ব্যবসা করার সময় যে কয়েক টি ভুল করবেন না

হ্যালো বন্ধুরা!

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি ব্যবসা করার সময় যে কয়েক টি ভুল করবেন না এটা নিয়ে আলোচনা করব :

ব্যবসা করার সময় যে কয়েক টি ভুল করবেন না

ব্যবসা করার সময় যে কয়েক টি ভুল করবেন না

দেখবেন আমরা বিজনেস শুরু করার কথা ভাবলেই সবার প্রথম কিছু আজব সমস্যার সম্মুখীন হই সবার প্রথম যে কনফিউশন টিতে ভুগি সেটি হলো আমরা আমাদের আশেপাশে কিছু মানুষকে দেখিয়ে তারা অনেক ভালো বিজনেস করে যাচ্ছে তখন মনে হয় আমি নিজেও বিজনেস শুরু করে দেই কিন্তু তার 21 দিন পর যখনই সে বিজনেসটা নিয়ে একটু চিন্তা করে শুরু করি মানে বৃষ্টি কিভাবে শুরু করা যায় তখনই আর কোন কিছু গুছিয়ে উঠতে পারি না সবকিছু কেমন যেন কঠিন আর অগোছালো মনে হয় আবার দ্বিতীয় সমস্যাটি কেমন হয় অনেককে দেখছি বিজনেস করে ধ্বনিত হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু সে যে আসলে কি বিজনেস করছে আর কিভাবে ধনী হয়ে যাচ্ছে সেটি বুঝতে পারছি না আর তৃতীয় সমস্যাটি হয় এমন অনেক কেঁদেছি বিজনেস শুরু করার সাথে সাথেই বিজনেসে লস কে বসে আছে আর এটি দেখে কি আর বিজনেস করবো বিজনেস নিয়ে প্রচন্ড পরিমানে তৈরি হয় মনের মধ্যে আর মনে মনে কি ভাবছে দিয়ে বিজনেস হলেও আমাকে দিয়ে হবেনা দেখুন এত সমস্যার পরও হাজার হাজার মানুষ বিজনেস কিন্তু শুরু করে দিচ্ছে প্রতিদিন যেটি আসলেই খুব ভালো কথা কিন্তু সমস্যাটি হল এর মধ্যে নাইটি থেকে নাইট।

ব্যবসা করার সময় যে কয়েক টি ভুল করবেন না

মানসী বিজনেসে লস সম্মুখীন হয় তাদের সকল সময়ে এনার্জি এবং টাকা সবকিছুই ব্যয় করে ফেলে তারপরও সাকসেস পাইনা এখন কথা হলো এমন আসলে হয় কেন এর আসল কারণ হলো তারা তাদের বিজনেসে এমন কিছু ভুল করে যেটি তারা নিজেরাও বুঝতে পারে না আর তাদের সেই সকল ভুলগুলোই তাদের সকল কষ্ট সময় আর অর্থ কে নষ্ট করে বিজনেস নষ্ট করে দেয় এরপর অনেকের এমন অবস্থা হয়েছে পরবর্তীতে আর বিজনেস শুরু করবে সে কথা চিন্তাই করতে পারে না আর তাই এখন আমি আপনাদের সাথে এই বিজনেস নিয়ে এমন পাঁচটি বিষয় শেয়ার করব যার একটি ভুলেও যদি আপনি আপনার বিজনেসের একবার করে ফেলেন তাহলে আপনার বিজনেস শেষ আমি ভিডিওটি খুব ইজি করে আপনাদের সাথে শেয়ার করব তাই একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝুন সবার প্রথম যে বিষয়টি সেটি হল কমান্ড অফ কন্ট্রোল মানে আপনার বিজনেস আপনার নিজের কন্ট্রোল কতটুকু রয়েছে বিষয়টি অনেকের অনেকের ভিডিওতে বুঝিয়ে বলেছেন তারপরও এই বিষয়টি আসলে কি সেটি বেশিরভাগ মানুষ বুঝতেই পারেনি কারণ আপনার ভেবেছেন বিজনেসের কন্ট্রোল বলতে বোঝানো।

আপনার বিজনেসের অর্ডার আপনি দিবেন ভালো মন্দ সবকিছুই আপনিতো বুঝবেন তাহলে কন্ট্রোল তো আপনার হাতেই কিন্তু কমান্ড অফ কন্ট্রোল বলতে এই বিষয়টি বুঝানো হয়নি এখানে কন্ট্রোল বলতে বোঝানো হয় আপনি কম্পিউটারের বিজনেস করেন আর কম্পিউটারের সকল পার্স পাতি আপনি ইমপোর্ট করেন এখন এমন একটি সময় আসলো আপনার বিজনেসের আপনি যে কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট টা নেন সেই কোম্পানি আপনাকে মাদারবোর্ড সাপ্লাই দিতে পারছে না অন্য কোন পার সাপ্লাই করতে পারছে না তখন কি আপনি সেই পরিস্থিতিতে দ্বিতীয় কোন অপশন হাতে রেখেছেন কিনা মানে আপনার বিজনেসের কন্ট্রোল কি শুধুমাত্র একটি কোম্পানির কাছে আটকা না আপনি অপশন হাতে রেখে দিয়েছেন যেন আপনার বিজনেসের সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতেই থাকে আবার ধরুন আপনি অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট বা তারা যে প্রোডাক্ট সেল করেন এখন যদি ই-কমার্স সাইট গুলো তাদের কোন পলিসি চেঞ্জ করে আর সেই কারনে যদি আপনার প্রোডাক্ট সেল করা বন্ধ হয়ে যায় তখন কি হবে মানে এক্ষেত্রে আপনার বিজনেসের সম্পূর্ণ কন্ট্রোল আপনার সেই ই-কমার্স সাইট গুলোর হাতেই এখানে আপনার হাতে আপনার বিজনেসের কোন।

আবার ধরুন আপনি একটি রেস্টুরেন্ট দিয়েছেন এবং আপনার রেস্টুরেন্টে খুব ভালো চলে কারন আপনার রেস্টুরেন্টের খাবার খুবই টেস্টি এখন এমন কোন সময় আসলো যখন আপনার আর এখানে কাজ করতে চাইছে না বা যে কোন কারনেই হোক সে চলে যাবে এখন কি আপনি সেই পরিস্থিতিতে সেই লেভেলের কোন খাতে রেখেছেন কিনা বা খুব চলে গেলে আপনি কি সেই মুহূর্তে দ্রুত একটি ভালো কাজ করতে পারছেন কিনা যদি পারেন তাহলে আপনার বিজনেসের কন্ট্রোল আপনার হাতে রয়েছে আর যদি না পারেন তাহলে আপনার বিজনেসের কন্ট্রোল শিক্ষকের হাতে রয়েছে আশা করি বিজনেসের এই কমান্ড অফ কন্ট্রোল এর বিষয়টি আপনাদের এখনো বুঝতে অসুবিধা হবে না।

দ্বিতীয় যে ভুলটি হয় সেটি হলো এন্ট্রি ব্যারিয়ার মানে আপনি যেই বিজনেস ঠিক করছেন সেই বিজনেস টি অন্য কারো পক্ষে করাটা কতটা সহজ বা কঠিন যদি অন্য কারো পক্ষেই বিজনেস করা খুবই সহজ হয় তাহলে আপনার বিজনেস ট্রিপ সম্পূর্ণ লিস্টে রয়েছে ধরুন আপনি একটি রেস্টুরেন্ট দিয়েছেন এখন দেখুন রেস্টুরেন্ট দেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয় টাকা থাকলে যেকেউ রেস্টুরেন্ট দিতে পারে এভাবে চিন্তা করলে এখানে কোন এন্ট্রি ব্যারিয়ার নেই কিন্তু যদি বিষয়টি এমন হয় রেস্তুরেন্ত অনেকেই দিয়েছে কিন্তু আপনার রেস্টুরেন্টের মত এত টেস্টি খাবার অন্য কোন রেস্টুরেন্টে নেই তাহলে এক্ষেত্রে কাস্টমাররা খাবার খেতে কোথায় এখানে এই যে আপনার রেস্টুরেন্টের খুব বেশি টেস্টি খাবার এটাই হলো আপনার বিজনেসের জন্য এন্ট্রি ব্যারিয়ার মানে অন্য কেউ চাইলেই আপনার মত খাবার তৈরি করতেও পারবে না আর সেই এরিয়ায় আপনার চেয়ে ভালো বিজনেস অন্য কারো পক্ষে করা সম্ভব নয় এক্ষেত্রে আপনার বিজনেস যেখানে খুশি হয়েছে তাই অবশ্যই আপনি যেই বিজনেস কি করছেন বা করবেন বলে ভাবছেন সেখানে আপনি এমন একটি স্মার্ট সার্ভিস দান করেন।

অন্য কেউ চাইলেই করতে পারবে না আর বিশ্বাস করুন বিজনেস করাটাই কিন্তু অরিজিনাল বিজনেস নয় স্পেস নিয়ে এভাবে চিন্তা করাটাই হল আসল বিজনেস চলুন পরবর্তীতে জানা যায় সেটি হল কাস্টমার মানে কাস্টমাররা আপনার কাছে এগজ্যাক্টলি কি চাই সেটি হল বিজনেস এক্ষেত্রে আমরা যেটি করি এক্ষেত্রে আমরা যে ভুলটি করি বাজারে যে প্রশ্নগুলো এভেলেবেল আমরা ঠিক সেগুলো নিয়ে বিজনেস করার চিন্তা করি এখন আপনিই বলুন কেন আপনার বিজনেস রিস্ক থাকবেনা কাস্টমার তেন্নিস আসলে এগুলো নয় কারণ কাস্টমাররা এগুলো হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে আর এ তিনটি কারণে বেশিরভাগ মানুষ বিজনেসে লস আছে তাই আপনাকে অবশ্যই আপডেট লেটেস্ট কোন প্রোডাক্ট আনতে হবে আপনার সেক্টরে যদি আপনার কোন বিজনেস থেকেও থাকে তাহলে সেই বিজনেসকে সবসময় আপডেট থাকতে হবে মানে লেটেস্ট প্রোডাক্ট রাখতে হবে নেট সার্ভিস দিতে হবে আর আপডেটেড বা ভিন্ন জিনিস হল কাস্টমারদের নিয়ে যেগুলো বাজারে এবেলেবেল নেই আশা করি কাস্টমেরস নীদ বলতে কি বোঝানো হচ্ছে সেটি ক্লিয়ার কিভাবে এই আপডেট প্রোডাক্ট গুলো পাবেন।

আপডেট প্রোডাক্টগুলো নিয়ে চিন্তা করবেন সেটি আমি ভিডিও শেষে বলছি.

বিজনেস এর ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হল টাইম আপনার বিজনেস কে এমন কোন অবস্থায় রাখা যাবে না যেখানে আপনি না থাকলে বিজনেস চলবে না তাহলে আপনি বিজনেস নয় বরং আপনার জন্য একটি জরিপ বেশির ভাগ মানুষ বিজনেসের নামে এই ভুলটি করে তারা তাদের মূল্যবান সময়কে বেচে দিয়ে টাকা আর্ন করে তাই অবশ্যই সময়কে বিক্রি করার বিজনেস তৈরি করা যাবে না করতে হবে বিজনেস অটোমেটিক যেখানে আপনি না থাকলেও বিজনেস চলবে যেমন ধরুন আপনি নতুন কোনো প্রোডাক্ট বাজারে আনলেন এবং আপনি খুব ছোট একজন বিজনেসম্যান এখন বিজনেস এর শুরুর দিকে আপনি নিজেই আপনার প্রোডাক্ট গুলোর মার্কেটিং করলেন কিন্তু কিছুদিন পরেই যখন প্রডাক্টিভ বাজারে হিট হয়ে যাবে তখন আপনার জায়গায় অন্য কাউকে নিয়োগ দিবেন এবং আপনার মূল্যবান সময় গুলো কে বাঁচিয়ে সেই সময়কে এমন কোন জায়গায় লাগাতে হবে যেন আপনার বিজনেসটা আরও বড় করা যায় নতুন নতুন বিজনেস আইডিয়া বের করতে হবে নতুন নতুন সিস্টেম তৈরি করতে হবে আর বিশ্বাস করুন বড় বড় কোম্পানিগুলো এভাবে করেই আজ এতো বড় কোম্পানিতে পরিণত হয়েছে।

এরপরের বিষয়টি হলো স্কেল এবং বিজনেস মানে আপনার বিজনেসের জন্য ক্রমাগত বাড়তে থাকে একটি জায়গায় যেন আটকে না যায় বিষয়টি আপনাদের কে একটু ক্লিয়ার করে ধরুন আপনি একজন পেইন্টার আপনি খুব ভালো আপনার চাহিদা রয়েছে বাজারে এখন আপনি একটু চিন্তা করুন সারা মাসে সারা বছরে আপনি কতগুলো পেইন্ট করতে পারবেন কারণ আপনার আনলিমিটেড প্রোডাক্ট থাকলেও আপনি সেই সার্ভিসগুলো দিতে পারবেন কি না মানে আপনার বিজনেসের জন্য আপনার মত আর কেউ ওপেন করে দিতে পারবে না এর মানে হচ্ছে আপনার বিজনেস শিবা কাজটি স্কেল এবং না তাই অবশ্যই আপনার এমন কোন বিজনেস করতে হবে যেটি সিস্টেম তৈরি করবেন আপনি আর যে কাউকে দিয়ে সেই কাজটি করিয়ে নিতে পারবেন বর্তমানে ইন্টারনেট বেস্ট বিজনেস গুলো অনেক বেশি বাড়ছে কারন এর যত চাহিদা থাকে না কেন সার্ভিস দেওয়া পসিবল হচ্ছে কারণ এগুলোর সিস্টেম তৈরি করেছে একজন আর কাজ করছে অনেক মানুষ আর ইউজ করছে আনলিমিটেড মানুষ তাই অবশ্যই আপনার বিজনেস এমন হতে হবে সিস্টেম তৈরি করবেন আপনি কাজ করবে অনেক মানুষ আর দিন দিন বিজনেস অনেক বাড়বে।

