ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার
হ্যালো ফ্রী ফায়ার বাসিরা আপনাদের স্বাগতম আজকে আমাদের এই আর্টিকেলে। আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে ফ্রী ফায়ার বাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল নিয়ে এসেছে। আজকেরে আর্টিকেলে আমরা এডভান্স সার্ভার বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং কিভাবে আপনারা ফ্রী ফায়ার এডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তার দিক নির্দেশনা দিব।
আরো পড়ুন – গেমের জন্য কোন ভিপিএন ভালো, মোবাইল ও পিসি বেস্ট ফ্রি ভিপিএন
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কি রয়েছে
অনেকের হয়তো ধারণায় নেই যে ফ্রি ফায়ার এডভান্স কি অথবা সামান্য ধরনের থাকলেও এটি দিয়ে আসলে কি করা হয় সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তাই তাদের জন্য ফ্রী ফায়ার এডভান্স কি কিছু সুবিধা রয়েছে তাল তুলে ধরা হলো।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার মূলত ফ্রী ফায়ারেরই একটি অফিসিয়াল এডভান্স ম্যানেজিং সার্ভার। যাতে যে কোন আপডেট বা ডিটেলস প্রথম সার্ভারের এর আগে যুক্ত করা হয়। কেননা ফ্রি ফায়ারের প্রতি আপডেট এ কি ধরনের পরিবর্তন আসবে তা এডভান্স সার্ভারে আগে দেয়া হয়।
নতুন ম্যাপ পরিবর্তন হলে তাও অ্যাডভান্স সার্ভারে আগে চলে আসে চলে আসে। ফ্রী ফায়ারে যদি নতুন কোন গুলি যুক্ত করা হয় তাও অ্যাডভেঞ্চারের আগে দিয়ে দেওয়া হয়।
তাছাড়া ফ্রী ফায়ারে কিছুদিন পরপর নতুন ইভেন্ট আসে। সেই ইভেন্টে নতুন কি কি আসবে কোন ধরনের ড্রেস আসবে এবং যদি কোন নতুন ইমোট এসে থাকে তাও এডভান্স সার্ভারে দিয়ে দেওয়া হয়। এডভান্স সার্ভারে দেওয়ার কিছুদিন পরই অফিসিয়াল গেমে সেই আপডেটগুলো যুক্ত হয়। তাই অ্যাডভান্স ব্যবহার করলে গেমে কি কি পরিবর্তন হবে তার সম্পর্কে ধারণা পেয়ে যাওয়া যায়।
আরো পড়ুন – গেমের জন্য কোন ভিপিএন ভালো, মোবাইল ও পিসি বেস্ট ফ্রি ভিপিএন
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এক্টিভেশন কোড
অনেক সময় এমন হয়ে থাকে যে আপনারা ফ্রী ফায়ার এডভেঞ্চার গেম ডাউনলোড করে ফেলেন কিন্তু অ্যাক্টিভেশন কোড যাওয়ার পর সেটি দিতে না পারায় আপনার এডভান্স খেলতে পারেন না। মূলত অ্যাডভান্স রেজিস্ট্রেশন আগে কমপ্লিট করতে হয় এরপর অ্যাক্টিভেশন কোড দেওয়া হয় যেটি ব্যবহার করে লগইন করতে হয়।
তাই ফ্রী ফায়ার এডভান্স সার্ভার খেলার জন্য শুধুমাত্র গেমটি ডাউনলোড করলেই হবে না। আগে থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে এক্টিভেশন কোড নিয়ে রাখতে হবে। তাহলেই গেমটিতে ঢোকা যাবে এবং অ্যাডভাস সার্ভারের সবকিছু করা যাবে। আজকে একটিভেশন কোড পাওয়ার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কেনো ইউটিউবাররা ব্যবহার করে
ফ্রি ফায়ার সকল ইউটিউবারদের দেখা যায় নিয়মিত এডভান্স সার্ভার নিয়ে ভিডিও বানাতে। কারণ তারা সার্ভারে রেজিস্ট্রেশন করে নিয়ে আপডেট সম্পর্কে সকল তথ্য আগে থেকে পেয়ে যায় এবং তা নিয়ে ভিডিও তৈরি করে।
সবাই অ্যাডভ্যান্স করে ঢুকতে পারে না বলে তারা নিজেরা এডভেন্স ঢুকে আপডেট সম্পর্কে তথ্য দেখতে পারেনা। তাই তাদের সেই সকল ইউটিউবারের ভিডিও থেকেই আপডেট পেতে হয় তাদের প্রিয় গেমকে নিয়ে। তাই আজকে অ্যাডভান্স সম্পর্কে ডিটেলসে আর্টিকেল নিয়ে এসেছে যেন সকলে অ্যাডভেঞ্চার ব্যবহার করে ইউটিউবারদের মতোই সবার আগে আপডেট সম্পর্কে তথ্য পেয়ে যেতে পারে।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করার নিয়ম
সাধারণত বেশিরভাগ গেম, এমনকি সাধারণ ফ্রী ফায়ার প্লে স্টোরে পাওয়া গেলেও ফ্রী ফায়ার এডভান্স সার্ভার গেমটি প্লে স্টোরে পাওয়া যায় না। কেননা এটি খেলার জন্য নয় বরং ফ্রি ফায়ারে বিভিন্ন আপডেট এর জন্য বানিয়েছে। তাই এটি প্লে স্টোরে পাওয়া যায় না।
ফ্রী ফায়ার এডভান্স আবার ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ব্রাউজারে এবং সার্চ করতে হবে ফ্রি ফায়ার এডভান্স সার্ভার লিখে। এরপর প্রথমে আসা ফ্রী ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইডে ঢুকলেই ওয়েব পেজটির নিচে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ফ্রি ফায়ার এডভান্স সার্ভার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
অথবা কোন কারণবশত সেটি কাজ না করলে কিংবা ফ্রী ফায়ারের সার্ভারের কাজ চললে যদি ডাউনলোড করতে না পারেন তখন আরো বেশি কিছু মাধ্যম রয়েছে ফ্রী ফায়ার এডভান্স সার্ভার ডাউনলোড করার। সেই ক্ষেত্রে আপনাকে ট্রাস্টেড থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। বেশ কিছু ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা গেলেও সব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নিরাপদ নয়। তাই শুধু মাত্র কিছু বিস্বস্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উচিত।
তেমন কয়টি বিশ্বস্ত ওয়েবসাইট হলো Softonic FF Advance server এবং UP to Down । এই ওয়েবসাইট দুটি খুবই বিশ্বস্ত এবং সকলের কাছে পরিচিত। আপনি আমাদের দেয়া লিংক থেকেই সরাসরি ওয়েবসাইট গুলোতে ঢুকে ডাউনলোড করা শুরু করে দিতে পারবেন। ডাউনলোড করা হলে নিচের নিয়মে রেজিস্ট্রেশন করে খেলা শুরু করে দিতে পারবেন।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন
সবাই কনফিউশনে থাকেন ফ্রী ফায়ার এডভান্স সার্ভারে আইডি কিভাবে খুলবো। ফ্রি ফায়ার সার্ভার রেজিস্ট্রেশনের জন্য প্রথমে মোবাইলের যেকোন একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার এ গিয়ে সার্চ করতে হবে Free Fire Advance Download লিখে সার্চ করলে অথবা সরাসরি https://ff-advance.ff.garena.com/ এই লিংক কপি করে ওয়েবসাইটে ঢুকতে পারেন।
ঢুকার পর উপরের মত একটি পেজ আসবে যেখানে ফ্রি ফায়ার এডভান্স সার্ভার রেজিস্ট্রেশন লেখা থাকবে এবং তার নিচে দুটি অপশন থাকবে। একটি হলো ফেসবুক দিয়ে লগইন করার অপশন। আরেকটা হলো জিমেইল দিয়ে লগইন করার অপশন। আপনি যে কোনটি ব্যবহার করে লগইন করতে পারবেন। গুগল একাউন্ট দিয়ে লগইন করতে চাইলে আপনার ফোনের যতগুলো গুগল একাউন্ট রয়েছে তা চলে আসবে সেখান থেকে আপনি যদি ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করতে হবে।
দেওয়ার পরে সেখানে একটি জিমেইল দেয়ার অপশন চলে আসবে। যেখানে আপনি আপনার জিমেইলটি আবার দিবেন ,দিয়ে Join Now বাটন থাকবে সেটিতে ক্লিক করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এক্টিভেশন কোড
রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটিভেশন কোডের জন্য অপেক্ষা করতে হবে।সেই ওয়েব পেজে থেকেই দুই তিন বার রিফ্রেস করলে এবং কয়েক মিনিট অপেক্ষা করলে আপনার অ্যাক্টিভেশন করতে সেই ওয়েব পেজেই চলে আসবে।
একটিভেশন কোড আসার পর তার একটি স্ক্রিনশট নিয়ে নিবেন অথবা কপি করে নেবেন। এবার এই অ্যাক্টিভেশন কোড ব্যবহার করেই আপনাকে Free fire advance Server এ লগ ইন করতে হবে। ফ্রী ফায়ার অ্যাডভান্স অ্যাপটি ওপেন করার সময় কোডটি চাবে।তখন পেস্ট করে দিলেই আপনার এডভান্স সার্ভার চালু হয়ে যাবে।
আইফোনে ফ্রী ফায়ার এডভান্স সার্ভার ডাউনলোড
যারা আইফোন ব্যবহার করেন তাদেরও ইচ্ছা থেকে যারা অ্যান্ড্রয়েড ইউজ করে ফ্রী ফায়ার এডভান্স সার্ভার ব্যবহার করে তাদের মত ব্যবহার করা।
কিন্তু অতি দুঃখের বিষয় আইফোন প্রাইভেসি সেটিং এর কারণে আইফোনে অ্যাপ স্টোর ছাড়া অন্য কোন জায়গা থেকে কোন অ্যাপ বা গেম ডাউনলোড করা যায় না। যেহেতু ফ্রি ফায়ার এডভান্স সার্ভার গেমটি অ্যাপ স্টোরে অফিশিয়াল ভাবে নেই তাই আইফোন ব্যবহারকারীরা ফ্রি ফায়ার সার্ভার খেলতে পারে না।
তবে আশা করা যায় ভবিষ্যতে যদি অফিসিয়াল ভাবে ফ্রি ফায়ার এডভান্স সার্ভার গেমটি সকলের জন্য ছাড়ে তাহলে এটি অ্যাপস স্টোরে এভেইলেবল হবে। তখন অ্যান্ড্রয়েড ইউজারদের মতো আইফোন ইউজাররাও গেমটি খেলতে পারবেন।
ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার
আজকে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার নিয়ে আলোচনা করেছি। আশা করছি ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সকল ধরনের কনফিউশন দূর হয়েছে এবং সকল ধরনের তথ্য পেয়েছেন। আমাদের ইন্সট্রাকশন ফলো করলে আপনি সহজেই ফ্রী ফায়ার এডভান্স সার্ভার গেমটি খেলতে পারবেন বলে আশা করা যায়।
যদি কোন কারণে এমপি খেলতে না পারেন বা কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমেন্টেটি বিবেচনা করে দেখব এবং আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।
আরো পড়ুন –
- গেমের জন্য কোন ভিপিএন ভালো | মোবাইল ও পিসি বেস্ট ফ্রি ভিপিএন
- ফ্রী ফায়ার এর নতুন নাম আইডিয়া ২০২৩
- মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার। মোবাইল গরম হলে কি করনীয়। মোবাইল গরম হওয়ার কারন