দার্জিলিং ট্যুর প্যাকেজ ২০২৩
ঘুরতে পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। দেশের ভিতরের বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরার পরবর্তী প্ল্যান হয় দেশের বাইরে কাছাকাছি বিভিন্ন ঘুরার জায়গা গুলো দেখার। দার্জিলিং তাদের মধ্যে অন্যতম। এখানে রয়েছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সহ দেখার মত বিভিন্ন নিদর্শন।
আজকে আমরা বাংলাদেশ থেকে দার্জিলিং ট্যুর প্যাকেজ ২০২৩ এবং বাংলাদেশ থেকে দার্জিলিংয়ের বিভিন্ন টুর প্যাকেজ দেয় এমন অর্গানাইজার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুন – নেপাল ভ্রমণ প্যাকেজ ২০২৩
দার্জিলিং ট্যুর প্যাকেজ – ১
- ট্যুর অর্গানাইজার – গ্রীন বেল্ট
- ট্যুরের নাম-দার্জিলিং ও মিরিক ভ্রমণ
- অফিস ঠিকানা- শাহ আলী প্লাজা, ১৪ তম তলা মিরপুর ১০ নাম্বার গোল চত্বর।
- ফোন নাম্বার- ০১৮৬৯৬৪৯৮১৭ এবং ০১৮৮৬ ৩৬৩২৩২ এবং 01810 13702
- Email : [email protected]
যাত্রার তারিখ
ট্যুর ১- ০৯ ফেব্রুয়ারি ২০২৩
ট্যুর ২- ২৩ফেব্রুয়ারি ২০২৩
ট্যুর ৩- ৭ মার্চ ২০২৩
টুর ৪- ২৩ এপ্রিল ২০২৩ এটি ঈদ ট্যুর
ট্যুর ৫- তবে ন্যূনতম চারজন হলে যে কোন দিন প্রাইভেট ট্যুর এরেঞ্জ করা যাবে
ভ্রমণ খরচ- জনপ্রতি নন এসি বাস শেয়ারিং বা ফ্যামিলি রুম সহ ১৬৫০০ টাকা এবং জনপ্রতি ১৮০০০ টাকায় এসি বাস প্লাস শেয়ারিং বা ফ্যামিলি রুম।
কাপল প্যাকেজ- প্রতি কাপডল ৩৫০০০ টাকা ঢাকা থেকে বর্ডার নন এসি বাস এবং প্রতি কাপল ৩৭ হাজার টাকা ঢাকা বর্ডার এসি বাস।
চাইল্ড পলিসি- শূন্য থেকে তিন বছরের শিশুদের জন্য ফ্রি এবং তিন থেকে আট বছর শিশুদের জন্য আলোচনা সাপেক্ষে চার্জ প্রযোজ্য হবে।
প্যাকেজের ভ্রমণ স্থান
- দার্জিলিং
- টাইগার হিল
- ঘুম মনেস্ট্রি
- রক গার্ডেন
- রোডওয়ে
- মিরিক
- টি গার্ডেন বা মল রোড
- হিমালয়ান মাউন্টেনএয়ারিং ইনস্টিটিউট
- তেনজিং রক
- জাপানিজ টেম্পল
- জুওলজিকাল পার্ক
ট্যুরের বর্ণনা
প্রথম দিন- রাতে রওনা দিয়ে দ্বিতীয় দিন ভোরে বুড়িমারী বর্ডারে পৌঁছানো হবে। সেখানে সকাল ৯ঃ০০ টায় ইমিগ্রেশন কাস্টমস ওপেন হলে সব ফর্মালিটি শেষ করে জিপে করে শিলিগুড়ি হয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা করতে হবে।
তৃতীয় দিন- সকালের নাস্তা শেষ করে রিজার্ভ জিপে একে একে হিমালয়ান মাউন্টেনিয়েয়ারিং ইনস্টিটিউট, রক গার্ডেন, রোডওয়ে, জুলজিক্যাল পার্ক, রোপওয়ে তেনজিং রক চা বাগান জাপানিজ টেম্পল ঘুরে দেখানো হবে।
চতুর্থ দিন- ভোরের চারটার মধ্যে হোটেল থেকে বের হয়ে চলে যেতে হবে টাইগার হিল দেখতে। ওখান থেকে দেখা যাবে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘার গায়ে সূর্যোদয়। তারপর একে একে বাতাসে লুভ ঘুমনেস্ট্রি, ঘুম স্টেশন দেখানো হবে। এদিন ভোর চারটা থেকে শুরু করে সকাল সাড়ে দশটার মধ্যেই ঘোরাঘুরি শেষ হবে। এরপর দিনের বাকিটা সময় সবার ব্যক্তিগত সময়ে ঘোরাফেরা বা কেউ চাইলে শপিং করতে পারবে।
পঞ্চম দিন- ব্রেকফাস্ট শেষ করে রওনা করা হবে মিরিকের উদ্দেশ্যে হিমালয়ের কল ঘেঁষে পাহাড়ি শহর মিরিকের সৌন্দর্য উপভোগ করে দুপুরের মধ্যে চলে আসবে শিলিগুড়ি। শিলিগুড়িতে লাঞ্চ শেষ করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে। সন্ধ্যার মধ্যে কাস্টমস ইমিগ্রেশন শেষ করে রাতের বাসে ঢাকায় ফিরবে। ষষ্ঠ দিন ভোর পাঁচটায় ঢাকায় পৌঁছাবে।
কনফার্ম করার ডেড লাইন
- যেহেতু দেশের বাইরে ট্যুর তাই পর্যাপ্ত সময় হাতে রেখে বুকিং কনফার্ম করতে হবে
- ভিসা না থাকলে কমপক্ষে ২০ থেকে ৩০ দিন সময় হাতে রেখে যোগাযোগ করতে হবে
- কনফার্ম করার জন্য প্রতিজন ৭ হাজার টাকা করে কনফার্মেশন মানি জমা দিতে হবে
প্যাকেজ এ যা যা থাকছে
- ঢাকা থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে ঢাকা বাস টিকেট সহ সকল যাতায়াত খরচ
- তিন রাত হোটেল একমোডেশন
- দার্জিলিং পৌঁছানোর পর প্রথম দিন রাতের খাবার থেকে শুরু করে আসার দিন দুপুর পর্যন্ত প্রতিদিন তিন বেলা খাবার
- সকল প্রকার হোটেলের ট্যাক্স এবং গাড়ি পার্কিং চার্জ
প্যাকেজ এ যা যা থাকছে না
- ঢাকা থেকে বুড়িমারী যাওয়া আসার পথে বাসের যাত্রা বিরতিতে খাবার
- ট্রাভেল ট্যাক্স
- বর্ডার স্পিড মানি
- ব্যক্তিগত খরচ
- প্যাকেজের বাইরে দর্শনীয় স্থান ঘুরার খরচ
- ঔষধ খরচ
- ফোন বিল
কনফার্মেশন এর পূর্বের বিষয়
- ভিসায় পোর্ট চ্যাংড়া বান্দা হলে এই ট্যুরে জয়েন করতে পারবে
- যদি ভিসায় চ্যাংড়া বান্ধা পোর্ট না থাকে তবে খুব সহজে এটি অ্যাড করে নিতে পারবে
- যদি ভিসা না থাকে তবে ভিসা করানো অথবা পোর্ট এর ক্ষেত্রে গ্রীন বেল্ট সবরকম সহযোগিতা করবে
- হোটেলে এক রুমে চারজন করে থাকা রুমে দুইটি করে বড় বেড থাকবে
- ফ্যামিলি না হলে অবশ্যই মেয়েদের থাকার আলাদা রুম থাকবে
- সব রুমে এটাচ বাথ ও গিজার থাকবে
- কোন হিডেন চার্জ নেই
- বাসের আসন বন্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবে
বুকিং মানে জমা দেওয়ার পদ্ধতি
- সরাসরি অফিসে এসে বুকিং মানি জমা দেওয়া যাবে
- বিকাশ ও ডাচ বাংলা ব্যাংকের রকেট করা যাবে
- ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে
আরো পড়ুন – কক্সবাজার ট্যুর প্যাকেজ ২০২৩
দার্জিলিং ট্যুর প্যাকেজ – ২
- ট্যুর কোম্পানির – Bd Tour international limited
- ট্যুর নাম- দার্জিলিং ও কালিম্পং
- টুর প্যাকেজ কোড- IND-R-361
- স্থায়িত্বের সময়কাল- চার রাত পাঁচ দিন
- প্যাকেজ মূল্য- ১৫৯৯৯
চাইল্ড পলিসি- ০ থেকে ২ বছরের পর্যন্ত শিশুর জন্য কোন খরচ দিতে হবে না। হোটেলের বেড গাড়ির সিট এবং খাবার বাবা মা এর সাথে শেয়ার করতে হবে। তিন থেকে আট বছরের বাচ্চার জন্য সকল খরচ হবে ৮0 পার্সেন্ট করে। আট বছরের উপরে সকলকে প্রাপ্ত বয়স্ক হিসেবে গণ্য করা হবে এবং তাদের সম্পূর্ণ খরচ দিতে হবে।
ওয়েবসাইট- www.bdtourltd.com
ট্যুর প্লান
প্রথম দিন- বাগডোগরা এয়ারপোর্ট বা শিলিগুড়ি থেকে রিসিভ করে গাড়িতে করে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা। সেখানে পৌঁছে হোটেলে চেক ইন এবং রাত্রে যাপন।
দ্বিতীয় দিন- সূর্যোদয় দেখার জন্য ভোর চারটায় টাইগার হিলের উদ্দেশ্যে রওনা হওয়া। সেখানে পৌঁছে টাইগার হিল চা বাগান এবং চিড়িয়াখানায় ইত্যাদি পরিদর্শন শেষে রাতে হোটেলে অবস্থান।
তৃতীয় দিন- সকালে নাস্তা শেষে রক গার্ডেন পরিদর্শন এবং সন্ধ্যা শপিংমলে ব্যক্তিগত কেনাকাটা করা্র সময় দেয়া হবে। সেখান থেকে এসে হোটেলে রাত্রি যাপন।
চতুর্থ দিন- সকালে নাস্তা শেষে কার্শিয়াং হয়ে কালিম্পং এর উদ্দেশ্যে রওনা হতে হবে। সেখানে কালিম্পং লোকাল সিটি শিলারিংগাও পরিদর্শন করে রাতে হোটেলে অবস্থান।
পঞ্চম দিন- সকালে নাস্তা শেষে হোটেলে চেক আউট করে বাগডোগরা এয়ারপোর্ট বা শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেওয়া।
প্যাকেজের অন্তর্ভুক্ত বিষয়
- স্টান্ডার্ড হোটেলে দার্জিলিংয়ে তিন রাত এবং কালিম্পং এ একরাত থাকার সুযোগ
- সকাল এবং দুপুর এবং রাতের খাবার
- পার্সোনাল ট্রান্সপোর্ট সার্ভিস নন এসি
- সাইট সিং
- অভিজ্ঞ গাইড
প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়
- ঢাকা বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ি বা ঢাকা আসা যাওয়ার খরচ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- কোন প্রকার দুর্ঘটনা জনি জনিত বীমা
- ভিসা প্রসেসিং
- সকল প্রকার ট্যক্স যা প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়নি
- এমন সার্ভিস চার্জ
- অনাকাঙ্খিত খরচ যেমন হরতাল অবরোধ অথবা প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে ইত্যাদি
সাথে যা যা নিতে হবে
- ঢাকার ছেড়ে ঠান্ডা হাওয়ায় হালকা শীতের কাপড়
- বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা বা রেনকোট
- রোদ থেকে দূরে থাকতে সানগ্লাস বা সানস্ক্রিন
- বাইনোকুলার বা ক্যামেরা
- টুথপেস্ট ব্রাশ
- তোয়ালে
- কেয়াডস
- স্লিপার
- প্রয়োজনীয় ঔষধপত্র
প্যাকেজের শর্তাবলী
- সর্বনিম্ন গ্রুপে চারজন হতে হবে। যেহেতু পার্সোনাল ট্রান্সপোর্ট সার্ভিস দেয়া হচ্ছে
- প্যাকেজগুলো বছরে যে কোন সময় উপভোগ করা যাবে
- প্যাকেজের মূল্য যে কোন সময় পরিবর্তনযোগ্য
মন্তব্য
আজকে আমরা ২০২৩ সালের আপডেট দার্জিলিং ট্যুর প্যাকেজ এবং বাংলাদেশ থেকে দার্জিলিং টুর প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং আশা করছি ভ্রমণ পিপাসু মানুষদের জন্য আর্টিকেলটি অনেক কাজে লাগবে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন এবং এ সম্পর্কে কোন মন্তব্য মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন –