নামাজের শুরু ও শেষ সময়সূচি
মুসলমানদের দৈনিক পাঁচবার আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করতে হয়। তার ইবাদতের জন্যই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। নামাজের নির্দিষ্ট কিছু সময়সীমা রয়েছে অনেকেই সে ব্যাপারে সম্পূর্ণভাবে জানে না। এছাড়াও সফরে থাকলে অথবা ঘড়ি না থাকলে কিভাবে নামাজের শুরু ও শেষ সময়সূচি জানা যায়। আজকে আমরা নামাজের শুরু ও শেষ সময়সূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
আরো পড়ুন – এশার নামাজ কয় রাকাত
আজকে নামাজের সময়
আজ ১২ ই সফর ১৪৪৫ হিজরী সোমবার ১৪ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ এবং ইংরেজি ২৯ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ। ঢাকা বাংলাদেশের আজকের
ফজরের ওয়াক্ত শুরু হবে- ৪ঃ২১ থেকে এবং ফজরের ওয়াক্ত শেষ হবে পাঁচটা ৩৭ মিনিটে
যোহরের ওয়াক্ত শুরু হবে- ১২ঃ০১ এবং যোহরের ওয়াক্ত শেষ হবে ৪:৩০ মিনিট
আসরের ওয়াক্ত শুরু হবে- ৪ঃ৩২ মিনিট এবং শেষ হবে ৬ঃ২০ মিনিটে
মাগরিবের ওয়াক্ত শুরু হবে- ৬ঃ২৪ মিনিটে এবংশেষ হবে ৭ঃ৩৭
এশার ওয়াক্ত শুরু হবে- ৭ঃ৩৮ এবং এশার ওয়াক্ত শেষ হবে ৪ঃ ১৬
আজকের নামাজের নিষিদ্ধ সময় সূচি
সূর্যোদয়- ৫:৩৯ থেকে ৫:৫৮
দুপুর- ১১ টা ৫৫ থেকে বারোটা
সূর্যাস্ত- ৬ঃ২১ থেকে ৬ঃ২৪
নফল নামাজের সময়সূচী
তাহাজ্জুদ বা সেহরির শেষ সময়- ৪:১৬
ইসরাকের নামাজের সময় শুরু হয়- ৫ঃ৫৪ তে এবং শেষ হয় ১১ঃ৫৪ তে
চাশতের নামাজের ওয়াক্ত শুরু হয়- ৫ঃ৫৪ থেকে ১১:৫৪ পর্যন্ত
আরো পড়ুন – চাশতের নামাজের সময়, নিয়ত ও দোয়া
পাঁচ ওয়াক্ত নামাজের সময় জানার অ্যাপস
বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন গ্রাম থেকে শুরু করে শহরে প্রায় সবারই হাতে রয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ডাটা কিনে আমরা নামাজের সময়সূচী জানার জন্য বিভিন্ন অ্যাপস আমাদের ফোনে ডাউনলোড করে রাখতে পারি। এতে করে যে যে এলাকায় আছে সেই এলাকার সময় অনুযায়ী নামাজের শুরুর সময় এবং সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন।
গুগল প্লে স্টোরে এরকম অনেকগুলো অ্যাপস পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো-
১। নামাজের সময়সূচী ও রমজান ২০২৩
২। দিন ইসলামিক অ্যাপ
৩। এভেরিডে মুসলিম সালাহ ট্র্যাকার
৪। দ্বীন ইসলাম কুরআন হাদিস দোয়া
৫। আল মুসলিম সালাহ অ্যালার্ট ,কুরআন
এই অ্যাপস গুলো ফোনে ইন্সটল করে রাখলে আপনি নামাজের শুরু ও শেষ সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন।
আগামী সাত দিনের পাঁচ ওয়াক্তর নামাজের শুরু ও শেষ সময়সূচি
৩ সেপ্টেম্বর ২০২৩
- ফজরের ওয়াক্ত শুরু হয়- চারটা ২০ মিনিট
- যোহরের ওয়াক্ত শুরু হয়- ১২ঃ৪ মিনিট
- আসর শুরু হয়- চারটা ৩৪ মিনিটে
- মাগরিবের ওয়াক্ত শুরু হয়- সন্ধ্যা ৬ঃ২৮ মিনিটে
- এশার ওয়াক্ত শুরু হয়- ৭:৪৪ মিনিটে
- সেহরির সময় ভোর ৪:১৪
- ইফতারের সময়- ৬ঃ২৮ মিনিট
৪ সেপ্টেম্বর ২০২৩
- ফজরের ওয়াক্ত শুরু হয়- ৪:২৩ মিনিটে
- যোহর- ১২:০২ মিনিট
- আসর- ৪ঃ৩০ মিনিট
- মাগরিব- ৬:২২ এ
- এশা- ৭ঃ৩৭
- সেহেরী- ৪ঃ১৭
- ইফতার- ৬ঃ২২
৫ সেপ্টেম্বর ২০২৩
- ফজর- ভোর চারটা ২৪
- যোহর- বারোটা ২
- আসর- ৪ঃ২৯
- মাগিরব- ৬:২০
- এশা- ৭ঃ৩৫
- সেহরি- ৪ঃ১৮
- ইফতার- ৬:২০
৬ সেপ্টেম্বর ২০২৩
- ফজর- ৪ঃ২৪
- যোহর- ১২ঃ০২
- আসর- ৪ঃ২৯
- মাগরিব- ৬ঃ২০
- এশা- ৭ঃ৩৫
- সেহরি- ৪:১৮
