ভারতে চোখের ছানি অপারেশন খরচ ও যাতায়াতের নিয়ম

ভারতে চোখের ছানি অপারেশন খরচ

উচ্চতর চিকিৎসা পদ্ধতি অবকাঠামো এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ভারতের চোখের ছানি অপারেশন করা হয়ে থাকে। চোখের ছানি অপারেশনের জন্য ভারতে অনেক উন্নত মানের মেডিকেল রয়েছে। যেগুলোতে খুব ভালো মানের চিকিৎসা পদ্ধতি সরবরাহ করা হয়।

ভারতে চোখের ছানি অপারেশন খরচ $1000 বা ১ লক্ষ টাকা লাগতে পারে। তবে চিকিৎসা পদ্ধতির ভিন্নতা হাসপাতালে সার্ভিস চার্জ ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন হাসপাতালের বিভিন্ন রকম খরচ হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে চোখের ছানি চিকিৎসার জন্য রোগীরা আসে। মূলত ভারতে চিকিৎসা পদ্ধতি একদম আলাদা। এখানে এমন ভাবে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করে থাকে যা চোখের সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা পালন করে।

[irp posts=”2239″ ]

ভারতে সেরা চোখের ছানি অপারেশন হাসপাতালের তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যে নামকরা কিছু হসপিটাল রয়েছে চোখের ছানি অপারেশনের জন্য। এই পর্যায়ে আমরা নামকরা কয়েকটি হাসপাতাল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যেগুলো তুলনামূলক কমখরচে উন্নত চিকিতসা পাবেন। ক

অ্যাপেলো হসপিটাল, গ্রিমস রোড, চেন্নাই

ভারতের সব থেকে সেরা হাসপাতাল গুলোর মধ্যে অ্যাপেলো হসপিটাল অন্যতম একটি। চেন্নাই অবস্থিত এই হাসপাতালে মূলত আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এখানে চোখের ছানি অপারেশনের জন্য ডক্টর প্রতিক রঞ্জন সেন একজন নামকরা ডাক্তার। তিনি মূলত চোখের ছানি নিয়ে অনেক গবেষণা করেছেন। চোখের ছানি অপারেশনে তার 22 বছরের অভিজ্ঞতা আছে।

ভারতে চোখের ছানি অপারেশন খরচ তুলনামূলক ভাবে অন্যান্য হাসপাতালে চেয়ে এখানে কম।

দৃষ্টি চক্ষু হাসপাতাল কেন্দ্র, বঞ্জারা হিলস, হায়দ্রাবাদ

ভারতের সেরা হাসপাতাল গুলোর তালিকার মধ্যে দৃষ্টি চক্ষু হাসপাতাল কেন্দ্র একটি অন্যতম হাসপাতাল। এ হাসপাতালে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চিকিৎসার জন্য এই হাসপাতালে পাড়ি জমায়।

এখানে চোখের ছানি অপারেশনের জন্য ডক্টর পি বিজয় আনন্দ রেড্ডি অন্যতম সেরা একজন নামকরা ডাক্তার। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ অনুশীলন সহ তার 28 বছরের অভিজ্ঞতা আছে।

ভারতে চোখের ছানি অপারেশন খরচ তুলনামূলক কম সেই থাকে হাসপাতালের আশেপাশে কম খরচে থাকার মত অনেক আবাসিক হোটেল রয়েছে। তাই লম্বা সময় নিয়ে চিকিতসা নিতে চাইলে এই হাসপাতালে যেতে পারেন।

পুশ পাটি সিংহানিয়া রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি

ভারতে সেরা আন্তর্জাতিক মানের হাসপাতালগুলোর মধ্যে এ হাসপাতালটি সেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নেওয়ার জন্য এই হাসপাতলে মানুষজন ভিড় জমায়। হাসপাতালে চোখের ছানি অপারেশনের জন্য ডাঃ বন্দনা খুলল্লার অন্যতম। তিনি একজন সিনিয়র পরামর্শদাতা এবং তার 22 বছরের মতো অভিজ্ঞতা রয়েছে।

ভর্তি আই হাসপাতাল, নিউ দিল্লি

বর্তমান নয়াদিল্লির চক্ষু হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম একটি হাসপাতাল। এই হাসপাতালে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা হয়ে থাকে। চোখের ছানি রিফ্লেক্টিভ সার্জারি এবং মেডিসিন রেটিনাতে শ্রেষ্ঠ বিশেষজ্ঞ ডাক্তার ধরিত্রী সীমান্তর এখানে চিকিৎসা দিয়ে থাকেন।

ভারতে চোখের ছানি অপারেশন খরচ তুলনামূলক কম তবে খরচ মূলত নির্ভর করে চিকিৎসা পদ্ধতির উপর। অর্থাৎ উন্নত মানের চিকিৎসার জন্য খরচ কিছুটা বেশি হতে পারে।

[irp posts=”417″ ]

মনিপাল হাসপাতাল লাইফ অন, হোয়াইটফিল্ড

ভারতের অন্যতম সেরা হাসপাতাল গুলোর মধ্যে এই হাসপাতালটি ও আছে। এখানে চোখের ছানি সার্জারি ছাড়াও অনেক ধরে চিকিৎসা হয়ে থাকে। চোখের ছানি সার্জারির জন্য ডাক্তার জল্পা বসি অন্যতম। তিনি একজন বেঙ্গালুরু চক্ষু বিশেষজ্ঞ। এ হাসপাতালটি ও একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল।

ভারতে চোখের ছানি অপারেশন খরচ

চোখের ছানি অপারেশন কিভাবে করে?

