বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ ২০২৩

বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ ২০২৩

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ট্যুর এজেন্সি গুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করা খুবই সহজ। বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য এবং বাংলাদেশ থেকে মিশরের বিভিন্ন ভ্রমণ প্যাকেজ আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের অনেক ভালো লাগবে।

আরো পড়ুন – বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ ২০২৩

মিশর ভ্রমণ প্যাকেজ ২০২৩

মিশর হল দর্শনার্থীদের পছন্দের জায়গা গুলোর মধ্যে অন্যতম একটি দেশ। মিশরের কায়রোতে রয়েছে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার এবং ঐতিহাসিক জায়গা। যা ভ্রমণ পিপাসু মানুষদের খুব সহজেই নজর কাড়ে।এই পর্যায়ে আমরা কয়েকটি উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ নিয়ে আলোচনা করবো।

বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ – ১

  • ট্যুর কোম্পানি – জাস্ট হলিডেস লিমিটেড
  • প্যাকেজের নাম- ফ্রি ইনডিপেনডেন্ট টুরিস্ট গ্রুপ ট্যুর প্যাকেজ
  •  ব্যাপ্তি – ৩ রাত ৪ দিন
  • খরচ – জনপ্রতি ৭৯ হাজার টাকা

এই প্যাকেজের সুবিধা

  • প্যাকেজের মূল্যের বাইরে কোন বাড়তি খরচ করতে হয় না
  • ভ্রমণকারীদের ফলে দর্শনার্থীদের ভ্রমণ বিষয়ে কোন দুশ্চিন্তা নেই
  • দর্শনার্থীদের দিক নির্দেশনার জন্য অভিজ্ঞ পর্যটক গাইড থাকবেন
  • হোটেল বুকিং
  • টিকেট সংগ্রহ
  • ভিসা প্রসেসিং
  • প্যাকেজভেদে সকালে নাস্তা সহ তিন বেলার খাওয়া দাওয়া এবং
  • সকল ধরনের এসি ট্রান্সপোর্ট এর ব্যবস্থা থাকবে

যোগাযোগের ঠিকানা 

  • যোগাযোগের নাম্বার- ০১৬১৪৪৬৬৬০১ এবং ০১৬১৪৪৬৬৬৬০২ এবং ০১৬১৪৪৬ ৬৬১ এক এবং ০১৬১৪৪৬৬১৫
  • টেলিফোন নাম্বার- ০২৯৮২১২৬৯ থেকে ৭১
  • ওয়েবসাইট- www.justholydaysltd.com
  • Facebook পেজ-  https://www.facebook.com/just-holydays-ltd-1543973742480970/ref=bookmarks

সরাসরি অফিসেও যোগাযোগ করা যাবে। অফিসের ঠিকানা- নগর লোক, ফোন হোমস, অ্যাপার্টমেন্ট B2/ রোড নাম্বার ১৭, বাড়ি নম্বর ১২, ১১ ব্লক ডি, বনানী। ঢাকা- ১২১৩

আরো পড়ুন – বাংলাদেশ থেকে তুরস্ক ট্যুর প্যাকেজ ২০২৩

বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ – ২

  • ট্যুর কোম্পানি –  TRIP AND TOURS
  • WhatsApp- 01960099000
  • প্যাকেজ কোড – TNT@E11
  • ব্যাপ্তি – ১১
  • সর্বমোট ল্যান্ড প্যাকেজ মূল্য- ৭০৭০০ টাকা
  • গ্রুপের আকার- সাধারণত সর্বনিম্ন 8 জন

প্রথম দিন- কায়রো থেকে যাত্রা শুরু হবে। ভ্রমণের প্রথম দিন ফ্রী হিসেবে থাকবে অর্থাৎ যদি পর্যাপ্ত সময় নিয়ে পৌঁছে যাওয়া যায় তবে কায়রোতে অবস্থিত গুহাচার স্টে ভ্রমণ করার পরামর্শ দেওয়া যায়। এটি অন্যতম বৃহত্তম গির্জা। থাকার জন্য দেয়া হবে নিউজ সিটি হোটেল বা এরকম ক্যাটাগরির হোটেলে এক রাত থাকার সুব্যবস্থা।

দ্বিতীয় দিন- হোটেলে সকালে নাস্তার পরে ভ্রমণের যাত্রা শুরু হবে। মিশরীয় জাদুঘরের ওভার ভিউ নাইট। অনেকেই ইতিমধ্যে জাদুঘরটি রাতে কেমন দেখাবে তা দেখার জন্য আগ্রহী হয়। রাতে মিশরের জাদুঘরটি দেখা যাবে। থাকার জন্য দেয়া হবে নিউ সিটি হোটেল বা এরকম ক্যাটাগরির এক রাত থাকার সুব্যবস্থা।

তৃতীয় দিন- হোটেলে সকালে নাস্তার পরে আজকে দেখা যাবে মিশরে প্রাচীন সাইট, শিল্পকলা গির্জায় চূড়ায় পিরামিড গুলির পাশে বালির উপর দিয়ে উট চালানও, তারপর উপত্যকা মন্দিরের ফানারি কমপ্লেক্সে ঘোরাঘুরই, ছদ্মবেশেই সিক্সের সাথে ঘুরতে যাওয়া, দুপুরে খাবারের জন্য বিরতি এবং গাইড আপনাকে ঘুরতে নিবে শিল্পকর্ম মুমিন রাজকোষগুলির প্রাসাদ হস্তশিল্প এবং প্রাচীন জিনিসগুলোর বাজার খলিল বাজার।

এই দিনে থাকবে কায়রো থেকে উটের যাত্রায় এবং দুপুরের খাবার পিরামিড সহজ পিনিক্স মিশরীয় জাদুঘর এবং বাজারের ৮ ঘণ্টা ব্যক্তিগত ভ্রমণ।

চতুর্থ দিন- হোটেলে সকালের নাস্তার পরে ভ্রমণ চালিয়ে যাওয়ার জন্য আরেকটি ফ্রি দিন পাওয়া যাবে। পিরামিড ফিউজ এবং ৭ করা সাইটগুলোতে প্রবেশ অন্তর্ভুক্ত রয়েছে। যদি এর বাইরে গ্রেট পিরামিড কুলের চেম্বারে প্রবেশ করতে চান তবে এর অতিরিক্ত ব্যয় নিজেকে বহন করতে হবে। এই দিন থাকতে দেয়া হবে হাউস অফ লাইফ কায়েরো বা এরকম একটি ক্যাটাগরির হোটেল।

পঞ্চম দিন- হোটেলে সকালে নাস্তার পরে গিজা পিরামিড গুলো অবশ্যই মিশরে দেখতে হবে এবং সেরা পিরামিডস, স্পেনিক্স নেম ফিস এবং সাক্কারা ঘুরে দেখতে হবে।

ষষ্ঠ দিন- হোটেলে সকালে নাস্তার পরে ঘুরতে বের হতে হবে। পিরামিড হিল থেকে লাঞ্চ এ ঘুরতে যেতে হবে। রাতে হটেলে ফিরে ডিনার।

সপ্তম দিন- হোটেলে সকালের নাস্তার পরে আপনাকে ডে ট্যুরে প্রায় আট ঘন্টা দৈনিক সকাল সাতটা থেকে বিকাল চারটা অবধি ঘুরতে যেতে হবে। এখানে টমটম টু গাড়ির মাধ্যমে নাম্বার থেকে টেম্পল পর্যন্ত ঘুরা যাবে এবং লাক্সারে থাকার সুযোগ দেয়া হবে অথবা এরকম ক্যাটাগরের একটি হোটেলে থাকার সুব্যবস্থা থাকবে।

অষ্টম দিন- হোটেলে সকাল নাস্টার পরে থেকে আসোয়ান ঘুরতে যেতে হবে। এদিনে থাকার জন্য দেয়া হবে মিলা ভিলামিস বা এরকম ক্যাটাগরের একটি হোটেলে দুই রাত থাকার সুব্যবস্থা।

নবম দিন- হোটেলে সকালের নাস্তার পর প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত মিশরের আসমানের হাইলাইট জায়গাগুলো ঘুরতে যেতে হবে। ব্যক্তিগত ট্যুর গাইড সহ দেন ফিলামন্দির এবং অভনত ঘুরতে যাওয়া যাবে। হোটেল থেকে নাইট ক্রস পাসওয়ার্ড এর বন্দর থেকে একটি ব্যক্তিগত এসি যানবাহনের মাধ্যমে স্থানান্তরিত হওয়ার সুযোগ পাওয়া যাবে। আসওয়াদ ফিল্ম মন্দির দেখা যাবে।

দশম দিন- হোটেলে সকালের নাস্তার পর আসোয়ান থেকে কায়রোতে ঘুরতে নিয়ে যাওয়া হবে। থাকার জন্য দেয়া হবে কায়রো প্যারাডাইস হোটেল বা এইরকম ক্যাটাগরি হোটেলে দুই রাত থাকার সুব্যবস্থা এবং সাথে থাকবে সকালের নাস্তা।

১১ তম দিন- আজ মিশরের অ্যাডভেঞ্চারের শেষ দিন। হোটেলে সকালে নাস্তার পরে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য সময়মতো হোটেল থেকে চেক আউট করে বিমানবন্দরের স্থানে স্থানান্তরিত করা হবে।

প্যাকেজের সুবিধা

  • মিশরীয় জাদুঘরে রাত কাটানোর সুযোগ
  • কায়রো থেকে উটের যাত্রা
  • মধ্যান্য ভূমি সহ পিরামিড, স্পেনিক্স মিশরের জাদুঘর এবং বাজারের ৮ ঘণ্টা ব্যক্তিগত ভ্রমণ
  • সেরা পিরামিড স্পিনিক্স এবং সাতপাড়া ই ডি এফ ট্মট্ম গাড়ির মাধ্যমে যাতায়াত
  • নাম্বার থেকে টেম্পল আসওয়ান ফিল্ম মন্দির অসম্পূর্ণ ও বলিস এবং
  • প্রাইভেট হাফ ডে তে এসি পরিবহন

প্যাকেজে যা যা থাকছে না

  • ভিসা এবং ট্রাভেল ইন্সুরেন্স
  • খাবার স্ন্যাকস পানীয় লন্ড্রি টিপস
  •  ভ্যাট যা প্যাকেজ উল্লেখ করা নেই
  • এয়ার টিকেট এবং ট্যাক্স সমূহ
  • ব্যক্তিগত শপিং এবং হোটেলে এক রাত কাটানো
  • ঐচ্ছিক ভ্রমণ প্রতিটি ট্রেপে কিছু ঐচ্ছিক ভ্রমণ থাকে যা প্যাকেজে অন্তর্ভুক্ত নেই
  • দুপুর এবং রাতের খাবার যা যা প্যাকেজে নেই
  • বিমানবন্দর স্থানান্তর এবং পূর্ব পরবর্তী ভ্রমণের ব্যবস্থা

বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ – ৩

  • ট্যুর কোম্পানি – TRIP AND TOURS
  • WhatsApp- 01960099000
  • প্যাকেজ কোড- TNT@MEET
  • স্থায়ী সময়কাল- 09 দিন
  • প্যাকেজের মূল্য- ল্যান্ড প্যাকেজ এর মূল্য- ৫৮ হাজার
  • লোকাল পেমেন্ট অফার ৯০০০
  • সর্বমোট ল্যান্ড প্যাকেজ মূল্য- ৬৭ হাজার টাকা
  • গ্রুপের আকার- সাধারণত সর্বনিম্ন চারজন থেকে 19 জন
  • প্যাকেজ বয়সসীমা- ১৮ থেকে ৬৫

দর্শনীয় জায়গা

  • মিশরীয় জাদুঘর
  • ওল্ড কায়রো
  • হ্যাঙ্গিং চার্চ
  • সেন্ড সার্জন এবং ব্যাচাজ চার্চ
  • বেন ইসরার উপাসনালয়
  • সালাদিন সিটাডেল
  • মোহাম্মদ আলীর মসজিদ
  • আগমন স্থানান্তর
  • পিরামিড স্প্রিংস এবং অবস্থান করা এক রাত
  • ফেলুক্কা নুরজাহানের অভিজ্ঞতা
  • ফিলিম মন্দির
  • লিখা দ্বীপ
  • কম অম্বু এবং ভ্যালি অফ দ্য কিংস
  • মিশরীয় জাদুঘর
  • সেন্ট সার্চিয়াস

