কাজী ফার্মস বাচ্চার বর্তমান দাম ২০২৩
বর্তমান সময়ে কাজী ফার্মস খামারিদের কাছে খুবই পরিচিত একটি নাম। কাজী ফার্মস এর বাচ্চা সহ সবকিছুই উন্নত মানের হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফার্মসের মধ্যে সবচেয়ে বেশি নামকরা বর্তমানে এই কাজী ফার্মস। আজকে আমরা কাজী ফার্মস বাচ্চার বর্তমান দাম ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কাজী টিম এবং মুরগি সহ বিভিন্ন পশু পাখির দাম সহ বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব।
আরো পড়ুন – ব্রয়লার মুরগির বাচ্চার আজকের দাম কত
কাজী ফার্মস বাচ্চার আজকের দাম
- ব্রয়লার এ গ্রেড- ৬৫ টাকা
- ব্রয়লার বি প্লাস মূল্য- আলোচনা সাপেক্ষে
- ব্রাউন লেয়ার বুলেট – ৩৩ টাকা
- বুলেট ৬১ দিন- ২৮০ টাকা
- বুলেট ১০০ দিন- ৫00 টাকা
- সিপি বুলেট বাসান- ৯০ টাকা
- সাদা লেয়ার- ৩৫ টাকা
- সোনালী সিক্স- পঁচিশ টাকা
- সোনালী ক্লাসিক জয়পুরহাট- ২৪ টাকা
- সোনালী হাইব্রিড- ৩০ টাকা
- সোনালী সুপার হাইব্রিড ৫৫ দিনে কেজি- ৩৭ টাকা
- সোনালী সাদা- ৩০ টাকা
- ফাওমি মিশরীয়- ৩৩ টাকা
- কক- ২০ টাকা
- হাঁস খাকি ক্যাম্প বিল- ৪০ টাকা
- ক্যাম্পবেল হাসি- ৪৪ টাকা
- বেইজিং হাঁস- ১৩০ টাকা
- চিনা হাস- ১৪০ টাকা
- হাস ব্ল্যাক হোল- ৬০ টাকা
- রাজহাঁস- ৩৫০ টাকা
- হাঁস রিম দিন- ৪০ টাকা
- তিতির- ১২৫ টাকা
- কোয়েল- ১৩ টাকা
- কাদাকনাথ- ৮০ টাকা
- অস্ট্রলপ- ৮০ টাকা
- ছেঁচো- ৬৫ টাকা
- টাইগার- ৭০ টাকা
- টার্কি মুরগি- ১৬০ টাকা
- ব্রাহমা একমাস- এক হাজার টাকা
- কালার বার্ড ৪০ দিনে এক কেজি ২০০ গ্রাম- ৬৫ টাকা
- কালার বার্ড ৩০ দিনে ১ কেজি- ৭৫ টাকা
কাজী ফার্মস ডিমের দাম
বর্তমানে ব্যবসায়িক ভাবে কাজী ফার্মের দিক থেকে উন্নতমানের ডিম পাওয়া যায়।
কাজী ফার্মেস ডিমের দাম- ৩৩০ টাকা ট্রে।
এক হালি কাজী ফার্মের ডিমের দাম- ৪৪ টাকা।
পাঁচ হালি কাজী ফার্মের ডিমের আজকের মূল্য- ২২0 টা…
কাজী ফার্মের একটি ডিমের মূল্য- ১১ টাকা।
অন্যান্য ডিমের মূল্য- ১০ টাকা বা ৯ টাকা।
এখান থেকে প্রতিদিন পাইকারি ও খুচরা ডিম বিক্রি করা হয়। এখানে মুরগি এবং হাঁসের ডিমও পাওয়া যায়। অন্যান্য ফার্মের তুলনায় এই ফার্মের ডিমগুলো অনেক বড় হয়। তাই ডিমের মূল্য সাধারণ ডিমের থেকে কিছুটা বেশি হয়ে থাকে।
ডিমের দাম বৃদ্ধিতে কাজী ফার্মস এর নিলাম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের প্রতিবেদনে জানায় কাজী ফার্মস লিমিটেড তাদের এজেন্ট দিয়ে অযৌক্তিক নিলামের মাধ্যমে ডিমের মূল্য বৃদ্ধি করে বাজার অস্থির করে চলেছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এর বিরুদ্ধে মামলা করার জন্য সুপারিশ করেছে এতে আরো বলা হয়েছে ডিম এবং মুরগির মাংসের ক্ষেত্রে বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার নাম ঠিকানা সহ সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে।
মুরগির ফিডের আজকের দাম
- ব্রয়লার স্টাটার- ৩০০০ টাকা
- ফিনিশার- তিন হাজার তিনশো ষাট টাকা
- ব্রয়লার গ্রোয়ার- ৩৩৫০ টাকা
- সোনালী স্টার্টার- ৩১০০ টাকা
- সোনালী গ্রোয়ার- ৩০৮০ টাকা
- লেয়ার স্টার্টার- ৩০৫০ টাকা
- লেয়ার ওয়ান- ২৮০০ টাকা
- এটেল মোটা তাজা- ১০৫০
- দুধ- ১০৭০
- কার্ব ফিড মাছের খাবার ডুবন্ত- এগারোশো টাকা ২৫ কেজি
- কার্ব মাছের খাবার ভাসমান ২৫ কেজি- এক হাজার পঞ্চাশ টাকা
খামারের বিভিন্ন জিনিসের দাম
কাজী ফার্মস এর খামারের বিভিন্ন জিনিস পাওয়া যায়। অন্যান্য জায়গার তুলনায় কাজী ফার্মের জিনিসের দাম একটু বেশি হলেও মানে খুবই ভালো। নিচে বিভিন্ন খামারের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের নাম উল্লেখ করা হলো-
মাস্টার মিটার- ১৭ হাজার টাকা
দিবে কারমেশিন- তিন হাজার
দিবে কারমেশিন- চার হাজার
কারমেশিন- পাঁচ হাজার
বাল্ব- ১৩ হাজার টাকা
ইলেকট্রিক ব্রুটার- ৫৫০০ টাকা
গ্যাস ভোটার- ৩০৮০০ টাকা
লিটার রেকার- ১৪ হাজার টাকা
ইনফের আর্ট বাল্ব- ৩৮০ টাকা
ফোল্ডার- ৪০ টাকা
সিরামিক বাল্ব- ৩০০ টাকা
ড্রেসিং মেশিন- ২২ হাজার টাকা
ভ্যাকসিন গান- ১৮০০ থেকে ২০০০ টাকা
মিল্কিং মেশিন- ৫০ হাজার টাকা
কাপ ড্রিঙ্কার- ৩৬ টাকা
নিপল ড্রিঙ্কার- ৮০ টাকা
কোন মুরগির ধরনের বাচ্চা ভালো
সাধারণত খামারের জন্য বা লালন পালনের জন্য ছোট এক দুই দিনের বাচ্চা পালনের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এবং ভালো জাতের বাচ্চা কম সময়ে খুব বেশি মোটাতাজা হয়ে যায় তাই কেনার সময় অবশ্যই ভালো মানের এবং ভাল জাতের বাচ্চা কিনতে হবে। বাচ্চা কেনার সময় অবশ্যই সুস্থ এবং হাঁটাচলা করে এমন বাচ্চা কিনতে হবে কেননা অনেক সময় রোগা বাচ্চা বিক্রি করা হয়।
যা কেনার পরবর্তী কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে মারা যায় অথবা বিভিন্ন রোগ অন্যান্য মুরগির বাচ্চার মধ্যেও ছড়িয়ে যেতে পারে। তাই বাচ্চা কেনার সময়ের দাম বেশি হলেও ভালো মান এবং ভাল জাতের বাচ্চা কেনা উচিত।
কোন ধরনের মুরগি ব্যবসার জন্য লাভজনক ?
বর্তমানে অনেকেই স্বাবলম্বী হওয়ার জন্য সবচেয়ে বেশি ব্রয়লার মুরগির ব্যবসা করার চিন্তা করে থাকে। তবে ব্রয়লার মুরগির ব্যবসা লাভজনক কিনা তা নিয়ে অনেকেই সন্দেহে থাকেন। স্বাবলম্বী হওয়ার জন্য ব্রয়লার মুরগির ব্যবসা করেন তাহলে ব্রয়লার মুরগির ব্যবসা করে প্রচুর টাকা আয় করা যেতে পারে। কারণ ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তাছাড়া এদেশে প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগির চাহিদা রয়েছে। বর্তমানে তিনদিন ব্রয়লার মুরগির দামও খুব বেড়ে যাচ্ছে তাই ব্রয়লার মুরগির ব্যবসা খুবই লাভজনক
সাবধানতা
বর্তমানে মুরগির মধ্যে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ দেখা দিয়েছে। তাই ব্রয়লার সোনালী দেশি মুরগি কক থেকে শুরু করে সব ধরনের মুরগির বাচ্চা কেনার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে কেনা উচিত। পরিচিত ফ্রম অথবা নামকরা ফার্মগুলোতে অসুস্থ বাচ্চা বিক্রি করা হয় না দাম বেশি হলেও সেসব ফার্ম থেকে মুরগির বাচ্চা কেনা উচিত।
প্রত্যেক জাতের বাচ্চার জন্য আলাদা আলাদা ফিড রয়েছে খামার থেকে সেসব হিট কিনে নিয়মিত যত্ন করলে খুব তাড়াতাড়ি বাচ্চা বিক্রির উপযুক্ত হয়ে যায়।
মন্তব্য
আজকে আমরা কাজী ফার্মস বাচ্চার বর্তমান দাম ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –
আমি ৫০০ রেডি বুলেট নিব
আসসালামু আলাইকুম মির ভাই। আমরা শুধু তথ্য দিয়ে থাকি। বাচ্চা কিনতে বা বিক্রি করতে আমরা সাহায্য করতে পারি না।
ব্রয়লার এর বাচ্চার রেট কতো আজকে
মোরগের ফরম করার ইচ্ছা আছে এবং কাজী ফারুকের মস্ত কিছুই পছন্দ হয় তাই কাজী ফার্ম থেকে বাচ্চা এবং ফিট সংগ্রহ করব আশা করি ইনশাল্লাহ
বর্তমানে কাজী ফার্ম থেকে বাচ্চা নেয়াই বুদ্ধিমানের কাজ হবে। এতে করে আপনার লস হওয়ার চান্স খুবই কম।
বয়লারের বাচ্চা দাম কতো করে
বয়লার ফিড কতো করে বস্তা