গ্রামীন মিনিট চেক
ইন্টারনেট ছাড়াও কোডের মাধ্যমে কিভাবে গ্রামীণ মিনিট চেক করা যায় তা অনেকেই জানেন না। অনেকেই গ্রামীন মিনিট চেক করার নিয়ম সম্পর্কে আমাদের কাছে জানতে চান। আজকে আমরা গ্রামীণ মিনিট চেক করার নিয়ম এবং গ্রামীন মিনিট চেক করার কোড সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করবো।
এছাড়াও বিভিন্ন সিমের মিনিট চেক করার কোড সম্পর্কে উল্লেখ করবো। আশা করছি আর্টিকেলটি ভালো লাগবে।
কোড দিয়ে গ্রামীন মিনিট চেক করার নিয়ম
অনেকে ইন্টারনেট ছাড়া বাটন ফোনের মাধ্যমে কিভাবে গ্রামীন মিনিট চেক করা যায় সে সম্পর্কে জানতে চান। গ্রামীন মিনিট চেক করার কোড হল *222*2#। এই মিনিট চেক করার জন্য প্রথমেই-
১। আপনার ফোনের মেসেজ অপশনে টাইপ করুন *222*2#
২। এরপর ডায়াল করলে আপনার ফোনের স্ক্রিনে আপনার মিনিটের মেয়াদ, কত মিনিট কিনেছেন বা মিনিটের প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করবে।
৩। এছাড়াও জিপির মিনিট চেক করার জন্য আরেকটি কোড রয়েছে কোডটি হল *১২১১*২#
জিপি অ্যাপস এর মাধ্যমে মিনিট চেক করার নিয়ম
জিপি অ্যাপস এর মাধ্যমে মিনিট চেক করার জন্য-
১। প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে জিপি অ্যাপস ডাউনলোড করতে হবে।
২। জিপি অ্যাপস ডাউনলোড করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে জিপি অ্যাপস লিখে সার্চ করলে জিপি অ্যাপস আসবে।
৩। ডাউনলোড করার পর ইন্সটল করে আপনার ফোন নাম্বার দিতে হবে।
৪। ফোন নাম্বার দেওয়ার পর একটি কোড আসবে।
৫। কোড সেট করার পর জিপি অ্যাপস ওপেন করে মিনিট চেকের অপশনে ক্লিক করলেই মিনিট দেখা যাবে।
জিপির মিনিট কেনার নিয়ম
প্রতিদিনই জিপিতে বা গ্রামীণফোনে বিভিন্ন ধরনের মিনিট বান্ডেল আপডেট করা হয়। আপনার সিম এবং সিমের স্ট্যাটাস অনুযায়ী আপনার কাছে বিভিন্ন ধরনের মিনিটের বান্ডেল আসবে। এছাড়াও আপনি চাইলে এই লিংকে ক্লিক করে গ্রামীণফোন এ মিনিট অফার গুলো চেক করতে পারেন।
বাংলাদেশের সকল সিমের মিনিট চেক করার কোড
গ্রামীণফোন ছাড়াও অনেকেই রবি airtel banglalink টেলিটক সহ বিভিন্ন ধরনের সিম ব্যবহার করে থাকেন। এসব সিমের মিনিট কোড বা কিভাবে মিনিট চেক করা যায়। সেসব কোডের সম্পর্কে অনেকেই জানতে চান। নিচে বাংলাদেশের সকল সিমের মিনিট চেক করার কোড উল্লেখ করা হলো-
জিপি সিমেন্ট মিনিট দেখতে ডায়াল করুন- *121*2#
রবি সিমে মিনিট দেখতে ডায়াল করুন- *222*3#
এয়ারটেল সিমের মিনিট দেখতে ডায়াল করুন- *778*5# / *778*8#
বাংলালিংক সিমে মিনিট দেখতে ডায়াল করুন- *511#
টেলিটক সিমের মিনিট দেখতে ডায়াল করুন- *1#
গ্রামীণফোন মিনিট অফার
গ্রামীণফোনে প্রতিদিনই সিমের ধরন এবং গ্রাহকের রিচার্জ অনুযায়ী বিভিন্ন ধরনের অফার আসে। নিচে গ্রামীণফোনের কিছু মিনিট অফার দেওয়া হল-
৫ মিনিট ৩ টাকা মেয়াদ চার ঘন্টা
বিশ মিনিট ১২ টাকা মেয়াদ ১৬ ঘন্টা
১৬ মিনিট ১০ টাকা মেয়াদ ২৪ ঘন্টা
২১ মিনিট ১৬ টাকা মেয়াদ ২৪ ঘন্টা
৩৪ মিনিট ২৪ টাকা মেয়াদ ২৪ ঘন্টা
২১ মিনিট ১৪ টাকা মেয়াদ ১৬ ঘন্টা কোড- *১২১*৪০০১#
৩৭ মিনিট দাম ২৪ টাকা মেয়াদ ২৪ ঘন্টা কোড- *১২১*৪০০২#
৫০ এসএমএস ৫৩ টাকা মেয়াদ ৭ দিন কোড- *১২১*৪০০৪#
১২০ মিনিট ৭৮ টাকা মেয়াদ ৭ দিন কোড- *১২১*৪৪০২৬#
১৬০ মিনিট ৯৯ টাকা মেয়াদ ৭ দিন কোড- *৪০০*৬#
২০০ মিনিট ১১৭ টাকা মেয়াদ ১০ দিন কোড- *১২১*৪০০৭#
জিপি রিচার্জ মিনিট অফার ২০২৩
জিপিতে কিছু পরিমাণ টাকা রিচার্জ করলে অনেক মিনিটসহ এমবিও অফারে পাওয়া যায়। সরাসরি রিচার্জের মাধ্যমেও মিনিট ক্রয় করা যায়। যেমন-
৫৯ টাকা রিচার্জ করলে- ৯০ মিনিট মেয়াদ চার দিন
১৪ টাকা রিচার্জে- আঠারো মিনিট মেয়াদ ১২ ঘণ্টা
১৯ টাকা রিচার্জে- সাতাশ মিনিট মেয়াদ ১ দিন
২৯ টাকা রিচার্জে- ৪৫ মিনিট মেয়াদ দুই দিন
৪৮ টাকা রিচার্জে- ৭৫ মিনিট মেয়াদ ৩ দিন
৫৯ টাকা রিচার্জে- আশি মিনিট মেয়াদ চার দিন
৭৪ টাকা রিচার্জে- ৯০ মিনিট মেয়াদ ৭ দিন
৯০ টাকা রিচার্জ- ১২০ মিনিট মেয়াদ ৭ দিন
১০৮ টাকা রিচার্জে- ১৮০ মিনিট মেয়াদ ৭ দিন
১৪৯ টাকায়- ২০০ মিনিট মেয়াদ ১০ দিন
১৫৭ টাকায়- ৩০০ মিনিট মেয়াদ ১৫ দিন
জিপি রিচার্জে মিনিট এবং এমবি অফার
রিচার্জে মিনিট এবং এমবি অফার রয়েছে। যেমন-
২১৮ টাকা রিচার্জে- ৩৩০ মিনিট ৫১২ এমবি মেয়াদ ৩০ দিন
২৫৮ টাকা রিচার্জে- ৩১০ মিনিট ৩০ দিন
২৮৮ টাকা রিচার্জে- ৪৫০ মিনিট মেয়াদ ৩০ দিন
৩১৮ টাকা রিচার্জে- ৫০০ মিনিট ৫১২ এমবি ৩০ দিন মেয়াদ
৬৩৯ টাকা- ১০৫০ মিনিট ১ gb মেয়াদ ৩০ দিন
৩১৮ টাকা রিচার্জে- ৩৩০ মিনিট ৫১২ এমবি মেয়াদ ৩০ দিন
গ্রামীন মিনিট চেক
আমরা গ্রামীন মিনিট চেক করার নিয়ম এবং গ্রামীন মিনিট চেক করার কোড সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেল সম্পর্কে কোন মন্তব্য মতামত অথবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা অতি শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নতুন নতুন সব আপডেট ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইটটি বুক মার্ক করে রাখতে পারেন।
আরো পড়ুনঃ
- ফেসবুক ফলোয়ার বাড়ানোর উপায় – মাত্র ২ মিনিটে যতখুশি ফেসবুক অটো ফলোয়ার নিন
- মুখে সাদা দাগ হয় কেন? সাদা দাগ দূর করার উপায়
- রবি হোয়াটসঅ্যাপ প্যাক কোড – রবি হোয়াটসঅ্যাপ এমবি