কাশফুল নিয়ে ফেসবুক ক্যাপশন
ছয়টি ঋতুর মাঝে শরৎকাল সবারই কম বেশি পছন্দ কেননা এই সময় শহরের বিভিন্ন যায়গায় কাশফুল দেখা যায়। গ্রামের সাধারনত নদীর পাড়ে কাশফুল দেখা গেলে ও শহরে তেমন একটা কাশফুল দেখা যায় না। ঢাকা শহরের দিয়া বাড়ি কাশফুলের জন্য সকলের কাছে বেশ পরিচিত। আজকে আমরা কাশফুল নিয়ে ফেসবুক ক্যাপশন, কবিতা, উক্তি নিয়ে আলোচনা করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে।
কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
১। নদীর ধারে কাশফুল হয়ে ওঠে সাদা, তোমায় দেখতে নেইকো আমার বাধা।
২। হে কাশফুল তোমার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে তুমি কি বলতে পারো এত সৌন্দর্য তুমি কোথায় পেয়েছো? একি তোমার নিজস্ব সৌন্দর্য নাকি আমার প্রিয়তমার কাছ থেকে ধার করা।.
৩। কাশফুলের সুগন্ধে আমি ব্যাকুল হই, আমায় বল তুমি এত সুগন্ধ পেলে কই?
৪। কাশফুল হচ্ছে মেয়েদের ব্যবহার করা গয়নার মত। যে গয়না পরলে নদীর দুই ধার সৌন্দর্য পরিপূর্ণ হয়।
৫। তুমি হয়তো অসংখ্য সৌন্দর্যের পরিপূর্ণ ফুল দেখেছো তবে মন কেড়ে নিতে কাশফুল সবসময়ই সেরা।
৬। প্রেম নিবেদন করতে গোলাপ ব্যবহার করা হয় কিন্তু প্রেমে পড়তে কাশফুলের প্রয়োজন হয়
৭। ফুলের মধ্যে একমাত্র কাশফুল তার প্রেমে পড়তে তোমাকে বাধ্য করবেই।
৮। কাশফুলের মাঝে আমরা দুজন হারিয়ে যেতে চাই আর বলতে চাই তোমাকে ” তুমি আমার আমি তোমার হাতে হাত রেখে পার করবো যুগের পর যুগ”
৯। একমাত্র কাশফুল তার প্রেমে পড়তে আমাকে বাধ্য করে কেননা তার সৌন্দর্যে আমি বারবার বিমোহিত হই।
১০। নীল আকাশের সাদা মেঘের মাঝে কাশফুল যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ এক রূপসী কন্যা।
১১। প্রতিটি কাশফুলের মাঝে মিশে আছে তোমার আমার প্রেম কাহিনী ও ভালবাসার এক অনন্য নিদর্শন।
কাশফুল নিয়ে facebook ক্যাপশন
১২। একমাত্র কাশফুলের মাঝেই মিশে আছে স্বর্গীয় সৌন্দর্যের ঠিকানা
১৩। কাশফুল যেখানে এক সুন্দর এত সুন্দর সেখানে স্বর্গ না জানি কতটা সুন্দর
১৪। এক ফোঁটা বৃষ্টি কাশফুল পেলে যেমন সৌন্দর্যে সেজে ওঠে ঠিক তেমনি তোমাকে পেলে আমার মন আনন্দে ভরে ওঠে।
১৫। বিকেলের আধো আধো রোদে কাশফুল তার পরিপূর্ণ সুন্দর্য মেলে ধরে সে দৃশ্য দেখে দুচোখ জুড়িয়ে যায়।
১৬। যদি তুমি স্বর্গীয় সৌন্দর্য পৃথিবী থেকেই দেখতে চাও তবে নদীর দুইপাশে এসে কাশফুলকে মন ভরে দেখো।
১৭। তুমি তোমার কষ্টে ভরা মনকে ভালো করতে চাইলে অবশ্যই কাশফুলের মাঝে গিয়ে একাকী সময় পার করো।
১৮। কাশফুল এমনিতেই খুবই সুন্দর তবে তোমার হাতের ছোঁয়া পেলে কাশফুল আরো অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে।
১৯। আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ফুল হলে তুমি আর তারপর কাশফুল।
২০। কাশফুল মানে অপরূপ সৌন্দর্যে সজ্জিত এক বিকেল।
২১। আমার কাছে শরৎকাল মানে কাশফুল আর শুধুই কাশফুল।
২২। তোমাকে নিয়ে প্রথম ঘুরতে যাওয়ার জায়গা ছিল নদীর ধারের কাশবন। আজও সেই স্মৃতি মনে করে ধারণ করে রেখেছে।
২৩। কাশফুল ছিল তার খুব প্রিয় শুধু অপ্রিয় ছিলাম আমি।