ভারতে চোখের ছানি অপারেশন খরচ এর দিক বিবেচনা করে ভারতে চোখের ছানি চিকিৎসা পদ্ধতি গুলো হচ্ছে

শুরুতেই অপারেশন ছাড়া শধুমাত্র বিভিন্ন ঔষধ দিয়ে এই রোগ থেকে মুক্তির চেষ্টা করা হয়। কিন্তু কোন কারনে যদি মেডিসিনে কাজ না হয় তখন ই শুধুমাত্র ডাক্তার আপনাকে অপারেশন করতে বলবেন।

চোখের ছানি মূলত দুইভাবে অপারেশন করা হয়। চোখের কন্ডিশন ও রোগীর বয়সের উপর নির্ভর করে ডাক্তার সিদ্ধান্ত নেয় কোন পদ্ধতি ব্যবহার করবেন।

  1. প্রথম পদ্ধতি – হাতের মাধ্যমে cataract কেটে বাইরে বের করে নিয়ে এসে লেন্স পরানো হয়ে থাকে।
  2. দ্বিতীয় পদ্ধতি – ফ্যাকো পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে চোখের খুব অল্প পরিমাণ কেটে ফ্যাকো নামে যন্ত্রের মাধ্যমে চোখের ছানি কে ভেঙে ভেঙে নিয়ে আসতে হয়। মূলত ফেকো পদ্ধতির সুবিধা হচ্ছে এখানে বেশি পরিমাণ কাটতে হয় না চোখে অল্প পরিবহন কেটে এই চিকিৎসা করা হয়।

চোখের লেন্স এর মূল্য কত

চোখের বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায় বিভিন্ন লেন্সের বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণ করা হয়। তবে ইতিমধ্যেই লেন্সের মূল্য তালিকা দেখা যায় 1125 টাকা থেকে শুরু করে 14 হাজার 600 টাকা মূল্যের লেন্স পাওয়া যায়। লেন্স এর কার্যকারিতা এবং গুণগত মানের উপর নির্ভর করে লেন্সের মূল্য নির্ধারণ করে থাকে।

ভারতের চোখের ছানি অপারেশনের জন্য যাতায়াতের নিয়ম

প্রতিবছর স্বাস্থ্য সেবার জন্য বাংলাদেশ থেকে অনেক লোক ভারতসহ অন্যান্য যাচ্ছে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ভারতের চোখের ছানি অপারেশনের জন্য যাতায়াতের নিয়ম সম্পর্কে। তবে সর্বপ্রথম আপনাকে মেডিকেল ভিসা করে নিতে হবে।

 

ইন্ডিয়া মেডিকেল ভিসা কিভাবে করে?

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে ভারতের চোখের ছানি অপারেশনের জন্য বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিতে হবে। নিচে আমরা মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করছি।

  • ফাঁকা দুই পৃষ্ঠাসহ ন্যূনতম 6 মাস মেয়াদী পাসপোর্ট এর ফটোকপি।
  • সদ্যতোলা দুই কপি ভারতীয় ভিসা সাইজ(২ ইঞ্চি বাই ২ ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট) অনুযায়ী ছবি সরবরাহ করতে হবে।
  • ভোটার আইডি কার্ড অথবা নিবন্ধনকৃত জন্ম সনদ অর্থাৎ যেটা দিয়ে আপনার পাসপোর্ট করা হয়েছে সেটার ফটোকপি লাগবে।
  • আবাসস্থল এর প্রমাণস্বরূপ বর্তমান ঠিকানা তে ব্যবহারকৃত বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন বিলের ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • আর যদি স্টুডেন্ট হয়ে থাকে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • ভারতের যেকোনো ভিসা প্রক্রিয়ার জন্য 150 ডলার এন্ডোর্সমেন্ট করতে হয়। এন্ডোর্সমেন্ট মূলত ব্যাংকে কি করতে হবে।
  • ভিসা ফি জমাদানের রশিদ এর ফটোকপি।
  • আবেদনকারীর রোগ সংক্রান্ত বাংলাদেশের ডাক্তারের প্রেসক্রিপশন এর ফটোকপি।

সাধারণত মেডিকেল ভিসার জন্য আবেদন করার 72 ঘন্টার মধ্যে পিসা হাতে পাওয়া যায়। অর্থাৎ জরুরি সেবার জন্য ভিসা প্রসেসিং খুব তাড়াতাড়ি হয়ে থাকে।

মন্তব্য

আজকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি ভারতে চোখের ছানি অপারেশন খরচ কিরকম সেই সম্পর্কে। এবং ভারতের সেরা চোখের ছানি অপারেশনের হাসপাতালের তালিকা ও ভারতের চোখের ছানির চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আরো আলোচনা আলোচনা করার চেষ্টা করেছি ভারতের চোখের ছানি অপারেশনের জন্য যাতায়াতের নিয়ম গুলো সম্পর্কে।

আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু অথবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। আর্টিকেলটি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশান এ জানাবেন। আমরা খুব দ্রুত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

[irp posts=”2479″ ]

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply