পিত্তথলির পাথর গলানোর ঔষধ
বর্তমানে মানুষের শরীরে বিভিন্ন কারণে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। তার মধ্যে অন্যতম হলো পিত্তথলির পাথর হওয়া। যার ফলে অনেকেরই অপারেশন এর মাধ্যমে পিত্তথলির পাথর ফেলে দিতে হয়। কিন্তু বর্তমানে অপারেশন ছাড়াও পিত্তথলির পাথর গলানোর ঔষধ বাজারে পাওয়া যায়।
তাই অনেকেই পিত্তথলির পাথর গলানোর ঔষধ সম্পর্কে জানতে চান। আজকে আমরা পিত্তথলির পাথর গলানোর ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
আরো পড়ু – রুচির সিরাপ কোনটা ভালো? দামসহ জানুন
পিত্তথলির পাথর কি?
পিত্তথলির পাথর ছোট ছোট বালির দানার মত হয়ে থাকে। মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু হতে পারে যা বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকৃতির হয়। এটি সাধারণত নির্ভর করে কি পদার্থ দিয়ে পাথরগুলো তৈরি হয় তার উপর। কোলেস্টেরল বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে পাথরগুলো পিত্তর সঙ্গে মেশানো অবস্থায় থাকে।
এগুলোর রং হালকা বাদামি ময়লাটে সাদা বা কুচকুচে কালো রঙের হতে পারে।
পিত্তথলির পাথরের ধরন
পিত্তথলির পাথর সাধারণত তিন প্রকার।
১। কোলেস্টেরল স্টন
২। পিগমেন্ট স্টোন
৩। মিক্সড স্টোন
এর মাঝে কোলেস্টেরলস্টোন ওষুধের মাধ্যমে কমিয়ে ফেলা সম্ভব হয়। এটা আলট্রাসনোগ্রাফির ভূমিকা অনেক। কেননা ভালো একটি রেজুলেশনের মেশিনের সাহায্যে চিকিৎসক ভালোভাবে পিত্তথলে পাথরগুলো দেখে চিকিৎসার জন্য উপায় বলে দিবেন।
পিত্তথলিতে পাথর হওয়ার কারণ
পিত্ত থলিতে পাথর জমার কারণ হল-
- অনেক সময় পেটে খালি থাকলে গলব্লাডারে পাথর হবার ঝুঁকি বেড়ে যায়
- ওজন বেড়ে গেলে পিত্তথলির উপর চাপ পড়ে
- অনেক সময় গল ব্লাডারে পাথর জমে
- বংশের কারোর এই রোগ থাকলেও এই রোগ একজনের থেকে আরেকজনের শরীরে ছড়াতে পারে
- চল্লিশের পরে রোগের আশঙ্কা খুব বেশি থাকে তাই চল্লিশার কাছাকাছি আসতে তখন থেকে পানি খাওয়া বাড়িয়ে দিতে হবে
- ডায়াবেটিস থাকলেও পিত্তথলিতে পাথর হতে পারে
- জন্ডিসের সমস্যা থাকলে পিত্ত থলিতে পাথর হতে পারে
- শরীর অতিরিক্ত বিলিরুবিন এর সময় পিত্তথলিতে পাথর জমাট বাঁধতে পারে
- শরীরে বা পিত্তে কোলেস্টেরলের বেশি বেড়ে গেলে পাথর হতে পারে
পিত্তথলিতে পাথর হওয়ার লক্ষণ
পিত্তথলিতে পাথর জমাট বাঁধলে বা পাথর হলে শরীরে কিছু লক্ষণ দেখা দেয়। পিত্তথলিতে পাথর জমার উপস্বর্গগুলো সম্পর্কে জানতে হবে। সেগুলো হল-
- তেল মসলাদার খাবার খেলে পেটে তীব্র যন্ত্রণা হয়
- সঙ্গে সঙ্গে বমিও হয়
- মাঝে মাঝে কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা থাকে
- পেটের ডান দিক থেকে ব্যাথা শুরু হয়ে ডান কাধ পর্যন্ত পৌঁছায়
- প্রস্রাবের রং দেখে জন্ডিস মনে হয়
পিত্তথলিতে পাথর হলে চিকিৎসা
পিত্তথলিতে পাথর হলে তীব্র ব্যথার সময় কোন অপারেশন করা যায় না। সাধারণত কয়েক দিনের জন্য মুখে খাদ্য গ্রহণ বন্ধ করে দিয়ে স্যালাইন অ্যান্টিবায়োটিক ব্যথা না শোক ঔষধ দিয়ে প্রথমে ব্যথা কমানোর চেষ্টা করা হয়। পিত্তথলি ফেলে দেওয়ার অস্ত্রপাচার সপ্তাহ দুই এক পরে করলেও কোন ক্ষতি নেই।
পেট কেটে বা পেট ছিদ্র করে দুইভাবেই অপারেশন করা যায়। চিকিৎসকের মতে পিত্তথলির পাথরের চিকিৎসা দুই ভাবে করা যায়।
১। সরাসরি পেট কেটে
২। ল্যাপারস্কোপিক মেশিনের সাহায্যে
পিত্তথলির পাথর গলানোর ঔষধ
বাজারে বিভিন্ন ধরনের পিত্তথলির পাথর গলানোর বিভিন্ন ঔষধ পাওয়া যায়। তবে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোন পিত্তথলির পাথর গলানোর ঔষধ সেবন করা উচিত নয়। পিত্তথলির পাথর গলানোর ঔষধ এর তালিকা বর্ণনা করা হলো-
- Upodol
- Ursodil
- Colesterinum
- Carduas
পিত্তথলির পাথর গলানোর হোমিও ঔষধ
পূর্বে হোমিও ঔষধ সেবনের ফলে পিত্তে পাথর গলানোর জন্য যেমন একটা কাজ না হলে ও বর্তমানে হোমিও খুবই কার্যকরী ভূমিকা পালন করে। নিচে পিত্তথলি পাথর গলানোর হোমিও ঔষধের তালিকা বর্ণনা করা হলো-
- ক্যালকেরিয়া কার্বনিকা
- teletonium
- লাইকোপোডিয়াম
- নেট্রাম
- সালফারিকাম
পিত্তথলির পাথর গলানোর ঘরোয়া উপায়
পিত্তথলির পাথর গলানোর জন্য ঘরোয়া উপায় রয়েছে। পূর্বে পিত্তথলির পাথর গলানোর উপায় সম্পর্কে জানতে হবে-
আপেল- আপেল পিত্তথলে পাথর গলানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে। আপেলের রসে থাকা মেলিক এসিড পিত্ত থলির পাথর দূর করতে সাহায্য করে। নতুন করে পিত্ত থলতে পাথর হলে পাথর জন্ম নিতে প্রতিরোধ গড়ে তোলে।
আপেল সিডার ভিনেগার- আপেল সিড়ার ভিনেগারের গুনাগুন অনেকেই জানি। পিত্তথলির পাথর গলানো র ঔষধ হিসেবে আপেল সিডার ভিনেগার ব্যবহার করা যেতে পারে। এক চা চামচ ভিনেগার এক মগ পানির সাথে মিশিয়ে খেতে হবে।
নাশপাতি রস- নাশপাতির আকৃতি পিত্তথলির মতোই তাই নাশপাতি দিয়ে পিত্ত পরিষ্কার করা সম্ভব। নাশপাতির মধ্যে উপস্থিত কোলেস্টেরল গঠন এবং জমা হওয়া থেকে বাধা দেয়। এক গ্লাস গরম পানির সাথে নাশপাতির রস এবং দুই চামচ মধু মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায়।
পানি- প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি। অথবা ৮ থেকে ১০ গ্লাস পানি পান করলে পিত্তথলির পাথর গলানোর বিশেষ ঔষধ হিসেবে কাজ করবে।
পুদিনা পাতা- পুদিনা পাতা পিত্ত থলির পাথর গলানোর জন্য সর্বোত্তম ঘরোয়া প্রতিকার হিসেবে পরিচিত। পরিষ্কার করে এবং পাথর গলানোতে সহায়ক ভূমিকা পালন করে। পুদিনা পাতার চা গলব্লাডারে পাথর থেকে বাঁচাতে সহায়তা করে।
পিত্তথলির পাথর রোগটি কাদের বেশি হয়
পিত্তথলিতে পাথর হবার রোগ কাদের বেশি হয় তা জানা দরকার। পিত্তথলির রোগ স্থূল এবং যাদের ওজন বেশি তাদের বেশি হতে লক্ষ্য করা যায়। সাধারণত পুরুষদের তুলনায় নারীদের এই রোগ হবার প্রবণতা বেশি লক্ষ্য করা হয়।
এছাড়াও যাদের বয়স ৪০ এর বেশি জন্মনিয়ন্ত্রণ বড়ি এবং বিভিন্ন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করার অভ্যেস রয়েছে তাদের এই রোগ হবার ঝুঁকি খুব বেশি থাকে।
পিত্তথলির পাথর অপারেশন খরচ
পিত্তথলিতে পাথর হলে অপারেশন খরচ বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে ল্যাপারসকপিক বা পিত্ত থলির অপারেশন করার জন্য বাংলাদেশে প্রায় বিশ হাজার বা তারও বেশি কিছু টাকা লাগতে পারে। তবে বর্তমানে এসব অপারেশনের তেমন প্রয়োজন নেই।
পিত্তথলির পাথর গলানোর বিভিন্ন ঔষধ এর মাধ্যমেই পিত্তথলির পাথরের সমস্যা স্থায়ীভাবে ঠিক করা যায়। হোমিও বিভিন্ন ঔষধ এবং এলোপ্যাথি ওষুধের মাধ্যমে তা করা যায়।
পিত্তথলিতে পাথর প্রতিরোধ করার উপায়
পিত্তথলির পাথর এর ঔষধ, চিকিৎসা খরচ জানার সাথে সাথে এর প্রতিরোধ করার উপায় ও জানতে হবে।
- কোন বেলার খাবার বাদ দেওয়া যাবে না
- ধীরে ধীরে ওজন কমাতে হবে
- ফাইবার যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে
- ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে
- ভাজাপোড়া বাইরে খাবার কম খেতে হবে
- চর্বি বা তেল যুক্ত জিনিস কম খেতে হবে
- মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা
- চা-কফি থেকে দূরে থাকা
- মধ্যপান বা নেশা জাতি দ্রব্য থেকে দূরে থাকা
- প্রতিদিন ভিটামিন সি খাওয়ার অভ্যাস করতে হবে
কখন ডাক্তার দেখাবেন
পিত্তথলিতে পাথর হলে যখন অবস্থা মারাত্মক হয়। তখন ডাক্তার দেখানো বুদ্ধিমানের কাজ। তবে নিজের যদি কোন লক্ষণ দেখা দেয় তবে দেরি না করে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তীব্র ব্যথা পেটে হওয়া এমন অবস্থা স্থির ভাবে বসে থাকা যায় না ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া। ঠান্ডা লাগার সাথে প্রচন্ড জ্বর থাকলে।
বিশেষ দ্রষ্টব্য
কেউ কেউ বলে থাকেন লেবারোস্কপির মাধ্যমে অস্ত্রপাচার করলে অর্থাৎ পিত্তথলির অপারেশন করলে ভেতরে পাথর থেকে যায়। এ কথার কোন ভিত্তি নেই। পিত্তথলির পাথর অপারেশন কপি ল্যাপারোসকপি অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এটা নিয়ে বিভ্রান্তিতে না থেকে পিত্তথলিতে পাথর হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
তিনি আপনার ব্যাপারে সঠিক পরামর্শ দেবেন।
পিত্তথলির পাথর গলানোর ঔষধ
আজকে আমরা পিত্তথলির পাথর গলানোর ঔষধ এবং পিত্তথলির চিকিৎসা খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি পিত্তথলির পাথর চিকিৎসা খরচ আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন।
এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি
- 200+ অবাক করা ফেসবুক স্ট্যাটাস
- বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় ও প্রশ্নত্তর