মরিশাস গার্মেন্টস ভিসা
আসসালামু আলাইকুম। আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী বিশ্বে বিভিন্ন দেশে কাজের জন্য যায়। সাধারনত আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনেক বেশি পরিমানে কর্মী নিয়োগ হয় সে তুলনায় মরিশাস এর নাম আমরা খুব বেশি জানি না। কিন্তু মরিশাসের বিগত কয়েক বছর থেকে অনেক বাংলাদেশী ভাইয়েরা বিভিন্ন ভিসায় কাজে যাচ্ছেন এবং খুব ভালো বেতনে ও সুন্দরভাবে কাজ করে যাচ্ছে।
আজকে আমরা মরিশাস গার্মেন্টস ভিসা 2023 নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি মরিশাস ভিসার দাম কত ও মরিশাস কাজের বেতন কত এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের আর্টিকেলে।
আরো পড়ুন – ইউরোপ স্টুডেন্ট ভিসা ২০২৩ – আবেদনের নিয়ম যোগ্যতা
মরিশাস কেমন দেশ?
মরিশাস আফ্রিকার দক্ষিন-পূর্ব উপকূলে অবস্থিত ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানী পোর্ট লুইস যা দেশিটির প্রধান সমুদ্র বন্দর। দেশটির মোট আয়তন ২,০৪০ কিমি। মরিশাস অন্যান্য দ্বীপ রাষ্ট্রের মত উর্বর ও সবুজে ঘেরা একটি দেশ এবং দেশের প্রায় অর্ধেক জমিতে ফসল চাষ করা হয়। যদিও এখানে জমিতে অনেক চাষ করা হয় তবে মরিশাসের প্রধান অর্থনীতির চাকা দাড়িয়ে আছে পোষাক শীল্প ও পর্যটন শীল্পের উপর।
আজকে আমরা মূলত মরিশাস গার্মেন্টস শিল্প নিয়ে কথা বলবো এবং দেখবো কিভাবে বাংলাদেশ থেকে কিভাবে মরিশাস গার্মেন্টস ভিসা নিয়ে সহজে যাবেন। মরিশাস গার্মেন্টস ভিসা প্রোসেসিং খরচ ও ভিসা আবেদনের নিয়ম নিয়ে ও বিস্তারিত আলোচনা করা হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক ।
মরিশাস গার্মেন্টস ভিসা কবে চালু হবে
মরিশাসে বর্তমানে বিদেশী শ্রমীকের মধ্যে বাংলাদেশী শ্রমীক সবচেয়ে বেশি। এখন পর্যন্ত সরকারি হিসেবে প্রায় ৩০ হাজার শ্রমীক কাজ করছে মরিশাসে এর মধ্যে সবচেয়ে শ্রমিক কাজ করছে গার্মেন্টস ভিসায়। মূলত ২০২১ সাল থেকে অল্প অল্প করে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া শুরু করে দ্বীপ রাষ্ট্রটি। তবে আপনারা জেনে খুশি হবে যে ২০২৩ সালে বাংলাদেশী শ্রমীকদের জন্য মরিশাস ভিসা সম্পূর্ন উন্মুক্ত করে দিয়েছে।
২০২৩ সালে শ্রমিক ভিসা ছাড়াও যেকেউ খুবসহজেই মরিশাস ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং খুব সহজেই ভিসা পেয়ে যাবেন বলে সরকার থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন – জিয়ারা ভিসা কি, সৌদি আরব জিয়ারা ভিসা আবেদনের নিয়ম, জিয়ারা ভিসা খরচ
মরিশাস কাজের ভেতন কত
এতক্ষন আমরা মরিশাস দেশ সম্পর্কে ও মরিশাস গার্মেন্টস ভিসা নিয়ে বিস্তারিত জানলাম। এখন আমরা দেখবো মরিশাস কাজের বেতন কত। সাধারনত মরিশাসে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে গেলে শুরুর দিকে আপনার বেতন হবে ১৩০০ মরিশাস রুপি বা ৩০০ ডলার যা বাংলা টাকায় প্রায় ২৫ হাজার টাকা।
