ঈদের চাঁদ নিয়ে ক্যাপশন
ঈদের চাঁদ সব সময় মানুষের মনে খুশির বার্তা নিয়ে আসে। অনেকে ই পুরো রমজান মাস রোজা রেখে ঈদের চাঁদ দেখার জন্য খুব বেশি এক্সাইটেড থাকে। তাই খুব বেশি প্রহর গুনতে থাকে চাঁদের জন্য। তাই চাঁদের ছবি তুলে অনেক সময় ফেসবুকে পোস্ট করার জন্য কিছু ক্যাপশন উক্তি বা কবিতার প্রয়োজন হয়। আজকে আমরা ঈদের চাঁদ নিয়ে ক্যাপশন বিস্তারিত আলোচনা করব।
এছাড়াও ঈদের চাঁদ ইসলামিক পোস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করব। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।
আরো পড়ুন – ঈদ আপডেট মেহেদি ডিজাইন ২০২৩
ঈদের চাঁদ নিয়ে ফেইসবুক ক্যাপশন
১। আজকে খুশির বাঁধ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওয়ালের চাঁদ ওই উঁকি দিয়েছে
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় খুব দূরে
রমজান শেষ হলে কাটবে অপেক্ষার ঘোর
ঈদ মোবারক!
২। ঈদ মানে দূর আকাশে ঈদের চাঁদের হাসি
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি
ঈদ মানে হাসি ঈদ মানে আশা
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা
ঈদ মোবারক!
৩। পড়েছে আজ চাঁদের নজর
তাইতো পেলাম ঈদের খবর
হাসতে চাঁদ আজ জুড়ে আকাশ
সবাই পেল ঈদের বাতাস
সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক!
৪। ঈদ মানে আকাশে নতুন চাঁদ
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ
ঈদ মানে মেহেদি রাংগা হাত
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত
ঈদ মোবারক!
৫। নতুন সকাল নতুন দিন
শুভ হোক ঈদের দিন
নতুন রাত ঈদের বাঁকা চাঁদ
রঙ্গিন হোক ঈদের রাত
ঈদ মোবারক!
৬। চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবে কে কে আয়
নতুন চাঁদের আলো এসে পড়লো সবার গায়ে
সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক!
৭। দূরের মানুষ কাছে আসুক
কাছের জন থাকুক পাশে
মন ছুটে যাক তোমার টানে
নয়া চাঁদের আগমনে
কাটুক খুশি সবার মনে
ঈদ মোবারক ক্ষণে ক্ষণে!
৮। যেদিন দেখব ঈদের চাঁদ
খুশিমনে কাটবে রাত
নতুন সাজে সাজবো আজ
আজ হলো ঈদের দিন
আনন্দে কাটবে সারাদিন
ঈদ মোবারক!
৯। সোনালী সকাল
রোদেলা দুপুর
পড়ন্ত বিকেল
গোধূলি সন্ধ্যা
ঈদের চাঁদের রাত
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক সারাটি বছর
এই কামনায় ঈদ মোবারক!
১০। আকাশে নতুন চাঁদের উঁকি
ঈদ মানে চারদিকে খুশির উঁকি-বুকি
ঈদ মানে মেহেদি রাঙ্গা হাত
ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত
ঈদ মোবারক!
ঈদের চাঁদ নিয়ে ফেসবুক পোস্ট
১। আমার কাছে তুমি ঈদের চাঁদের মতোই খুশি নিয়ে আসো
সব সময় তুমি ঈদের চাঁদের মতোই হাসো
সারা বছর তুমি অনেক সুখে ভাসো
আর আমাকে ভালবাসলে আমার কাছে চলে আসো।
২। ঈদের চাঁদ প্রিয়তমার চাইতেও বেশি সুন্দর হয় প্রিয়তমা যদি তুমি কাউকে হিংসা করতে চাও তাহলে তুমি ঈদের চাঁদ কে হিংসে করতে পারো। কারণ তোমার চেয়েও আমার ঈদের চাঁদ বেশি পছন্দ।
৩। বাঁকা চাঁদের হাসিতে দাওয়াত দিলাম আসিতে
বসতে দিব পিরিতে
খাইতে দিব সিড়িতে
তবুও তুমি আসো
প্রাণ খুলে হাসো
ঈদ মোবারক!
৩। ঈদের চাঁদ নিয়ে আসে খুশির রাশি রাশি
ঈদ মানে আনন্দ অনেক বেশি বেশি
ঈদ মানে খাবে তুমি গরু নাকি খাসি
ঈদ মানে আমি তোমায় অনেক ভালোবাসি!
৪। আজকের এই ঈদের বাঁকা চাঁদের হাসি প্রিয়তমা ঠোঁটের হাসির মতো যা আমার সব সময় পছন্দের।
আরো পড়ুন – বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস, ঈদ মোবারক ক্যাপশন
ঈদের চাঁদ নিয়ে ইসলামিক ক্যাপশন
১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন কর। আজ ঈদের চাঁদের রাত।
২। ইসলাম এর ইবাদত গুলো চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। পবিত্র রমজান মাসের রোজা প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন- তোমাদের মধ্যে যারা এই মাস পাবে সে যেন এ মাসের রোজা রাখে। (সূরা বাকারা আয়াত- ১২৫)
৩। মহান আল্লাহ তায়ালা বলেছেন- যারা এই মাস পাবে অর্থাৎ রমজান মাস তারাই রোজা রাখবে যারা চাঁদ দেখতে পাবে অর্থাৎ চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে ঈদ পালন করতে হবে। কিন্তু আকাশে যদি মেঘ থাকে তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নিতে হবে।
৪। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন তা হল মানুষ ও হজের জন্য সময় নির্দেশক। (সূরা বাকারা আয়াত ১৭৯)
৫। আরেক হাদিসের বর্ণনায় রয়েছে- তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন কর। কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও। (বুখারী হাদিস নাম্বার ১৯০৯, মুসলিম হাদিস নাম্বার ১০৮১)
৬। রাসুল সাঃ বলেন- তোমরা নতুন চাঁদ না দেখা পর্যন্ত রোজা রেখোনা এবং নতুন চাঁদ না দেখা পর্যন্ত রোজা ছেড়ে দিও না। (মুয়াত্তা মালিক হাদিস- ৬৩৫)
৭। অন্য এক হাদিসের বর্ণনায় এসেছে- শাবানের ২৯ দিন পূর্ণ করার পর তোমরা যদি রমজানের চাঁদ না দেখো তাহলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। (মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার- ৭৩০১)
৮। হে আল্লাহ আপনি আমাদের জন্য এই চাঁদকে সৌভাগ্য ও ঈমান শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। আল্লাহই আমার ও তোমার রব। (জামে তিরমিজি হাদিস নাম্বার- ৩৪৫১)
৯। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে এমন এক ব্যক্তির চাঁদ দেখায় যথেষ্ট। যার দ্বীনদার হওয়া প্রমাণিত অথবা বাহ্যিকভাবে দ্বীনদার হিসেবে পরিচিত। (সুনানে আবু দাউদ হাদিস নাম্বার ২৩৪০)
১০। লোকেরা তোমাকে জিজ্ঞেস করছে নবচন্দ্র সমূহের ব্যাপারে- বলে দাও যে এটি মানুষের জন্য সময় সমূহের নিরূপণ ও হজের জন্য সময় নির্দেশক। (সূরা বাকারা আয়াত ১৫৯)
১১। হযরত আবু উমাইর ইবনে আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, যে রাসুল সাঃ এর নিকট একদল আরোহী আসলো এবং তারা সাক্ষ্য দিল যে তারা গতকাল শাওয়ালের চাঁদ দেখেছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে রোজা ছাড়ার আদেশ দিলেন। পরের দিন সকালেই ঈদগাহে সমবেত হলেন। (আবু দাউদ নাসায়ী মিশকাত- ১২৭)।
মন্তব্য
আজকে আমরা ঈদের চাঁদ নিয়ে ক্যাপশন ঈদের চাঁদ নিয়ে ইসলামিক পোস্ট সহ বিস্তারিত উক্তি এ আর্টিকেলে আলোচনা করেছি। আশা করছি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এবং আর্টিকেলটি সম্পর্কে আপনাদের কোন মন্তব্য অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা অতিশীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
আরো পড়ুন – ঈদে ঘুরাঘুরি ক্যাপশন, ঈদ আনন্দ নিয়ে স্ট্যাটাস