অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক | gamca medical report check online bangladesh

গামকা মেডিকেল রিপোর্ট কি?

মধ্যপ্রাচ্যের ৬ টি দেশ সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমান গামী যাত্রীদের মেডিকেল রিপোর্টের নাম ই গামকা মেডিকেল রিপোর্ট। গামকা হচ্ছে  গালফ কো-অপারেশন কাউন্সিল এপ্রুভড মেডিকেল সেন্টার এসোসিয়েশন এর সংক্ষিপ্ত রূপ যারা মূলত গামকা মেডিকেল রিপোর্ট স্লিপ দেয়া থেকে শুরু করে অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক ও সার্টিফিকেট দেয়া সব নিয়ন্ত্রন করে।

আজকে আমরা দেখবো কিভাবে অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করবেন এছাড়াও গামকা মেডিকেল রিপোর্ট চেক নিয়ে বিস্তারিত জানবো। চলুন তাহলে শুরু করা যাক।

আরো পড়ুন – সৌদি আরবে ভালো সিম কোনটি, সৌদি আরব সেরা সিমের নাম কি

গামকা মেডিকেল টেস্ট কোথায় করাবেন?

বাংলাদেশের সর্বমোট ৭ টি শহরে ১৩২ টি মেডিকেল সেন্টারে গামকা মেডিকেল টেস্ট করানো যায়। শহরগুলো হচ্ছে –

  1. ঢাকা – সর্বমোট ৯২ টি মেডিকেল সেন্টার
  2. বরিশাল – ৩ টি মেডিকেল সেন্টার
  3. কক্সবাজার – ৫ টি মেডিকেল সেন্টার
  4. চট্রগ্রাম – ১২ টি মেডিকেল সেন্টার
  5. কুমিল্লা – ৬ টি মেডিকেল সেন্টার
  6. রাজশাহী – ৬ টি মেডিকেল সেন্টার
  7. সিলেট – ৯ টি মেডিকেল সেন্টার

আরো পড়ুন: মালয়েশিয়া ভিসা কবে খুলবে? মালেশিয়া ভিসা প্রোসেসিং ও ওয়ার্ক পারমিট ভিসা 2022

অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম

ধাপ ১ – অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে প্রথমেই https://wafid.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

gamca medical report check online

ধাপ ২ এই পর্যায়ে Medical Examinations সেকশন থেকে View Medical Reports এই অপশনে ক্লিক করুন।

gamca medical report check online 2

ধাপ ৩ – এই পর্যায়ে By Passport Number অপশনটি সিলেক্ট করে গামকা মেডিকেল রিপোর্ট চেক কারী ব্যক্তির

  1. Passport NO
  2. Nationality
  3. Captcha

এই ৩ টি তথ্য সঠিকভাবে পূরন করে Check বাটনে ক্লিক করলেই মেডিকেল রিপোর্ট দেখা যাবে।

gamca medical report check online 3

তবে কেউ যদি Passport Number এর পরিবর্তে Waffid Slip Number দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে তিনি Passport NO এর পরিবর্তে Waffid Slip Number এই অপশনটি সিলেক্ট করবেন। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশী ভাইয়েরা পাসপোর্ট নাম্বার দিয়ে গামকা মেডিকেল রিপোর্ট চেক করে থাকেন তাই এই ক্ষেত্রে পাসপোর্ট এর নিয়ম দেখানো হয়েছে।

 

আরো পড়ুন: লিথুনিয়া স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম, খরচ

কি কি রোগ থাকলে গামকা মেডিকেল টেস্টে আনফিট আসবে

অনেক জানতে চেয়েছেন গামকা মেডিকেল টেস্টে কি কি পরীক্ষা করায় আর কি কি রোগের কারনে সাধারনত আনফিট রেজাল্ট আসে। সাধারনত রক্ত টেস্ট, এক্সরে, ও শারীরিক শক্তি এই ৩ টা পরীক্ষা ই করা হয়। এই ৩ টা পরীক্ষার মাধ্যমে অনেকগুলা রোগের টেস্ট করে ফেলা হয়।

এখন আমরা জানবো কি কি রোগ থাকলে সাধারনত গামকা মেডিকেল রিপোর্ট চেক এ আপনার রেজাল্ট আনফিট আসতে পারে।

  • হার্টের সমস্যা
  • মারাত্মক লেভেলের চর্ম রোগ বা এলার্জি
  • এইচ আই ভি
  • জন্ডিস
  • শ্বাস কষ্ট
  • মারাত্মক চর্মরোগ/ রোগের বড় কোন দাগ

এই রোগ গুলোর যেকোন একটি যদি আপনার থাকে তাহলে গামকা মেডিকেল রিপোর্ট চেক এ আপনার রেজাল্ট আনফিট আসতে পারে।

গামকা মেডিকেল রিপোর্ট আনফিট আসলে করনীয়

সাধারনত গামকা মেডিকেল রিপোর্ট দুই কারনে আনফিট আসতে পারে।

  1. শারীরিক রোগের কারনে
  2. যান্ত্রীক ত্রুটির কারনে

সাধারনত উপরে আমরা যেকয়টি রোগের নাম উল্লেখ করেছি এর কোনটি যদি আপনার শরীরে প্রবল্ভাবে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার রিপোর্ট আনফিট আসবে। সেক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর পুনরায় মেডিকেল টেস্ট পারেন।

তবে কিছু কিছু ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে গামকা মেডিকেল রিপোর্ট আনফিট দেখাতে পারে। এক্ষেত্রে পুনরায় রিপোর্ট চেক করতে হবে।

গামকা মেডিকেল টেস্ট খরচ

গামকা মেডিকেল রিপোর্ট সাধারনত সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে করাতে ৬ হাজার টাকার মত লাগে। যদিও মেডিকেল সেন্টেরের ধরন অনুযায়ী এই খরচ ১০ হাজার পর্যন্ত হতে পারে। বেসরকারি মেডিকেল সেন্টারগুলোতে গামকামেডিকেল টেস্ট করাতে অনেক বেশি খরচ হতে পারে। এক্ষেত্রে অবশ্যই অসাধু চক্র থেকে সাবধানে থাকতে হবে।

কিছু কিছু মেডিকেল সেন্টারে রিপোর্ট আনফিট আসলেও ফিট দেখানোর কথা বলে টাকা নিতে চায় যা কোনভাবেই করা উচিত নয়। কেননা বিদেশ যাওয়ার পর রিপোর্ট ভুল ধরা পড়লে বড় ধরনের ঝামেলা হতে পারে।

আরো পড়ুন – ঢাকা থেকে বাহরাইন বিমান ভাড়া কত

গামকা মেডিকেল সেন্টার তালিকা বাংলাদেশ

gamcal medical report check online

Wafid সিলেক্ট করে দেয়া মেডিকেল সেন্টার ছাড়া অন্য কোন মেডিকেল সেন্টার থেকে গামকা মেডিকেল রিপোর্ট চেক করালে তা গ্রহনযোগ্য হবে না। GCCMHC ভেরিফাইড গামকা মেডিকেল লিস্ট দেখতে এখানে ক্লিক করুন এই পর্যায়ে ঢাকার পরিবর্তে আপনি যে শহরে মেডিকেল টেস্ট করাতে চান তা সিলেক্ট করুন। নিচে ওই শহরের সব মেডিকেল সেন্টার তালিকা, ফোন নাম্বার, ঠিকানা, ইমেইল নাম্বার সহ বিস্তারিত পেয়ে যাবেন।

এছাড়া আপনি যদি নির্দিষ্ট কোন মেডিকেলের নাম ধরে খুজতে চান ডানে খালি যায়গায় সে মেডিকেল সেন্টারের নাম লিখতে পারেন।

বাংলাদেশের সর্বমোট ৭ টি শহরে গামকা মেডিকেল টেস্ট করানো যায়। শহরগুলো হচ্ছে –

  1. ঢাকা – সর্বমোট ৯২ টি মেডিকেল সেন্টার
  2. বরিশাল – ৩ টি মেডিকেল সেন্টার
  3. কক্সবাজার – ৫ টি মেডিকেল সেন্টার
  4. চট্রগ্রাম – ১২ টি মেডিকেল সেন্টার
  5. কুমিল্লা – ৬ টি মেডিকেল সেন্টার
  6. রাজশাহী – ৬ টি মেডিকেল সেন্টার
  7. সিলেট – ৯ টি মেডিকেল সেন্টার

অর্থাৎ বাংলাদেশে সর্বমোট ১৩২ টি অনুমোদিত গামকা মেডিকেল সেন্টার রয়েছে। আপনার সুবিধা অনুযায়ী যেকোন মেডিকেল সেন্টার থেকে গামকা মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। তবে এই ১৩২ টি মেডিকেল সেন্টারের বাইরে অন্য কোন মেডিকেল সেন্টারের রিপোর্ট গ্রহনযোগ্য হবে না।

গামকা মেডিকেল রিপোর্ট চেক নতুন ওয়েবসাইট

ইতঃপূর্বে https://v2.gcchmc.org/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে গামকা মেডিকেল রিপোর্ট চেক করা হতো। কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটটি আর ব্যবহার করা হচ্ছে না। এখন গামকা মেডিকেল রিপোর্ট সম্পর্কিত সকল তথ্য  https://wafid.com/ এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেষ কথা

গামকা মেডিকেল রিপোর্ট হাতে পেতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ভালো সময় লেগে যায়। তাই আপনি যদি গামকা মেডিকেল রিপোর্ট টি নিতে চাই তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে কাজ শুরু করতে হবে। এছাড়া এখন মধ্যপ্রাচ্যের দেশ গুলোওতে অন্যান্য সময়ের তুলনায় লোক অনেক বেশি নিচ্ছে তাই স্লিপ সংগ্রহ ও গামকা মেডিকেল টেস্ট করাতেও একটু সময় লাগতে পারে। এক্ষত্রে একটু সময় হাতে রাখাই শ্রেয়।

আরো পড়ুন – সৌদি আরব আল মারাই কোম্পানি ভিসা, আবেদনের নিয়ম ও বেতন

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply