মুক্তপাঠ অনলাইন কোর্স
বর্তমান সময়ে অনলাইনে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের কোর্স চালু করা হয়েছে। তার মধ্যে মুক্তপাঠ অনলাইন কোর্স অন্যতম। এখানে বিভিন্ন ধরনের কোর্স বিনামুল্যে করা যায়। তাই অনেকেই মুক্তপাঠ অনলাইন কোর্স এবং কিভাবে মুক্তপাঠ অনলাইন কোর্স করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে সার্চ করে থাকেন।
আজকে আমরা তাদের জন্য মুক্তপাঠ অনলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
আরো পড়ুন – ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা, সেরা বোর্ডিং স্কুল
মুক্ত পাঠ আসলে কি?
বাংলা ভাষায় নিয়মিত একটি উন্মুক্ত এই লার্নিং প্লাটফর্ম হল মুক্তপাঠ অনলাইন কোর্স। এই প্লাটফর্ম থেকে আগ্রহী যে কেউ যেকোনো সময় যে কোন স্থান থেকে অনলাইন কোর্সে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন। এই প্লাটফর্মে সাধারণ শিক্ষা ক্যাটাগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে।
এমনকি বাংলাদেশের সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী মুক্তপাঠ থেকে শিক্ষা গ্রহণ করতে এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। মুক্তপাঠের ব্যবহারকারী হল শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারী কর্মজীবী ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, প্রবাশ কর্মী এবং গৃহিণী। এক কথায় সকলের জন্য এই মুক্তপাঠ প্ল্যাটফর্ম উন্মুক্ত।
মুক্ত পাঠের অনলাইন কোর্সগুলো তৈরি করে থাকেন মূলত বিভিন্ন সরকারি এবং স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ। এই কোর্সগুলোর ব্যবস্থাপনা এবং মান নিয়ন্ত্রণ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই।এই কোর্স গুলোতে আগ্রহী যেকে অংশগ্রহণ করে প্রদত্ত পাঠ বা লিশন সম্পন্ন করে লাইফ সেশন অংশ নিয়ে এবং নির্ধারিত পরীক্ষা, কুইজ অ্যাসাইনমেন্ট এর অংশগ্রহণ করে অনলাইনে সার্টিফিকেট পেতে পারেন।
মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণে যুক্ত হবার নিয়ম ২০২৩
মুক্তপাঠে যুক্ত হবার নিয়ম অনেকেই জানেনা। কিভাবে মুক্তপাঠ অনলাইন প্রশিক্ষণ ২০২৩ এ রেজিস্ট্রেশন করতে হয় নিচে সহজভাবে উপস্থাপন করা হলো-
১। মুক্তপাঠ কোর্সে যুক্ত হওয়ার জন্য ভিজিট করুন https://muktopaath.gov.bd/
২। রেজিস্ট্রেশন করতে প্রথমে অংশগ্রহণকারীর নাম আসবে সেখানে আপনি আপনার নাম লিখবেন।
৩। এরপর পেশার ধরন দেওয়া থাকবে আপনি কোন ধরনের পেশায় নিযুক্ত সেটি উল্লেখ করবেন।
৪। সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম ইংলিশে লিখবেন।
৫। আপনি ছেলে না মেয়ের আপনার লিঙ্গ দিতে হবে।
৬। মোবাইল নাম্বার বা ইমেল যোগ করতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করে পাসওয়ার্ড কনফার্ম করতে হবে।
৭। এরপর প্রতিবন্ধিতা আছে নাকি নাই সেটাই উল্লেখ করতে হবে।
৮। পাসওয়ার্ডটা অন্তত ছয় অক্ষরের হতে হবে।
৯। এরপর রেজিস্ট্রেশন করুন এ চাপ দিলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন।
মুক্তপাঠ কোর্স ক্যাটাগরি
মুক্তপাঠে বিভিন্ন ধরনের ক্যাটাগরির কোর্স রয়েছে। যেমন-
- বৈদেশিক কর্মসংস্থান
- সাংবাদিকতা প্রশিক্ষণ
- ব্যক্তিগত উন্নয়ন
- গণিত
- আত্মকর্মসংস্থান
- ফ্রিল্যান্সিং
- স্বাস্থ্য দক্ষতা উন্নয়ন
- তথ্য প্রযুক্তি
- কৃষি এবং
- শিক্ষা
জনপ্রিয় কোর্স সমূহ
- জাতীয় শিক্ষাক্রম রেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন ইংরেজি প্রশিক্ষণ
- মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক বা ফার্স্ট এইড প্রশিক্ষণ
- জাতীয় শিক্ষা ক্রম ২০২২ অনুযায়ী ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মূল্যায়নের নির্দেশনা বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন
- করোনা ভাইরাস বিষয়ক অনলাইন কোর্স
- গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখুন
- কোভিড ১৯ সচেতনতা ও প্রতিকার এবং সপ্তম শ্রেণীর সাল্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক অনলাইন ওরিয়েন্টেশন
- ডিজিটাল নিরাপত্তা কোর্স
- গরু মোটাতাজাকরণ কোর্স
- জাতির শিক্ষাক্রম রূপরেখা ২০২২ এ বিষয়ে ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ গনিত
- জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিশ্বভিত্তিক প্রশিক্ষণ বাংলা
- কোভিড ১৯ প্রতিরোধে বেসরকারি স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ কোর্স
- জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
- জীবন জীবিকা ব্যক্তির
- জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ডিজিটাল প্রযুক্তি
- জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২২ সালের অনলাইন প্রশিক্ষণ
- জাতীয় শিক্ষা কামরূপ রেখা ২০২২ বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ইসলাম শিক্ষা
- মাইক্রোসফট ওয়ার্ড
- বেসিক স্পোকেন ইংলিশ
লার্নার হিসেবে মুক্তপাঠে যে সুবিধা পাবেন
- ১২ প্লাস ক্যাটাগরি ২০০ প্লাস ফ্রী ও পেইড কোর্স অংশ গ্রহণের সুযোগ
- একই প্লাটফর্ম থেকে প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য অনলাইন কোর্স গ্রহনের সুযোগ
- কুইজ সহ লিখিত মৌখিক এবং বিভিন্ন পরীক্ষার ভিত্তিক মানসম্মত সার্টিফিকেট অর্জন
- লাইভ ক্লাসের পাশাপাশি ক্লাসরুমে শিক্ষক ও সহপাঠীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের সুবিধা
- ব্লেন্ডেড পদ্ধতিতে ট্রেনিং অংশগ্রহণের সুবিধা
- নিজস্ব ব্লগ টিউটোরিয়াল প্রকাশ এবং ক্লাসে অংশগ্রহণের সুযোগসহ আরো অনেক সুবিধা
মুক্তপাঠ সম্পর্কে সচরাচর জিজ্ঞেসিত প্রশ্ন
মুক্তপাঠে সাধারণত কি কি ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়?
মুক্তপাঠ প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে এবং ক্যাটাগরিতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের ২০০ এর অধিক কোর্স রয়েছে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের হিসেবে লাইভ প্লাস এবং ব্লেন্ডার পদ্ধতিতে ক্লাস ব্যবস্থাপনা, পরীক্ষা খাতা দেখায় এবং ফলাফলের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া এখানে রয়েছে ব্লে্নড পদ্ধতিতে ট্রেনিং কার্যক্রম পরিচালনার সুযোগ।
মুক্তপাঠের একটি কোর্স করতে সাধারণত কত সময় লাগে?
কোর্স এবং কোর্সের বিষয়বস্তু ভেদে একটি কোর্স সম্পন্ন করতে সাধারণ ২ থেকে তিন ঘন্টার মত সময় লাগতে পারে।
মুক্ত পাঠের সকল কোর্স কি ফ্রি?
মুক্তপাঠের বেশিরভাগ কোর্স সম্পন্ন ফ্রি। তবে কিছু পেইড করছ কোর্স রয়েছে।র
মুক্ত পাঠের অনলাইন সার্টিফিকেটের কোন মূল্য আছে কি?
মুক্তপাঠ একটি সরকারি প্লাটফর্ম। এ প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিষয় ভিত্তিক এবং পেশাগত উন্নয়নের প্রশিক্ষণও হয়ে থাকে। প্রশিক্ষণ সম্পন্ন করে কিছু প্রতিষ্ঠানকে অনলাইনে সার্টিফিকেট জমা দিতে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লাটফর্মে সার্টিফিকেট গ্রহণযোগ্য এবং সামাদ্রিত।
মুক্তপাঠ প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে উপকৃত হব?
বিভিন্ন ক্যাটাগরি কোর্সগুলো সম্পন্ন করার মাধ্যমে ইউজারের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পাবে। বর্ধিত দক্ষতার আলোকে মুক্তপাঠ থেকে নিয়মিত চাকরি তথ্য পাওয়া যাবে। পাশাপাশি ব্লেন্ডার পদ্ধতিতে গ্লাস পরীক্ষা এবং ট্রেনিংয়ে অংশগ্রহণ করার সুযোগ থাকবে।
মুক্তপাঠ থেকে শিক্ষা গ্রহণ করে কোন কাজ করা যাবে?
হ্যা। বাংলাদেশের যে কেউই বা সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক জনগোষ্ঠী মুক্তপাঠ থেকে শিক্ষা গ্রহণ করতে এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
মুক্তপাঠ কারা ব্যবহার করতে পারবে?
শিক্ষক, শিক্ষার্থী, যুবসমাজ, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং কর্মচারী কর্মজীবী ব্যক্তিবর্গ, বিদেশগামী কর্মী, প্রবাশ কর্মী এবং গৃহিণী। এক কথায় সকলের জন্য এই মুক্তপাঠ প্ল্যাটফর্ম উন্মুক্ত।
মুক্তপাঠ অনলাইন কোর্স
আজকে আমরা মুক্তপাঠ অনলাইন কোর্স ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি মুক্তপাঠ অনলাইন কোর্স আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীঘ্রই রিপলাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- এশিয়া কাপ লাইভ ২০২৩ খেলা দেখার লিংক ও সময়সূচি
- ঢাকার সেরা আবাসিক স্কুলের তালিকা, সেরা বোর্ডিং স্কুল
- ঢাকার সেরা ইংলিশ মিডিয়াম স্কুল তালিকা