২৪। কাশফুল হাতে প্রথম তোমাকে দেখেছিলাম আজও ভেসে ওঠে সেই দিনের কথা।
২৫।কাশফুল নিয়ে কবিতা শরৎ সেজেছে কাশফুলে ঘরে বিভরে বালুচরে সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নদী নিলম্বরে
২৬। ভাটির দেশে শুভ্র কাশবন কেড়ে নিয়েছে মন। নদীর তীর কত যে নিবিড় মন হয় খুব উচাটন।
২৭। হাওয়ায় দোলে ফুলের দল উড়ে যেতে চাই সুদুরে।
মায়া মমতায় আটকে আছে পাশাপাশি অঙ্গেভরে।
কাশফুলের কাব্য কবিতা
২৮। ফুলের মাঝে পাখিরা ওড়ে প্রজাপতি নেচে চলে বাড়ি,
কাস কন্যাদের হাসির রেখায় বিলীন হয় সবি।
২৯। উদাসী আকাশ হাতছানি দেয় ভাসাবে মেঘের ভেলায়,
সুরের ছোঁয়ায় মন রাঙাবে মৃদুমন্দ পূবালী বায়।
৩০। পড়ন্ত বিকেল কালো মেঘে ঢেকেছে আকাশ, হয়তো হঠাৎ নেমে আসবে এক পশলা বৃষ্টি।
হাটছি আমি রাস্তার দুপাশে বাতাসে দোলায়মান কাশফুল গুলোর ঠিক মাঝখানে ধরে।
কোন উদ্দেশ্য নেই নেই কোন পাড়ি জমানোর আকাঙ্ক্ষা।
তবু কেন হাটছি আমি হয়তো আজ বহুদিন পর এই মনটা আবারও খুঁজছে তোমায়।
হয়তো শরতের স্নিগ্ধ শুভ্র কাশফুল গুলোর মাঝে আবার অবলোকন করছি তোমায়।
তোমার মনে আছে? মনে থাকবে নাই বা কেন, এইতো বছরখানেকের কথা –
ঠিক ছিল এমনই একটা দিন যেদিন একগুচ্ছ সুপ্রকাশ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে তোমায় বলেছিলাম।
মানুষটাকে তোমার মনের মন্দিরে একটু স্থান দেবে?
জবাবে পেয়েছিলাম ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি।
কিন্তু আজ তুমি নেই।
৩১। ধূসর সাদা কাশ ফুলে নীল আকাশে,
উড়ছে সাদা মেঘ সাদা সাদা স্তরে স্তরে।
৩২। ধরাধামে নেমে এলো এলোকেশী উর্বশী,
কপালেতে নীল টিপ যেন পূর্ণিমা শশী
কাশফুল নিয়ে ফানি ক্যাপশন
৩৩। আশেপাশেই আছে চটপটি ফুচকার গাড়ি, শীতল বাতাসের মাঝে বসে বিস্তৃত ফুলের মাঠ কে সামনে রেখে খেয়ে নিতে পারেন টক ঝালে ভরপুর চটপটি।
৩৪। তোমার প্রেমে মুগ্ধ হওয়ার কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে,
জানিনা আমি তাকে আর ফিরে পাব কিনা।
৩৫ জানিনা আমি কাশফুলবাগান কে ভুলতে পারবো কিনা,
কেননা কাশবন ছিল আমার প্রেমের প্রথম নিদর্শন।
৩৬। জীবনের সবগুলো প্রেমিকাই কাশফুলের প্রেমে পড়ত আর এখন সবাই আমাকে ছেড়ে চলে গেছে,
তাই পরেরবার প্রেম করার পূর্বে জেনে নিব তার কাশফুল পছন্দ কিনা।
৩৭। হারিয়ে যেতে চাই মোরা কাশ বনে ফিরে যেতে চাই না কখনো এখান থেকে,
সারা জীবন থাকতে চাই সুন্দর প্রকৃতির মাঝে।
কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
৩৮। তোমায় ভালোবাসার সাধ জেগেছে, মনে কাশফুলের নানান রং লেগেছে।
৩৯। সাদা কাশফুলের মায়ায় আমি বন্দি হয়ে গেছি, তুমি যেন আছো আমার কাছাকাছি।
৪০। তোমাকে ভালোবেসেই কাশফুল নিয়েছিলাম হাতে, যেন তোমার হাতের ছোঁয়া মিশে আছে সব সময় তাতে।
৪১। শুনেছি তুমি কাশফুল ভালোবাসো তাই আমি সবসময় কাশ ফুলের মাঝে হারিয়ে যাই।
৪২। তোমার হাতের ছোঁয়ায় কাশফুলগুলো আরো সুন্দর হয়ে যায়।
যা দেখে আমারও তোমার ছোঁয়া পেতে ইচ্ছে করে।
৪৩। কাশফুলের মায়ায় ভরিয়ে রেখো আমায়, তাহলে আর কোনদিনও ছেড়ে যাবো না তোমায়।
৪৪। কাশফুল ও কাশফুল কোথায় যাও তুমি? তোমাকে দেখার অপেক্ষায় আছি দেখো আমি?
৪৫। কাশফুল ছিল আমার সবচেয়ে পছন্দের ফুল আর সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি।
কাশফুল ঠিকই আছে, শুধু হারিয়ে গেলে তুমি।
৪৬। কাশফুলকে ভালবেসে ভরাই আমার মন, আমার মত এমন তোমাকে ভালবাসে আর কয়জন?
৪৭। কাশফুলের মালা উপহার দিব তোমায়, ভরিয়ে দেবো তোমায়।
তখন আর রাগ করে আমার সাথে থাকতে পারবে না।
৪৮। বৃষ্টি ভেজা দিনে কাশফুল এনে দিয়েছিলাম তোমায়, অসময়ের কাশফুল পেয়ে কত খুশি হয়েছিলে তুমি।
আজও সে স্মৃতি মনে করে মনে মনে হাসি আর তোমায় মিস করি।
৪৯। কাশফুলের শুভ্রতা দিকে দিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা সম্পর্ক যা ঘুচে যাক সব দুঃখরা মুক্তি পাক।
৫০। কাশফুলের গন্ধে আমি বিমোহিত হই, ও কাশফুল এত সুবাস তুমি পাচ্ছ কই?
৫১। কাশফুলের আছে বলেই ধরনী এত সুন্দর।
৫২। কাশফুলের মেলায় তোমাকে নিয়ে একদিন যাব। সেই মেলা থেকে তোমার মত ই সুন্দর কিছু কাশফুল কুড়িয়ে নেবো।
কাশফুল নিয়ে ছোট ক্যাপশন
৫৩। তোমার ওই চাঁদের মত হাসি মুখ একবার দেখতে পেলে এ জীবনে আমার আর কিছুই চাওয়ার নেই
৫৪। আমার জন্মদিনে না হয় একরাশ কাশফুল উপহার দিও এতেই আমি অনেক খুশি হব।
৫৫। ও কাশফুল তুমি এত সুন্দর কেন? আমার হৃদয়ের মাঝে এক পশলা বৃষ্টি যেন।
৫৬। একমুঠো সাদা কাশফুল চাই, এনে দিতে পারবে তুমি? না এনে দিলে তোমার সাথে আড়ি যাও।
৫৭। শরতের দিনে চল কাশফুল কুড়াই, কাশফুল হাতে পেলে যেন স্বর্গ খুঁজে পাই।
৫৮। কাশফুলকে ছাড়তে যেয়ে মনে পড়ল এক কথা, এই ফুলকে ছিঁড়লে তো তার গাছটা পাবে ব্যথা।
৫৯। চলো তোমায় পরীর রাজ্যে নিয়ে যাই যেখানে তুমি চাইলেই চোখের সামনে কাশফুল দেখতে পাবে।
কি দারুন ব্যাপারটা! যাবে? যাবে মোর সাথে কাশফুল দেখতে?
মন্তব্য
আজকে আমরা [৫০+] কাশফুল নিয়ে ফেসবুক ক্যাপশন, উক্তি, কবিতা, ছন্দ আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অথবা কাশফুল নিয়ে কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –
- ১০০+ মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, উক্তি, কবিতা, ক্যাপশন
- ঈদে ঘুরাঘুরি ক্যাপশন – ঈদ আনন্দ নিয়ে স্ট্যাটাস
- বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস, ঈদ মোবারক ক্যাপশন