- ইফতার- ৬ঃ২০
৭ সেপ্টেম্বর ২০২৩
- ফজর- ৪ঃ২৪
- জোহর- ১২ঃ২৬
- আসর- ৪ঃ২৯
- মাগরিব- ৬ঃ২০
- এশা- ৭ঃ৩৫
- সেহরি- ৪ঃ১৮
- ইফতার- ৬ঃ২০
৮ সেপ্টেম্বর ২০২৩
- ফজর- ৪:২৪
- যোহর- ১২ঃ২৫
- আসর- ৪:৩৯
- মাগরিব- ৬ঃ২০
- এশা- ৭ঃ৩৫
- সেহরি- ৪ঃ১৮
- ইফতার- ৬ঃ ২০
৯ সেপ্টেম্বর
- ফজরের ওয়াক্ত শুরু হয়- ৪:২৪ মিনিটে
- যোহরের ওয়াক্ত শুরু হয়- ১২ঃ২৪ মিনিটে
- আসরের ওয়াক্ত শুরু হয়- ৪:৩০ মিনিট
- মাগরিবের ওয়াক্ত শুরু হয়- ৬:২২
- এশার ওয়াক্ত শুরু হয়- ৭ঃ৩৭ মিনিট
- সেহরি ওয়াক্ত শুরু হয়- ৪ঃ১৭
- ইফতারের সময় শুরু হয়- ৪:২২
সূর্য দেখে পাঁচ ওয়াক্ত নামাজের সময় বোঝার উপায়
ফজর- ফজর শুরু হয় সুবহে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশে পূর্ব দিগন্তে লম্বা আলো রেখা দেখা যায় তাকে বলে সুবহে সাদিক।
জোহর- দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেই যোহরের ওয়াক্ত শুরু হয়। ছায়া মূল ছায়া বাদে কোন বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের নামাজের সময় থাকে। কোন বস্তুর ঠিক দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকে বলে আসল ছায়া।
আসর- জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আসরের সময় থাকে। তবে সূর্যের রঙ হলুদ হওয়ার আগে আসরের নামাজ আদায় করা উচিত।
মাগরিব- সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে। এশা মাগরিবের সময় শেষ হলে এশার ওয়াক্ত শুরু হয় এবং সুবহে সাদিকের আগ পর্যন্ত এশার নামাজের ওয়াক্তের সময় বিদ্যমান থাকে। তবে মধ্যরাতের আগেই এশার নামাজ আদায় করা উত্তম।
জুমা- শুক্রবার এই জুমার সালাত আদায় করতে হয়। এই সালাত আদায়ের কোন নির্দিষ্ট ওয়াক্ত নেই। জোহরের সময়ই এই সালাত আদায় করতে হয়।
নামাজের নিষিদ্ধ সময় সমূহ
- ঠিক সূর্যোদয়ের সময়
- ঠিক দ্বিপ্রহরের সময়
- এবং ঠিক সূর্যাস্তের সময়
নামাজের ওয়াক্ত সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর
সূর্য উদয়ের কত মিনিট পর নামাজ পড়া যায়?
উত্তর- সূর্য পরিপূর্ণ উঠার পরে নামাজ আদায় করতে হবে। যেহেতু সূর্য উদয় হতে ১৪ থেকে ১৫ মিনিট সময় লাগে। তাই দেখেন যদি দেখেন সূর্যোদয় হচ্ছে তাহলে ১৫ মিনিট পর নামাজ আদায় করতে পারেন।
সূর্যোদয়ের সময় কতক্ষণ আগে বা পরে নামাজ নিষিদ্ধ?
উত্তর- মোটামুটি ১৫ থেকে ২0 মিনিটের আগে বা পরে নামাজ পড়া ঠিক হবে না। সূর্য উঠার পরে ফজরের নামাজ আদায় করা যাবে কি সূর্য উঠার পরে ফজরের নামাজ কাজা হিসেবে আদায় করতে হবে।
বেশিরভাগ সময় নামাজ কাজা করে পড়লে কি হবে?
উত্তর- নামাজ ওয়াক্ত মত আদায় করা ফরজ। ইচ্ছাকৃতভাবে অবহেলা করে নামাজ কাজা করা মারাত্মক গুনাহ যে কোন নামাজ ওয়াক্ত মত আদায় করতে হবে। সময় মত যেন ঘুম থেকে উঠা যায় সে ব্যবস্থা নিতে পারেন।
এশারের বিতর নামাজে দোয়া কুনুত ছুটে গেলে করণীয় কি?
উত্তর- বিতরের নামাজ দোয়া কুনুত ভুলে ছুটে গেলে সেজদায় সাহু দিলে শুদ্ধ হয়ে যাবে।
নামাজের শুরু ও শেষ সময়সূচি
আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়সূচি সম্পর্কে আলোচনা করেছি। আশা করছি নামাজের শুরু ও শেষ সময়সূচি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত এবং পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুন –
- এশার নামাজ কয় রাকাত
- সালাতুল হাজত নামাজের নিয়ম, দোয়া ও নিয়ত
- মনের ইচ্ছা পূরণের দোয়া আমল, নামাজ ও তাসবিহ