এখন আমি আপনাদের সাথে একটি বিজনেস আইডিয়া শেয়ার করব খুব সংক্ষেপে তার আগে একটি কথা বলি এখানে যে পাঁচটি বিজনেস রিলেটেড প্রবলেমের কথা আপনাদের সাথে শেয়ার করলাম যার কারণে আপনার বিজনেসের লোকশ্রুতি বিষয়ে আপনার মুখস্ত না হওয়া পর্যন্ত অথবা আপনার বিজনেস সাকসেসফুল বিজনেস এ পরিণত হওয়া পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকবেন আর অবশ্যই বিজনেস রিলেটেড কোন কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট আমি প্রতিটি কমেন্টস এর পড়ার চেষ্টা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব সেই বৃষ্টি নিয়ে কথা বলি তৃতীয় পড়তে যেতে বলেছিলাম নিজেকে সবসময় আপডেট থাকতে হবে তাহলে কাস্টমার আপনার থেকেই প্রোডাক্ট নিবেন এখন আপনাদের প্রোডাক্ট প্রোডাক্ট কোথায় পাবেন কিভাবে পাবেন সেগুলো সব এখন আপনাদের সাথে এসে বিজনেস আইডিয়া টি শেয়ার করছি সবার প্রথমে আপনার যে ধরনের বিজনেস করতে আগ্রহ রয়েছে আপনার যে ধরনের বিজনেস রয়েছে সেই বিষয়ে লেটেস্ট প্রোডাক্ট গুগল এবং ইউটিউবে সার্চ দিন কিভাবে সার্চ দিবেন সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি ইউটিউবে যদি পেয়ে যান তাহলে তো প্রডাক্টিভিটি দেখতে।

কিন্তু যদি গুগোল না অন্য কোথাও কোন প্রোডাক্টের ফটো পান তখন সেই প্রোডাক্টটি নামটি নিয়ে ইউটিউবে সার্চ দিন তাহলে আপনি বুঝে যাবেন প্রোডাক্টটি আসলে কি আর আপনার জন্য এই প্রোডাক্টটি কি এই মুহূর্তে দরকার আপনি যখনই কোন প্রোডাক্ট পেয়ে যাবেন তখন সেটিকে কিভাবে অর্ডার করবেন আবার পাশাপাশি অনেকে ইনভেস্ট অনেক কম সেটি নিয়েও অনেকে অনেক টেনশনে থাকেন অনেকেই ইনভেস্ট 2000 টাকা 3000 টাকা পাঁচ হাজার টাকাও হতে পারে কোন কথা হলো এত অল্প প্রোডাক্ট আপনি কিভাবে অর্ডার করবেন ইমপোর্ট করতে পারবেন এর জন্য আপনারা স্ট্রেট ফ্রম চায়না এ প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন তাদের অফিস ঢাকা পুরান ঢাকায় আর এটি হলো ফেসবুক পেজ যেখানে আপনারা তাদের সকল কন্টাক্ট অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার পেয়ে যাবেন আপনারা আপনাদের যেকোন ফটো দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা ভিডিও দিয়েও প্রোডাক্ট অর্ডার করতে পারেন প্রোডাক্ট সম্বন্ধে জানতে।

তাদের সাপোর্ট টিম খুবই আন্তরিক আমি নিচে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে একটি প্রোডাক্ট থেকে শুরু করে যত কোয়ালিটি প্রডাক্ট প্রয়োজন তারা ঠিক ততটুকুই ইমপোর্ট করে দিতে পারবেন আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তাদের এই ফেসবুক পেজটি লাইক আমি এই ভিডিও ডিস্ক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা চাইলে সে জায়গা থেকে ক্লিক করে সেখানে যেতে পারেন পাশাপাশি আপনার যদি অন্য কোনো রিলেশন থাকে এরকম এনে দেওয়ার জন্য তাদের সাথে কন্টাক করে বিজনেস টি চালিয়ে যেতে পারেন ইন্ডিয়াতে আমি এখনো এমন কোন স্মস পাই নি আপনারা একটু কষ্ট করে খুঁজে বের করে নিবেন যদি কেউ কোনো ভালো সখী পেয়ে যান সেটি আমাকে অবশ্যই জানাবেন উপকারী বলে মনে হল এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাইটের সাথে থাকবেন।যেকোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন

facebook contact me

আমার আর অন্যান্য পোস্ট পড়ুন

ইউটিউব এর ভিডিও ভাইরাল করার উপায়

ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply