HSC physics 1st paper suggestion 2023
হ্যালো এইচএসসি পরীক্ষার্থীরা আমি ফয়সাল বর্তমানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে , তোমরা যারা চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তে রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি HSC physics 1st paper suggestion 2023। এই সাজেশন ফলো করলে আশা করা যায় তুমি তোমার রিভিশন সহজে সম্মান করতে পারবে এবং এই সল্প সময়ে ভালো ফলাফল নিয়ে আসতে পারবে।
সবাই হয়তো এখন দুশ্চিন্তায় রয়েছে কোন বই থেকে কি পড়বো ,কোন টেস্ট করব, এমসিকিউ কোথা থেকে পড়বো ইত্যাদি। তোমাদের এইসব কনফিউশন দূর করার জন্য আজকে আমি নিয়ে এসেছি এইচএসসি চূড়ান্ত সাজেশন এখানে অধ্যায়ভিত্তিকভাবে এবং টপিক ভিত্তিকভাবে তোমাদের গাইডলাইন দেওয়া হবে যা ফলো করলে তোমরা শতভাগা কমন পাবে বলে আশা করা যায়।
আরো পড়ুন – অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা
HSC physics 1st paper suggestion 2023 গুরুত্বপূর্ন অধ্যায় সমূহ
যাদের প্রপারেশন খুবই বাজে এবং চাচ্ছো পরীক্ষার আগের দুইদিন পড়ে মোটামুটি একটি রেজাল্ট করা তারা চাইলে শুধুমাত্র তিনটা অধ্যায় পড়ে তিন থেকে চারটি সৃজনশীল সমাজে কমন পেতে পারো।
১) ২য় অধায়-২ টাইপ সৃজনশীল রয়েছে।
২) ৭ম অধ্যায়-১ টাইপ সৃজনশীল রয়েছে।
৩) ১০ম অধ্যায়-২ টাইপ সৃজনশীল রয়েছে।
যাদের একেবারেই প্রিপারেশন খুবই কম তারাই অধ্যায়গুলো খুব সহজেই এক থেকে দুই দিনের মধ্যে টেস্ট পেপার সলভ করলেই আশা করা যায় পরীক্ষায় তিন থেকে চারশিয়াল উত্তর করে দিয়ে আসতে পারবে। এরা অধ্যায়গুলো খুব প্যাচানো নয় এবং প্রায় সব কলেজ এবং কোচিংয়ে এগুলো আগে পড়ানো হয়। আগে থেকে বেসিক আইডিয়া থাকলে এই অধ্যায় গুলো খুব সহজে পারবে বলে আশা করা যায়। অধ্যায়গুলো টপিক খুবই কম এবং সূত্রও খুবই কম সর্বোচ্চ দুই থেকে তিন টাইপ করে প্রশ্ন রয়েছে তাই টেস্ট পেপার সলভ করলে যে কেউ এই অধ্যায় থেকে অ্যানসার করে আসতে পারবে।
উপরে HSC physics 1st paper suggestion 2023 অধ্যায় গুলোর মধ্যে দ্বিতীয় অধ্যায় ও দশম অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে। তাই এ দুটি অধ্যায় খুব ভালো করে পড়ে যাবে এবং সবগুলো সূত্র ভালোভাবে মুখস্ত করে যাবে। চেষ্টা করবে টেস্ট পেপারে থাকা সব টাইপ প্রশ্ন একবার করে দেখে যেতে।
৪) ৫ম অধ্যাইয়-২ টাইপ সৃজনশীল রয়েছে।
যারা আরেকটু ভালো করতে চাও আরো তারা পঞ্চম অধ্যায় এর সৃজনশীল সলভ করে যেতে পারো করে যেতে পারো। এই অধ্যায় থেকে খুব সহজ সৃজনশীল হয়ে থাকে কাজ নিয়ে, কুয়ায় পানি তোলা নিয়ে, ইটের উপর ইট রাখা নিয়ে প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে।
যদি এই চারটি অধ্যায় পড়ে যাও তাহলে পাঁচটি সৃজনশীল তুমি শিওর কমন পাবে বলে আশা করা যায়। তাহলে তুমি ফুল মার্কেটে করে দিয়ে আসতে পারবে বাকি অধ্যায়গুলো পড়া ছাড়াই।
এইচএসসি ফিজিক্স ১ম পত্র ২০২৩ গুরুত্বপূর্ন টপিক
দ্বিতীয় অধ্যায় হল ভিক্টর অধ্যায়। এই অধ্যায় থেকে নদী নৌকার অংক খুব বেশি এসে থাকে তাই নদী নৌকার সকল সূত্র একবার করে দেখে যাবে এবং দুটি গাড়ির আপেক্ষিক বেগ নিয়েও প্রশ্ন আসতে পারে। নৌকার গুণটানা নিয়ে ছোট প্রশ্ন আসতে পারে এবং কোনটি ভেক্টর রাশি কোনটি স্কেলার রাশি এমন ছোট প্রশ্ন প্রশ্ন আসতে পারে। নদী নৌকা, গাড়ির আপেক্ষিক বেগ, বৃষ্টি ও লোক এসবগুলোই এক ধরনের ম্যাথ তাই একবার দেখে নিলেই সব টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে।
