অন-পেজ SEO কিভাবে করবেন

হ্যালো বন্ধুরা!
কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি অন-পেজ এসইও কিভাবে করবেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক:

অন-পেজ SEO কিভাবে করবেন

এসইও বাংলা টিউটোরিয়াল সকলকে স্বাগতম। আমরা গত বেশ কয়েকটি পর্বে এসইওর খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কিওয়ার্ড রিসার্চ এই সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা কিওয়ার্ড রিসার্চ এর উপর মোটামুটি সব কিছু কভার করার চেষ্টা করছি যতটুকু করার দরকার তো আশা করি আপনারা সকলেই সেগুলো ইউজ করার মাধ্যমে খুব সহজে একটি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এখন এবং খুবই একটি পরিশোধ করতে পারবেন আজকে থেকে মূলত আমরা এসইওর আরো একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে অন-পেজ এসইও এ সম্পর্কে জানার চেষ্টা করব এটা মোটামুটি একটু বড় পরিসরে এবং ডিটেলস আলোচনা করা দরকার তাই আমি এখানে বেশ কয়েকটি পর্বে ভাগ করেছি আজকে হচ্ছে অনপেজ এসইও প্রথম পর্ব।

অন-পেজ SEO কিভাবে করবেন

অন-পেজ SEO কিভাবে করবেন

তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ব্রাউজার এ চলে এসেছি এবং একটি ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মূলত আজকে অফিসের কাজ করা শুরু করবো এবং আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ওয়েবসাইট অন পেজ এসইও কাজ করতে হয় তো আপনারা যদি আমার সাথে অনপেজ এসইও এর কাজ গুলো প্র্যাক্টিস করতে চান তাহলে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করে নিতে হবে যাদের রয়েছে তারা সেটি দিয়ে কাজ করতে পারবেন এবং যাদের নাই তারা অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করে নিবেন তারপর এই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এর আগে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ডোমেইন হোস্টিং সহ ওয়েবসাইট তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সেটি দেখিয়ে দিন তো সেই ভিডিওটির লিংক ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দিব সবার প্রথম লিংকটি যদি আপনার চেক করেন তাহলে সেই ভিডিওটি পেয়ে যাবেন এবং সেই ভিডিওটি দেখে আপনার প্র্যাকটিস করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন এছাড়া ডোমেইন হোস্টিং কিনে করতে চান সেটাও করতে পারবেন সমস্যা নেই আমরা কাজ করব আমরা যেহেতু ওয়েবসাইটের অভ্যন্তরীণ এ কাজ করব।

অন-পেজ SEO কিভাবে করবেন

তো আমাদেরকে অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করে লগইন করতে হবে এবং এডমিন ফেসবুকে চলে যেতে হবে তো আমরা সবার প্রথমে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই
এই হচ্ছে আমাদের ওয়েবসাইটে ডেসবোর্ড তো আপনারা যারা একদমই নতুন যে ওয়াডপ্রেস সম্পর্কে জানেন না তাদেরকে সবার প্রথম কাজই হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনে নিতে হবে তো এই বিষয়ে একটি টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে সেখানে প্রায় 12 টি মত ভিডিও রয়েছে সেখানে আমরা ওয়াডপ্রেস এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখিয়েছি সেখানে ড্যাশবোর্ড পোস্ট মিডিয়া প্লিজ কমেন্টে সবগুলো বিষয় কিন্তু আমরা ইন ডিটেইলস এ আলোচনা করেছি সেই করছে তো আপনার সেটি সম্পূর্ণ ফ্রিতে দেখে নিতে পারেন এবং এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে পারেন যদি আপনাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের এই পোস্টটিতে খুব একটা আঘাতে পারবেন না কারণ এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো না শুধুমাত্র আমরা দেখাবো এবং এশিয়াতে কিন্তু এই পোস্ট পেইড মিডিয়া এমনকি অ্যাপিয়ারান্স থেকেও বিভিন্ন জিনিসের আমাদের মাঝে মাঝেই কাজে লাগবে সেগুলো সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন না তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আবার আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসইও করে দেখাচ্ছি এছাড়াও তো আরো অনেক ধরনের প্লাটফর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা যায়।

সে গুলোকে কিভাবে আমরা সেই কাজগুলো করবো তো তাদেরকে আমি বলব যে আপনার ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে এই কাজগুলো কন্টিনিউ করতে পারেন কারনে সিউল চিনবেন কনসেপ্টের রয়েছে সেই কনসেপ্টগুলো যদি আপনার ক্লিয়ার হয়ে যায় এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করে চান এমন বিষয়গুলো যদি বুঝে নেন তাহলে আপনি যে কোন প্লাটফর্মে সেগুলো ইম্প্লেমেন্ট করতে পারবেন তো এসএমএস সেগুলো সব ওয়েবসাইটে আমাদের সেই কাজগুলো করতে হবে তো হয়তোবা wordpress1 ভাবে করতে হয় সেখানে হয়তো বা অন্যভাবে করতে হয় সেগুলো আপনার স্পেসিফিকভাবে ইউটিউব এ গুগোল এ সার্চ করার মাধ্যমে জেনে নিতে পারবেন তবে ফুল একটা গাইডলাইন সহ একটি আপনার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটি কন্টিনিউ করতে পারেন এবং বিষয়গুলো জানা হয়ে গেলে সব বিষয়গুলো আপনি যখন এক step-by-step যদি আপনি জেনে যান তখন কিন্তু আপনি স্পেসিফিকভাবে কোনো জিনিস যদি আপনার প্লাটফর্মে।

করেন তখন কিন্তু আপনি google-এ সার্চ করে ইউটিউবে সার্চ করার মাধ্যমে জেনে নিতে পারবেন তাই আমি বলব যে আপনারা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করে এই ওয়ার্ডপ্রেসে একটু জেনে নেন তারপর সেখান থেকে ওয়াডপ্রেস সম্পর্কে জানার পর আমাদের এই কোর্সটি কন্টিনিউ করেন এবং এশিয়ার কোন ব্যাপার গুলো যখন আপনি জেনে যাবে তখন অবশ্যই আপনি যে কোন প্লাটফর্মে সেগুলো এম্প্লয়মেন্ট করতে পারবেন অনপেজ এসইও কাজ শুরু করার আগে সবার প্রথমে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসি তো আপনারা যখন একটি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করবেন সর্বপ্রথম তখন কিন্তু এরকম ফাঁক রয়েছে থাকবে এরকম ফাঁক রয়েছে কিন্তু কখনো এসির কাজ শুরু করা যাবে না সবার প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটটিতে কন্টেন ইনপুট দেওয়া তো সেটা হতে পারে আপনি যে কোন ধরনের কনটেন্ট হতে পারে আপনি নিজেও কন্টেনিং ভোট দিতে পারেন অথবা কোন ফ্রিল্যান্সার হায়ার করে সেগুলো আর্টিকেল রাইটিং এর জন্য অথবা অন্য কোন কাজের জন্য যদি এই ধরনের সাইট হবে আপনার সেই ধরনের সাইটের জন্য আপনি কিন্তু কন্টেন দিতে পারেন এখানে তো মোটামুটি আমরা জিতে ব্লগিং নিয়ে কাজ করবো তো আমি আর্টিকেল রাইটিং কাকে দেখাবো তাছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের কনটেন্ট হতে পারে আর্টিকেল রাইটিং করার জন্য এখানে বেশ সুন্দর কিছু অপশন রয়েছে।

আর্টিকেল রাইটিং টা একই ওর ভিতরে মোটামুটি পড়ে না কারণ আপনি যে এসএমএস পাঠান তাহলে আর্টিকেল রাইটিং এর উপর আপনার খুব একটা দক্ষতা দরকার নেই আপনি কোন ফ্রিল্যান্সার হায়ার করে অথবা আপনার যদি ক্লায়েন্টের কাজ করেন কিন্তু অলরেডি আর্টিকেল লিখে দিবে আপনার কাজ হচ্ছে সে গুলোকে অপটিমাইজ করা এবং গুগলের জন্য উপযুক্ত করে তুলা কমপ্লিট আলাদা একটা বিষয় হচ্ছে আর্টিকেল রাইটিং হচ্ছে আলাদা ইন্ডাস্ট্রি এবং এগুলোর জন্য আলাদা ওয়ার্কার রয়েছে যাদের কাজই হচ্ছে শুধুমাত্র আর্টিকেল রাইটিং করা আপনি যখন বিশ্বাস করে ফেলবেন করে তারপরে আপনার রাইটার কে দিবেন সেই করতে এবং সেই কি-বোর্ডের ওপর একটা আর্টিকেল কমপ্লিট করে দিতে বলবেন সে তার নিজের মতো করে আর্টিকেল লিখে দিবেন এবং সেই আর্টিকেল থেকে আপনারা অপটিমাইজ করতে পারবেন আপনাদের মত করে যদি সে এসি সম্পর্কে কিছু জানে তাহলে সেও অপটিমিজড করে দিতে পারে এখানে এখন ট্রেনের মধ্যে খুব বেশি অপটিমাইজ নাই তারপরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ র্যাঙ্কিংয়ের জন্য তো আপনি যদি কোন ফ্রিল্যান্সার করেন আর্টিকেল রাইটিং করেন তাহলে তো সেটা হয়ে গেল সেখানে আপনার শুধু কাজ হচ্ছে সেগুলো চেক করে অপটিমাইজ করা এবং এসইও ফ্রেন্ডলি করে তোলা আর যদি আপনি নিজের জন্য আর্টিকেল দেখেন যে আপনার নিজের সাইট নিজেই আর্টিকেল লিখতে হবে এখন আপনার ইনভেস্ট করার মতন অত টাকা পয়সা আপাতত নাই তো সেই দিক থেকে দেখতে গেলে কিছু বিষয় আমরা এখানে শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজ একটি প্রফেশনাল মানে আর্টিকেল লিখে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্যে এবং এসইও ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি আপনার গুগলের রেংকিং এর জন্য যা যা দরকার সেগুলো আমরা এখানে দেখাবো তো আমাদের অনপেজ এসইও কাজগুলো ওয়ার্ডপ্রেসে খুব সহজে করার জন্য কিছু প্ল্যান রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কোন ধরনের ক্রেডিট না করেই আমাদের এসইওর কাজ গুলো কমপ্লিট করতে পারব।

তো আমাদের সবার প্রথম কাজ হবে এই কনটেন্ট রাইটিংয়ের শুরু করার আগে প্রথম কাজটাই হবে সেই প্লাগিনটি ইন্সটল করে ফেলা তাহলে আমরা অনেক বেশি সুবিধা পাব আমরা সবার প্রথমে সে প্লাগিনটি ইন্সটল করে ফেলি তবে এই প্লাগিন থেকে অ্যাড নিউ তে যাব এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর বেশি কাজ তো আপনারা যদি কেউ না জানেন যে কিভাবে প্লাগিন করতে হয় সেটা অবশ্যই সে আমাদের ওয়ার্ডপ্রেসটিউটোরিয়াল থেকে দেখে নিতে হবে আমরা এই প্লাগিন অ্যাড নিউ থেকে একটা নতুন প্লাগিন ইন্সটল করব তো প্লাগিনটির নাম হচ্ছে ইউটিউব দেখুন এখানে কিন্তু এইচটিসি উ লিখে সার্চ করার সাথে সাথে এখানে একটি প্লাগিন চলে এসেছে ইউজ দেশীয় আমরা এখানে জাস্ট ইনস্টল now-এ ক্লিক করব একটু সময় নিবে।

দেখুন এটা কিন্তু ইন্সটল হয়ে গেল আমরা যাচ্ছি এখান থেকে এক্টিভ করে দিব এই প্লাগিনটি সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে এই প্লাগিনটি মাধ্যমে আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ করে ফেলতে পারব এসইও রিলেটেড যে কাজগুলো করার জন্য অন্য কোন প্লাটফর্ম বা অন্য কোনো মাধ্যমে যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে ভাল আইডিয়া থাকতে হবে সেগুলো বিভিন্ন ডিলিট এর মাধ্যমে করতে হবে যেগুলো খুবই ক্রিটিক্যাল একটি কাজ যা আমরা খুব সহজে কোন ধরনের ইতনা করে কিন্তু এসটিসি্ও প্লাগিন এর মাধ্যমে করে ফেলতে পারবো ওয়াডপ্রেস ব্যবহারের সবচেয়ে বড় একটি সুবিধা হল এই প্লাগিন এর মাধ্যমে যে কেউ কোন ধরনের কোডিং নলেজ ছাড়া একজন সাধারন মানুষ অনেক জটিল জটিল কাজ করে ফেলতে পারে আমরা এই স্টেশনে আরও বিস্তারিত জানব পরবর্তী বিভিন্ন পর্বে তো আমাদের আজকের পর্বের যেহেতু আমরা কনটেন্ট রাইটিং দেখব তো আমরা সেখানে চলে জাই তমরা সর্বপ্রথম একটি পোষ্ট লেখার জন্য চলে যাই সেখানে অল পোস্ট থেকে পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করে তারপর এখান থেকে যাতে ক্লিক করি এমন অ্যাড নিউ তে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন চেম আমাদের লেখার একটি অপশন চলে এসেছে।

এখানে দেখতে পাচ্ছেন যে কনটের লেখার অপশন চলে এসেছে সেখানে আমরা আমাদের কন্টেনের টাইটেলটা দিতে পারব এবং এইটা হচ্ছে আমাদের এন্টি বডি পার্ট যেখানে আমরা কনটের লিখব লিখার আগে আমরা কিন্তু এর আগে বিগত বেশ কয়েকটি পর্বে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করেছিলাম এবং কিওয়ার্ড রিসার্চ কেন করতে হয় আশা করি আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন সেখান থেকে ধরুন আমরা যে কোন একটা কিওয়ার্ড রিসার্চ করে বের করে ফেললাম উইকেট নিয়ে আমরা ব্যাংকিং করতে পারব এবং সেটা খুবই ভালো বলিয়মের কীওয়ার্ডস ইটিসি ভালো আমাদের লাভ হওয়ার সম্ভাবনা খুবই ভাল রয়েছে ওর কোন একটি কিওয়ার্ড ধরুন আমরা পেয়ে গিয়েছি তাহলে আমরা এখন সিকিউরিটি নিয়ে কিভাবে লেখা শুরু করব কারণ এমন হতে পারে এমন কিছু কিওর আমরা পেয়েছি তেপারি চেয়ে কিওয়ার্ডগুলো সম্পর্কে আমরা কিছুই জানিনা সেই সম্পর্কে কিরকম আর্টিকেল হতে পারে সেটাও আমাদের জানা নেই সবার প্রথম কাজ হবে আমাদেরকে google-এ চলে যেতে হবে এবং আমরা চিকি ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে একটি সার্চ করে ফেলতে হবে তমরা ধরলাম কি হচ্ছে রিলেশনশিপ।
তো আমরা রিলেশনশিপ লেখে চার্চ সার্চ করে ফেললাম এবং আমাদের চেয়ে প্রথম কয়েকটি সার্চ রেজাল্ট রয়েছে সেগুলো জাস্ট আমরা ওপেন করে ফেলব।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাইটের সাথে থাকবেন।যেকোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন

facebook contact me
আমার আর অন্যান্য পোস্ট পড়ুন

কখন Exercise করা সব থেকে ভালো সকালে নাকি বিকালে

ধন্যবাদ

Easy Teching

ইজি টেকিং - একটি বাংলা ব্লগিং প্লাটফর্ম। এখানে বাংলা ভাষায় শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন জানা-অজানা তথ্য প্রকাশ করা হয়। বাংলা ভাষায় সবার মাঝে সঠিক তথ্য পৌছে দেয়াই আমাদের লক্ষ্য।

Leave a Reply