বিকাশ থেকে ব্যাংকে টাকা কিভাবে পাঠায়
ব্যাংক থেকে বিকাশে টাকা আনা যায় এটা আমরা সবাই জানি। কিন্তু বিকাশ থেকেও যে ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় তা আমরা অনেকেই জানি না। ইতপূর্বে শুধু ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকে এই দুটি ব্যাংকে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যেত কিন্তু বর্তমানে প্রায় ১১ টি ব্যাংকে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করা যায় এবং এই পরিমান সামনে আরো বাড়বে। আমরা আজকে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম ও এর সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করবো।
কোন কোন ব্যাংক এ টাকা ট্রান্সফার করা যাবে?
ইতপূর্বে শুধু ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংকে শুধু মাত্র টাকা ট্রান্সফার করা যেত কিন্তু বিকাশের ব্যবহারকারী বৃদ্ধির সাথে সাথে এবং এর জনপ্রিয়তা বৃদ্ধীর সাথে সাথে ব্যাংকার পরিমান ও প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ১১ টি ব্যাংক বিকাশের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। নিচে আমরা এই ১১ টি ব্যাংকের তালিকা দিচ্ছি
- অগ্রণী ব্যাংক
- সোনালী ব্যাংক
- ব্র্যাক ব্যাংক লিমিটেড
- সিটি ব্যাংক লিমিটেড
- এবি ব্যাংক
- কমিউনিটি ব্যাংক
- আইএফআইসি ব্যাংক
- ইস্টার্ন ব্যাংক
- ঢাকা ব্যাংক
- এনাআরবিসি ব্যাংক
- প্রিমিয়ার ব্যাংক
আরো পড়ুন – বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় – টাকা ফেরত আসবে ১০০%
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
মাত্র ৪ টা সহজ ধাপ অনুসরন করে আপনি খুব সহজেই বিকাশ থেকে ব্যাংকে টাকা টাকা ট্রান্সফার করতে পারবেন। নিচে আমরা প্রতিটি ধাপ ছবি সহকারে দেয়ার চেষ্টা করেছি। আশা করছি প্রত্যেকটি ধাপ সঠিকভাবে অনুসরন করলে মূহুর্তের মধ্যেই বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন।
ধাপ ১ – প্রথমে আপনার মোবাইল থেকে বিকাশ অ্যাপে লগিন করুন এবং বিকাশ টু ব্যাংক এই অপশনটি সিলেক্ট করুন।
ধাপ ২ – এই পর্যায়ে আপনার সামনে দুটি অপশন আসবে। অর্থাৎ আপনি দুইভাবে বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। ব্যাংক একাউন্ট এবং ভিসা ডেভিড কার্ড এই দুটি অপশন। আজকে আমরা মূলত ব্যাংক টু বিকাশ এই অপশন নিয়ে আলোচনা করবো। তাই ব্যাংক টু বিকাশ এই অপশনে ক্লিক করুন।
ধাপ ৩ – এই পর্যায়ে ব্যাংকের একটি তালিকা থেকে নিজের ব্যাংক টি পছন্দ করতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংকের একাউন্টে টাকা পাঠাতে চান সে ব্যাংকটি সিলেক্ট করতে হবে। উপরে আমরা সর্বমোট ১১ টি ব্যাংকের তালিকা দেখিয়েছি। তবে সামনে এই তালিকা আরো বড় হতে পারে।
ধাপ ৪ – ব্যাংক সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনার কাজ হচ্ছে ব্যাংক একাউন্ট নাম্বার দেয়া। অর্থাৎ যে ব্যাংকে টাকা পাঠাতে চান সে ব্যাংক একাউন্টটি দিতে হবে।
এতটুকু পর্যন্ত করতে পারলে আপনার কাজ প্রায় শেষ। এর পরবর্তী ধাপে এমাউন্ট ও ওটিপি দেয়ার মাধ্যমে কাজ শেষ করতে পারবেন। আশা করছি উপরের সবগুলো নিয়ম সঠিকভাবে ফলো করার মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই বিকাশ থেকে কার্ডে টাকা পাঠাতে পেরেছেন।
বিকাশ থেকে ব্যাংকে টাকা কিভাবে পাঠায়?
এক নজরে দেখে নিন কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে হয় –
- বিকাশ অ্যাপ এ লগ ইন করুন।
- বিকাশ মেন্যুতে যান।নিজের ব্যাংক একাউন্ট সেভ করুন ।
- ট্রান্সফার মানি আইকন সিলেক্ট করুন।
- আপনি যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন।
- ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো লিখুন।
- আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণটি লিখুন।
- লেনদেনের একটি রেফারেন্স দিন।
- আপনার বিকাশ পিন দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন।
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর লিমিট
একটা বিকাশ একাউন্ট দিয়ে ১ দিনে বিকাশ টু ব্যাংক করতে পারবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এবং মাসে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা। অর্থাৎ একটি নির্দিষ্ট বিকাশ নাম্বার থেকে কোন একটি ব্যাংক একাউন্টে দিনে ৫০ হাজার টাকার বেশি ট্রান্সফার করতে পারবেন না। এবং এই মাসিক হিসেবে এই লিমিট হচ্ছে ৩,০০,০০০ টাকা।
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর খরচ কত?
বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট এমাউন্ট এর সাথে অতিরিক্ত ১% এবং ১.২৫% হারে সার্ভিস চার্জ দেয়া লাগবে। উপরে যে ১১ টি ব্যাংকের তালিকা দেয়া হয়েছে এর মধ্যে কিছু ব্যাংকে ১% সার্ভিস চার্জ এবং কিছু বাংকে ১২৫% হারে সার্ভিস চার্জ নির্ধারন করেছে। কোন ব্যাংকে কি পরিমান সার্ভিস চার্জ দেয়া লাগবে তা আমরা নিচে লিস্ট আকারে দেয়ার চেষ্টা করছি –
[table id=2 /]
ব্যাংক থেকে বিকাশে ট্রান্সফারের সুবিধা কি?
ব্যাংক থেকে টাকা ট্রান্সফারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে খরচ কমানো সম্ভব। বিকাশ থেকে নরমালি ক্যাশ আউট চার্জ ১.৮৫% অর্থাৎ প্রতি হাজারে ১৮.৫ টাকা হারে অতিরিক্ত দিতে হয়। কিন্তু বিকাশ থেকে ব্যাংক ট্রান্সফারের খরচ হচ্ছে ১% অর্থাৎ প্রতি হাজারে ১০ টাকা খরচ দিতে হয়।
সুবিধা ১ – খরচ কম
এবার আমরা ধরে নিচ্ছি আপনি ২৫ হাজার টাকা ক্যাশ আউট করবেন। আপনি যদি সরাসরি বিকাশ থেকে ৫০ হাজার টাকা ক্যাশ আউট করবেন। সেক্ষেত্রে আপনার অতিরিক্ত ক্যাশ আউট চার্জ আসবে ৪৬২.৬ টাকা।
এবার আপনি যদি ২৫ হাজার টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করেন ( ১% সার্ভিস চার্জের ব্যাংকগুলোতে ) সেক্ষেত্রে আপনার খরচ আসবে ২৫০ টাকা। আর ব্যাংক থেকে ফ্রিতে টাকা তোলা যায় তা আমরা সবাই জানি। তাহলে ২৫ হাজার টাকায় আপনার খরচ সেভ হলো প্রায় ২১২.৬ টাকা।
বিকাশের সার্ভিস চার্জ সম্পর্কে আরো বিস্তারিত জানতে বিকাশ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। বিকাশ ক্যালকুলেটর ব্যবহার করতে https://www.bkash.com/en/help/charge-calculator এই ওয়েবসাইটে ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন।
সুবিধা ২ – ট্রানজেকশন লিমিট
যারা বিকাশে নিয়মিত লেনদেন করে তারা খুব ভালো কোরেই জানার কথা একটা ব্যক্তিগত বিকাশ একাউন্ট থেকে দিনে ২৫,০০০ টাকার বেশি ক্যাশ আউট করা যায় না।
কিন্তু বিকাশ থেকে ব্যাংকে দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করা সম্ভব। কোন কারনে আপনার যদি একদিনে ২্০০০ টাকার বেশি ক্যাশ আউট করতে হয় সেক্ষেত্রে আপনি বিকাশ টু ব্যাংক এই এই অপশন টি সিলেক্ট করতে পারেন। এতে করে ২৫,০০০ টাকার বেশি ও লেনদেন করতে পারবেন সেই সাথে খরচ ও কমবে।
মন্তব্য
উপরে আমরা বিকাশ থেকে ব্যাংকে টাকা কিভাবে পাঠায় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছ ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কোন প্রশ্ন বা মতামত থাকলে এই পোষ্টের কমেন্টে জানাতে পারেন। আমরা দ্রুত সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টাকরবো। ধন্যবাদ
আরো পড়ুন – বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে করণীয় – টাকা ফেরত আসবে ১০০%