ছোট মোবাইলের দাম 2023, কমদামে নতুন বাটন মোবাইল, কমদামে ভালো ফিচার ফোন

Table of Contents show

ছোট মোবাইলের দাম

আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান যুগকে বলা হয় স্মার্টফোনের যুগ কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কল করার জন্য আলাদা একটি ছোট বাটন মোবাইল ব্যবহার করেন। এছাড়াও বর্তমানে বাটন ফোনের কারনে অনেকের ই পড়াশুনার ক্ষতি হয়ে এবং সেজন্য ছোট বাটন ফোন ক্রয় করতে চান।

বর্তমানে বাজারে দেশি বিদেশি অনেক ব্র্যন্ডের মোবাইল চলে আসায় গ্রাহক ভালোভাবে বুঝতে পারেন না কোন মোবাইল ফোনটি তার জন্য ভালো হবে। সে সমস্যা সমাধানে আজকে আমরা মূলত ছোট মোবাইলে দাম নিয়ে আলোচনা করবো।

ছোট মোবাইলের দাম
ছবি: ছোট মোবাইলের দাম

বর্তমানে বাজারে যে কয়টি ব্র্যান্ড বাটন ফোন বাজারজাত করন করে তার মধ্যে সিম্ফনি, ওয়ালটন, আইটেল, নোকিয়া ও স্যামসাং উল্লেখযোগ্য। এ

ছাড়াও আরো কিছু কোম্পানি আছে তবে আমরা মূলত আজকে এই ৫ টি কোম্পানির বাটন ফোন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। চলুন তাহলে ২০২২ সালে ছোট মোবাইলের দাম কেমন তা দেখে নেয়া যাক এবং ব্লগটি পড়ার পর আশা করছি বুঝতে পারবেন কোন ফোনটি আপনার জন্য ভালো হবে।

কোন ব্র্যান্ডের ফোন ভালো হবে

ফোন ক্রয়ের পুর্বে প্রথমে যে প্রশ্নটি মাথায় আসে তা হলো কোন ব্র্যান্ডের বাটন ফোন আপনার জন্য ভালো হবে। এটা মূলত নির্ভর করে আপনার বাজেট কেমন তার উপর। যদি আপনার বাজেট একটু বেশি হয় অর্থাৎ ২০০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে তাহলে নিশ্চিন্তে স্যামসাং কিংবা নোকিয়া বাটন ফোন নিতে পারেন।

কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাটন ফোন কিনতে চান সেকেন্ডারি ফোন হিসেবে সেক্ষেত্রে বাজেট ও কম থাকে। আপনার যদি বাজেট কম হয় সেক্ষেত্রে ওয়ালটন, সিম্ফনি কিংবা আইটেল কোম্পানির বাটন মোবাইল গুলো দেখতে পারেন। সেক্ষেত্রে ৭৫০ টাকা থেকে ১২০০ টাকা বাজেটের মধ্যেই ভালো ফোন পেয়ে যাবেন আশা করি।

নোকিয়া বাটন মোবাইলের দাম

আমাদের মধ্যে যারা মোবাইল ব্যবহার করেন নোকিয়া তাদের কাছে একটি সুপরিচিত নাম। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নোকিয়া ফোন ব্যবহারের মাধ্যমে মোবাইলের সাথে পরিচিত হয়েছেন। বর্তমানে নোকিয়া মূলত স্মার্ট ফোন বাজারে আনলেও বাজারে বেশ কিছু নোকিয়া ফিচার ফোন আছে। চলুন তাহলে এক নজরে নোকিয়ার কয়েকটি ভালো নোকিয়া ছোট মোবাইলের দাম দেখে নেয়া যাক।

নোকিয়া বাটন ফোনের দাম – নোকিয়া ১০৫ মোবাইলের দাম

নোকিয়া ১০৫ মডেলের ফোনটি বর্তমানে বাজারে নোকিয়ার যত ফিচার ফোন আছে তার মধ্যে সবচেয়ে কমদামী এবং দবচেয়ে বেশি বিক্রি হওয়া নোকিয়া বাটন ফোন। যারা নরমাল কথা বলার জন্য ভালো একটি ফিচার ফোন খুজছেন এটা তাদের জন্য ভালো একটি পছন্দ হতে পারে। নিচে আমরা এই ফোনের কিছু স্পেশাল ফিচার উল্লেখ করার চেষ্টা করছি যাতে করে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।

