ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা
বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে আবাসিক স্কুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে বেশিরভাগ অভিভাবকদের এখন শিক্ষার ক্ষেত্রে আবাসিক স্কুল অনেক পছন্দনীয়। কারন আবাসিক স্কুলে পড়ালেখার মান এবং পরিবেশ দুটো অন্যান্য স্কুল থেকে আলাদা এবং আবাসিক স্কুলে পড়াশোনা করানোর আরও বিভিন্ন সুবিধা ও রয়েছে। এখানে থাকা খাওয়ার পাশাপাশি শিক্ষকদের কাছাকাছি থাকা বা গাইডলাইনে পড়াশোনা করলে ছাত্রছাত্রীরা খুব দ্রুতই নিজের ক্যারিয়ার গড়তে পারে।
সেজন্য পিতা-মাতার বর্তমানে পছন্দের শীর্ষ রয়েছে এই আবাসিক স্কুল। তাই অনেকে ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা সম্পর্কে জানতে বিস্তারিত গুগলে সার্চ করে থাকেন। আজকে আমরা তাদের জন্য ঢাকা আবাসিক স্কুলের তালিকা সম্পর্কে আর্টিকেল লেখার চেষ্টা করব। আশা করছি অভিভাবকদের ভালো লাগবে।
আরো পড়ুন – মতিঝিল আইডিয়াল স্কুল ভর্তি যোগ্যতা ও খরচ বিস্তারিত
ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা
এই পর্যায়ে আমরা ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা দেয়া চেষ্টা করবো। তালিকা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি ভালো কোয়ালিটি প্রতিষ্ঠান গুলোকে প্রাধান্য দিতে।
১। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল
আবাসিক স্কুলের তালিকা কথা মাথায় আসলেই প্রথমে যে নামটি মনে আসে তা হল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ যা সংক্ষেপে ডিআরএমসি নামে পরিচিত। এই আবাসিক স্কুলের পড়ালেখার মান এবং আবাসিক ভবন গুলো পরিবেশ খুবই সুন্দর। যার ফলে অভিভাবকদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে এই স্কুল। পড়াশোনার খরচ কিছুটা বেশি হলেও এখানকার পড়াশোনার মান এবং পরিবেশ খুবই উন্নতমানের।
ঠিকানা- মিরপুর রোড, মোহাম্মদপুর ঢাকা ১২০৭
Phone- ০২৫৮১৫৩৭৭৪
Email- [email protected]
২। Pledge Harbour international school (PHIS)
এই স্কুলের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নিজের আলাদা মন এবং শরীর আত্মার সব দিক দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা। এই স্কুলে পড়ালেখার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ক্যারিয়ার কিভাবে সুন্দর করে করা যায় সে সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মন মানসিকতা দৃঢ় করে তোলে। এখানে আন্তর্জাতিক মানের শিক্ষার শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে।
ঠিকানা- সিঙ্গার দিঘী মাওনা, গাজীপুর ঢাকা ডিভিশন- ১৭৪০
হেড অফিস- লে মেরিডিয়ান ঢাকা ৬ নাম্বার ফ্লোর ৭৯/এ, কমার্শিয়াল এরিয়া এয়ারপোর্ট রোড নিকুঞ্জ ২, ঢাকা ১২২৯
হট লাইন- ০৯৬১৪৪৩৩৪৪৪
মোবাইল- ০১৭০১৬৮৯৬২৬, ০১৭৬৬৮৬৯২৩
Email: [email protected]
৩। St. Gergory’s School
বর্তমান সরকারের শিক্ষানীতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রাথমিক বিদ্যালয় চূড়ান্ত রূপ পেয়েছে এই স্কুলটি। ২০১৩ খ্রিস্টাব্দে এই স্কুলটিতে পাঠদানে সরকারিভাবে অনুমোদন লাভ করা হয়। শিক্ষার মান এবং গুণগত দিক থেকে সেন্ট জেরোজা স্কুল অন্যতম এবং ব্যতিক্রমধর্মী। এই স্কুল থেকে প্রতিবছর ট্যালেন্টফুল এবং সাধারণ গ্রেডে ব্রিত্তি পেয়ে থাকে। দিন দিন এই স্কুলের শিক্ষার্থী সংখ্যা এবং পড়াশোনার মান বেড়েই চলেছে।
ঠিকানা- ৮২ মিউনিসিপ্যাল, অফিস স্ট্রেট লাক্সমিবাজার, ঢাকা ১১০০ সৈয়দপুর নীলফামারী
মোবাইল নাম্বার- ০১৩০৯১৩৬৫০৪
Email- [email protected]
৪। নটরডেম কলেজ
নটরডেম কলেজ হল ঢাকার সেরা স্কুলগুলোর অন্যতম। একটি এখানে আবাসিক অনাবাসিক দুভাবেই স্টুডেন্টরা পড়তে পারে। স্কুলে পড়ার মান সম্পর্কে কোন সন্দেহ নেই। ছাত্রছাত্রীদের রেস্পন্সিবিলিটি নিয়ে শিক্ষা দেওয়া হয় এবং ছাত্র-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি ক্যরিয়ার কিভাবে বানাতে হয় তা শেখানো হয়। তাদেরকে তাদের চিন্তাধারা উপস্থাপন এবং নতুন নতুন জিনিস আবিষ্কারের সুযোগ দেয়া হয়।
ঠিকানা- জিপিও বক্স নাম্বার ৫ ৯ এমবি সার্কুলার রোড, ঢাকা ১000, বাংলাদেশ
ফোন নাম্বার- ০২৪১০৭০৭১২
Email- [email protected]/ ndc.edu.bd
৫। Vivekananda international public school
এই স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে এই থেকে শুরু করে ও লেভেলে এ লেভেল পর্যন্ত পড়া যায়। স্কুলে পড়ার মান এবং পড়ার পরিবেশ .২ টাই বাকি স্কুল থেকে আলাদা। স্কুলে বিদেশী সিলেবাস এবং বিদেশী নিয়ম অনুসারে শিক্ষার্থীদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানো হয়। শিক্ষকরা হাইলি এডুকেটেড এবং শিক্ষার্থীদের প্রতি খুবই সুন্দর মনোভাব থাকে বলে জানা যায়।
Address- pach pakdi Road,dhaka ,motijhil
৬। Haileybury bhaluka
এই স্কুলটি ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে অন্যতম। এতে আবাসিক স্কুল এবং অনাবাসিক দুইভাবে এই স্কুলের শিক্ষার্থী স্বরূপ ভর্তি হওয়া যায়। তবে স্কুল হিসেবে এটি ইংলিশ মিডিয়াম হবার পরেই অনেক বেশি নাম করেছে। এর শিক্ষার পরিবেশ অনেক ভালো এবং শিক্ষকদের বেশিরভাগই দেশের বাইরের এবং দেশের বাইরে সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পড়ানো হয়ে থাকে।
Address- 49 bsl house, kazi benzir sarani,nikunja 2 ,khilkhet ,dhaka bangladesh
ফোন নাম্বার- ০১৩২১১৫ ৫০00
Email- [email protected]
আরো পড়ুন – ঢাকার সেরা স্কুলের তালিকা | ঢাকার সেরা ১০ টি স্কুল (সরকারি ও বেসরকারি)
আবাসিক স্কুলের খরচ
সাধারণত আবাসিক স্কুলের খরচ অন্যান্য স্কুলের চাইতে কিছুটা বেশি হয়ে থাকে কারণ এখানে থাকা খাওয়ার এবং টিউশন সহ আরো বিভিন্ন ফি দিতে হয়। এছাড়াও স্কুলের খরচ নির্ভর করে আপনি কোন ধরনের স্কুলে পড়াচ্ছেন তার উপর। তবে আনুমানিক প্রতি মাসে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। এই খরচের মধ্যেই থাকা খাওয়া টিউশন ফি অন্তর্ভুক্ত থাকে।
আবাসিক স্কুলের সুবিধা
নরমাল স্কুলের তুলনায় বোর্ডিং স্কুল বা আবাসিক স্কুলে অনেক সুবিধার রয়েছে। যেমন-
- সব সময় শিক্ষার পরিবেশের মধ্যে থাকা হয় বিধায় পড়াশোনা মনোযোগ বেশি থাকে
- স্কুল থেকে বাসায় বা দূরে কোথাও আসা-যাওয়ার জন্য অতিরিক্ত সময় খরচ হয় না
- শিক্ষকরা সব সময় ছাত্র-ছাত্রীদেরকে নিজের দায়িত্বে দেখাশোনা করেন
- শিক্ষার্থীদের অন্য কোথাও টিউশন নেওয়ার প্রয়োজন হয় না
- থাকা খাওয়ার উচ্চ সুবিধা সহ
- পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ পাওয়া যায়
- স্কুলগুলোর তুলনায় আবাসিক স্কুলে পড়াশোনার মান এবং পরিবেশ খুবই ভালো
- আবাসিক স্কুলের শিক্ষকরা উচ্চ ডিগ্রী সম্পন্ন হয়ে থাকে
ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা
আজকে আমরা ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীগ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- চট্টগ্রামে ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকা
- ইংলিশ মিডিয়াম স্কুলের খরচ কেমন
- মতিঝিল মডেল স্কুল ভর্তির যোগ্যতা, ভর্তির নিয়ম ও খরচ
- প্রতিবন্ধী স্কুল রাজশাহী, রাজশাহী প্রতিবন্ধী স্কুলের তালিকা