১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল
আজকের নিবন্ধে আমরা ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল বা ১০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩ ( 1000 Takar Moddhe Mobile) কি কি মোবাইল দেশের বাজারে পাওয়া যায় সে বিষয় বিস্তারিত আলোচনা করা হবে। ১০০০ টাকায় নোকিয়া বা স্যামসাং বাটন ফোন বর্তমানে দেশের বাজারে পাওয়া যাবে না।
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সেট
দেশের বাজারে ১০০০ টাকার মধ্যে ওয়ালটন, সিম্ফোনী, ম্যাক্সিমাস, আইটেল মাইক্রোম্যাক্স ও কিউ মোবাইল ব্যান্ডের মধ্যে কিছু মডেলের বাটন ফোন পাওয়া যায়।
১০০০ টাকার মধ্যে ওয়ালটন বাটন ফোন
বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে walton ব্যান্ডের বড় একটি বাজার রয়েছে। ওয়ালটন ইলেক্ট্রনিকস এর বাটন / ফিচার ফোনের ব্যাপক চলন রয়েছে। বাটন ফোন এর ব্যবহার কমে যাওয়ায় ১০০০ টাকার মধ্যে হাতে গোনা কিছু মডেল বাজারে পাওয়া যায় ওয়ালটন কোম্পানি এখনো বাজারে বাটন মোবাইল গুলোর নতুন মডেল লঞ্চ করছে। বাজারে থাকা ওয়ালটন বাটন / ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেয়া হল।
ওয়ালটন Walton olvio l29
মোবাইলটির দাম হচ্ছে ৮৫০ টাকা।
ওয়ালটন Walton olvio L28
মোবাইলটির দাম হচ্ছে ৮৯৯ টাকা।
ওয়ালটন Walton olvio ML20
মোবাইলটির দাম হচ্ছে ৯২০ টাকা।
ওয়ালটন Walton olvio l53
মোবাইলটির দাম হচ্ছে ৮০০ টাকা।
ওয়ালটন Walton olvio ML24
মোবাইলটির দাম হচ্ছে ৯৪০ টাকা।
ওয়ালটন Walton olvio MM22
মোবাইলটার দাম হচ্ছে ৯৫০ টাকা।
১০০০ টাকার মধ্যে সিম্ফোনি (Symphony) বাটন মোবাইলের দাম
দেশের বাজারে লোকাল মোবাইল ব্যান্ডের মধ্য সিম্ফোনী ( Symphony) মানুষের আস্তার প্রতিক। সিম্ফোনী ( Symphony) ব্যান্ডের স্মার্ট ও বাটন ফোন কম বাজেটে ব্যাপক বিক্রি হয়ে থাকে। স্বল্প আয়ের মানুষের প্রথম পছন্দ সিম্ফোনী মোবাইল।
বাজারে থাকা সিম্ফোনী ( Symphony) ব্যান্ডের ১০০০ টাকার মধ্য বাটন / ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেয়া হল :
সিম্ফোনী Symphony B12+
মোবাইলটির দাম হচ্ছে ৮২০ টাকা
সিম্ফোনী Symphony BL97
মোবাইলটির দাম হচ্ছে ৯০০ টাকা
১০০০ টাকায় আইটেল ( itel) বাটন ফোন
দেশের বাজারে কম দামে আইটেল ( itel) ব্যান্ডের মোবাইল ফোন পাওয়া যায়।
বাটন ফোন ব্যবহার কমে যাওয়ায় ১০০০ টাকার মধ্যে হাতে গুনা আইটেল ( itel) ব্যান্ডের একটি মডেল পাওয়া যায়। বাজারে থাকা আইটেল ( itel) বাটন / ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হল :
আইটেল itel it2180 মোবাইলটির দাম হচ্ছে ৮৮০ টাকা।
১০০০ টাকার মধ্যে কিউ মোবাইল ( QMobile) ব্যান্ডের বাটন ফোন
দেশের বাজারে বর্তমানে কেউ মোবাইল (QMobile) ব্রান্ডের ১০০০ টাকার ভিতরে একটি মডেল পাওয়া যাচ্ছে।
বাজারে থাকা কিউ মোবাইল ( Q Mobile) বাটন / ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হল।
কিউ মোবাইল QMobile L105
মোবাইলটির দাম হচ্ছে ৬৪৯ টাকা
১০০০ টাকার মধ্যে মাইক্রোম্যাক্স ( Micromax) বাটন ফোন
দেশের বাজারে বর্তমানে মাইক্রোম্যাক্স ( Micromax) ব্রান্ডের ১০০০ টাকার ভিতরে একটি মডেল পাওয়া যাচ্ছে।
বাজারে থাকা মাইক্রোম্যাক্স ( Micropmax) বাটন/ ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হল।
মাইক্রোম্যাক্স Micromax XO88+
মোবাইলটির দাম হচ্ছে ৮৩৫ টাকা
১০০০ টাকায় ম্যাক্সিমাস ( Maximus) বাটন ফোন
দেশের বাজারে ম্যাক্সিমাস ব্রান্ডের মোবাইল পাওয়া যায়। বাটন ফোনের ব্যবহার কমে যাওয়ায় ১০০০ টাকার মধ্যে ম্যাক্সিমাস কিছু মডেল বাজারে পাওয়া যায়। বাজারে থাকা ম্যাক্সিমাস ( Maximus) বাটন / ফিচার ফোনের দাম ও মডেল নিচে দেওয়া হল :
ম্যাক্সিমাস Maximus M5 Mobile মোবাইলটির দাম হচ্ছে ১০৩০ টাকা
সবচেয়ে কম দামে বাটন ফোন কোনটি
বাংলাদেশের বাজারে সবচেয়ে কম দামে বাটন ফোন কোনটি, এই প্রশ্নটি সবাই খুজে থাকেন, আজকে আমি আপনাদের জানাবো সবচেয়ে কম দামের মোবাইল ফোনের মডেল ও দাম। সবচেয়ে কম দামে মোবাইলটি হচ্ছে
কেউ মোবাইল ব্যান্ডের QMobile L1O5 এবং মোবাইলটির দাম হচ্ছে ৬৪৯ টাকা।
সবচেয়ে কম দামে ওয়ালটন ( Walton) বাটন ফোন কোনটি
ওয়ালটন Walton olvio l53 মোবাইলটির দাম হচ্ছে ৮০০ টাকা।
১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল
আশা করছি আজকের নিবন্ধের মাধ্যমে আপনারা ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে জানতে পেরেছেন।
এমন আরো বাজার দর বা মোবাইলের দাম জানতে বাজার দর সেকশনে দেখতে পারেন। ১০০০ টাকার মধ্যে বাটন মোবাইল সম্পর্কে আপনাদের কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ,,