  • মডেল – Nokia 105 Dual (2017)
  • ব্র্যান্ড – নোকিয়া
  • দাম – ১৪৯৯ টাকা
  • ব্যাটারি – ৮০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৮ ইঞ্চি
  • রিলিজ ডেট – জুলাই ২০১৭
  • ওজন –  ৭৩ গ্রাম
  • ক্যামেরা – ক্যামেরা নেই
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সাদা, নীল
  • কান্ট্রি –  ফিনল্যান্ড

নকিয়া বাটন ফোনের দাম – নকিয়া নকিয়া ১০৫+ মোবাইল দাম

  • মডেল – Nokia 105+ (2019)
  • ব্র্যান্ড – নোকিয়া
  • দাম – ২২৫০ টাকা
  • ব্যাটারি – ১০০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৮ ইঞ্চি
  • রিলিজ ডেট – জুন ২০১৯
  • ওজন –  ৭৩ গ্রাম
  • ক্যামেরা – ক্যামেরা নেই
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সাদা, নীল, লাল
  • কান্ট্রি –  ফিনল্যান্ড

নোকিয়া ছোট মোবাইলের দাম – নোকিয়া ১০৬ মোবাইলের দাম

নোকিয়া ১০৫ মডেলটি ব্যবসা সফল হওয়ার পর তার ধারাবাহিকতা বজায় রাখতে নোকিয়া বাজারে নিয়ে আসে নোকিয়া ১০৬ মডেলের মোবাইল ফোনটি। পূর্বের মোবাইলের মত এটাও যথেষ্ট ব্যবসা সফল হয় এবং যারা ভালো মানের ফিচার ফোন. বর্তমানে মোবাইলটি বাজারে পাওয়া যাচ্ছে ১৮৫০ টাকায়। নিচে নোকিয়া ১০৬ মোবাইলের স্পেশাল কিছু ফিচার উল্লেখ করা হলো যেনো আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়।

  • মডেল – Nokia 106 (2018)
  • ব্র্যান্ড – নোকিয়া
  • দাম – ১৮৫০ টাকা
  • ব্যাটারি – ৮০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৮ ইঞ্চি
  • রিলিজ ডেট – নভেম্বর ২০১৮
  • ওজন –  ৭০.২ গ্রাম
  • ক্যামেরা – ক্যামেরা নেই
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো
  • কান্ট্রি –  কোরিয়া

নোকিয়া ছোট মোবাইলের দাম – নোকিয়া ১৩০ মোবাইলের দাম

উপরে আমরা নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৬ মডেলের মোবাইল নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু ওই দুইটি ফোনেই ক্যামেরা নেই। যারা ক্যামেরা + মাল্টিমিডিয়া অর্থাৎ ভিডিও অডিও সহ একটি মোবাইলে নিতে চান তারা নোকিয়া ১৩০ মডেলের মোবাইলটি দেখতে পারেন। বর্তমানে নোকিয়া ১৩০ মডেলের ফিচার ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ২৫৯৯ টাকায়। চলুন এক নজরে নোকিয়া ১৩০ মডেলের ফোনটি নিয়ে বিস্তারিত দেখে আসা যাক যারে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়।

  • মডেল – Nokia 130 Dual (2017)
  • ব্র্যান্ড – নোকিয়া
  • দাম – ২৫৯৯ টাকা
  • ব্যাটারি – ১০২০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৮ ইঞ্চি
  • রিলিজ ডেট – আগস্ট ২০১৭
  • ওজন –  ৭০.২ গ্রাম
  • ক্যামেরা – ভিজিএ ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, লাল, ধূসর
  • কান্ট্রি –  কোরিয়া

নোকিয়া এই মোবাইলটি একইসাথে ফিচার ফোন আবার মাল্টিমিডিয়া ফোন তাই দাম তুলনামূলক বেশি। আপনার যদি বাজেট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে এই ফোনটি নিতে পারেন। কিন্তু আপনি যদি নরমাল কথা বলার জন্য বাটন ফোন নিতে চান সেক্ষেত্রে নোকিয়া ১০৫ এবং নোকিয়া ১০৬ এই দুইটি ফোন ই ভালো হবে।

স্যামসাং বাটন মোবাইলের দাম

নোকিয়া এবং স্যামসাং এই দুইটি কোম্পানি মেইনলি স্মার্টফোন বাজারে নিয়ে আসে। কিন্তু স্মার্টফোন ছাড়াও ওদের কিছু ফিচার ফোন  আছে মার্কেটে। দাম একটু বেশি হলেও কোয়ালিটি ভালো হওয়ায় অনেকেই কমদামে স্যামসাং ফিচার ফোন কিনেন। যারা ছোট মোবাইলের দাম জানতে চান তাদের জন্য এবারে স্যামসাং বাটন মোবাইলের দাম জানাচ্ছি।

স্যামসাং ছোট মোবাইলের দাম – স্যামস্যাং গুরু মিউজিক ২ মোবাইলের দাম

স্যামসাং গুরু মিউজিক হচ্ছে স্যামসাং কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত ফিচার ফোন। সারাবিশ্বে ফোনটি চাহিদা ছিলো ব্যাপক। গুরু মিউজিক ১ এর পর জুন ২০১৪ সালে স্যামস্যাং বাজারে নিয়ে আসে গুরু মিউজিক ২ যা এখনো মানুষের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে গুরু মিউজিক ২ বাটন ফোনটি পাওয়া যাচ্ছে ২১০০ টাকায়। নিচে গুরু মিউজিক ২ মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

  • মডেল – Samsung Guru Music 2
  • ব্র্যান্ড – স্যামসাং
  • দাম – ২১০০ টাকা
  • ব্যাটারি – ৮০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ২.০ ইঞ্চি
  • রিলিজ ডেট – জুন ২০১৪
  • ওজন –  ৭০.২ গ্রাম
  • ক্যামেরা – ক্যামেরা নেই
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সাদা
  • কান্ট্রি –  যুক্তরাষ্ট্র

স্যামসাং ছোট মোবাইলের দাম – স্যামসাং মেট্রো ৩৫০ মোবাইলের দাম

আপনার বাজেট যদি হয় ৩ হাজারের উপরে আর এই দামে আপনি ক্যামেরা সহ ভালো একটি বাটন মোবাইল নিতে চাচ্ছে তাহলে স্যামসাং মেট্রো ৩৫০ মোবাইলটি আপনার জন্য। আগস্ট ২০১৬ সালে রিলিজ হওয়া মোবাইলটি এখনো সবার পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে বাজারে স্যামসাং মেট্রো ৩৫০ মোবাইলটি পাওয়া যাচ্ছে ৩৫৫০ টাকায়।

  • মডেল – Samsung Metro 350
  • ব্র্যান্ড – স্যামসাং
  • দাম – ৩৫৫০ টাকা
  • ব্যাটারি – ১২০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি
  • রিলিজ ডেট – আগস্ট ২০১৬
  • ওজন – ৮০.৫ গ্রাম
  • ক্যামেরা – ২ মেগা পিক্সেল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, নীল
  • কান্ট্রি –  যুক্তরাষ্ট্র, চায়না

ওয়ালটন বাটন মোবাইল দাম

এতক্ষন আমরা নোকিয়া ও স্যামসাং বাটন ফোন নিয়ে আলোচনা করেছি। কিন্ত স্যামসাং ও নোকিয়া বাটন ফোনগুলো তুলনামূলক দাম একটি বেশি। আপনি যদি তুলনামূলক কম দামে বাটন মোবাইল কিনতে চান তাহলে ওয়ালটন আপনার জন্য ভালো একটি পছন্দ হতে পারেন। তাই যারা ছোট মোবাইলের দাম জানতে চান তাদের জন্য আমরা ভালো কয়েকটি কমদামি ওয়ালটন বাটন মোবাইল নিয়ে আলোচনা করবো।

ওয়ালটন ছোট মোবাইলের দাম – ৭০০ টাকার মধ্যে মোবাইল

ওয়ালটন Walton Olvio ML19 মোবাইল হচ্ছে ওয়ালটন কোম্পানির সবচেয়ে কমদামি ভালোফোনগুলোর মধ্যে একটি। বর্তমানে Walton Olvio ML19 মোবাইলটি মার্কেট প্রাইস হচ্ছে ৭৫০ টাকা বা ৭০০ টাকা। চলুন দেখে নেয়া যাক ৭৫০ টাকায় ওয়ালটন কি অফার করছে।

  • মডেল –  Walton Olvio ML19
  • ব্র্যান্ড – ওয়ালটন
  • দাম – ৭৫০ টাকা
  • ব্যাটারি – ১০০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – ফেব্রুয়ারি ২০২০
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ডিজিটাল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, নীল, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

ওয়ালটন ছোট মোবাইলের দাম – ৮০০ টাকার মধ্যে মোবাইল

ওয়ালটন কোম্পানির Walton Olvio L25 মডেলের মোবাইলটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৮১০ টাকায়। ১ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি ও ১৮০০ মিলি এম্পেয়ার ব্যাটারি সহ মোবাইলটি রেগুলার ইউজের জন্য খুবই ভালো। চলুন দেখে নেয়া যাক ৮০০ টাকার মধ্যে ওয়ালটন মোবাইল কি প্রোভাইড করছে।

  • মডেল –  Walton Olvio L25
  • ব্র্যান্ড – ওয়ালটন
  • দাম – ৮১০ টাকা
  • ব্যাটারি – ১৮০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – জুলাই ২০১৮
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ডিজিটাল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সবুজ, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

ওয়ালটন ছোট মোবাইলের দাম – ১০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

যারা ১০০০ টাকার মধ্যে একটি ভালো ফোন নিতে চান তাদের জন্য Walton Olvio ML14 এই ফোনটি ভালো হবে। বর্তমানে এই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ১০০০ টাকায়। চলুন দেখে নেয়া যাক ১০০০ টাকায় কি অফার করছে ওয়ালটন।

  • মডেল – Walton Olvio ML14
  • ব্র্যান্ড – ওয়ালটন
  • দাম – ১০০০ টাকা
  • ব্যাটারি – ১৪০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – জুলাই ২০১৮
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ডিজিটাল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সবুজ, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

সিম্ফনি বাটন মোবাইলের দাম

বাংলাদেশে যে কয়টি ব্র্যান্ড কমদামে বাটম মোবাইল বাজারে এনেছে সিম্ফনি তাদের মধ্যে প্রধান ও অন্যতম। বাংলাদেশে প্রথম কমদামে সবার হতে মোবাইল সিম্ফনি ব্র্যান্ড ই তুলে দেয়। বর্তমানে সিম্ফনি স্মার্টফোন বাজারে আনলেও তাদের মূল ব্যবসা হচ্ছে ফিচার ফোন। আপনাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন বাজেটে কয়েকটি সিম্পনি বাটন মোবাইল সিলেক্ট করেছি। চলুন তাহলে দেখে নেয়া যাক।

সিম্ফনি ছোট মোবাইলের দাম – ৭৫০ টাকার মধ্যে ভালো মোবাইল

সিম্পফি Symphony A10 মোবাইলটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ৭৯০ টাকায়। তবে দোকান থেকে নিলে ৭৫০ টাকায় পেয়ে যাবেন। এই ফোনটি এই দামে খুব ভালো কিছু অফার করছে। চলুন দেখে নেয়া যাক কি আছে মোবাইলটি তে।

  • মডেল – Symphony A10
  • ব্র্যান্ড – সিম্পনি
  • দাম – ৭৫০ টাকা
  • ব্যাটারি – ৮০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৭৭ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – অক্টোবর ২০১৫
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ডিজিটাল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সবুজ, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

সিম্ফনি ছোট মোবাইলের দাম – ৯৫০ টাকায় ভালো মোবাইল

সিম্ফনি Symphony B12 ছিলো এই কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাটন মোবাইল। এর পর তারা বাজারে নিয়ে আসে Symphony B12+ যা বর্তমানে ৯৫০ টাকায় পাওয়া যাচ্ছে। চলুন দেখে নেয়া যাক ৯৫০ টাকায় সিম্ফনি কি অফার করছে।

  • মডেল – Symphony B12+
  • ব্র্যান্ড – সিম্পনি
  • দাম – ৯৮০ টাকা
  • ব্যাটারি – ৮০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৭০ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – মে ২০১৯
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ডিজিটাল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সবুজ, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

সিম্ফনি ছোট মোবাইলের দাম – ১০৫০ টাকায় ভালো মোবাইল

সিম্ফনি Symphony D10 মোবাইলটির বর্তমানে বাজার মুল্য ১০৫০ টাকা। এই মোবাইলটিকে এই দামে বেশ ভালো ই বলা চলে। চলুন দেখে নেয়া যাক এই দামে কি অফার করছে সিম্পনি মোবাইল।

  • মডেল – Symphony D10
  • ব্র্যান্ড – সিম্পনি
  • দাম – ১০৫০ টাকা
  • ব্যাটারি – ১০০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – মে ২০২১
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ০.০৮ মেগা পিক্সেল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সবুজ, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

আইটেল মোবাইল প্রাইস

একসময় বাটন মোবাইল বললে আমরা শুধু ওয়ালটন কিংবা সিম্ফনিকেই চিনতাম কিন্তু বর্তমানে আইটেল মোবাইল বাজারে বেশ ভালো একটা অবস্থানে আছে। তবে আইটেল মোবাইলের সবগুলো মডেল আমরা কাস্টমারকে সাজেস্ট করি না। আপনাদের জন্য আমরা একটি মডেল সিলেক্ট করেছি। চলুন দেখে নেয়া যাক আইটেলের বাটন মোবাইল নিয়ে বিস্তারতি।

আইটেল ছোট মোবাইলের দাম – ৮৮০ টাকায় ভালো মোবাইল

আইটেল ব্র্যান্ডের Itel it2180 মোবাইলটি বর্তমানে বাজারে ৮৮০ টাকায় পাওয়া যাচ্ছে। ১০০০ মিলি এম্পেয়ারের বিগ ব্যাটারি সাথে ১.৭৭ ইঞ্চি বড় ডিসপ্লে নিয়ে মোবাইলটি যেকারো জন্য ভালো একটি অপশন হতে পারে। এছাড়াও মোবাইলের আরেকটি স্পেশাল দিক হচ্ছে এই মোবাইলের সামনে ক্যামেরা যা যেকারো চোখে ভালো লাগবে। চলুন দেখে নেয়া যাক এই মোবাইল নিয়ে বিস্তারতি তথ্য।

  • মডেল – Itel it2180
  • ব্র্যান্ড – আইটেল
  • দাম – ৮৮০ টাকা
  • ব্যাটারি – ১০০০ মিলি এম্পেয়ার
  • ডিসপ্লে – ১.৭৭ ইঞ্চি
  • নোটিফিকেশন টাইপ – সাউন্ড, ভায়ব্রেশন
  • রিলিজ ডেট – মে ২০২১
  • ওজন – ৭০.৫ গ্রাম
  • ক্যামেরা – ১.২ মেগা পিক্সেল ক্যামেরা
  • সিম কার্ড – ডুয়াল সিম
  • এভাইলেবল কালার – কালো, সবুজ, লাল
  • কান্ট্রি –  বাংলাদেশ

বাটন ফোন ক্রয়ের ক্ষেত্রে সতর্কত

সম্প্রতি বাজারে অনেক নাম না জানা চাইনীজ কোম্পানির বাটন ফোন পাওয়া যাচ্ছে। দামে কম হওয়ায় কোয়ালিটি চেক না করে অনেক সময় আমরা এই ফোনগুলো কিনে থাকি। আপনার বাজেট যদি ১০০০ টাকার বেশি হয় তাহলে আপনি ওয়ালটন, আইটেলের মত কোম্পানির বাটন ফোন কিনতে পেয়ে যাবে। সেক্ষেত্রে চাইনীজ ফোন না নেয়াই ভালো।

আর আপনার বাজেট যদি খুব কম  হয় অর্থাৎ এক হাজার টাকার কম সে ক্ষেত্রে আপনি চাইলে চাইনিজ কোম্পানির ফোন গুলো দেখতে পারেন।

ছোট বাটন মোবাইলের দাম বাংলাদেশ

আমরা এতক্ষন বিভিন্ন কোম্পানির ও বিভিন্ন দামের ছোট মোবাইলের দাম নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের একটি পরিষ্কার ধারনা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি এই ব্লগটি সম্পূর্ন পড়ার পর এই ব্যাপারে আর কোন প্রশ্ন থাকবে না। পোষ্টে আমরা লেটেস্ট প্রাইস দেয়ার চেষ্টা করেছি তারপর ও বাজারে দাম কিছুটা কমবেশি হতে পারে সময়ের সাথে। আমরা সকল তথ্য এখান থেকে নেয়ার চেষ্টা করেছি। পোষ্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ।

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply