চট্টগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা
বর্তমানে চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম একটি বিভাগ। বর্তমানে এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম গুলো এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে। আজকে আমরা চট্টগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য সহকারে শেয়ার করব।
আরো পড়ুন – ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ কেমন
চট্টগ্রাম ইংলিশ মিডিয়ামের নাম এবং খরচ
ঢাকার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালিত হচ্ছে। তবে চট্টগ্রামে অনেকগুলো ইংলিশ মিডিয়ামের মধ্যে সেরা ইংলিশ মিডিয়ামের কিছু তথ্য শেয়ার করা হলো।
Sidar international school
ভর্তি ফি – সিডার ইন্টারন্যাশনাল স্কুলের ভর্তি ফি প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত তিন থেকে বারো হাজার টাকা। 6 থেকে স্ট্যান্ডার্ড টেন ১৫ থেকে ১৭ হাজার টাকা এবং টুয়েলভ ২০ থেকে ২৫ হাজার টাকা।
মাসিক বেতন – এখানে প্লে এবং নার্সারির জন্য প্রতি মাসে ৪০০০ টাকা করে দিতে হয় স্ট্যান্ডার্ড ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ৬০০০ টাকা স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্টান্ডারড টেন পর্যন্ত 8000 টাকা ও লেভেল এবং এই লেভেলের জন্য ১০ হাজার টাকা দিতে হয় এবং বার্ষিক ফ্রি ১২০০০ টাকা দিতে হয়।
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল
প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি ফি – প্লে থেকে স্টান্ডার্ড ফাইভ পর্যন্ত প্রায় ১০ থেকে ৩০ হাজার টাকা টেন্ডার সিক্স থেকে স্টান্ডার টেন ৪০ থেকে ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ইলেভেন বা ও দে এ লেভেলের জন্য ৬০ হাজার টাকা।
মাসিক বেতন – এই স্কুলের মাসিক বেতন থেকে এই লেভেল পর্যন্ত একই। প্লে এবং নার্সারীর জন্য ৫০০০ টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড সিক্স ১০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ৬৭ থেকে স্টান্ডার টেন বারো হাজার টাকা এ লেভেলের জন্য ১৫০০০ টাকা।
সানসাইন গ্রামার স্কুল
ভর্তি ফি – প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ চার হাজার থেকে দশ হাজার টাকা স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্ট্যান্ডার্ড পেন 15000 টাকা স্ট্যান্ডার্ড ইলেভেন ২০ থেকে ২৫ হাজার টাকা।
সানসাইন গ্রামার স্কুল মাসিক বেতন – প্লে থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তিন হাজার টাকা তিন থেকে পাঁচ হাজার টাকা ঠান্ডা 6 থেকে স্টান্ডার টেনের জন্য সাত হাজার টাকা এবং বার্ষিক ফি ১৫ হাজার টাকা
Cantonment English School and College
- ওয়েবসাইটের নাম : cesc.edu.bd
- ঠিকানা: বাইজিদ বোস্তামি, চট্টগ্রাম ৪২১০
- মোবাইল নাম্বার : 031-682666, 031-681551
- ইমেইল এড্রেস: [email protected]
স্কুল ভর্তি ফি – প্লে এবং নার্সারির জন্য ৪০০০ টাকা। স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ ভর্তি ফি ৬ থেকে ১০ হাজার টাকা। সিক্স থেকে টেন পর্যন্ত ভর্তি ফি ১২০০০ টাকা। এ লেভেলের ভর্তি ফি ১৫000 টাকা। ও লেভেলের ভর্তি ফি সতেরো হাজার টাকা।
মাসিক বেতন – এই স্কুলের মাসিক বেতন প্লে এবং নার্সারির জন্য ৩ হাজার টাকা। টেন্ডার ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ এর মাসিক বেতন ৪০০০ টাকা। টেন্ডার সিক্স থেকে 9 , ১০ পর্যন্ত 5000 টাকা। এবং ও লেভেল এবং এ লেভেলের জন্য সাত হাজার টাকা। বার্ষিক ফি বারো হাজার টাকা দিতে হয়।
Middle School
- ঠিকানা: 39, K.B. Fazlul Kader Road, Chittagong, Bangladesh
- ফোন নাম্বার: +88-031-2861078
- ইমেইল নাম্বার: [email protected], [email protected]
- ইমেইল- [email protected], [email protected]
ভর্তি ফি – প্লে এবং নার্সারীর জন্য 5000 টাকা। প্লাস ওয়ান এর জন্য ৬০০০ টাকা। স্ট্যান্ডার্ড টু এবং থ্রি এর জন্য ৭ হাজার টাকা। ফোর থেকে সিক্সের জন্য আট হাজার টাকা। স্ট্যান্ডার্ড সেভেন এইট নাইন এর জন্য দশ হাজার টাকা। এই লেভেলের জন্য বারো হাজার টাকা প্রয়োজন হয়।
মিডল স্কুল মাসিক বেতন – মিডিল স্কুলের মাসিক বেতন প্লে থেকে স্ট্যান্ডার্ড ফাইভ এর মাসিক বেতন চার হাজার টাকা। সিক্স থেকে ঠান্ডার টেন পর্যন্ত মাসিক বেতন ৪ হাজার ৮০০ টাকা। ও লেভেল এবং এ লেভেলের জন্য ৬৮০০ টাকা দিতে হয়। এবং বার্ষিক দশ হাজার টাকা দিতে হয়।
CGS NC
- মোবাইল নাম্বার : 88-031-2554533
- ইমেইল: [email protected], (web.cgsnc.edu.bd)
- ঠিকানা: Kazir Dewri Milan School, Lane No-1, No-15 Bagmoniram Ward, Kotowali, Chittagong, Bangladesh
- Email Name:[email protected]
স্কুলের ভর্তি ফ্রি – এই স্কুলে ভর্তি হতে হলে প্লে এবং নার্সারির জন্য ১০ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভের জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা। স্ট্যান্ডার্ড সিক্স থেকে স্টান্ডার টেন ৪০ থেকে ৫০ হাজার টাকা।ও এবং এ লেভেলের জন্য ৬০ হাজার টাকা প্রয়োজন হয়।
মাসিক বেতন – স্কুলের মাসিক বেতন ক্লাস হিসেবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্লে এবং নার্সারীর জন্য ৫000 টাকা স্ট্যান্ডার ওয়ান থেকে ফাইভ এর জন্য ১০ হাজার টাকা। সিক্স থেকে টেন পর্যন্ত ১৩ হাজার টাকা এবং ও লেভেল এ লেভেলের জন্য ১৫০০০ টাকা মাসিক বেতন দিতে হয়। প্রতিবছর বার্ষিক ফি হিসেবে ১৫ হাজার টাকা দিতে হয়।
Little Jewels School
- ওয়েবসাইটের নাম: ljseducation.com
- ঠিকানা: 21/A, Katalgong, Road No:3, Panchlaish, Chittagong, Bangladesh.
- মোবাইল: +88-031-652267 | 655603 | 656361
- ইমেইল: [email protected]
ভর্তি ফি – প্লে থেকে শুরু করে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত এই স্কুলের ভর্তি ফি ৭ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ফোর থেকে সেভেন পর্যন্ত ভর্তি ফি ১০ হাজার টাকা। স্ট্যান্ডার্ড ৮ থেকে 10 পর্যন্ত ভর্তি ফি 15000 টাকা। এই লেভেলের জন্য ভর্তি ফি ২০ হাজার টাকা ও লেভেলের জন্য ভর্তি ফি ২৫ হাজার টাকা।
মাসিক বেতন – থেকে স্টান্ডার থ্রি পর্যন্ত স্কুলের মাসিক বেতন ৫০০০ টাকা। ৪ থেকে 7 পর্যন্ত মাসিক ফি ৭০০০ টাকা। স্ট্যান্ডার্ড ৮ থেকে ১০ পরজন্ত ৯ হাজার টাকা। এ লেভেলের জন্য ১০ হাজার টাকা। ও লেভেলের জন্য ১২ হাজার টাকা। বার্ষিক ফী ১৫ হাজার টাকা দিতে হয়।
William Carey Academy (WCA)
- ওয়েবসাইট: wcabangladesh.net
- ঠিকানা: 1986/A Zakir Hossain By-Lane, East Nasirabad, G. P. O. Box 96, Chittagong 4000, Bangladesh
- মোবাইল নাম্বার: +880-31-652034, 657585
- Email : [email protected]
ভর্তি ফি – এটি একটি বিদেশি সংস্থা ইংলিশ মিডিয়াম স্কুল। তাই এই স্কুলের সব খরচ দিতে হয় ডলারের মাধ্যমে। এই স্কুলের ভর্তি ফি প্লে থেকে ও লেভেল পর্যন্ত ১২০০ থেকে ১৫০০ ডলার।
মাসিক বেতন – স্কুলের মাসিক বেতন প্রতি ক্লাসের জন্য ৭৫০ ডলার। টিফিন এবং অন্যান্য খরচের জন্য ৫০০ ডলার। এবং বার্ষিক ফি ১২০০ ডলার।
Ispahani Public School & College
- ওয়েবসাইট: ipscctg.edu.bd
- ঠিকানা: Ispahani Public School and College Zakir Hossain Road, Chittagong
- মোবাইল: 031-616323
- Email : [email protected]
ভর্তি ফি – এই স্কুলের ভর্তি ফি প্লে থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত ১২০০০ টাকা। স্ট্যান্ডার্ড থেকে স্টান্ডার 7 পর্যন্ত পনেরো হাজার টাকা। টেন্ডার এর থেকে টেন্ডার টেন পর্যন্ত বিশ হাজার টাকা। এ লেভেলের জন্য ২২ হাজার। এবং ও লেভেল এর জন্য ২৫ হাজার টাকা প্রয়োজন হয়।
মাসিক বেতন – এই স্কুলের প্লে থেকে ফাইভ এর জন্য ৭০০০ টাকা। টেন্ডার সিক্স থেকে টেনের জন্য আট হাজার টাকা। ও লেভেল এবং এ লেভেল এর জন্য 10 হাজার টাকা মাসিক বেতন দিতে হয়। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক ফি 15 হাজার টাকা দিতে হয়।
Al Hidaayah International School
- স্কুল ওয়েবসাইট: ahis.com.bd
- ঠিকানা: Road-1, Plot 74B, Block-B, Panchlaish R/A, Chattogram-4000, Bangladesh
- Mobile : (880) 017 52766363
- Email: [email protected]
ভর্তি ফি – এই স্কুলের ভর্তি ফি প্লে এবং নার্সারির জন্য 5000 টাকা। টেন্ডার ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত ৭ হাজার টাকা। ঠান্ডার 6 থেকে টেন্ডার ৮ পর্যন্ত ৯ হাজার টাকা। স্ট্যান্ডার্ড নাইন থেকে স্টান্ডার টেন ১২ হাজার টাকা। এলেবেল এর ভর্তির জন্য 150০০। ও লেভেলের ভর্তির জন্য ১৭ হাজার টাকা প্রয়োজন হয়।
মাসিক বেতন – এই স্কুলের স্টুডেন্টদের প্রতি মাসে 10 হাজার টাকা করে দিতে হয়। নিরাপত্তা এবং স্কুলের বিভিন্ন ৭০০০ টাকা দিতে হয়। এবং মাসিক ফি 15 হাজার টাকা দিতে হয়।
চট্রগ্রাম ইংলিশ মিডিয়াল স্কুল অন্যান্য খরচ
ঢাকা সেরা ইংলিশ মিডিয়াম স্কুল গুলোর উপরে বর্ণিত খরচগুলো ব্যতীত আরো অনেক খরচ রয়েছে।এসব স্কুলের স্কুলের ইউনিফর্ম গুলো নির্দিষ্ট শোরুম থেকে অনেক বেশি দামে কিনতে হয়। স্কুলের নির্ধারিত খাতা বই পেন্সিল বাইরের দোকানের চাইতে বেশি দামে নির্দিষ্ট দোকান থেকে কিনতে হয়।
এছাড়াও স্কুলের নির্দিষ্ট বাসে করে যেতে হলে ৩ থেকে ৭ হাজার টাকা প্রতি মাসে ভাড়া দিতে হয়। অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের স্কুলের টিফিন টাইমের স্নাক্স এর জন্য ১২০ থেকে ৫৭০ ডলার পর্যন্ত দিতে হয়। তবে ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ একটু বেশি হলেও এখানে পরিবেশ এবং পড়ার মান অনেক উন্নত হয়ে থাকে।
মন্তব্য
আজকে আমরা চট্টগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা এবং এর খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এটি সবার অনেক ভালো লাগবে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার এর সাথে শেয়ার করতে পারেন। চট্টগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –
- ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ কেমন
- ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা
- মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা, ভর্তির নিয়ম ও খরচ