সপ্তম অধ্যায় হলো পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় থেকে প্রয়োজনের অনুপাত ,স্থিতিস্থাপকতা পিড়ন ও বিকৃতি নিয়ে প্রশ্ন আসতে পারে। এই ম্যাথগুলো খুবই সহজ শুধুমাত্র একটি সৃজনশীল সলভিং ক্লাস ইউটিউব এ করলেই তুমি ম্যাথগুলো খুব সহজে সব করে শিখে যাবে তাই একবার দেখে গেলে একটি সৃজনশীল সহজে পাবে বলে আশা করা যায়।
দশম অধ্যায় হলো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব এ অধ্যায় হতে আদর্শ গ্যাসের সমীকরণ গ্যাসের গড়বেগ এবং আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য জাতীয় প্রশ্ন আসতে পারে। কেমিস্ট্রিতেও এই টপিকগুলো পড়ায় তোমরাই অধ্যায় খুব সহজেই পারবেবলে আশা করা যায়। এই অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে এবং এই প্রশ্নগুলো কম সময়ে সলভ করা যায় তাই তোমার অবশ্যই রেখে যাওয়া উচিত।
পঞ্চম অধ্যায় হলো কাজ ক্ষমতা শক্তি দ্বারা কৃত কাজ , গতিশক্তি ও বিভব শক্তি রূপান্তর, শক্তির সংরক্ষণশীলতা এই টপিকগুলো থেকে খুব সহজ প্রশ্ন এসে থাকে। তাছাড়া কুয়ার পানি তোলা এবং ইটের উপরে রাখার সৃজনশীলগুলোও একবার করে দেখে যাবে টেস্ট পেপার থেকে।
HSC physics 1st paper suggestion 2023 (MCQ suggestion)
এমসিকিউ এর জন্য তুমি তপন স্যারের অধ্যায়ের শেষে এবং বইয়ের শেষে দেয়া এমসিকিউগুলো দেখে যাবে। তাছাড়া মাত্রা, একক এবং কোনটি ভেক্টর রাশি এবং কোনটি স্কেলার রাশি এই জাতীয় প্রশ্নগুলো দেখে যাবে। টেস্ট ব্যাপারে থাকা এমসিকিউ গুলোও একবার দেখে যেতে পারো। বিগত বছরে আসা এমসিকিউগুলো থেকেও কয়েকটি এমসিকিউ প্রত্যেকবারই কমন আসে তাই সেগুলো একবার দেখে যেতে পারো। এই কয়টি বিষয় দেখে গেলে আশা করা যায় বেশিরভাগ এমসিকিউই তোমার সরাসরি কমন পড়ে যাবে।
HSC physics 1st paper suggestion
ফিজিক্সের বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে বেশিরভাগ সময়ে সব ধরনের ম্যাথজাতীয় প্রশ্ন খুব বেশি আসে।তাই যে অধ্যায়গুলোই পড়ো সে অধ্যায়ের ম্যাথ গুলো যেন অবশ্যই দেখে যাও।
উপরে দেয়া HSC physics 1st paper suggestion 2023 প্যাটার্ন ফলো করলে খুব সহজেই তুমি পাঁচটি সৃজনশীল কমন পেয়ে যাবে বলে আশা করা যায়। তাই এখনই এই প্যাটার্ন ফলো করে পড়া শুরু করে দাও এবং তোমার ভালো বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও তোমার মত স্বল্প সময়ে একটি ভালো রিভিশন দিয়ে পরীক্ষা ভালো করতে পারে।
তোমার পরীক্ষার জন্য রইল শুভকামনা। পরবর্তী বিষয়ে পরীক্ষার আগেও আমাদের ওয়েবসাইটে সাজেশন পেয়ে যাবে। তাই কমন এইচএসসি ২০২৩ সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকো। HSC physics 1st paper suggestion নিয়ে কোন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারো।
আরো পড়ুন –
- তুরস্কের সেরা বিশ্ববিদ্যালয় তালিকা
- অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা
- মদিনা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০২৩