তবে শুরুর দিকে ২৫ হাজার বেতন হলেও সময়ের সাথে আপনার দক্ষতা অনুযায়ী বেতনের পরিমান ও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সাধারনত ১ বছর কাজ করার পর আপনার বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩২ থেকে ৩৫ হাজার টাকা। তবে সবার ক্ষেত্রে যে বাড়বে বিষয় টা এমন নয়। আপনার দক্ষতা ও কাজের প্রতি ভালোবাসা না থাকলে বেতন বাড়ার সম্ভবনা নেই।
মরিশাস গার্মেন্টস ভিসা র সবচেয়ে ভালো দিকে হলো আপনার থাকা খাওয়া ও অফিসে যাতায়াত পুরোটাই সরকার বহন করবে। অর্থাত মাস শেষে বেতনের প্রায় পুরো টাকা টাই আপনার পকেটে থাকবে। এছাড়াও কাজের ফাকে নাশতা, অভারটাইম কাজ করার সুযোগ ও অসুস্থ হলে চিকিতসা খরচ পাবেন। মরিশাস শ্রমিক আইন অনেক কঠিন তাই আপনার বেতন নিয়ে অনিয়ম বা থাকা খাওয়া নিয়ে কষ্ট হওয়ার কোন সম্ভাবনা ই নেই।
মরিশাস ভিসার দাম কত
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পরিশাস খুব বেশি পরিমান শ্রমিক যায় না তাই বেসরকারি ভাবে যাওয়ার সুযোগ কিছুটা কম। আপনাকে সরকারি ভাবে বিভিন্ন ভিসা নিয়ে যেতে হবে। অর্থাৎ মরিশাস সরকার যখন বাংলাদেশের কাছে লোক চাইবে ঠিক তখন ই আপনি সরকারি ভাবে যেতে পারবেন।
ভিসার ধরনের উপর নির্ভর করে খরচ কিছুটা কম বেশি হতে পারে। তবে আজকে যেহেতু আমাদের মূল আলোচনা মরিশাস গার্মেন্টস ভিসা নিয়ে। সরকারিভাবে গার্মেন্টস ভিসার খরচ পড়বে প্রায় ২ লক্ষ টাকা। তবে ভিসার ধরন ও সময়ের সাথে এই খরচ কিছুটা কম বেশি হতে পারে। তবে সুবিধা হচ্ছে ভিসা প্রোসেসিং ও বিমান ভাড়া দেয়ার পর আপনার আর কোন খরচ করতে হবে না। বাকি সব খরচ কোম্পানি বহন করবে।
মরিশাস যেতে কত টাকা লাগে ২০২৩?
মরিশাস যেতে কত টাকা লাগে তা নির্ভর করে ভিসার ধরনের উপর এবং কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তার উপর। সাধারনত কোন এজেন্সির মাধ্যমে গেলে সম্পূর্ন ভিসা প্রোসেসিং খরচ পড়বে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মত। তবে সরকারিভাবে গেলে আড়াই লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে।
এজান্সির মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে খবর নিতে হবে। শুধুমাত্র নিশ্চিত হওয়ার পর ই টাকা দিবেন। অন্যথায় এজেন্সি টাকা মেরে দেয়ার সম্ভাবনা রয়েছে।
ভিসা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র
এতক্ষন আমরা মরিশাস গার্মেন্টস ভিসা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এখন আমরা জানবো ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে।
- আপনার বৈধ বাংলাদেশী পাসপোর্ট লাগবে। তবে পারপোর্ট করার ক্ষেত্রে বর্তমানে অনলাইনে করা স্মার্ট পাসপোর্ট করার চেষ্টা করবেন।
- মরিশাস গার্মেন্টস ভিসায় কাজ করতে হলে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী। গার্মেন্টসে কাজ করার অভজ্ঞতা থাকলে তা প্রমানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।
- আপনার জাতীয়তা প্রমান করার জন্য এন আই ডি কার্ড, ও প্রয়োজনীয় কাগজপত্র আর সাথে সদ্য তোলা দুই কপি ছবি।
- এছাড়াও পূর্বের কাজের কোন অভিজ্ঞতা থাকলে সেটা দেখানোর মত প্রয়োজনীয় কাগজপত্র।
- আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমান করার জন্য কাগজপত্র ও সবশেষ পাশ করা সার্টিফিকেট এর কপি।
এছাড়াও সময়ের সাথে ও ভিসার ধরনের উপর ভিত্তি করে প্রয়োজনীয় কাগজ আরো লাগতে পারে। তাই ভিসা আবেদনের নিশ্চিত হয়ে নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
মরিশাস চাকরি করার সুবিধা
পৃথিবীর যেকোন দেশে চাকরি করতে গেলে সে দেশের ভাষা জানতে হয়। কিন্তু মরিশাস চাকরি করতে চাইলে না ইংরেজি ভাষা না জানলেও চলবে। কেননা সে দেশের বেশিরভাগ মানুষই হিন্দি ভাষা বোঝে। তাই শুরুতে ইংরেজী না জানলেও চাকরি করতে বা চলাফেরা করতে কোন সমস্যা হবে না।
এছাড়াও বেশিরভাগ কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি। অর্থাৎ বেতনের পুরোটাই আপনার নিজের হাতে থাকবে। থাকা খাওয়া ও যাতায়াতের খরচ পুরোটাই কোম্পানি বহন করবে।
এছাড়াও মরিশাসে প্রচুর পরিমানে বাংলাদেশী সহ এশিয়ান মানুষ বাস করে। তাই কর্ম ক্ষেত্রে যেকোন সুবিধা অসুবিসা ও সাহায্যের প্রয়োজন হলে হেল্প পেয়ে যাবেন।
মরিশাস ফ্রি ভিসা
অন্যান্য দেশের মত মরিশাস ওয়ার্ক পারমিট ভিসা দেয়ার পাশাপাশি ফ্রি ভিসা দিয়ে থাকে। যারা জানেন না ফ্রি ভিসা কি তাদের জন্য সংক্ষেপে বলছি। ফ্রি ভিসা হচ্ছে আপনি কোন কোম্পানির সাথে বিশেষ চুক্তির না করেই ভিসা নিয়ে ওই দেশে যাওয়া। বিদেশ গিয়ে আপনি নিজের স্কিল অনুযায়ী যেকোন কাজ করে টাকা অনকাম করতে পারবেন।
তবে ফ্রি ভিসার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। যেমন আপনার কাজের কোন নির্দিষ্ট কাজের সিকিউরিটি থাকে না। তাই আপনার যদি অলরেডি কেউ পরিচিত না থাকে তাহলে ফ্রি ভিসাইয় না যাওয়াটাই ভালো। চেষ্টা করবেন নরমাল ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার।
মরিশাস যাওয়ার সহজ উপায়
মরিশাস যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন একটি এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখা। সাধারণত কোন দেশের এম্বাসি যখন ভিসা ছাড়ে তার সবার আগে বড় বড় এজেন্সিগুলো খবর পায়। তাই আপনি যদি কোন ঝামেলা ছাড়া নিরাপদ এবং সহজে ভিসা আবেদন থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজ করতে চান সে ক্ষেত্রে ভালো মানের একটি এজেন্সির সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন।
যদিও এর বিনিময়ে এজেন্সি আপনার কাছ থেকে কিছু টাকা নেবে তবে ইতোপূর্বে ভিসা প্রসেসিং এর অভিজ্ঞতা না থাকলে কোন একটি এজেন্সির সাহায্য নেয়া উচিত। এতে করে ভিসা আবেদনে কোন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না।
পূর্ব অভিজ্ঞতা ছাড়া মরিশাস যাওয়া ঠিক হবে কি না
অনেকেই জানতে চান কোন রকম পূর্ব অভিজ্ঞতা ছাড়া মরিশাস যাওয়া ঠিক হবে কি না। উত্তর হচ্ছে না। ক্রন মরিশাস ছোট একটি দ্বীপ রাষ্ট্র আর বাইরের দেশের মানুষের জন্য কর্মক্ষেত্রে তুলনামূলক অনেক কম। তাই আপনি যদি কোন রকম অভিজ্ঞতা ছাড়া যান তাহলে আপনাকে নানা রকম ঝামেলায় পড়তে হতে পারে। তাই আমাদের সাজেশন হচ্ছে দেশে থাকতেই কোন এক নির্দিষ্ট স্কিল শিখে নিবেন এতে বাইরে গেলে আপনার কাজ পেতে অনেক সুবিধা হবে।
মরিশাসে বাংলাদেশীদের জন্য কোন কাজের চাহিদা বেশি?
যেমনটা আমরা ইতঃপূর্বে বলেছি গার্মেন্টস হচ্ছে মরিশাসের প্রধান আয়ের মাধ্যম। এছাড়া বাংলাদেশ বিশ্বে গার্মেন্টস শিল্পের জন্য বেশ জনপ্রিয়। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ থেকে মরিশাস গার্মেন্টস ভিসা য় সবচেয়ে বেশি শ্রমিক মরিশাস যায়। তবে এর বাইরেও বেশ কিছু সেক্টর রয়েছে। যেমন –
- মরিশাস গার্মেন্টস সেক্টর
- শপিং মল
- মেডিকেল নার্স/ সেবক পদে
- নির্মান শ্রমিক
- রেস্টুরেন্ট
- আবাসিক হোটেল সার্ভিস বয়
মরিশাস গার্মেন্টস ভিসা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি
২০২১ সাল থেকে মরিশাস গার্মেন্টস ভিসা য় বাংলাদেশ থেকে লোক নেয়া শুরু করে। শুরুতে খুব অল্প পরিমান লোক নেয়া শুরু করলেও সময়ে সাথে সাথে শ্রমিক রপ্তানির পরিমান ও বৃদ্ধি পেতে থাকে। সরকারের তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০২১ সালে মরিশাস গার্মেন্টস ভিসা য় প্রায় ৩০ হাজার কর্মী মরিশাস গিয়েছে। ২০২৩ সালে এই পরিমান আরো বাড়বে বলে আশা করছে দুই দেশ।
সম্প্রতি পুনঃরায় মরিশাস গার্মেন্টস ভিসা বেশ কিছু লোক নিবে বলে জানিয়েছে বাংলাদেশের বিদেশী শ্রমবাজার কর্তৃপক্ষ। আপনারা আপডেট নিউজ পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
অনলাইনে মরিশাস ভিসা আবেদন
অনলাইনে মরিশাস ভিসা আবেদনের নিয়ম বিস্তারিত পেয়ে যাবেন এই ওয়েবসাইটে https://passport.govmu.org/passport/?page_id=620 কিভাবে মরিশাস ভিসার জন্য আবেদন করতে হবে, কত টাকা লাগবে, কতদিন লাগবে সকল আপডেট তথ্য পেয়ে যাবেন এই ওয়েবসাইটে।
এছাড়াও বাংলাদেশ বিদেশী প্রমবাজার কর্তৃপক্ষ পত্রিকা, ফেসবুক ও ওয়েবসাইটের মাধ্যমে আপডেট তথ্য জানিয়ে দিবেন। এছাড়া আমরাও চেষ্টা করবো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সবার আগে তথ্য জানিয়ে দিতে।
Mauritius visa official website
মরিশাস ভিসা আবেদন, নবায়ন সহ সকল তথ্যের জন্য Mauritius visa official website এ ভিজিট করতে পারেন। মরিশাস ভিসা অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে https://passport.govmu.org/
মন্তব্য
আজকে আমরা মরিশাস গার্মেন্টস ভিসা 2023 । মরিশাস ভিসার দাম কত । মরিশাস কাজের বেতন কত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। মরিশাস ভিসা প্রোসেসিং সম্পর্কিত যেকোন প্রশ্ন বা মতামত এই পোষ্টের কমেন্ত বক্সে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করবো।
আরো পড়ুন –
- ইউরোপ স্টুডেন্ট ভিসা ২০২৩ – আবেদনের নিয়ম যোগ্যতা
- বিকাশ থেকে ভিসা ডেবিট কার্ডে টাকা পাঠানোর নিয়ম
- সৌদি আরব রেস্টুরেন্ট ভিসা। সৌদি রেস্টুরেন্ট ভিসা আবেদনের নিয়ম ও খরচ