প্যাকেজে যা যা থাকছে না

  • ভিসা এবং ট্রাভেল ইনস্যুরেন্স
  • খাবার স্ন্যাকস পানিও লন্ড্রি টিপস
  • এবং কোন অতিরিক্ত ব্যয় যা যা প্যাকেজে উল্লেখ করা নেই
  • এয়ার টিকেট এবং ট্যাক্স সমূহ
  • ব্যক্তিগত শপিং এবং হোটেলে এক রাত কাটানো
  • ঐচ্ছিক ভ্রমণ
  • দুপুর এবং রাতের খাবার যা প্যাকেজে নেই
  • বিমানবন্দরের স্থানান্তর এবং ভ্রমণের পূর্ব পরবর্তী ভ্রমণ ব্যবস্থা

বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ – ৪

  • ট্যুর কোম্পানি – স্টার হলিডেইজ
  • ব্যপ্তি – ওমরা ও মিশর ভ্রমন (১৫ দিন) 
  • প্যাকেজ মূল্য:
    প্যাকেজ ১ – ১,১০,০০০/-
    প্যাকেজ ২ – ১,৪০,০০০/-

প্যাকেজের সুবিধা

 

  • উমরা ও মিশর ভিসা ফি
  • যাওয়া আসার বিমান টিকেট
  • কায়রোতে প্যাকেজ ১নং এ ৩ দিনের, প্যাকেজ ২নং এ ৭ দিনের হোটেল
  • মক্কায় প্যাকেজ ১ সং এ ৭ দিনের, প্যাকেজ ২ নং এ ৪ দিনের হোটেল
  • মদীনায় প্যাকেজ ১ নং এ ৫ দিনের, প্যাকেজ ২ নং এ ৩ দিনের হোটেল
  • গন্তব্য সমূহে যাওয়া ও পরিদর্শনের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনা
    বিশেষজ্ঞ গাইড
  • যাদুঘর (ফেরাউনের মমিসহ), গিজার পিরামিড সমূহ, তাহরির স্কয়ার ও হোসাইন (রা) এর মসজিদ পরিদর্শন।
  • মক্কা-মদীনায় ৪ জনের ১ রুম।
  • এয়ারপোর্ট থেকে আসা যাওয়ার ব্যবস্থা
    বিশেষজ্ঞ গাইড
  • সকল যাতায়াত-ভ্রমণ এসি বাসে
  • প্যাকেজ ২ নং এ ২ জনের রুম হলে প্রতিজন ১৮ হাজার বাড়বে, ৩ জনের রুম হলে প্রতিজন ১৪ হাজার বাড়বে।
  • মক্কা হোটেল : রিহাব আল বুসতান অথবা একই মানের হোটেল, ৭০০ মিটার
  • মদিনা হোটেল : কারাম সিলভার/কারাম গোল্ডেন অথবা লুজিন আল খায়ের, ২৫০ মিটার অথবা একই মানের হোটেলপ্যাকেজের অন্তর্ভূক্ত নয়
  • ব্যক্তিগত সামগ্রী
  • যে কোনো ধরণের টিপস
  • প্যাকেজে উল্লেখ নেই এমন কোন খরচ
  • নিজের ইচ্ছায় অন্য কোন অতিরিক্ত জায়গায় যাতায়াত
  • প্যাকেজের বাইরের যে কোনো প্রকার খাবার

(প্যাকেজ-১)

১ম দিন : ঢাকা থেকে জেদ্দা হয়ে মক্কায় গমন। ঢাকা থেকে জেদ্দা হয়ে মক্কায় হোটেলে অবস্থান এবংওমরাহ পালন

২য় দিন: ফ্রি ডে এবং ইবাদাত বন্দেগী

৩য় দিন : ফ্রি ডে এবং ইবাদাত বন্দেগী

৪র্থ দিন : যিয়ারাহ এবং জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।

৫ম দিন : যিয়ারাহ এবং জেদ্দা শহর, মা হাওয়ার কবর, গুল্ড সউক, বিচ এড়িয়া। (ব্যাক্তিগত)

৬ তম দিন: ইবাদাত বন্দেগী, ব্যক্তিগত ভাবে ঘুরাফেরা, সময় কাটানো।

৭ম দিন : ইবাদাত বন্দেগী, ব্যক্তিগত খরচে তায়েফে মা হালিমার ঘর, বুড়ির বাড়ি ঘুরাফেরা, সময় কাটানো।

৮তম দিন : মক্কা থেকে মদীনা গমন। সকাল ৯ টার মধ্যে মদীনা মুনাওয়ারর উদ্যেশে গমন। মদিনা পৌছানোর সম্ভাব্য সময় বিকাল ৩ টায়।মদীনার উদ্দেশ্যে হোটেল ত্যাগ, মদীনা গমন এবং হোটেলে অবস্থান।হোটেলে বিশ্রাম নেওয়া।

৯তম দিন : জিয়ারাহ এবং সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি, মসজিদে আলী, ইত্যাদি পরিদর্শন।

১০তম দিন : ফ্রি ডে, ইবাদাত বন্দেগী, ব্যক্তিগত পছন্দে ঘুরাঘুরি

১১তম দিন : ফ্রি ডে, ইবাদাত বন্দেগী, ব্যক্তিগত পছন্দে ঘুরাঘুরি

১২তম দিন : ফ্রি ডে, ইবাদাত বন্দেগী, ব্যক্তিগত পছন্দে ঘুরাঘুরি

১৩তম দিন: মদিনা/জেদ্দা থেকে কায়রো। ওমরা থেকে কায়রো : কায়রোর উদ্যেশে যাত্রা, তাদের গাইড আপনাকে রিসিভ করে হোটেলে নিয়ে যাবে, হোটেলে রাত্রি যাপন করতে হবে।

১৪ম দিন : কায়রো সিটি ট্যুর। সকালের নাস্তা হোটেলে শেষ করে সকাল ৮.০০ টাকা থেকে দর্শনীয় স্থান পরিদর্শন। মিশর যাদুঘর ফেরাউনের মমিসহ, গিজার পিরামিড সমূহ, তাহরির স্কয়ার, আল আজহার ও হোসাইন (রা) মসজিদ পরিদর্শন। শেষ করে রাত ৮.৩০ মি; এর মধ্যে হোটেলে পৌছা ও রাত্রি যাপন।

১৫তম দিন : সকালে হোটেলে নাস্তার পর নির্দিষ্ট সময়ে ঢাকার উদ্দ্যেশে যাত্রা।

(প্যাকেজ ২)

১ম দিন : ঢাকা থেকে জেদ্দা হয়ে মক্কায় গমন। ঢাকা থেকে জেদ্দা হয়ে মক্কায় হোটেলে অবস্থান,ওমরাহ পালন।

২য় দিন : যিয়ারাহ ও জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।

৩য় দিন : যিয়ারাহ : জেদ্দা শহর, মা হাউয়ার কবর, গুল্ড সউক, বিচ এড়িয়া। (ব্যাক্তিগত)

৪থ দিন : ইবাদাত বন্দেগী, ব্যক্তিগত খরচে তায়েফে মা হালিমার ঘর, বুড়ির বাড়ি ঘুরাফেরা, সময় কাটানো। (ব্যাক্তিগত)

৫ম দিন :মক্কা থেকে মদীনা গমন, সকাল ৯ টার মধ্যে মদীনা মুনাওয়ারর উদ্যেশে গমন।মদিনা পৌছানোর সম্ভাব্য সময় বিকাল ৩ টায়।হোটেলে বিশ্রাম।

৬ষ্ঠ দিন : জিয়ারাহ : সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি, মসজিদে আলী, ইত্যাদি পরিদর্শন।

৭তম দিন : ফ্রি ডে ও ইবাদত বন্দেগী।

৮ম দিন : মদিনা/জেদ্দা থেকে কায়রো। ওমরা থেকে কায়রো : কায়রোর উদ্যেশে যাত্রা, আমাদের গাইড আপনাকে রিসিভ করে হোটেলে নিয়ে যাবে, হোটেলে রাত্রি যাপন।

৯ম দিন : কায়রো সিটি ট্যুর, সকালের নাস্তা হোটেলে শেষ করে সকাল ৮.০০ টাকা থেকে দর্শনীয় স্থান পরিদর্শন,মিশর যাদুঘর, ফেরাউনের মমিসহ, গিজার পিরামিড সমূহ, তাহরির স্কয়ার, আল আজহার ও হোসাইন (রা) মসজিদ পরিদর্শন। রাত ৮.৩০ মি; এর মধ্যে হোটেলে পৌছা ও রাত্রি যাপন।

১০ম দিন : সকাল ৮.৩০ মি: আলেকজান্দিয়ার উদ্দ্যেশে যাত্রা।সকাল ১০.৩০ মি: আলেকজান্দিয়ার আগমন ও হোটেলে অবস্থান,আলেকজান্দিয়ার বাথীঘর, দুর্গ, সমাধি ও মুনতাজা গার্ডেন,লাইব্রেরীসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন,রাতে আলেকজান্দিয়া রাত যাপন।

১১তম দিন : সকালে হোটেলে নাস্তার পর ৮টার মধ্যে সরক আল সামের উদ্দ্যেশ্যে যাত্রা।বিকাল ৪টার মধ্যে সুরুক আল শামে আগমন,সন্ধার পর ওল্ড মার্কেট, আলিফ লায়লা নাইট স্যু নিজ উদ্দ্রাগো দেখা।রাতে হোটেলে রাত্রি যাপন।

১২তম দিন: সকালে হোটেলে নাস্তার পর ৮টার মধ্যে সরক আল সামের উদ্দ্যেশ্যে যাত্রা। বিকাল ৪টার মধ্যে সুরুক আল শামে আগমন। সন্ধার পর ওল্ড মার্কেট, আলিফ লায়লা নাইট স্যু নিজ উদ্দ্রাগো দেখা।রাতে হোটেলে রাত্রি যাপন।

 ১৩তম দিন : সকালে হোটেলে নাস্তার পর ৮টার মধ্যে তুরে সিনার যেখানে মুসা(আ)-এর সাথে কথোপথন হয়েছিল। উদ্দ্যেশ্যে যাত্রা। দুপুর ১১টার মধ্যে তুরে সিনায় আগমন। বিকাল ৪টার মধ্যে সুরুক আল সামেস এ ফিরত আসার জন্য তেরি হয়ে সন্ধা ৬টার মধ্যে ফিরে আসা।রাতে হোটেলে রাত্রি যাপন।

১৪তম দিন : সকালে হোটেলে নাস্তার পর ৮টার মধ্যে সফরে বের হয়ে যাওয়া। প্রথমে রাস মুহাম্মদ ন্যাশনাল পার্ক পরিদর্শন, পরবর্তীতে নামা ব্যা তে গিয়ে সমুদ্র সৈকতে গোসল পরবতীতে বিকালে তিরান আইল্যান্ড ভ্রমণ। সন্ধায় মার্কেটিং শেষ করতে হবে।রাতে হোটেলে রাত্রি যাপন।

১৫তম দিন : দুপুর ১২ ঘটিকায় সুরুক আল সা্ম ঢাকার উদ্দেশ্যে রওনা। রাতে ঢাকায় অবতরণ।

যোগাযোগের ঠিকানা :
হেড অফিস :
স্টার হলিডেইজ
৪৮/এ-বি, পুরানা পল্টন,
(বায়তুল খায়ের, ২য় তলা, হাউজ বিল্ডিংয়ের গলি)
ঢাকা ১০০০, বাংলাদেশ।
ফোন : ০২৯৫৭৫৭৪৩                                                                                                                                                          মোবাইল নাম্বার সমূহ: ০১৮৪১০২৬৩৭৬,০১৭১৩০২৬৩৭৬,০১৭০৪১৮৮৪৫
ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/starholidaysbangladesh/
ওয়েব সাইড : stargofly.com, starholidaybd.com

বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ

মন্তব্য

আজকে আমরা বাংলাদেশ থেকে মিশর ভ্রমণ প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করেছি। দেশের বাইরে ভ্রমণের পূর্বে অবশ্যই ভালোভাবে খোঁজখবর নিয়ে এজেনেন্সির সাথে সব বিষয়ে কনফার্ম হয়ে যাওয়া উচিত। অনেক সময় দূরের কথা বলে এডভান্স পেমেন্ট নিয়ে প্রতারণা শিকার হতে পারেন। তাই পেমেন্ট করার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন।

আরো পড়ুন – 

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply