কম দামে ভালো রুম হিটার, মিয়াকো রুম হিটার দাম কত

কম দামে ভালো রুম হিটার

চারদিকে শীতের আভাস শুরু হয়ে গেছে। বর্তমানে শহরে বা গ্রামে শীতকালে রুম হিটার ব্যবহারের প্রচলন দিন দিন বেড়েই চলছে।  বাজারে বিভিন্ন কোম্পানির রুম হিটার পাওয়া যাচ্ছে এবং পূর্বের তুলনায় অনেক কম দামে ভালো ভালো কোম্পানির হিটার পাওয়া যাচ্ছে। যারা ছোট ফ্যামিলির জন্য অথবা ছোট রুমের জন্য কম দামে ভালো রোহিতের কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি গুরুত্বপূর্ণ হবে।

আজকে আমরা কম দামে ভালো রুম হিটার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে মিয়াকো কোম্পানির রুম হিটার গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

রুম হিটার কি এবং কিভাবে কাজ করে

যারা প্রথমবার হিটারের ক্রয়ের কথা ভাবছেন তারা অনেকে জানেনা রুম হিটার কি এবং এটি কিভাবে কাজ করে।

রুম হিটার হচ্ছে পোর্টেবল ছোট একটি ইলেকট্রিক মেশিন যার ভেতরে ধাতব কুণ্ডলী থাকে এবং এতে বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে রুমের আদ্রতা শোষণ করে এবং গরম হওয়ার নির্গত করে। রুম হিটারে মূলত বিভিন্ন ধাতুর পাত কুণ্ডলী আকারে দেয়া থাকে যখন আপনি বিদ্যুৎ কানেকশন দিবেন এটি উত্তপ্ত হয় গরম হওয়া নির্গমন করে এবং রুম গরম করে তোলে।

যদিও বর্তমানে বিভিন্ন ধরনের রুম হিটার রয়েছে এবং প্রত্যেকটির কার্যপ্রক্রিয়া ভিন্ন। নিচে আমরা বিভিন্ন রুমে নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব।

কত ধরনের রুম হিটার কিনতে পাওয়া যায়

বর্তমানে বিশ্ব বাজারে অনেক রকম রুম হিটারের চলে এসেছে তবে বাংলাদেশের প্রধানত দুই প্রকার রুম হিটার বেশি জনপ্রিয়।

  1. ব্লোয়ার রুম হিটার
  2. সিরামিক পাতের রুম হিটার

ব্লোয়ার রুম হিটার মূলত ফ্যানের ঘূর্ণন এর সাহায্যে গরম হওয়া নির্গত করে এবং রুম গরম করে। শুরুর দিকে এই ধরণের রুম হিটার বেশ জনপ্রিয় ছিল এবং বাংলাদেশের বাজারে এগুলোই বেশি চলত। তবে বর্তমানে অনেক উন্নত মানের ও আধুনিক রুম হিটার চলে এসেছে তাই এই ধরনের পিঠার এখন কম পাওয়া যায়।

সিরামিক পাতের রুম হিটার গুলোতে বিশেষ ধরনের ধাতব ও কুন্ডুলি থাকে যেগুলো গরম হওয়ার মাধ্যমে রুমে গরম হাওয়া বের করে। বর্তমানে বাংলাদেশের বাজারে এই ধরনের রুম হিটার এর প্রচলন বেশি লক্ষ্য করা যায়। তুলনামূলক বিদ্যুৎসাশ্রয়ী হওয়ায় সাধারণ মানুষ এ ধরনের মিটার বেশি ভয় করছে।

আজকে আমরা মূলত সিরামিক পাতের রুম হিটার নিয়ে আলোচনা করবো।

আরো পড়ুন – ওয়ালটন রুম হিটার দাম কত, ইলেকট্রিক রুম হিটার বাংলাদেশ প্রাইস

Miyak room heater price

বর্তমানে বাংলাদেশে যে কয়টি কোম্পানির রুম হিটার পাওয়া যাচ্ছে তাদের মধ্যে মিয়াকো অন্যতম একটি। মিয়াকো মূলত চাইনিজ ইলেকট্রনিক্স পণ্য তৈরি একটি কোম্পানি। তুলনামূলক কম দামে ভালো মানের প্রোডাক্ট তৈরীর জন্য সারা বিশ্বে জনপ্রিয় এই কোম্পানিটি। বর্তমানে বাংলাদেশের বাজারে কম দামে ভালো রুম হিটার কিনতে চাইলে সবচেয়ে ভাল অপশন মিয়াকো কোম্পানি।

হিটার এর ধরন ও কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন দামের প্রোডাক্ট রয়েছে কোম্পানিটির। 2000 টাকা থেকে শুরু করে 6000 টাকার মধ্যে বিভিন্ন মডেলের হিটার রয়েছে। নিচে আমরা বিভিন্ন দামের কয়েকটি রুম হিটার নিয়ে আলোচনা করব। আশা করছি এরমধ্যে থেকে নিজের বাজেট অনুযায়ী একটি হিটার পছন্দ করতে পারবেন।

2000 টাকার মধ্যে ভাল রুম হিটার

কম দামে ভালো রুম হিটার

  • Model – PTC-A3
  • Brand – Miyako
  • Price – 2000 tk
  • Watt – 750 watt/ 1000 watt
  • Coverage area – 3000 sq ft

বৈশিষ্ট্য

মিয়াকো ব্র্যান্ডের PTC-A3  মডেলের রুম হিটার কম টাকার মধ্যে ভালো একটি অপশন হতে পারে। বর্তমানে 2000 টাকা যে সুবিধা পাওয়া যায় তার মধ্যে এটি অন্যতম জনপ্রিয় একটি মডেল। হিটার টি তে ৭৫০ ওয়াট ও ১০০০ ওয়াট দুটি পাওয়ার অপশন রয়েছে। বাসায় ছোট বাচ্চা বা বৃদ্ধ কেউ থাকলে কম পাওয়ারের চালাবেন। এবং শীত বেশি পড়লে 1000 ওয়াট চালাতে পারেন। এছাড়াও ওভারহিটিং প্রটেকশন রয়েছে অর্থাৎ অতিরিক্ত গরম হলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে।

যারা কম দামে ভালো রুম হিটার নিতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটি অপশন হতে পারে এই হিটারটি।

২৫০০ টাকায় সেরা রুম হিটার

কম দামে ভালো রুম হিটার

আপনার বাজেট কিছুটা বেশি হয় সে ক্ষেত্রে ২৫০০ ঢাকার মধ্যে মিয়াকো ব্র্যান্ডের দুটি রুম হিটার রয়েছে। আপনি যেকোনো একটি পছন্দ করে নিতে পারেন।

  • Model – PTC – 158S
  • Brand – Miyako
  • Price – 2500 tk
  • Watt – 1000 watt/ 2000 watt
  • Coverage area – 4000 sq ft
  • Model – PTC – 10M
  • Brand – Miyako
  • Price – 2300 tk
  • Watt – 1000 watt/ 2000 watt
  • Coverage area – 4000 sq ft

মডেল দুইটির বৈশিষ্ট্য

উপরের দুটি মডেলে কাছাকাছি কনফিগারেশনে এবং এর বৈশিষ্ট্য প্রায় একই একই সাথে দেয়া হলো। দুটি মডেলের পাবেন ১০০০ ওয়াট ও ২০০০ ওয়াট এর দুটি অপশন। অর্থাৎ শীতের পরিমাণের উপর ভিত্তি করে পাওয়ার বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়াও 70 ডিগ্রি পর্যন্ত হিটারটি মুভ করতে পারবে। এছাড়াও রয়েছে ওভারহিটিং প্রোটেকশন।

সিরামিকের ধাতুর তৈরি ইলেকট্রিক অনেকদিন ব্যবহার করতে পারবেন। কম দামে ভালো রুম হিটার নিতে চাইলে এই দুটি মডেল ও বিবেচনায় রাখতে পারেন।

3000 টাকার মধ্যে সেরা রুম হিটার

কম দামে ভালো রুম হিটার

  • Model – YAS – 1418
  • Brand – Miyako
  • Price – 3000 tk
  • Watt – 750 watt/ 1500 watt
  • Coverage area – 4000 sq ft
  • Model – PTC – 159B
  • Brand – Miyako
  • Price – 3200 tk
  • Watt – 1000 watt/ 2000 watt
  • Coverage area – 4000 sq ft

মডেল দুইটির বৈশিষ্ট্য

উপরের দুটি মডেল প্রায় কাছাকাছি বৈশিষ্ট্যের তাই আমরা একই সাথে দিয়েছি। তবে YAS – 1418 এই মডেলটিতে ৭৫০ ওয়াট ও ১০০০ ওয়াট এর অপশন রয়েছে। অন্যদিকে PTC – 159B এই মডেলে ১০০০ ওয়াট ও ২০০০ ওয়াট এর অপশন রয়েছে। তাই আপনার যদি রুম একটু বড় হয় এবং অতিরিক্ত পাওয়ার এর প্রয়োজন পড়ে তাহলে দ্বিতীয় মডেলটি পছন্দ করতে পারেন।

এছাড়া অন্যান্য সকল বৈশিষ্ট্য দুটি মডেলের ক্ষেত্রেই প্রায় সমান এবং দুটি মডেলে বাজারে বেশ জনপ্রিয়। উভয় মডেলের রয়েছে ওভারহিটিং প্রটেকশন, ৭০ ডিগ্রি পর্যন্ত মুভ করতে পারে। এছাড়াও রয়েছে কুলিং ফ্যান সিস্টেমে যার কারণে হিটার গরম থাকে এবং অনেক লম্বা সময় ব্যবহার করা যায়।

5000 টাকায় ভালো Electric room heater

কম দামে ভালো রুম হিটার

  • Model – PTC – 5210
  • Brand – Miyako
  • Price – 5500 tk
  • Watt – 750 watt/ 1500 watt
  • Coverage area – 4000 sq ft
  • Special feature – Thermostat Technology
  • Model – YH – 09R
  • Brand – Miyako
  • Price – 5000 tk
  • Watt – 1000 watt/ 2000 watt
  • Coverage area – 4000 sq ft

মডেল দুইটির বৈশিষ্ট্য

আপনার বাজেট যদি বেশি হয় এবং লম্বা সময় ব্যবহারের জন্য ভালো মানের একটি হিটার নিতে চান তাহলে এই দুটি মডেলের মধ্যে যেকোনো একটি পছন্দ করতে পারে। বিশেষ করে PTC – 5210 এই মডেল টি তে রয়েছে thermostat technology যার কারণে অনেক বেশি টেকসই এবং লম্বা সময় ব্যবহার করতে পারবেন।

এছাড়া একটা আদর্শ যেসব সুবিধা থাকা দরকার তার সব কিছুই পাবেন এই দুটি মডেলে। কোম্পানি দাবি করছে এই দুটি মডেলে ব্যবহারে বাসায় ছোট বাচ্চা থাকলেও তাদের চামড়ার কোন ক্ষতি হবে না কেননা এটাতে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

মিয়াকো রুম হিটারের কত বছর ওয়ারেন্টি

উপরে আমরা কম দামে ভালো রুম হিটার, মিয়াকো রুম হিটার দাম কত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। অনেকেই আমাদের কাছে জানতে চান মিয়া রুম হিটার কত বছর ওয়ারেন্টি। MIyako room heater warranty policy হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি।

অর্থাৎ এক বছরের মধ্যে গিটারের কোন সমস্যা হলে মিয়াকো সার্ভিস সেন্টারে নিয়ে আসলে সম্পূর্ণ ফ্রিতে ঠিক করে দেবে। এছাড়াও ইলেকট্রিক কয়েল যদি এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ নতুন আরেকটি হিটার রিপ্লেস করে দেবে।

মিয়াকো রুম হিটার কোথা থেকে কিনবেন

যারা প্রথমবার রুম হিটার কিনতে যাচ্ছেন তাদের অনেকেই বুঝতে পারেন না রুম হিটার কোথা থেকে কিনলে ভালো হবে। আপনি চাইলে নিকটস্থ মিয়াকোর সত্যায়িত ডিলার থেকে এই যে কোনো একটি মডেল পছন্দ করতে পারেন।

অথবা সাধারণ বাজারের যেকোন ইলেকট্রিক দোকানে শীতকালে রুম হিটার কিনতে পাওয়া যায়। তবে কেনার ক্ষেত্রে সাবধান থাকতে হবে মিয়াকো কোম্পানির অনেক ডুব্লিকেট চাইনিজ ভার্সন আছে। তাই কেনার সময় অবশ্যই এক বছরের ওয়ারেন্টি কার্ড দেখে নেবেন।

এছাড়াও অফলাইনের পাশাপাশি অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ক্রয় করতে পারেন মিয়াকো রুম হিটার। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেসগুলোতে পেয়ে যাবেন।

কম দামে ভালো রুম হিটার

উপরে আমরা কম দামে ভালো রুম হিটার, মিয়াকো রুম হিটার দাম কত নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে আপনার প্রিয় জন আত্মীয়দের সাথে আর্টিকেলটি শেয়ার করতে পারেন।

এছাড়া আপনার কোন প্রশ্ন বা মতামত জানার থাকলে এই পোষ্টের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব। ধন্যবাদ

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply