ঢাকা মেট্রোরেলের ভাড়া কত
মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। এছাড়া মেট্রোরেলে স্টুডেন্ট ভাড়ার কোন সুযোগ নেই। অর্থাৎ বাসে স্টুডেন্ট এর জন্য যেভাবে হাফ ভাড়া সিস্টেম ছিলো মেট্রোরেলে সেই সুবিধা থাকছে না।
তবে স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ হারে বেয়াত প্রদান করা রহবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেট্রোরেলের জন্য বিশেষ ধরনের কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। সাপ্তাহিক, মাসিক, পারিবারিক এই ৩ ধরনের কার্ড এর ব্যবস্থা থাকবে।
[table id=3 /]
মেট্রোরেল কবে চালু হবে?
ঢাকা মেট্রোরেল ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে চালু হয়েছে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় উম্বোধনী অনুষ্ঠান শেষে আগারগাও পর্যন্ত যাতায়াত করে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল প্রকল্প জনসাধারনের জন্য উন্মুক্ত করেন।
১২ কিলোমিটারের এই দূরত্ব পার করতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট। জাপানের ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের রেল প্রকল্প বাস্তবায়ন করে।
যাত্রী চলাচল শুরু করলে মেট্রোরেল দুই দিক থেকে যাত্রা শুরু করবে যা অনবরত রাত ১২ টা পর্যন্ত চলবে এবং প্রতিদিন প্রায় ৪ লক্ষ ৮৩ হাজার যাত্রী বহন করতে পারবে।
মেট্রোরেল সর্বমোট ৬ লাইনের শেষ করার পরিকল্পনা করা হয়েছে। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল নির্মানকাজ চলছে। বর্তমানে উত্তরা থেকে আগারগাও পর্যান্ত মেট্রোরেল চলবে। সম্পূর্ন কাজ ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও তা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
মেট্রোরেলে টিকেট ছাড়া ভ্রমন করলে ১০ গুন অতিরিক্ত ভাড়া গুনতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃ পক্ষ।
ঢাকা মেট্রোরেলে উঠার নিয়ম
ট্রেনে চড়ার জন্য স্টেশনে পৌছে স্কেলেটার বা সিড়ি দিয়ে সোজা দোতলায় উঠে যেতে হবে। বৃদ্ধ, অসুস্থ কিংবা প্রতিবন্ধীদের জন্য লিফটের ব্যবস্থা থাকবে। টিকেট ছাড়া কেউ প্লাটফর্মে প্রবেশ করতে পারবে না। টিকেট ক্রয়ের জন্য দোতলয়া কাউন্টার থেকে নিতে হবে।
টিকেট ক্রয় করা হয়ে গেলে প্লাটফর্মে প্রবেশের মুখে মেশিনে পাঞ্চ করতে হবে। এবং স্কেলেটার ব্যবহার করে ৩য় তলায় উঠে যেতে হবে। উত্তরা স্টেশনে ৩য় তলায় মেট্রো এসে থামবে এবং এখান থেকেই যাত্রীরা উঠা নামা করতে হবে।
টিকেট ব্যতিত মেট্রো রেলে যাতায়াত করা প্রায় অসম্ভব। টিকেটের অতিরিক্ত ভ্রমন করলে ভাড়ার দশগুন জরিমানা টাকা পরিশোধ করতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তাই বিনা টিকেটে যাতায়াত কিংবা টিকেটের অতিরিক্ত যাতায়াত করার পরিকল্পনা না করাই শ্রেয়।
মন্তব্য
আমাদের দেশে প্রথম হলেও বিশ্বের অনেক উন্নত দেশে অনেক আগে থেকেই মেট্রো রেল আছে। এটা দেশের একটি সম্পদ হিসেবে চিন্তা করে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। উপরে আমরা ঢাকা মেট্রোরেলের ভাড়া কত? খরচ, স্টেশন ও উঠার নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি।
আশা করছি আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগেছে। কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদের জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ
আরো পড়ুন – ঢাকায় ঘোরার জায়গা ও খরচ