বাংলাদেশে বাইপাস সার্জারি খরচ কত
বাংলাদেশের বিভিন্ন হার্টের হসপিটাল এবং ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বাইপাস চিকিৎসা আধুনিক পদ্ধতিতে করা হয়। তবে একেক জায়গায় এই চিকিৎসার খরচ একেক রকম। আজকে আমরা বাংলাদেশে বাইপাস সার্জারি খরচ কত সে সম্পর্কে আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
আর্টিকেলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তাই আর্টিকেলটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
বাইপাস সার্জারি বা সিএমবিজি কি?
বাইপাস সার্জারি একটি অপারেশন যার সাহায্যে বুক হাত বা পা থেকে শিরা বাধ মনে নিয়ে হার্টের ধমনীর সাথে যুক্ত করা হয় এবং রক্ত চলাচলের জন্য আরেকটি পথ তৈরি করে দেয়া হয়। হার্টের করোনারি সম্পর্কিত যেকোনো সমস্যায় বা হার্টে রক্ত প্রবাহ কমে গেলে এই বাইপাস সার্জারি মাধ্যমে রক্ত প্রবাহ বা চলাচল স্বাভাবিক করা হয়।
বর্তমানে বাইপাস সার্জারি করোনারী সংক্রান্ত রোগের চিকিৎসায় খুব প্রচলিত এবং সফল একটা অপারেশন।
কখন বাইপাস সার্জারী করা হয়?
বাইপাস সার্জারির আগে কার্ডিয়লজিস্টরা রোগীকে এনজিওগ্রাম করে থাকেন। এনজিও গ্রামের মধ্যে যদি দেখা যায় তার হার্টের দুই একটা জায়গায় ছোট ছোট ব্লক আছে সে ক্ষেত্রে তারা এনজিওপ্লাস্টি করতে পারে। আর কিছু কিছু রোগী আছে যাদের অনেকগুলো ব্লক থাকে সে ক্ষেত্রে ওই রোগীর বাইপাস সার্জারি করতে হয়।
হার্ট ব্লক হওয়ার কারণ
- স্পেসিফিক হার্ট ডিজিজ
- হৃদপিন্ডের প্রদাহ হৃদপিন্ডের অনুপ্রবেশ
- হৃদপিন্ডে আঘাতপ্রাপ্ত হওয়া
- জন্মগত কারণ
- বার্ধক্য
- ঔষুধের প্রভাব
- পর্যাপ্ত ঘুমের অভাব
- মানসিক চাপ দুশ্চিন্তা
- অলস জীবন যাপন
- ধূমপান করা
- স্যাটুরেজেড বা ট্রান্সফ্যাট গ্রহণ করা
- রাত জেগে কাজ করা
বাংলাদেশের বাইপাস সার্জারির বর্তমান অবস্থা
বর্তমানে বাংলাদেশে আধুনিক বাইপাস সার্জারি করা হয়ে থাকে। আধুনিক বাইপাস সার্জারি বলতে বিটিং হার্ড বাইপাস সার্জারি বোঝায়। যেসব রোগীর হার্ট বড় থাকে তাদের জন্য কনভেনশনাল বাইপাস সার্জারি করা হয়ে থাকে। আধুনিক বাইপাস সার্জারি বলতে বোঝায় হার্ট তার জায়গাতেই নড়তে থাকে এর মধ্যে যে জায়গায় বাইপাস করা হয় সেটাই হলো এনোজিওপ্লাস্টি অর্থাৎ হার্ট কে বন্ধনা করে যে সার্জারি করা হয় সেটাই হলো আধুনিক বাইপাস সার্জারি।
এতে অনেক সুবিধা সার্জারির সময় রক্ত কম লাগে এবং অনেক তাড়াতাড়ি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। শরীরের নানা জটিলতা ও খুব কম হয়।
বাংলাদেশে বাইপাস সার্জারির খরচ কত
বাংলাদেশের বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজে খুব কম খরচে সরকারিভাবে হয়ে থাকে। বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বাইপাস সার্জারি করতে ব্যয় হবে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে আধুনিক পদ্ধতিতে সার্জারি পরিচালনা করা হয়ে থাকে।
বাইপাস সার্জারী বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলোতে করতে গেলে চার থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয় হয় এবং বিদেশেও এর চাইতে বেশি খরচ হয়।
ভারতে বাইপাস সার্জারির খরচ কত
ভারতে প্রায় কম বেশি সব রোগের জন্য কম খরচে চিকিৎসা পাওয়া যায়। ভারতীয় রোগীদের জন্য ভারতে হার্ড বাইপাস সার্জারির খরচ হয় ১ লাখ ৮২ হাজার টাকা থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা পর্যন্ত। আন্তর্জাতিক রোগীদের জন্য ভারতে হার্ট বাইপাস সার্জারির জন্য খরচ হয় ৩৭০০ ইউএস ডলার থেকে ৪৫০০ ইউএস ডলার পর্যন্ত।
বাইপাস সার্জারি করতে কত সময় লাগে
রোগীকে সাতদিন হাসপাতাল এবং ১০ দিন হাসপাতালের বাইরে রেস্টে থাকতে বলা হয়। তবে সাধারণত চিকিৎসার মোট খরচ রোগের রোগ এবং রোগের থাকা খাওয়ার উপর নির্ভর করে।
বাইপাস সার্জারি বিকল্প থেরাপি
বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বাইপাস সার্জারির বিকল্প ব্যবস্থা হিসেবে চিলেশন থেরাপি দেওয়া হয়ে থাকে। বাইপাস বা হার্টের যেকোনো সার্জারির জন্য ঝুঁকি অনেক বেশি থাকা সত্ত্বেও অনেক মানুষ সার্জারির রাস্তা বেছে নেন। কিন্তু বর্তমানে অস্ত্রপাচার ছাড়াই বাইপাস সমস্যা দূর করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে চিলেসন থেরাপি। বহির্বিশ্বে বহুরোগী এখন এই থেরাপি গ্রহণ করে থাকে।
সাধারণত এই সব থেরাপিতে রোগীকে সপ্তাহে দুদিন ডাক্তারের কাছে যেতে হয় এবং সর্বমোট ত্রিশটির মতো সেশনের প্রয়োজন হয়। প্রতিটি সেশনে লাগে দুই ঘন্টা সময়। থেরাপীর ফলে হৃৎপিণ্ড এবং দেহের অন্যান্য অংশে অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং অনেক ক্ষুদ্র ধমনী চালু হয়ে যায়। এই থেরাপির জন্য কোন নামিদামি হাসপাতালে ভর্তি হওয়া লাগে না ডাক্তারের চেম্বারে গ্রহণ করা সম্ভব।
অনেকটা হাতে সেলাইন দেওয়ার মতই। এই থেরাপি শুধুমাত্র হৃদরোগ যন্ত্রের আশেপাশে ধমনীর জন্যই কার্যকর ভূমিকা রাখে না বরং দেহের অন্যান্য অংশের ধমনী এমনকি হাতে পায়ের আঙ্গুলে মস্তিষ্কে ধমনির জন্য উপকার বয়ে আনে। এই থেরাপি চলাকালীন সময়ে রোগে বিভিন্ন ব্যবসায়িক কাজকর্ম চালিয়ে যেতে পারেন। বর্তমানে এই থেরাপিটি দেওয়া হয় ৫৭/১৫ পশ্চিম পান্থপথ করোনারি আর্টারি ডিজিজ ইভেনশন এন্ড রিগ্রেশন সেন্টারে।
বাইপাস সার্জারি ঝুঁকি
বাইপাস সার্জারি সাথে সম্পর্কিত বিভিন্ন ঝুকিগুলো গুলো হল-
- রক্তপাত
- অনিয়মিত হার্টের স্পন্দন
- রক্তক্লুডিং
- বুকে ব্যথা
- ক্ষত সংক্রমণ
- মেমোরি স্ট্রোক পরিবর্তন
- হৃদপিন্ডে হঠাৎ আক্রমণ
- কিডনি ব্যর্থতা
- স্ট্রোক
- হার্ট অ্যাটাক
হৃদরোগের সমস্যা প্রতিরোধে করণীয়
- হালকা ব্যায়াম করতে হবে প্রতিদিন
- তেল চর্বি মিষ্টি পরিমাণে কমিয়ে খেতে হবে
- সুষম খাবার খেতে হবে
- প্রচুর শাকসবজি খেতে হবে
- পরিমিত পানি পান করতে হবে
- ধূমপান মদ্যপান করা যাবে না
- উত্তেজনা পরিহার করতে হবে
- শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে
- চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন মেডিসিন খাওয়া যাবেনা
বাংলাদেশের সেরা কার্ডিওলজিস্ট
- ডাক্তার আফজালুর রহমান
- ডাক্তার লুৎফুর রহমান
- ডক্টর নুরুন নাহার ফাতেমা
- ডাক্তার তানজিমা পারভিন
- ড. আশরাফুল ইসলাম সিয়াম
- ডাক্তার মোমেনুজ্জামান
- ড. রেয়ান আনিস
- অধ্যাপক ড. এ এম মুজিবুল হক
- অধ্যাপক ডা. আমিনুর রহমান লস্কর
বিশ্বের সেরা কার্ডিওলজিস্ট
- ডা. সেলিম ইউসুফ
- ডা. দেবী শেঠী
- ডাক্তার কোহ সিয়াম সুন ফিলিপ
- মাইকেল এ ওয়েবার
- ডাক্তার সঞ্জয় শর্মা
- ডাক্তার স্কট
- ডাক্তার ভ্যালেটীন ফস্টার
মন্তব্য
আজকে আমরা বাংলাদেশে বাইপাস সার্জারি খরচ কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি সবার অনেক ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সতর্কতার জন্য শেয়ার করতে পারেন এবং আর্টিকেলটি সম্পর্কে কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –