মার্সেল ছোট ফ্রিজের দাম
আসসালামু আলাইকুম বন্ধুরা। ফ্রিজ বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিনত হয়েছে। বর্তমানে ঈদ হোক বা নরমাল লাইফ ফ্রিজ ছাড়া চলা প্রায় অসম্ভব হয়ে গেছে। সাধারনত বাজারে যেসব ফ্রিজ পাওয়া যায় সেগুলো ৩০ হাজার টাকার উপরে হয় যা কিছুটা বড় ফ্যামিলির জন্য ঠিক আছে।
আজকে আমরা মূলত মার্সেল ছোট ফ্রিজের দাম নিয়ে আলোচনা করবো। যাদের ফ্রিজ কিনার বাজেট কম বা ব্যাচেলর ও ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্রিজ দেখছেন তাদের জন্য কোন ফ্রিজগুলো ভালো হবে।
বর্তমানে বাজারে ছোট ফ্রিজের দাম মোটামুটি ২০ হাজার টাকার নিচে। অর্থাৎ আপনি ২০২২ সালে এসে ছোট ফ্রিজ কিনতে চাইলে ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। ছোট ফ্রিজ কিনতে চাইলে ওয়ালটন, মার্সেল কিংবা ভিশনের ফ্রিজ গুলো ভালো হবে।
আমরা আমরা সব কোম্পানির ফ্রিজ নিয়ে আলোচনা করবো। তবে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস থাকবে মার্সেল ছোট ফ্রিজের দাম। চলুন তাহলে কথা না বাড়িয়ে মার্সেল ছোট ফ্রিজের দাম নিয়ে আলোচনা শুরু করা যাক।
মার্সেল ছোট ফ্রিজের দাম
যেমনটা আমরা উপরে বলেছিলাম বর্তমানে বাজারে ছোট ফ্রিজ কিনতে চাইলে ওয়ালটন, মার্সেল ও ভিশন কম্পানির ফ্রিজ দেখতে পারেন। কারন এই কোম্পানি গুলো তুলনামূলক কম দামে বালো প্রোডাক্ট সেল করার জন্য বিখ্যাত। উপরে আমরা ভিশন ছোট ফ্রিজের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এখন আমরা মার্সেল ছোট ফ্রিজের দাম নিয়ে আলোচনা করবো।
মার্সেল ছোট ফ্রিজের দাম – মার্সেল ১১৫ লিটার ফ্রিজের দাম
আপনার যদি ফ্রিজ কিনার বাজেট একেবারেই কম হয় অথবা আপনি যদি ব্যাচেলর বা ছোট ফ্যামিলির জন্য একেবারেই ছোট একটি ফ্রিজ কিনতে চান তাহলে মার্সেল কোম্পানির MFO-A1E-RXXX-XX ফ্রিজটি দেখতে পারেন। বর্তমানে এই ফ্রিজটি বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ হাজার টাকায়। এই ফ্রিজটি দুই সদস্যের ছোট ফ্যামিলির জন্য পার্ফেক্ট একটি চয়েস হতে পারে। মার্সেলের অরিজিনাল শোরুম থেকে নিলে এই ফ্রিজটি আরো কিছুটা কম দামে পেয়ে যাবেন। ১০০% কপার কন্ডেন্সার সাথে ১০ বছরের ওয়ারেন্ট সহ সুন্দর নজর কাড়া ডিজাই। ফ্রিজটি সরাসরি দেখলে যে কারো ই পছন্দ হবে নিসন্দেহে।
তাই আপনার যদি বাজেট হয় ১৫ হাজার টাকা আর এর মধ্যে আপনি এক চেম্বারের ছোট একটি সুন্দর ফ্রিজ খুজছেন তাহলে এই ফ্রিজটি আপনার জন্য পার্ফেক্ট একটি চয়েস হতে পারে। ফ্রিজটি নিয়ে বিস্তারিত জানতে অথবা অনলাইন থেকে অর্ডার করতে এই লিংকে ভিজিট করুন।
মার্সেল ছোট ফ্রিজের দাম – মার্সেল ১২৯ লিটার ফ্রিজের দাম
মার্সেল বরাবর ই কম দামে বাজারের অন্যান্য কোম্পানির চেয়ে ভালো কিছু দিয়ে থাকে। ফ্রিজের ক্ষেত্রেও দামের দিকে থেকে মার্কেটের অন্যান্য কোম্পানির তুলনায় মার্সেল তুলনামূলক ভালো কিছু দিয়ে থাকে। আপনার বাজেট যদি হয়ে থাকে ২২ হাজার টাকা তাহলে আপনি মার্সেলের MFD-1B6-GDEH-XX এই মডেলটি দেখতে পারেন। বর্তমানে মার্সেলের ১৭৬ লিটার ধারনক্ষমতার এই ফ্রিজটি পাওয়া যাচ্ছে ২২ হাজার টাকায়।
ফ্রিজটির ধারন ক্ষমতা ১২৯ লিটার ও গ্রস ধারন ক্ষমতা ২০০ লিটার। ফ্রিজটির ওজন ৫৩ কেজির মত। কপার কন্ডেন্সারের এই ফ্রিজটি খুবই বিদ্যুত সাশ্রয়ী এবং ইকো ফ্রেন্ডলি। তাই ২২ হাজার বাজেটের মধ্যে মার্সেলের ১২৯ লিটারের এই ফ্রিজটি সেরা পছন্দ হতে পারে আশা করি। ফ্রিজটি নিয়ে বিস্তারিত জানতে অথবা অনলাইনে অর্ডার করতে মার্সেলের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
মার্সেল ছোট ফ্রিজের দাম – মার্সেল ১৯০ লিটার ফ্রিজের দাম
উপরে আমরা মার্সেল ১২৯ লিটার ফ্রিজ নিয়ে আলোচনা করেছি। কিন্তু আপনি যদি আরেকটু বড় ফ্রিজ নিতে চান সেক্ষেত্রে আপনি মার্সেল এর ১৯০ লিটার ফ্রিজটি দেখতে পারেন। MFD-1B6-GDEH-XX মার্সেল ব্র্যান্ডের এই ফ্রিজটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৩০ হাজার টাকায়। বাংলাদেশে আর কোন কোম্পানি মনে হয় এই দামে এত ভালো ১৯০ লিটারের ফ্রিজ দিবে। এছাড়াও ফ্রিজটি কিছু স্পেশাল বিশেষত্ব হলো ফ্রিজটিতে ব্যবহার করা হয়েছে ১০০% কপার কন্ডেন্সার, সাথে স্টাবিলাইজারের ১২ বছরের ওয়ারেন্টি ও বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তি সহ অনেক সুবিধা।
চোখ ধাধানো কালার ও অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলে এই ফ্রিজটি ৩০ হাজার টাকায় সেরা একটি পছন্দ হতে পারে। তাই আপনার যদি বাজেট হয়ে থাকে ৩০ হাজার টাকা আপনি নিশ্চিন্তে মার্সেল কোম্পানির MFD-1B6-GDEH-XX এই ফ্রিজটি দেখতে পারেন। আশা করছি ফ্রিজটি অনেক ভালো হবে। ফ্রিজটি নিয়ে বিস্তারিত জানতে এখানে ভিজিট করুন।
মার্সেল ছোট ফ্রিজের দাম – মার্সেল ৩১৭ লিটার ফ্রিজের দাম
যদিও আমাদের আজকের আলোচনা ছিলো মার্সেল ছোট ফ্রিজের দাম নিয়ে কিন্তু এখন আমরা যে ফ্রিজটি নিয়ে আলোচনা করবো তা তুলনামূলক একটু বড়। মার্সেল কোম্পানির MFB-B1H-GDXX-XX এই ফ্রিজটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৩৪ হাজার টাকায়। যেমনটা আমরা বলেছি অন্যান্য ফ্রিজের তুলনায় এই ফ্রিজটির সাইজ একটু বড়। গ্রস ভলিউম ৩৩৭ লিটার ও নেট ভলিউম ৩১৭ লিটাররের এই ফ্রিজটির নরমাল অংশের চেয়ে ডিপ অংশ একটু বড়। তাই যাদের একটু বড় ডিপ ফ্রিজের দরকার তারা এই ফ্রিজটি দেখতে পারেন।
এছাড়াও ফ্রিজে রয়েছে অটোমেটিক অন অফ হওয়া সিস্টেম। অর্থাৎ অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ নিজে নিজে বন্ধ হয়ে যাবে। হোয়াইট এলইডি লাইটিং সিস্টেম, সিএফসি ফ্রি, ইকো ফ্রেন্ডলি সুবিধা সবকিছু আছে এই ফ্রিজটি। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে ৩৪ হাজার টাকা তাহলে এই ফ্রিজটি নিতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ছোট ডিপ ফ্রিজের দাম কত
যদিও আজকে আমরা মূলত বাসাবাড়িতে ব্যবহার করা নরমাল ফ্রিজ নিয়ে আলোচনা করবো তবে অনেকে ছোট ডিপ ফ্রিজের দাম ও জানতে চান। ডিপ ফ্রিজ মূলত মাংশ রাখার জন্য বাসা বাড়িতে কিনে থাকে। এক্ষেত্রে পুরো ফ্রিজটি ডিপ হিসেবে ব্যবহার করা যায়।
সাধারনত বাসা বাড়িতে বেশি বড় ডিপ ফ্রিজের দরকার হয় না। তাই আমরা ছোট ডিপ ফ্রিজের দাম কত এই নিয়ে একটা আইডিয়া দেয়ার চেষ্টা করবো। ডিপ ফ্রিজের দাম নির্ভর করে তার সিএফটি বা ঘনফুটের উপর। চলুন তাহলে এক নজরে দেখে আসা যাক ছোট ডিপ ফ্রিজের দাম কত
- ৫ সিএফটি ছোট ডিপ ফ্রিজের দাম বর্তমানে ২৩০০০ টাকার মত।
- ৭.৫ সিএফটি ডিপ ফ্রিজের দাম ২৬০০০ টাকার মত।
- ১০ সিএফটি ডিপ ফ্রিজের দাম ৩২০০০ টাকার মত।
যেমনটা আমরা আগেও বলেছি ফ্রিজের দাম মূলত নির্ভর করে ফ্রিজের সাইজ ও কোণ ব্র্যান্ডের তার উপর। উপরে আমরা একটি আনুমানিক ধারনা দেয়ার চেষ্টা করেছি মাত্র। সময়ের সাথে এই দাম কিছুটা কম বেশি হতে পারে।
ভিশন ছোট ফ্রিজের দাম – Marcel mini fridge price in bd
যেমনটা আমরা উপরে বলেছি ছোট ফ্যামিলি বা ব্যাচেলরদের জন্য ওয়ালটন, ভিশন এবং মার্সেলের ফ্রিজগুলো সবচেয়ে ভালো। কারন তারা অনেক কম দামে অনেক ভালো মানের ফ্রিজ বিক্রি করে যা অন্য কোন কোম্পানি দিতে পারে না। তাই আমরা আজকের ব্লগে ওয়ালটন ছোট ফ্রিজের দাম, ভিশন ছোট ফ্রিজের দাম ও মার্সেল ছোট ফ্রিজের দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।এই পর্যায়ে আমরা ভিশন ছোট ফ্রিজের দাম নিয়ে আলোচনা করবো।
ভিশন ছোট ফ্রিজের দাম – VSN mini Refrigerator RE-50L SS
ভিশনের ছোট ফ্রিজগুলোর মধ্যে VSN mini Refrigerator RE-50L SS এই ফ্রিজটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। ২০ কেজি ওজনের এই ফ্রিজটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ১৩ হাজার টাকা। আপনার যদি বাজেট কম হয় কিংবা ছোট ফ্যামিলির জন্য ভালো একটি ডিপ ফ্রিজের প্রয়োজন হয় তাহলে কোন রকম চিন্তা ছাড়াই ভিশনের VSN mini Refrigerator RE-50L SS এই ফ্রিজটি ১৩ হাজার টাকায় নিয়ে নিতে পারেন। এর ভেতরে এলইডি লাইটের ব্যবস্থা আছে এবং ফ্রিজটি বিদ্যুত সাশ্রয়ী। ভিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ভিশন ছোট ফ্রিজের দাম – ভিশন ১৮৫ লিটার ফ্রিজের দাম
যারা মোটামুটি কম দামের ভালো দুই পাল্লার ফ্রিজ খুজছেন তাদের জন্য এই ফ্রিজটি সেরা একটি পছন্দ হতে পারে VSN GD Refrigerator RE-185 Liter। ১৮৫ লিটার ধারন ক্ষমাতার এই ফ্রিজটি দাম বর্তমানে বাজারে প্রায় ২৯ হাজার টাকা। যদিও ওয়েব সাইটে কিছুটা বেশি দেয়া আছে তবে আপনি যদি সরাসরি শোরুম থেকে নিতে পারেন সেক্ষেত্রে এই ফ্রিজটি ২৯ হাজার টাকার মধ্যেই পেয়ে। ফ্রিজটির সাইজ ১৮৫ লিটার হলেও ফ্রিজটির গ্রস ক্যাপাসিটি ধরা হয়েছে ২২ লিটার এবং ফ্রিজটি একইসাথে সিএফসি ফ্রি ও বিদ্যুত সাশ্রয়ী।
তাই আপনার যদি বাজেট হয় ৩০ হাজারের নিচে এবং এই দামে আপনি ভালো একটি ছোট ফ্রিজ কিনতে চান তাহলে VSN GD Refrigerator RE-185 Liter ফ্রিজট দেখতে পারেন। ফ্রিজটি নিয়ে আরো বিস্তারতি জানতে চাইলে ভিশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
ভিশন ছোট ফ্রিজের দাম – ভিশন ২০০ লিটার ফ্রিজের দাম
উপরে আমরা ভিশন ১৮৫ লিটার ফ্রিজ নিয়ে আলোচনা করেছিলাম। আপনার যদি বাজেট আরেকটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি ভিশন ২০০ লিটার ফ্রিজটি দেখতে পারেন। এক্ষেত্রে Vision GD Refrigerator Re 200l এই মডেলের ফ্রিজটি বাজারে পেয়ে যাবেন ৩০ হাজার টাকায়। যদিও এই ফ্রিজটি ওয়েবসাইটে ৩৩ হাজার দেখাচ্ছে কিন্তু আপনি শোরুম থেকে কিনতে গেলে কিছুটা কম দামে কিনতে পারবেন। এই ফ্রিজের বিশেষত্ব হচ্ছে এতে ব্যবহার করা হইয়েছে ১০০% কপার কন্ডেন্সড কয়েল। এছাড়াও ফ্রিজটি ইকো ফ্রেন্ডলি এবং বিদ্যুত সাশ্রয়ী।
এছাড়াও ফ্রিজটি ৩ টি ভিন্ন রঙ্গে বাজারে পাওয়া যাবে।এই ফ্রিজের ডিজাইন ও ফ্রিজের একটি স্ট্রং দিক। কারন এই ফ্রিজের রঙ যেকারো ভালো লাগবেই। তাই আপনার বাজেট যদি হয়ে থাকে ৩০ হাজার টাকা তাহলে এই ফ্রিজটি দেখতে পারেন। ফ্রিজটি নিয়ে আরো বিস্তারতি জানতে এই লিংকে ক্লিক করুন।
ভিশন ছোট ফ্রিজের দাম – ভিশন ২৫২ লিটার ফ্রিজের দাম
এতক্ষন আমরা ভিশন ১৮৫ লিটার ফ্রিজের দাম ও ভিশন ২০০ লিটার ফ্রিজের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু উপরের দুইটি ফ্রিজ মূলত একেবারেই ছোট ফ্যামিলির জন্য। আপনার ফ্যামিলি মেম্বার যদি কিছুটা বেশি হয় সেক্ষেত্রে ভিশন ২৫২ লিটারের ফ্রিজ দেখতে পারেন। এই ফ্রিজটি মূলত ৪/৫ জন সদস্যের পরিবারের জন্য পার্ফেক্ট হবে।
VISION GD Refrigerator RE 252L ফ্রিজটি মূল আকর্ষন হচ্ছে এর সাইজ। বর্তমান বাজারে ভিশন ২৫২ লিটারের এই ফ্রিজটি পাওয়া যাবে মাত্র ৩৪ হাজার টাকায়। এই প্রাইসে অন্য কোম্পানি সাধারনত এতবড় সাইজের ফ্রিজ দেয় না। সেক্ষেত্রে দাম বিবেচনায় ৩৪ হাজার টাকায় ২৫২ লিটার ফ্রিজটি আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারে। ফ্রিজটির কিছু বিশেষত্ব হলো এই ফ্রিজটি বিদ্যুত সাশ্রয়ী, বড় ফ্রিজার বডি, সিএফসি ফ্রি এবং হোয়াইট এলইডি লাইট যুক্ত নরমাল চেম্বার।
তাই আপনার বাজেট যদি হয়ে থাকে ৩৪ হাজার টাকা তাহলে নিশ্চিন্তে ভিশন VISION GD Refrigerator RE 252L এই ফ্রিজটি দেখতে পারেন। ফ্রিজটি নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
মার্সেল ফ্রিজের সুবিধা
মার্সেল ফ্রিজের সবচেয়ে বড় সুবিধা হল এই ফ্রিজের দাম বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় কম। আপনি যদি তুলনামূলক কম দামের মধ্যে ভাল ফ্রিজ নিতে চান সে ক্ষেত্রে মার্সেল ফ্রিজ আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারে। আর আপনার যদি বাজেট কিছুটা বেশি হয় সে ক্ষেত্রে মার্সেল ফ্রিজ না নিয়ে ভিশন ফ্রিজ দেখতে পারেন।
এর বাইরে মার্সেল ফ্রিজেও বাজারের অন্যান্য ফ্রিজের মতো ওয়ারেন্টি সুবিধা রয়েছে। তাই দাম কম হলেও সার্ভিস নিয়ে চিন্তা করার কিছু নেই। আপনার বাজেট কম হলে নিশ্চিন্তে মার্সেল ফ্রিজ নিতে পারেন।
মার্সেল ছোট ফ্রিজের দাম
উপরে আমরা বিভিন্ন কোম্পানির ছোট ফ্রিজের দাম নিয়ে আলচনা করেছি। যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তাই সময়ের সাথে উল্লেখ করা দাম কম বেশি হতে পারে। তবে আমদের উল্লেখ করা দাম থেকে একটা ধারনা পেতে পারেন। আশা করছি এই ব্লগটি পড়ার পর ছোট ফ্রিজের দাম নিয়ে একটা ক্লিয়ার ধারনা পেয়ে যাবেন। যদি ব্লগটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার করার অনুরোধ করা হলো।