইড এর বাজার মূল্য-185টাকা।
  • Good knight advance এই লিকুইড এর বাজার মূল্য-170 টাকা।
  • Good night Led এই লিকুইড এর বাজার মূল্য – 435 টাকা

বাজারে আরও বেশকিছু মশা মারার লিকুইড পাওয়া যায়। সেগুলো চাইলে আপনারা অনলাইন থেকে সরাসরি অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি বাজারে গিয়ে দেখে নিতে পারেন।

মশা মারার লিকুইড এর ব্যবহার

লিকুইড এর ব্যবহারগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে

  • প্রথমে রিফিল বোতলের ঢাকনা খুলে মেশিনের নিচে লাগাতে হবে।
  • মেশিনের ভেতরে এলিমেন্ট এর তাপে বোতলের ভেতর থাকার লিকুইড আস্তে আস্তে গলে বাষ্পে রূপ নেবে।
  • তারপর বিদ্যুৎ সংযোগ দিলে মেশিনটি থেকে কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে বাসব সমস্ত রুমে ছড়িয়ে পড়বে এবং আস্তে আস্তে মশা তাড়াতে সাহায্য করবে।
  • সাধারণত রাত্রে 30 মিনিটের মত ব্যবহার করলে ঘরে কোন মশা থাকেনা।
  • সারাদিনে চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করার ফলে মশা মাছি সহ অন্যান্য যেকোনো পোকামাকড় নিয়ে আর কোন চিন্তা করতে হবে না।

লিকুইড গুলো মূলত এভাবেই খুব সহজ নিয়মে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান সময়ে মশা তাড়ানোর সবথেকে উপকারী একটি লিকুইড বলা চলে। কেননা লিকুইড ব্যবহারের ফলে কোন ধরনের সমস্যা হয় না।

মশা মারার লিকুইড কিভাবে কাজ করে

লিকুইড বাজার থেকে নিয়ে এসে প্রথমে রিফিল বোতলের মুখ খুলে মেশিনের নিচের লাগিয়ে দিতে হবে। তারপর রিফিল বোতলে থাকা লিকুইড আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে।

পরে বিদ্যুৎ সংযোগ দিলে এই বাষ্প গুলো ঘরের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। এবং আস্তে আস্তে ঘরে থাকা মশা সহ অন্যান্য যেকোনো পোকামাকড় খুব সহজেই নিরোধন করা সম্ভব হয়। মোট কোথায় মশা মারার লিকুইড ব্যবহার করা যেমন সহজ এর কার্যকরীতাও অনেক ভালো।

মশা মারার লিকুইড কতটা কার্যকরী

মশা মারার লিকুইড অনেক কার্যকরী একটি উপাদান বলা চলে। কেননা এই লিকুইড এর মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই অর্থাৎ মশার কয়েল ব্যবহার করলে যেমন ধোয়া থেকে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় যেমন শ্বাস নিতে সমস্যা অথবা চোখের সমস্যা ছাড়াও অনেক কিছু সমস্যা সৃষ্টি হয়। কিন্তু মশা মারার লিকুইড ব্যবহার করার ফলে এই ধরনের কোন সমস্যা হয়না।

এই লিকুইড গুলো এতটাই কার্যকরী যে লিকুইড গুলো রুমে স্প্রে হওয়ার পর রুমে আশেপাশে যত ধরনের মশা পোকামাকড় থাকে সব মরে যাবে।

একবার একটি লিকুইড কিনলে মোটামুটি এক মাসের মত আর কেনার প্রয়োজন হয় না। কার্যকারিতার দিক থেকে মশা মারার অন্যান্য উপকরণগুলোর থেকে মশা মারার লিকুইড এখন সবার উপরে। কেননা লিকুইড এর দাম কম হওয়ায় অন্যান্য সব মশা মারার উপকরণ এর থেকে সবাই লিকুইড কেই বেছে নেয়।

মশা মারার লিকুইড ব্যবহারের সুবিধা

  •  লিকুইড ব্যবহারের একমাত্র সুবিধা হচ্ছে এটি ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনারা যেমন মোবাইল চার্জ করেন ঠিক একই রকম আধা ঘন্টার মত বিদ্যুৎ সংযোগ দিলেই হয়ে যাবে।
  • সাধারণ কোয়েল ব্যবহার করার ফলে যেমন ধোঁয়ার কারণে শরীরের বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। এই মেশিন ব্যবহার করার ফলে এ ধরণের কোনো সমস্যা হয় না।
  • বাজারে বিভিন্ন মডেলের মশা মারার লিকুইড পাওয়া যায়। তুলনামূলক মশা মারার অন্যান্য সব উপকরণের থেকে মশা মারার লিকুইড এর দাম অনেক কম হওয়ায় এটি মূলত সবাই ব্যবহার করতে পারবে।
  • মশা মারার লিকুইড ব্যবহার করার ফলে খুব সহজে মশা অন্যান্য পোকামাকড় থেকে মুক্তি পাওয়া যায়।
  • প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করলে পোকামাকড় ও মশা মাছি নিয়ে আপনাদেরকে আর চিন্তা করতে হবে না।

 

মশা মারার লিকুইড

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি মশা মারার লিকুইড সম্পর্কে এবং লিকুইড এর নাম ও লিকুইড এর ব্যবহার গুলো সম্পর্কে। আরো আলোচনা করার চেষ্টা করেছি  লিকুইড কিভাবে কাজ করে ও  লিকুইড এর সুবিধা এবং দাম কত গুলো সম্পর্কে।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply